Kurigram govt.college rover scout group

Kurigram govt.college rover scout group *সেবার জন্য সদা প্রস্তুত

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪Kurigram govt.college rover scout group কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্...
26/03/2024

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪
Kurigram govt.college rover scout group কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম

04/03/2024
আজ কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের দুই জন অভিভাবকের জন্মদিন শুভ জন্মদিন, হে প্রিয় দীক্ষাগুরু ও শিক্ষাগুরু  – শুভ জন্...
31/12/2023

আজ কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের দুই জন অভিভাবকের জন্মদিন

শুভ জন্মদিন, হে প্রিয় দীক্ষাগুরু ও শিক্ষাগুরু – শুভ জন্মদিন।

খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়ে ওঠার এক আপন আদর্শজন আপনারা । এক সুবিশাল জ্ঞানবৃক্ষের অনন্য মানুষ। আপনাদের সহমর্মিতার হস্ত প্রসারিত থাকে সব সময় সবার জন্য। পরম শ্রদ্ধেয় আবু জাফর মোঃ শরীফ ( Sharif Jafor) স্যার ও মিজানুর রহমান মিজান স্যারের জন্মদিন.....।

আপনারা আমাদের আদর্শ স্যার। আদর্শ কি তা আপনাদের কাছ থেকে শিখেছি। আপনাদেরকে যখনি দেখেছি হাসি মুখে ,,কখনো কারো সাথে রাগ করতে দেখিনি, উচ্চ সুরে কথা বলতে দেখিনি। আপনাদের কাছে থেকে অনেক কিছু শিখেছি, আপনাদের জন্য আজ আমার এর পথ চলা।

জন্মের শুভক্ষণ সমুজ্জ্বল প্রীতিময় হোক। শ্রদ্ধায় ভালোবাসায় অভিনন্দন বার্তা। জীবনের প্রতি পরতে আনন্দক্ষণগুলো আপনাদেরকে ছুঁয়ে ছুঁয়ে থাকুক। বিপদ মুক্ত হোক চলার পথ। আপনাদের দীর্ঘায়ু যেনো আমাদের আয়ূক্ষণকে দীর্ঘায়িত করে। আপনাদের স্নেহ ছায়ায় যেনো অনেক বছর পথ চলা হয় আমাদের।

আমরা আপনাদেরকে শিক্ষক রূপে পিতা হিসেবে পেয়ে থাকি। আপনারা বিনয়ী উদারতার স্পর্শে আমাদের নেতিবাচক দিকগুলো দূরীভূত হতে বাধ্য হয়। আমাদেরকে ভালোবাসা দেয়ার জন্য – স্নেহ দেয়ার জন্য, শত কৃতজ্ঞতায় কৃতার্থ আপনাদের কাছে।

ভালোবাসা অবিরাম স্যার

22/12/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন রোভার ১ম পুনর্মিলনী-২০২৩
পরিবেশনায় প্রক্তন রোভার

আজ ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসসকল স্বেচ্ছাসেবক ভাই-বোনদের কে কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্...
05/12/2023

আজ ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

সকল স্বেচ্ছাসেবক ভাই-বোনদের কে কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ছাদ বাগানমরিচ
01/12/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ছাদ বাগান

মরিচ

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের ছাদ বাগানের সবজির প্রোজেক্টমিষ্টি কুমড়া
25/11/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের ছাদ বাগানের সবজির প্রোজেক্ট
মিষ্টি কুমড়া

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিংবিষয়ঃ কোড এন্ড সাইফারতারিখঃ ২৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ
23/11/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং
বিষয়ঃ কোড এন্ড সাইফার
তারিখঃ ২৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ

ছাদ বাগানের ফুল দেখলেই মন ভরে যায়বি.দ্রঃ যদি কেউ ফুল/ফলের গাছ দিতে চান তাহলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন...
21/11/2023

ছাদ বাগানের ফুল দেখলেই মন ভরে যায়

বি.দ্রঃ যদি কেউ ফুল/ফলের গাছ দিতে চান তাহলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন।
01762913174
নির্মল চন্দ্র সরকার
সিনিয়র রোভার মেট
ধন্যবাদ

