বাহের দেশের খবর

বাহের দেশের খবর উত্তর বাংলার সব জেলার সদ্য খবর পাওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকুন।।
(43)

17/04/2024

ক্যামেরার চোখে কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপূত্র নদে অষ্টমীর স্নানের দৃশ্যাবলী। সনাতন ধর্মামাবলম্বী মানুষ গভীর আগ্রহ, শ্রদ্ধা আর পাপের বিনাসে শুদ্ধ হওয়ার মানসে ছুটে আসেন এখানে।

30/03/2024

নীলফামারির কিশোরগঞ্জে কৃষিভিত্তিক ফার্মে ২০ জন শ্রমিক নিয়োগ হবে।বিস্তারিত জানার জন্য কল করুন ০১৭০৬৭১০৩৩৩।

19/03/2024

রংপুরে অবস্থানরত একজন রোগীর জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ A+
01716-696189

16/03/2024

একটি মানবিক আবেদন

জরুরী রক্ত প্রয়োজন❣️❣️

💁রোগীর সমস্যাঃ- সিজার
🔴রক্তের গ্রুপঃ- AB - ন্যাগেটিভ
🌡️হিমোগ্লোবিনঃ- 9.3 g/dL
💉রক্তের পরিমাণঃ 5 ব্যাগ
📆 রক্তদানের তারিখঃ- 18/03/24 সোমবার
⌚রক্তদানের সময়ঃ-
🏥রক্তদানের স্থানঃ- রংপুর প্রাইম মেডিকেল কলেজ,,
☎যোগাযোগঃ- 01783188857 অথবা,, 01970079005

কারো খোজে ডোনার থাকলে দয়া করে একটু জানাবেন প্লিজ,,

বি.দ্র. আন্তরিকতার সাথে যাতায়াতসহ আপ্যায়নের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

15/03/2024

চান্দ্রবর্ষ সৌরবর্ষের চেয়ে ১১ দিন কম হওয়ায় ২০৩০ সালে রমজান মাস পালন করা হবে ২ বার। ওই বছর প্রথম রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি। আর ২৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় রমজান মাস।

কুড়িগ্রাম বাণিজ্য মেলায়, একটি এডমিট কার্ড পাওয়া গেছে SSC পরিক্ষার্থীর।নাম:- মোঃ সাদিকুল জামান শামীম পিতা:- মোঃ এরশাদু...
28/02/2024

কুড়িগ্রাম বাণিজ্য মেলায়, একটি এডমিট কার্ড পাওয়া গেছে SSC পরিক্ষার্থীর।

নাম:- মোঃ সাদিকুল জামান শামীম
পিতা:- মোঃ এরশাদুল হক
মাতা:- মোছা: শাহনাজ পারভীন
স্কুল:- গোবিন্দপুর হাই স্কুল, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
রোল:- ৬০৮২৮১

যোগাযোগ : Md Rasib Rana
মোবাইল :01784020511

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা শুরুর আগেই মিলছে উত্তরপত্রকুড়িগ্রামে এসএসসি পরীক্ষা শুরুর আগেই মিলছে উত্তরপত্রকুড়িগ্রামের নাগে...
27/02/2024

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা শুরুর আগেই মিলছে উত্তরপত্র

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা শুরুর আগেই মিলছে উত্তরপত্র
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার শুরুর আগে হুবহু উত্তরপত্র পাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাগেশ্বরী নিউ প্রতিশ্রুতি নামে একটি বেসরকারি স্কুলের পরিচালক ও এক শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে থানা পুলিশ। এ ছাড়া কেন্দ্রের একটি কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ ও নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার এসএসসির ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা শুরুর আগে একটি উত্তরপত্রের ছবি কিছু অভিভাবকের মোবাইলে ফোনে হোয়াটস অ্যাপ ম্যাসেঞ্জারে আসে। ছবিগুলো আসে সাংবাদিকদের কাছেও। পরে ছবি নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

