রংপুরNews24.com

রংপুরNews24.com সমাজের প্রতিচ্ছবি

21/08/2024

বিসিবির নতুন সভাপতির নাম ঘোষণা

বিস্তারিত কমেন্টে...

12/08/2024

আগামীকাল সকাল থেকে

রাত ১২ টা পর্যন্ত

সারাবিশ্বে ফেসবুক...See more

শেখ হাসিনা বলেছেন, "আমি পদত্যাগ করেছি যাতে আমাকে মৃত্যুমিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের মরদেহের ওপর দিয়ে ক্ষমতায় আসতে ...
12/08/2024

শেখ হাসিনা বলেছেন, "আমি পদত্যাগ করেছি যাতে আমাকে মৃত্যুমিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের মরদেহের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি অনুমতি দিইনি। তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।”

12/08/2024

বিশেষ সভায় বসেছে পিএসসি, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

(বিস্তারিত কমেন্টে)

17/07/2024

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

জানা গেল---শহীদ আবু সাঈদকে যিনি গুলি করেছেন তার পরিচয় নাম : ইউনুস আলীগ্রামের বাসা: শ্রীরামপুর, পাটগ্রাম, লালমনিরহাট।বর্ত...
17/07/2024

জানা গেল---
শহীদ আবু সাঈদকে যিনি গুলি করেছেন তার পরিচয়

নাম : ইউনুস আলী
গ্রামের বাসা: শ্রীরামপুর, পাটগ্রাম, লালমনিরহাট।
বর্তমান অবস্থান: রংপুর।

সরকারের এই নমনীয় তাই এবং ন্যায় বিচার পাবার বিশ্বাস এবং আদালতের রায়ের জন্য অপেক্ষা করার আহব্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
17/07/2024

সরকারের এই নমনীয় তাই এবং ন্যায় বিচার পাবার বিশ্বাস এবং আদালতের রায়ের জন্য অপেক্ষা করার আহব্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট এবং পার্কের মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে - শহীদ আবু সাঈদ এর নামে।YOU WILL BE REMEMBERED,...
17/07/2024

রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট এবং পার্কের মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে - শহীদ আবু সাঈদ এর নামে।
YOU WILL BE REMEMBERED, FIGHTER! ❤️🇧🇩

16/07/2024

ভাইকে হারিয়ে আবু সাঈদের বোনের আর্তনাদ
#কোটা_আন্দোলন #কোটাআন্দোলন #কোটা

16/07/2024
রংপুরে সংঘর্ষে এপর্যন্ত ২জনের মৃত্যুঢাকায় ২ জনেরচট্টগ্রামে ২ জনের মৃত্যুমোট ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাওয়া যায়।
16/07/2024

রংপুরে সংঘর্ষে এপর্যন্ত ২জনের মৃত্যু
ঢাকায় ২ জনের
চট্টগ্রামে ২ জনের মৃত্যু
মোট ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাওয়া যায়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ১২তম ব্যাচের ইংরেজি ডিপার্টমেন্টের ছোট ভাই আবু সায়েদ মারা গেছে।ইনালিল্লাহী ওয়াইন্না ইলাই...
16/07/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ১২তম ব্যাচের ইংরেজি ডিপার্টমেন্টের ছোট ভাই আবু সায়েদ মারা গেছে।ইনালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন

ওর বাসাঃপীরগঞ্জ,রংপুর।

13/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন।ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার শিশুটির মৃত্যুর অপ...
13/07/2024

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন।

ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার শিশুটির মৃত্যুর অপেক্ষায়, যেন মারা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে খাবারের ওপর! তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার।

মৃতপ্রায় শিশুটি ১৯৯৩ সালের মার্চ মাসে এক মুঠো খাবারের সন্ধানে দুর্ভিক্ষপীড়িত সুদানের আয়োদ থেকে প্রায় আধা মাইল দূরে জাতিসংঘের একটি খাদ্য বিতরণ কেন্দ্রের দিকে এগোচ্ছিল।

এক পর্যায়ে সে উবু হয়ে মাটিতে মাথা রেখে নিথর হয়ে যায়। তখন একটা ক্ষুধার্ত শকুন লোলুপ দৃষ্টি হেনে শিশুটির মৃত্যুর পর তার মাংস খাওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকে।

এই ছবি ১৯৯৩ সালের ২৬ মার্চ The New York Times পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ছবিটি সেই সময় সারা দুনিয়াব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ১৯৯৪ সালে ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতেছিল এই ছবি।