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের ছাদ বাগান ভরে যাচ্ছে বিভিন্ন রকমের ফুল, ফল,সবজি দিয়ে
18/11/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের ছাদ বাগান ভরে যাচ্ছে বিভিন্ন রকমের ফুল, ফল,সবজি দিয়ে

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং
17/11/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং

01/11/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ছাদ বাগানে বড়াই গাছের একাংশ

23/10/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপেের ছাদ বাগানের সবজি (বেগুন) ফলন অনেক ভালো হইছে

কুড়িগ্রামে ৬৬তম জোটা ও ২৭তম জোটি 'র শুভ উদ্বোধন -২০২৩কুড়িগ্রাম জেলা রোভারের আয়োজনে  ৬৬তম জোটা (জাম্বুরী অন দ্যা এয়ার) ...
20/10/2023

কুড়িগ্রামে ৬৬তম জোটা ও ২৭তম জোটি 'র শুভ উদ্বোধন -২০২৩

কুড়িগ্রাম জেলা রোভারের আয়োজনে ৬৬তম জোটা (জাম্বুরী অন দ্যা এয়ার) ও ২৭তম জোটি (জাম্বুরী অন দ্যা ইন্টারনেট) অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে ১০.০০ ঘটিকায় জেলা স্কাউটস ভবনে আলোচনার মাধ্যমে ২০-২২ অক্টোবর-২০২৩ খ্রিঃ ৩ দিন ব্যাপী বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্কাউট ইভেন্ট এবং ১৭২টিরও বেশি দেশের ২০ লক্ষেরও বেশি স্কাউট সদস্যদের অনলাইন প্লাটফর্মে স্কাউটেদর মিলন মেলা ৬৬তম জোটা (জাম্বুরী অনদ্যা এয়ার) ও ২৭তম জোটি (জাম্বুরী অন দ্যা ইন্টারনেট) বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট’স এর ব্যাপস্থাপনায় সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা রোভার ও জেল স্কাউটস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ডায়নামিক প্রোগ্রামে একটি ইন্টারেক্টিভ থ্রী-ডি ক্যাম্পসাইটের মাধ্যমে ওয়েবিনার, গ্লোবাল ক্যাম্পফায়ার, ট্যালেন্ট শো, লাইভ শো, মজার চ্যালেঞ্জ এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম রয়েছে। এবারের জোটা-জোটির লক্ষ্য হল যোগাযোগ প্রযুক্তি, বৈশ্বিক নাগরিকত্বের মূল্যবোধ এবং একটি উন্নত বিশ্ব তৈরিতে তরুনদের ভূমিকা সম্পর্কে জানতে সব বয়সের তরুণদের সমর্থন করা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -
এ.এস.এম হাসান-উজ-জামান (পলাশ),
সম্পাদক,কুড়িগ্রাম জেলা রোভার।
পূরবী সরকার সম্পা,
সহকারী পরিচালক,
কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলা স্কাউটস।

জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা রোভার এবং স্কাউটসরা এতে অংশগ্রহণ করে। উক্ত প্রোগ্রাম বাস্তবায়নে কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সাথে অন্যান্য ইউনিটের রোভাররা সহযোগিতা করেন।

★★আলোকিত জীবনের জন্য রোভারিং★★Bangladesh Scouts, Kurigram District Rover
19/10/2023

★★আলোকিত জীবনের জন্য রোভারিং★★

Bangladesh Scouts, Kurigram District Rover

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সহচর ওরিয়েন্টেশন-২০২৩কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ...
18/10/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সহচর ওরিয়েন্টেশন-২০২৩

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে নবাগত রোভার সহচরদের বরণ, সদ্য সাবেক আরএসএল ও সিনিয়র রোভার মেট বিদায় সংবর্ধনা, গুণিজন শুভেচ্ছা স্বারক এবং রোভারদের বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে ১০.০০ ঘটিকায় নবীন রোভার সহচরদের ফুলেল শুভেচ্ছা মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজ গ্রন্থাগারে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল মোঃ মিজানুর রহমান (প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী, উপাধাক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজ। ড. আবু নূর মোঃ আনিসুজ্জামান, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। চিন্ময় রায়, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ। আব্দুল ওয়াদুদ, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, কুড়িগ্রাম জেলার রোভার। মোছাঃ রুখসানা আখতার, সহকারী কমিশনার গার্ল ইন রোভার। হাসানুজ্জামান পলাশ, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা রোভার। আবু জাফর মোঃ শরীফ, কোষাধাক্ষ, বাংলাদেশ স্কাউটস, কুড়িগ্রাম জেলা রোভার।