ছবিটিতে দেখা যায়, ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৩ মিনিটে মঞ্জুর নামে একজন তার ফোনে প্রশ্নের ছবি তোলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, মঞ্জুর নাগেশ্বরী উপজেলা নিউ প্রতিশ্রুতি স্কুলের শিক্ষক। নিউ প্রতিশ্রুতি স্কুল মূলত একটি কোচিং সেন্টার। আগে থেকেই নিউ প্রতিশ্রুতি নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্তরপত্র সরবরাহের অভিযোগ উঠেছিল। পরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কচাকাটা কলেজের প্রদর্শক শহিদুল ইসলাম ও শিক্ষক মঞ্জুরকে পরীক্ষাকেন্দ্রে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ছড়িয়ে পড়া উত্তরপত্রটিতে দেখা গেছে মঞ্জুর নামে একজনের ফোন থেকে তোলা। কথাও এসেছে নিউ প্রতিশ্রুতির শিক্ষকদের বিরুদ্ধে। এ কারণে নিউ প্রতিশ্রুতির পরিচালক শহিদুল ইসলাম ও তার শিক্ষক মঞ্জুর ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নিউ প্রতিশ্রুতি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা কচাকাটা কলেজের প্রদর্শক শহিদুল ইসলাম বলেন, আমাদের স্যারেরা ডেকেছে। আমরা এসেছি। কিছু বিষয়ে তারা জানতে চাইলে, আমি সেসবের উত্তর দিয়েছি। কেন ডেকেছে জানি না। একই কথা বলেছেন নিউ প্রতিশ্রুতির শিক্ষক মঞ্জুর। তিনি বলেন, আমি কিছুই জানি না। আমাকে ডেকে যা যা জিজ্ঞাসা করেছে সব বলেছি।

কেন্দ্রের পাশে থাকা একাধিক অভিভাবক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু গণমাধ্যমে কথা বললে তাদের সন্তানদের পরীক্ষায় প্রভাব ফেলবে কেন্দ্রের লোকজন এমন কথা বলে তারা নাম প্রকাশ করতে রাজী হননি। তারা জানান, কেন্দ্রের ভিতরে কিছু পরীক্ষার্থীকে বেছে বেছে এসব উত্তরপত্র সরবরাহ করা হয়। কিছু শিক্ষক এসে এসব দিয়ে যান। এতে অন্য শিক্ষার্থীদের সমস্যা হয়। শুরু থেকে এভাবে চলছে।

আব্দুল কাদের নামে একজন বলেন, আমার নাতনিকে নিয়ে যাই পরীক্ষা হলে। বাইরে দেখি মাস্টাররাও নকল নিয়ে দৌড়াদৌড়ি করছে। নাতনি প্রতিদিন বের হয়ে বলে ভেতরে অনেক স্যারে নকল নিয়ে যায়। একই কথা বলেন অভিভাবক জহির উদ্দিন ও শহিদুল ইসলামও।

তবে সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব মোশারফ হোসেন এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, আজকেই প্রথম স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় কেন্দ্রের ৭ নং কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা আব্দুস সাফি নামে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার ফোনে পরীক্ষা সংক্রান্ত আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি। ফোনটি জব্দ করা হয়েছে।

নাগেশ্বরী ‍উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, পরীক্ষা শুরুর পর থেকে উত্তরপত্র ছড়াছড়ির বিষয়টি আমরা শুনতে পাচ্ছি। আমি নিজেও পাই। কিন্তু কোথা থেকে হচ্ছে এটা বলা যাচ্ছে না। এটা নাগেশ্বরীর বাইরে থেকেও হতে পারে। আমরা এ বিষয়ে সজাগ আছি।

নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ বলেন, পরীক্ষা কক্ষে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় এক শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফোনটি জব্দ করা হয়েছে। ফোনে পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য রয়েছে কিনা তা যাচাই করা হবে। আপত্তিকর কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদকঃ মো. জুয়েল রানা
Dhakapost.com