ফটোগ্রাফার কেভিন কার্টার পুলিৎজার পুরস্কার জেতার ৪ মাস পর মাত্র ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেন। পরে জানা যায় ছবিটি তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ছবিটির বিষয়ে কেভিন কার্টার তাঁর ডায়রিতে লেখেন:
"হে সৃষ্টিকর্তা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি কখনোই আমার খাবার নষ্ট করব না তা যতই খারাপ স্বাদের হোক না কেন এবং আমি যতই ক্ষুধার্ত না হই কেন। আমি প্রার্থনা করি যে, তিনি এই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবেন, পথ দেখাবেন এবং তাকে তার দুঃখ থেকে মুক্তি দেবেন। আমি আরো প্রার্থনা করি আমরা আমাদের চারপাশের পৃথিবীর প্রতি আরো সংবেদনশীল হব এবং আমাদের ভেতরের স্বার্থপরতা ও সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না। আমি আশা করি এই ছবি সর্বদা আমাদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে যে, আমরা (শিশুটির তুলনায়) কতটা ভাগ্যবান এবং আমরা আমাদের জীবনধারণের খাবার কারণ ছাড়াই পেয়ে যাই এমনটা অবশ্যই মনে করব না।"

পত্রিকায় প্রতিবেদনের অনুলিপি

ট্যাঙ্কেরে রংপুর জিন নামে এক প্রকার মদ উৎপাদিত হয়। এই মদ ২০০৬ সালে গোটা বিশ্বে সর্বোচ্চ বেশি বিক্রির রেকর্ড অর্জন করে। ম...
09/07/2024

ট্যাঙ্কেরে রংপুর জিন নামে এক প্রকার মদ উৎপাদিত হয়। এই মদ ২০০৬ সালে গোটা বিশ্বে সর্বোচ্চ বেশি বিক্রির রেকর্ড অর্জন করে। মদের কাঁচামাল রংপুর থেকে সংগ্রহ করা হয়েছিল বলে নাম করণ করা হয় ট্যাঙ্কেরে রংপুর জিন। ১৮৩০ সালে ব্রিটিশ চার্লস ট্যাঙ্কেরে এই মদের আবিস্কার করেন। এই মদের মূল উপাদান: রংপুরের বিশেষ প্রজাতির লেবু (বর্তমানে বিলুপ্ত), আদা ও তেজপাতা।

ব্রেকিং :পিএসসির প্রশ্নফাঁস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর আলোচিত ড্রাইভার আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর...
08/07/2024

ব্রেকিং :

পিএসসির প্রশ্নফাঁস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর আলোচিত ড্রাইভার আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির দুই উপ-পরিচালক, ১ সহকারী পরিচালক, দুই অফিস সহায়কসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

১৭ জনের মধ্যে ৬ জনই সরকারি কর্ম-কমিশনের কর্মকর্তা-কর্মচারি। অভিযানে উদ্ধার করা হয়েছে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিপুল আলামত।

আলো আসবেই।

Channel 24

মাত্র ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে জমি, তাও আবার ইউরোপের দেশে। জমি কিনতে দেশটির নাগরিক হওয়ার বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছে...
07/07/2024

মাত্র ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে জমি, তাও আবার ইউরোপের দেশে। জমি কিনতে দেশটির নাগরিক হওয়ার বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার সন্তানকে চোখে চোখে রাখুন
07/07/2024

আপনার সন্তানকে চোখে চোখে রাখুন

তরুণদের স্টোকের কারন
07/07/2024

তরুণদের স্টোকের কারন

কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী: পররাষ্ট্রমন্ত্রী
04/07/2024

কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী: পররাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত কি??
04/07/2024

আপনার মতামত কি??

  টিভি লাইভ #খেলা #ক্রিকেটরিজওয়ানকে নিয়ে অভিযোগ শেহজাদেরইসলামকে ব্যবহার করে ব্যাটিং ব্যর্থতা আড়ালের চেষ্টা করছেন তিনি?স্...
04/07/2024

টিভি লাইভ
#খেলা
#ক্রিকেট
রিজওয়ানকে নিয়ে অভিযোগ শেহজাদের
ইসলামকে ব্যবহার করে ব্যাটিং ব্যর্থতা আড়ালের চেষ্টা করছেন তিনি?
স্পোর্টস ডেস্ক,Independent Tv
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১১:৪৮ এএম
রিজওয়ান। ফাইল ছবি
রিজওয়ান। ফাইল ছবি
বহুদিন ধরেই জাতীয় দলের ধারেকাছে নেই পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। সে কারণেই হয়তো সাবেক সতীর্থদের নিয়ে নিয়মিত বোমা ফাটাতে পারেন। গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাবর আজম থেকে শুরু করে দলের প্রায় সবার সমালোচনায় মেতেছেন শেহজাদ।