এ সময় নবীন রোভার সহচরদের শুভ কামনা জানানো ও স্বেচ্ছাশ্রম দিয়ে দেশের সেবা করার আহ্বান জানানো হয়। এছাড়া নবীনদের ভালোভাবে পড়াশুনার পাশাপাশি সমাজ সেবা মূলক কাজে অংশগ্রহণ করার জন্য অতিথিরা মন্তব্য করেন।

05/09/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ছাদ বাগানের এক অংশ ফুলের প্রোজেক্ট

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩জেলা পর্যায়ে শ্রেষ্ট গ্রুপ কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ Kurigram govt.college rover ...
29/08/2023

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩
জেলা পর্যায়ে শ্রেষ্ট গ্রুপ কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ Kurigram govt.college rover scout group
শ্রেষ্ট রোভার Md. Redwan

23/08/2023

ছোট নাটিকা
চাকরির ভাইভা
পরিবেশনায়ঃ প্রাক্তন রোভার, কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ

19/08/2023

ছাদ বাগানের ফুল গাছে বিভিন্ন রকমের ফুল ফুটেছে

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপ কর্তৃক ছাদ বাগানের ১ম ধাপ শুভ উদ্বোধনের মাধ্যমে সম্পন্ন।  উদ্বোধন করেন অত্র কলেজের সুয...
03/08/2023

কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার গ্রুপ কর্তৃক ছাদ বাগানের ১ম ধাপ শুভ উদ্বোধনের মাধ্যমে সম্পন্ন।

উদ্বোধন করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি MIRZA NASIR UDDIN Principal Kgc (স্যার)

এ সময় আরও উপস্থিত ছিলেন আবু নুর মোঃ আনিসুজ্জামান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,চিন্ময় রায় সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দর্শন বিভাগ,নুরুল আমিন খান সহকারি অধ্যাপক উদ্ভিদ বিদ্যা বিভাগ, সিনিয়র রোভার মেট,মোঃ রেদওয়ান আকন্দ, সিনিয়র রোভার মেট মোঃ জাবেদ আলী সহ সকল রোভারবৃন্দ।

সার্বিক তত্বাবধানে ছিলেন মিজানুর রহমান মিজান প্রভাষক রাষ্টবিজ্ঞান বিভাগ ও RSL কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ

ধন্যবাদ সকল রোভার ভাই ও বোনেরা আপনাদের পরিশ্রমের ফলে আজ আমরা প্রথম ধাপ সম্পন্ন করতে পেরেছি।

01/08/2023

১ আগষ্ট, বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস
World Scout Scarf Day - 2023

প্রতি বছর সারা বিশ্বে স্কাউটারদের মধ্যে সফলতার সহিত পালিত হয় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস। একটি স্কার্ফ একজন স্কাউটের কাছে অত্যান্ত সম্মানের এবং গৌরবের।

স্কাউট স্কার্ফ দিবস পালনের উদ্দেশ্য হল যে সমস্ত সক্রিয় এবং প্রাক্তন স্কাউটদের "স্পিরিট অফ স্কাউটিং" দৃশ্যমান করার জন্য জনসম্মুখে তাদের স্কাউট স্কার্ফ পরিধান করার জন্য অনুরোধ করা হচ্ছে।
"একবার স্কাউট - সর্বদা একটি স্কাউট"

একজন স্কাউটের স্কার্ফ স্কাউটিংয়ের স্পিরিটকে লাইমলাইটে নিয়ে আসে এবং সেই সাথে স্কাউটদের শেখানো হ্যাকগুলির উপর আলোকপাত করে।

পৃথিবীকে আমরা যেভাবে পেয়েছি তার থেকে একটু ভালো করে রেখে যাওয়ার শিক্ষা, উদ্দেশ্য ও বিপির আদর্শকে বহিঃপ্রকাশ করায় স্কার্ফ একটি শক্তি এবং সাহসের প্রতীক হয়ে উঠেছে।