উলিপুর এম এস কলেজের মেইন গেট বন্ধ,,তাই জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন একজন এসএসসি পরিক্ষার্থী। অভি...
15/02/2024

উলিপুর এম এস কলেজের মেইন গেট বন্ধ,,তাই জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন একজন এসএসসি পরিক্ষার্থী।

অভিভাবক সহ অনেকেই ধিক্কার জানিয়েছেন কর্তৃপক্ষকে। প্রথমদিন অন্তত পরীক্ষা শুরুর ১৫ মিটিন পূর্বে গেট বন্ধ এই নিয়ম ফলো না করলেও হতো এমন মন্তব্য করেছেন অনেকে।
তথ্য: মিনহাজুল ইসলাম।
ছবি সংগৃহীত।

ছাত্রলীগ নেতার হামলায় আওযামীলীগ নেতা হত্যার বিচারের দাবীতে মানব বন্ধনকুড়িগ্রামে ছাত্রলীগের হামলায় আওয়ামীলীগ নেতা ও ব্যব...
12/02/2024

ছাত্রলীগ নেতার হামলায় আওযামীলীগ নেতা হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন

কুড়িগ্রামে ছাত্রলীগের হামলায় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহান হত্যাকােণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে নিহত সোহানের সহপাঠী ,ব্যবসায়ী ও সর্বসাধারণ বিভিন্ন ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম ছানালাল বকসী, যুবলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ ব্যবসায়ী ও স্বজনরা।

মানব বন্ধন থেকে এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের খলিলগঞ্জ এলাকার কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট জিপগাড়ীত দুই ছাত্রলীগ নেতার দ্রুতগতি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঐ দুই ছাত্রলীগ নেতা আহত হওয়ার খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক কলেজের ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়া তাদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলেে ছুটে আসে এবং জিপ থেকে শরিফুল ইসলাম সোহানকে নামিয়ে বেধরক পিটিয়ে হত্যা করে।

এঘটনায় শুক্রবার নিহত শরিফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পরে সেদিনই সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক কলেজের ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ এবং গ্রেফতারকৃত দুই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমেে ৩ দিনের রিমান্ড নেয়।

প্রতিবেদকঃ সাইফুর রহমান শামীম

ফুলবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন, থানায় মামলাকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধ...
12/02/2024

ফুলবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন, থানায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । পুলিশ ভিকটিম স্কুল ছাত্রীকে রবিবার রাতে উদ্ধার করে সোমরার বিকালে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সমন্বয়টারী গ্রামের হোসেন স্ত্রী সহ ঢাকার ইট ভাটায় কাজ করেন। তার মেয়ে একই এলাকার সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে। পিতামাতা বাড়ীতে না থাকায় মেয়েটি পাশ্ববর্তী তালুকদার পাড়া গ্রামে তার নানা আবুবক্কর সিদ্দিকের বাড়ীতে থাকেন। গত শুক্রবার ০৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মেয়েটি বাইসাইকেল যোগে ঔষধ কেনার জন্য পাশ্ববর্তী টনকার মোড় বাজারে যান। ঔষধ কিনে বাড়ী ফেরার সময় একাকি পেয়ে দাসিয়ার ছড়া রাসমেলা গ্রামের আলম মিয়ার ছেলে সোহাগ (১৮), একই গ্রামের রফিকুল ইসলাম অপুর ছেলে ময়নুল ইসলাম (২২) ও মজিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৩) মেয়েটির মুখ চেপে ধরে রাসমেলা নদীর পাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। কিছুক্ষন পর ওই পথ দিয়ে চলাচলকারী পথচারীরা রাস্তার ধারে বাইসাইকেল পড়ে থাকতে দেখে এদিক সেদিক খোঁজাখুঁজি করলে নদীর ধারে ওই তিনজনকে দেখতে পায়। লোকজনের চিৎকারে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে তাদের সনাক্ত করে। পরে মেয়েটিকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে তার নানীর বাড়ীতে পৌছে দেয়।