বিশ্বকাপ শেষ হওয়ায় এখন আর টিভি অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না শেহজাদ। কিন্তু তিনি বসে নেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই সমালোচনা করছেন। মোহাম্মদ রিজওয়ানকে যেমন ধুয়ে দিয়েছেন, বলেছেন ধর্মকে ব্যবহার নিজের ব্যাটিং ব্যর্থতা আড়াল করছেন পাকিস্তানি উইকেটকিপার।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ফিরেছে পাকিস্তান। অথচ গ্রুপে ভারত ছাড়া অন্য কোনো শক্তিশালী দল ছিল না। যুক্তরাষ্ট্রে ও ভারতের কাছে হেরে বিদায় নিয়েছেন বাবররা। ভারতের বিপক্ষে জয়ের ভালো সম্ভাবনাই ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ রিজওয়ানের ভুল শট পাকিস্তানকে বিপদে ফেলে দেয়। বাকি টুর্নামেন্টও ভালো করেননি রিজওয়ান। ৯০.৯০ স্ট্রাইকরেটে করেছেন ১১০ রান।

দেশে ফেরার পর রিজওয়ান স্বীকার করেছেন, দলের সমালোচনা যৌক্তিক। কিন্তু সে সমালোচনা মেনে নিয়ে পরে যা বলেছেন, সেটা আরও বড় আলোচনার জন্ম দিয়েছেন, বলেছেন তিনি নাকি ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেছেন, ‘আমি বিশ্বাস করি মানুষ দুটি জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদি মুসলিম হয়, তাহলে যেখানে যাক ইসলামের প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় , সে পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে যাই বলুক তাতে কিছু যায় আসে না।’

শেহজাদের দাবি, ধর্মকে ব্যবহার করে সবার নজর নিজের ফর্ম থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন রিজওয়ান।

এক্স-কে (সাবেক টুইটার) নিজের মত প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিন ফরম্যাটে সেঞ্চুরি করা এই ওপেনার, ‘এটা খুবই হতাশাজনক যে কিছু খেলোয়াড় অপ্রয়োজনীয় সংবাদ সম্মেলন আয়োজন করে ও ধর্ম ব্যবহার করে বিশ্বকাপের বাজে পারফরম্যান্স আড়াল করতে চাইছে। যখন তারা ফিটনেস নিয়ে মিথ্যা বলে এবং স্বীকার করে মাঠে তারা অভিনয় করছিল, তখন ধর্ম কোথায় থাকে? ধর্ম কি প্রতারণা ও মাঠে মিথ্যা কথা বলার শিক্ষা দেয়?’

লম্বা পোস্টে রিজওয়ানের বিরুদ্ধে দলের কোন্দল সৃষ্টির অভিযোগও তুলেছেন, ‘আপনাকে মাঠে পারফর্ম করার জন্য টাকা দেওয়া হচ্ছে আর আপনি দলের মধ্যে গ্রুপিং করছেন। পুরো মনোযোগ দিয়ে নিজের দায়িত্ব পালন এবং আমাদের কষ্ট নিয়ে মিথ্যা না বলার শিক্ষা দেয় ধর্ম।’

বাবর আজমের বিরুদ্ধে এর আগেও ‘স্বজনপ্রীতি’র অভিযোগ উঠেছে। তাঁর কারণেই নাকি শাদাব খান ও বাবরের অন্য বন্ধুরা বারবার ব্যর্থ হওয়ার পরও দলে টিকে রয়েছেন। রিজওয়ান নিজেও বাবরের বন্ধুদের তালিকায়। এই বন্ধুদের কারণেই শাহিন আফ্রিদি অধিনায়ক হিসেবে টিকতে পারেননি, এমনটাও শোনা যায়।

শেহজাদের কথার সুর শুনে মনে হচ্ছে রিজওয়ানকেও তিনি বন্ধু ‘কোটা’য় টিকে থাকা খেলোয়াড় মনে করেন, ‘এই ক্রিকেটারদের আরও সুযোগ দিতে বলছেন কেউ কেউ কিন্তু কেন? এটা পাকিস্তান দল ওদের ঘরের দল না যেখানে ওরা খেলে। ওরা যদি আরেকটা সুযোগ চায় তবে তাদের উচিত নিজেদের দল বানিয়ে নিজেদের বন্ধুদের নিয়ে খেলা কিন্তু পাকিস্তান দলে আর না।’

জনাব চিন্ময় বাড়ৈ, অধ্যাপক (অর্থনীতি), কারমাইকেল কলেজ, রংপুর  এর অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
04/07/2024

জনাব চিন্ময় বাড়ৈ, অধ্যাপক (অর্থনীতি), কারমাইকেল কলেজ, রংপুর এর অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when রংপুরNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Newspapers in Rangpur

Show All