Bangladesh Scouts
Kurigram govt.college rover scout group

জরুরি বার্তা
23/07/2023

জরুরি বার্তা

আজ ১৬ জুলাই, বাংলাদেশের চীফ স্কাউট  হিসেবে  দীক্ষা নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন চপ্পু।
16/07/2023

আজ ১৬ জুলাই, বাংলাদেশের চীফ স্কাউট হিসেবে দীক্ষা নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন চপ্পু।

15/07/2023

প্রিয় ক্যাম্পাস
এক নজরে কুড়িগ্রাম সরকারি কলেজ

আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম জেলা রোভারের থেকে "প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ" ব্যাজের কার্যক্রম সম্পন্ন করে  মনোনীত হয়েছ...
12/07/2023

আলহামদুলিল্লাহ

কুড়িগ্রাম জেলা রোভারের থেকে "প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ" ব্যাজের কার্যক্রম সম্পন্ন করে মনোনীত হয়েছে ১১ জন তার মধ্যে Kurigram govt.college rover scout group
কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে মনোনীত হয়েছে ৮ জন।

সবাই কে আন্তরিক অভিনন্দন🥰
উক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা৷

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রম মূলত: UNEP (United Nations Environment Program) কর্তৃক গৃহীত বিশ্বব্যাপী একটি উদ্যোগ যা ওয়ার্ল্ড স্কাউট অর্গানাইজেশন আর্থ ট্রাইবের একটি উপাদান হিসেবে গ্রহণ করেছে৷ ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো এশিয়া প্যাসিফিক রিজিয়নের ৮ টি দেশে (বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড) পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ স্কাউটসকে ৮ টি দেশের সাথে অন্তর্ভুক্ত করেছে৷

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রমের মাধ্যমে স্কাউট ও রোভার স্কাউটরা প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে জেনেছে৷ প্লাস্টিক পুনঃব্যবহার করা, না পারলে বর্জন করা সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম পরিচলনা করেছে৷ প্লাস্টিকের ক্ষতিকর দিক সমূহ সম্পর্কে পরিবার, সহপাঠীদের জানানোর পাশাপাশি সমাজ উন্নয়ন ও সমাজ সেবা মূলক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছে৷

২০২০ সালের শেষ দিকে এবং ২০২১ সালের প্রথম দিকে রোভাররা এসব কার্যক্রম পরিচালনা করে৷



05/07/2023

প্রাক্তন রোভার, Kurigram govt.college rover scout group এর পরিবেশনা ছোট নাটিকা
"এই প্যান্ট তোমাকে দিলাম"
দেখার অনুরোধ রইল
না দেখলে মিস করবেন।
ধন্যবাদ



অভিনন্দন জান্নাতুল ফেরদৌসি(ইতি) (সাবেক গার্ল ইন রোভার,কুড়িগ্রাম সরকারি কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ)বুয়েটে গনিত বিভা...
26/06/2023

অভিনন্দন জান্নাতুল ফেরদৌসি(ইতি) (সাবেক গার্ল ইন রোভার,কুড়িগ্রাম সরকারি কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ)

বুয়েটে গনিত বিভাগের মাস্টার্স পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে গনিতে অনার্স শেষ করা জান্নাতুল ফেরদৌসি।

তোমার এ অর্জন আমরা Kurigram govt.college rover scout group
কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ গর্বিত। তোমার আগামি দিনের জন্য শুভ কামনা রইল।

04/06/2023

বাংলাদেশ স্কাউটস আপনাকে কখনো ভুলবে না। আপনার জন্য শুভ কামনা রইল

নবাগত শিক্ষার্থীদের Kurigram govt.college rover scout group  কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ   জানাচ্ছি আন্তরিক...
01/06/2023

নবাগত শিক্ষার্থীদের
Kurigram govt.college rover scout group
কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

গ্রুপে ভর্তি হতে যোগাযোগ করুন শহীদ মিনারের সামনে বুথে অথবা শহীদ মিনারের পাশে একাডেমিক ভবনের ৩য় তলা ২৩০২ নং রুম রোভার ডেন।

Address

Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram govt.college rover scout group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kurigram govt.college rover scout group:

Videos

Share