এ ঘটনার পর আপোষ মিমাংসার জন্য স্থানীয় মাতব্বররা রবিবার সারাদিন ওই পরিবারের উপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়। সোমবার সকালে ঢাকা থেকে বাড়ীতে ফেরেন মোশারফ হোসেন। পরে তিনি বাদী হয়ে ৩ জনকে আসামী করে সোমবার ১২ ফেব্রুয়ারী বিকালে ফুলবাড়ী থানায় ধর্ষন মামলা দায়ের করেন।

মেয়েটির মা ফেরদৌসী বেগম বলেন, তিন নরপশু মিলে আমার মেয়েটার সর্বনাশ করেছে। আমি ধর্ষকদের উপযুক্ত শাস্তি চাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেদকঃ মোঃ বুলবুল ইসলাম
হামার কুড়িগ্রাম

আমার পছন্দের দুই শহর..!😇♥️রংপুর ও রাজশাহী।
06/02/2024

আমার পছন্দের দুই শহর..!😇♥️
রংপুর ও রাজশাহী।

‘কী স্বপ্ন দেখলাম, আর কী হলো’—জাবিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা‘আমি এক হতভাগ্য বাবা। আমার দুর্ভাগ্য, আমার এ...
06/02/2024

‘কী স্বপ্ন দেখলাম, আর কী হলো’—জাবিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা

‘আমি এক হতভাগ্য বাবা। আমার দুর্ভাগ্য, আমার একমাত্র ছেলে ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত একজনকে পালাতে সহায়তা করেছে। ছেলের এ ধরনের কাজের জন্য বাবা হিসেবে আমি অনুতপ্ত।’ এ কথাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীকে ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী সাগর সিদ্দিকীর বাবা মফিজুল হক সিদ্দিকীর।

আজ মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর । এ সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের গ্রেপ্তারে অভিভাবক হিসেবে নিজেদের পারিবারিক অবস্থান প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

গ্রেপ্তার সাগর সিদ্দিকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও একই হল শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী গ্রামে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল হক সিদ্দিকীর ছেলে। বাবা-মায়ের দুই ছেলে-মেয়ের মধ্যে সাগর ছোট ও একমাত্র ছেলে।

ধর্ষণের মতো ঘটনার মামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে সাগর সিদ্দিকীর বাবা বলেন, ‘এই ঘটনার সাথে সে (সাগর) জড়িত নয়। একজন অপরাধীকে আইনের হাতে সোপর্দ না করে তাকে পালাতে সহায়তা করা এক ধরনের অপরাধ। এটা সে ভুল করেছে। তার এই ভুলের জন্য আমরা পারিবারিকভাবে এবং আমি ব্যক্তিগতভাবে অনুতপ্ত। আমরা কষ্ট পাচ্ছি।’

অবসরপ্রাপ্ত শিক্ষক এই বাবা তাঁর স্বপ্নভঙ্গ প্রসঙ্গে বলেন, ‘সে ছাত্ররাজনীতি করুক আমি তা চাইনি। আমি তাকে আমার আদর্শে মানুষ করার চেষ্টা করেছিলাম। কী স্বপ্ন দেখলাম, আর কী হলো! আমি এখন কারও সাথে ফোনে কথা বলতে কষ্ট পাই। আমি বাইরে যেতে কষ্ট পাই, লজ্জা পাই। আমি খুব হতাশ।’

