দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে
লুসিড ড্রিম : নিজের মতো করে স্বপ্ন দেখো।
আচ্ছা এমনটা হলে কেমন হয়, রাতে ঘুমের ঘোরে আপনি নিজের মতো করে স্বপ্ন দেখছেন। মানে, আপনি যেভাবে সেট করে দিচ্ছেন সেভাবেই স্বপ্নের মুহুর্তগুলো একে একে পার হচ্ছে!
.
কী,
অসম্ভব কোন কল্পকাহিনি মনে হচ্ছে?
হতেই পারে, তবে পুরো বিষয়টা আসলে ট্রু! স্বপ্নকে চাইলে, নিজের ইচ্ছেমতো মুহুর্ত সাজিয়ে পার করা যায়।
এই যে স্বপ্নকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিজের ইচ্ছেমতো মুহুর্তগুলো পার করিয়ে দেওয়া, এমন ড্রিমকে বৈজ্ঞানিক ভাষায় বলে হচ্ছে লুসিড ড্রিম।
.
লুসিড ড্রিমের পুরাণ ধারণা সর্বপ্রথম দার্শনিক অ্যারিস্টটলের ‘অন ড্রিমস’ বইতে উঠে আসে।অ্যারিস্টটলের ভাষ্য হচ্ছে, মানুষ কখনও কখনও স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখার সময় নিয়েও সচেতন হতে পারে।
উনিশের দশকে, ডাচ লেখক এবং মনোবিজ্ঞানী ‘ফ্রেডেরিক ভ্যান ইডেনের’ মাধ্যমে প্রথম ‘লুসিড ড্রিম’ শব্দের ব্য
এই চোরেরা দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। #দুর্নীতি
দিনাজপুর জেলার অন্যতম আকর্ষণীয় স্থান সাগুনী ব্রীজ-শালবন
চারশত বছরের পুরাতন ঐতিহাসিক-তুষভান্ডার জমিদারবাড়ী লালমনিরহাট।
অনন্য সুন্দর-অতুলনীয় সুন্দর
দুর্গম চরের রাস্তা-চরের মানুষের জীবন সত্যিই অনেক কষ্টের ও সংগ্রামের। এমন রাস্তায় আপনি কি চলতে পারতেন?............ কুড়িগ্রাম