বর্তমান ছাত্ররাজনীতির প্রভাবে শিক্ষার্থীরা অপরাধ কর্মে জড়িয়ে যাচ্ছে উল্লেখ করে শিক্ষক এ বাবা বলেন, ‘আগের বা আশির দশকের যে ছাত্ররাজনীতি তার সাথে বর্তমান ছাত্ররাজনীতি যায় না। কোনো অভিভাবক চান না তাঁর সন্তান ছাত্ররাজনীতি করুক। ছেলের সাথে আমার হাজার হাজার বার কথা হয়েছে। তাকে বারবার ছাত্ররাজনীতি করতে বারণ করেছি। সে রাজনীতির সাথে সম্পৃক্ত হোক এটা চাইনি। তাকে বলেছি, বাবা, আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা শেষ করে একটা চাকরি করো, এটাই আমার স্বপ্ন। কিন্তু তারপরও সে রাজনীতিতে জড়িয়েছে।

‘আমি অনুতপ্ত। কোনো সন্তান যদি কোনো অন্যায় করে তাহলে বাবা-মা অনুতপ্ত হন। এটা প্রাকৃতিক। এর কোনো ব্যাখ্যা হয় না।’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন আবাসিক হলের ৩১৭ নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হলের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠে আসামি মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশীদ মামুনের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী ওরফে সাগর সিদ্দিকীর বিরুদ্ধে। পরে তাঁকেসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সাগর সিদ্দিকীসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাকি তিনজনের ছাত্রত্ব শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে সনদ স্থগিত করা হয়।

প্রতিবেদকঃ আরিফুল ইসলাম রিগান

06/02/2024

'মেলার নামে জুয়া'
উলিপুরে হস্ত কুটির শিল্প ও পন্য মেলার নামে অবাধে বিক্রি হচ্ছে লটারির টিকেট!
নিরব প্রশাসন!

নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠ  Third hand Foundation এর ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করেন  মো:-আব্দুর রহিম শেখ অর্থ বিষয়ক ...
05/02/2024

নেওয়াশী ইউনিয়ন পরিষদ মাঠ Third hand Foundation এর ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করেন মো:-আব্দুর রহিম শেখ অর্থ বিষয়ক সম্পাদক নাগেশ্বরী, কুড়িগ্রাম শ্রমিকলীগ।
আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সন্মানিত ব্যাক্তিবর্গ।

এই জৈনক মহিলার ওয়ারিশ কেউ থাকলে, উপজেলা স্বাস্থ্য নাগেশ্বরীতে - যোগাযোগ করেন, নাগেশ্বরীর কলেজ মোড়ে রাস্তায় এক্সিডেন্ট ...
04/02/2024

এই জৈনক মহিলার ওয়ারিশ কেউ থাকলে, উপজেলা স্বাস্থ্য নাগেশ্বরীতে - যোগাযোগ করেন, নাগেশ্বরীর কলেজ মোড়ে রাস্তায় এক্সিডেন্ট করে পরেছিল, এক ভদ্রলোক হসপিটালে নিয়ে এসেছে, কিন্তু কোন ওয়ারিশ নাই, জরুরি অবস্থা - কেউ তার পরিবারের খোঁজ পেলে চলে আসুন ,দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাগেশ্বরীর জরুরি বিভাগে-

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতবাড়িতে গাঁজা চাষ: গাঁজার গাছসহ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশকুড়িগ্রাম জেলার...
03/02/2024

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতবাড়িতে গাঁজা চাষ: গাঁজার গাছসহ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০২ ফেব্রুয়ারি ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন ২নং শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) এলাকার মাদক কারবারি মোঃ হামিদুল ইসলাম 'কে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল। এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

© 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

26/01/2024

ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেরশ্বরী ব্রিজের পশ্চিম পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতবাড়ি ও ১২ টি গবাদি পশু পুরে ছাই। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন। #ভয়াবহ #অগ্নিকান্ড #কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #পাটেশ্বরী_ব্রিজ

19/01/2024

🙏 একটি মানবিক আবেদন
💁‍♂️রোগীর সমস্যা: রক্তশূন্যতা
🩸রক্তের গ্রুপ: (A+) এ পজিটিভ
🔴রক্তের পরিমাণ: ২ ব্যাগ
💊হিমোগ্লোবিন: জানা নেই
📆রক্তদানের তারিখ: ১৯-০১-২০২৪
⌚রক্তদানের সময়: পাওয়া মাত্র
🏥রক্তদানের স্থান: আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার নাগেশ্বরী -কুড়িগ্রাম।
☎যোগাযোগ:+8801768177633 (রোগীর ছেলে)

16/01/2024

ব্রিজ ভাংতে ভাইব্রেটর মেশিন।

কুড়িগ্রামে ঢাকাগামী বাস থেকে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦[𝟐𝟒 𝐃𝐞𝐜 𝟐𝟎𝟐𝟑]কুড়িগ্...
25/12/2023

কুড়িগ্রামে ঢাকাগামী বাস থেকে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦
[𝟐𝟒 𝐃𝐞𝐜 𝟐𝟎𝟐𝟑]

কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২০: ২৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কুড়িগ্রাম 'মজিদা খাতুন আদর্শ ডিগ্রী কলেজ' সংলগ্ন রাস্তায় বাসটিতে তল্লাশি করে নাগেশ্বরী থানাধীন হুর কাটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মুকুল (২০) এবং শুকাতি বোর্ডঘর গ্রামের মোহাম্মদ নূরনবী সরকার (৩৫) দ্বয় যাত্রী সেজে পোশাকের ব্যাগে ০৬ কেজি গাঁজা পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞেসায় তারা জানায় যে, দীর্ঘদিন ধরে তারা কুড়িগ্রাম জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে মাদক পরিবহন করে আসছিলো।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৫ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফ...
29/11/2023

কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৫ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦
[𝟐𝟖 𝐍𝐨𝐯 𝟐𝟎𝟐𝟑]

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৭ নভেম্বর ২০২৩ তারিখ বিকেল আনুমানিক ১৭.১০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (বলদীটারী) এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইকের চালকের সীটের নীচ লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং অটোরিকশা জব্দ করে।

ফুলবাড়ী থানা পুলিশের আরো একটি চৌকস টিম গত ২৭ নভেম্বর রাত্রি ১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় (ছড়ারপাড়) এলাকা থেকে একাধিক মামলা আসামী বানিয়াটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ তুষার হক (২১), বোয়াইলভীর গ্রামের শ্রী রনজিত রায় (২৮) দ্বয়কে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে৷ এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৮ নভেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ১.৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার মৌজাস্থ উত্তর ব্যাপারীরহাট থেকে সন্তোষপুর পুলিশপাড়ার কুখ্যাত মাদক কারবারি মো: মাসুদ রানা (৩৭) ও ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০)'দ্বয়কে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও রৌমারী থানা পুলিশের একটি টিম গত ২৭ নভেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২১.৪০ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামস্থ রৌমারী টু কর্তিমারী বাজারগামী পাকা রাস্তার উপর থেকে মির্জাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ওবাইদুল ইসলাম (৩০)'কে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

এই বাচ্চাটিকে আজ (২৭/১১/২৩) দুপুর নাগাদ চব্বিশহাজারী (লেবু কাউন্সিলর)  অফিস সংলগ্ন জায়গায় পাওয়া গিয়েছে।নাম বলতেছে পুজা, ...
27/11/2023

এই বাচ্চাটিকে আজ (২৭/১১/২৩) দুপুর নাগাদ চব্বিশহাজারী (লেবু কাউন্সিলর) অফিস সংলগ্ন জায়গায় পাওয়া গিয়েছে।
নাম বলতেছে পুজা, ক্লাস ওয়ানে পড়ে। এত টুকু বলতে পারে। সাথে একটা কাপরের ব্যাগ আছে ব্যাগের গায়ে কুড়িগ্রাম ফুলবাড়ি লিখা।
অনুগ্রহ করে শেয়ার করে দিবেন।
যোগাযোগঃ০১৭৪৯৯৪০০৪৯

25/11/2023

একটি মানবিক আবেদন। 🙏
রক্ত যোদ্ধারা এগিয়ে আসুন

💁 রোগীর সমস্যা:সিজার
🔴রক্তের গ্রুপ: A+
💔 হিমোগ্লোবিনঃ
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ : ২৫-১১-২৩,, আজ
⌚রক্তদানের সময়: পাওয়া মাত্র
🏥রক্তদানের স্থান: কুড়িগ্রাম সেন্টল ক্লিনিক
☎যোগাযোগ নাম্বরঃ ০১৭৮৩০৫৩৬৪৬

একটি মানবিক আবেদন,,,,🚨জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। 💁রোগীর সমস্যা:  পায়ের অপারেশন😔 রোগী: প্রশান্ত রয় -আমার বন্ধু 🔴রক্...
27/10/2023

একটি মানবিক আবেদন,,,,
🚨জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।

💁রোগীর সমস্যা: পায়ের অপারেশন
😔 রোগী: প্রশান্ত রয় -আমার বন্ধু
🔴রক্তের গ্রুপ:o+
💉রক্তের পরিমাণ: 2ব্যাগ
হিমোগ্লোবিন : 13
তারিখ: আজকে সন্ধ্যার ভিতরেই
⌚রক্তদানের সময়: সন্ধ্যায় অপারেশন
🏥রক্তদানের স্থান: রংপুর গুড হেলথ হসপিটাল
☎যোগাযোগ:01313502301

কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অ...
24/10/2023

কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৪ অক্টোবর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজ এর উপর হতে ০২ কেজি গাঁজাসহ রাজশাহী জেলার বাঘা থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মিলন হোসেন (৩৮) ও মোঃ সুমন আলী (২২) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

© 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

22/10/2023

শুভ জন্মদিনে যখন ফুটবলাররা এভাবে উইশ করতে সব সময় আসে। আমি আবেগে আপ্লূত হই। আজকে শুধু আমার জন্মদিন নয়, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনে লাইজু কিডস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু স্যারের নেতৃত্ব আমি নোমি নোমান কুড়িগ্রাম প্রমিলা ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করি।। বিস্তারিত পরে বলা যাবে। শুভ জন্মদিনে একটি ভালো কাজের স্বাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত ভাবছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

জরুরি রক্তের প্রয়োজন💁রোগীর সমস্যা: জরায়ু অপারেশন🔴রক্তের গ্রুপ : Ab+💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ।👉হিমোগ্লোবিন : 📆রক্তদানের ...
16/10/2023

জরুরি রক্তের প্রয়োজন
💁রোগীর সমস্যা: জরায়ু অপারেশন
🔴রক্তের গ্রুপ : Ab+
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ।
👉হিমোগ্লোবিন :
📆রক্তদানের তারিখ:১৬-১০-২৩
⌚রক্তদানের সময়:পাওয়া মাএ
🏥রক্তদানের স্থান:কুড়িগ্রাম সেবা ক্লিনিক

যোগাযোগ 01783053646
ধন্যবাদ

সকলেই সহযোগিতা করুন প্লিজ। একটি মানবি আবেদন💁�রোগীর সমস্যাঃ এপেডিসাইট অপারেশন 🩸�রক্তের গ্রুপঃ (A+)💊�হিমোগ্লোবিনঃ জানা নাই...
04/10/2023

সকলেই সহযোগিতা করুন প্লিজ।
একটি মানবি আবেদন

💁�রোগীর সমস্যাঃ এপেডিসাইট অপারেশন
🩸�রক্তের গ্রুপঃ (A+)
💊�হিমোগ্লোবিনঃ জানা নাই
🩸�রক্তের পরিমাণঃ 1 ব‍্যাগ।
📅�রক্তদানের তারিখঃ 02/10/2023।
⌚�রক্তদানের সময়ঃ পাওয়া মাত্র।
🏥�রক্তদানের স্থানঃ রংপুর সদর হাসপাতাল
👪�যোগাযোগ নাম্বারঃ +8801568702453

একটি হারানো বিজ্ঞপ্তি...নাগেশ্বরী মাইক্রো স্টান্ড থেকে পৌর ভবন হয়ে ফুটবল মাঠ দিয়ে খেড়বাড়ি স্কুল যাওয়ার পথে কয়েকটি ...
16/08/2023

একটি হারানো বিজ্ঞপ্তি...
নাগেশ্বরী মাইক্রো স্টান্ড থেকে পৌর ভবন হয়ে ফুটবল মাঠ দিয়ে খেড়বাড়ি স্কুল যাওয়ার পথে কয়েকটি চাবি সহ একটি চাবির রিং হারিয়ে গিয়েছে।
কেউ চাবি গুলা পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগঃ 01788-869351

একজন ফুটবলারের এমন মৃত্যুতে সন্দেহ-সংশয়কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকার ধানখেত থেকে লিংকন ইসলাম (১৯) নামের এক ফুটবলারের ...
14/08/2023

একজন ফুটবলারের এমন মৃত্যুতে সন্দেহ-সংশয়

কুড়িগ্রাম শহরের ধরলা সেতু এলাকার ধানখেত থেকে লিংকন ইসলাম (১৯) নামের এক ফুটবলারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন তাঁর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, লিংকন ইসলাম ধরলা সেতুসংলগ্ন চর ভেলাকোপা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি জেলা ক্রীড়া অফিসের আওতায় অনূর্ধ্ব ১৭ দলের ফুটবল খেলেছিলেন। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার হয়ে ফুটবল লিগে অংশ নিয়েছিলেন। তিনি জজকোর্ট মার্কেটের একটি জুতার দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন।

লিংকনের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যান লিংকন। এরপর আর ফেরেননি। সকালে স্থানীয়রা তাঁর লাশ ধানখেতে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কাছে জুতা-স্যান্ডেলে ব্যবহারের আঠার (ড্যান্ডি) কৌটা পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বাঁ হাতে থাকা একটি পলিথিনে ওই আঠা ছিল।

মাইদুল আরও বলেন, ‘লিংকন ও তাঁর ছোট ভাই ফুটবল খেলতেন। লিংকনের গায়ে থাকা ওয়ারি ক্লাবের জার্সিটি মূলত ওর ছোট ভাইয়ের।’

নাম প্রকাশে অনিচ্ছুক লিংকনের এক বন্ধু বলেন, ‘লিংকন মাঝেমধ্যে আঠা দিয়ে নেশা করত। কিন্তু যেখানে তার লাশ পাওয়া গেছে, সেখানে যেতে হলে পানি পার হয়ে যেতে হবে। সে কেন এবং কীভাবে ওই স্থানে গেল তা রহস্যময়।’

তবে পুলিশের ধারণা, লিংকন ড্যান্ডি আঠা দিয়ে নেশা করে পানিতে পড়ে গিয়েছিলেন। এরপর আর উঠতে না পারায় শ্বাসরোধ হয়ে মারা যান। ওসি ফরিদ হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহ-সংশয় দূর করতে লাশের ময়নাতদন্ত করা হবে।’

Address

Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাহের দেশের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাহের দেশের খবর:

Videos

Share

বাহের দেশের খবর , সত্য প্রকাশে নির্ভীক

বাহের দেশের খবর। সত্য প্রকাশে নির্ভীক

উত্তর বঙ্গের সকল মানুষের ধর্ম বর্ন নির্বিশেষে এক হওয়ার লড়াই। এই পেজের মাধ্যমে আমরা উত্তর বঙ্গের সকল জেলার বিভিন্ন ক্যাটাগরির সংবাদ প্রচার করে থাকি। এই ফেসবুক পেজে আপনি প্রথম হলে পেজের লাইক বাটনে ক্লিক করবেন। আর এই পেজের কোন পোস্ট ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভূলবেন না প্লিজ।

রংপুর বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের অন্যতম নবীন ও মঙ্গা পীড়িত একটি বিভাগ। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়।