Atikuzzaman Atik

Atikuzzaman Atik বলো, আমার নামায, আমার ইবাদাতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ‌ রব্বুল আলামীনের জন্য।

 #শিবিররংপুরমহানগর
15/12/2024

#শিবিররংপুরমহানগর

হতে পারে এটা একটা ঐতিহাসিক সফর,,,,
12/12/2024

হতে পারে এটা একটা ঐতিহাসিক সফর,,,,

06/12/2024

ইনকিলাব জিন্দাবাদ, জুলাই গনঅভ্যুত্থান জিন্দাবাদ,,,

04/12/2024

দাদা বাংলাদেশ দখলের চিন্তা না করে, কিভাবে টয়লেট নির্মাণ করা যায় আর কিভাবে টয়লেটে মল ত্যাগ করতে হয় এটা প্রশিক্ষণ দাও।

03/12/2024

সত্যিই আমাদের পড়শি ভালো না,,,

01/12/2024

মিরসরাই পৌরসভা জামায়াতের ৩ নং ওয়ার্ডের সাধারণ সভায় স্থানীয় সন্ত্রাসী কামরুল হাসান বাহিনীর হামলার প্রতিবাদে এবং দ্রুত হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মিরসরাই উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

29/11/2024

আমরা সবাই বাংলাদেশী

29/11/2024

এরা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী

25/11/2024
23/11/2024

আমার সাথে শিশুদেরও যখন কারাগার থেকে কোর্টে নিয়ে আসতো তখন হাতে হ্যান্ডক্যাপ,কোমরে রশি বেধে নিয়ে হাজির করছিলো মনে হয় যেনো জঘন্য অপরাধ করেছিলাম।অথচ সকলেই ছিলো নিরপরাধ, আমাদের অপরাধ কি তা জানতামই না।আর এখন ছাত্র খুনি, আয়না ঘরের অধিপতি,দেশ লুটকারীদের কোর্টে নিয়ে আসে একটা হ্যান্ডক্যাপও পড়ায় না। আহ! প্রশাসনের উদারতা দেখে মনে হয় তারা একই স্বজাতি। ওদের হ্যান্ডক্যাপ,কোমরে রশি লাগালে প্রশাসনের কলিজা ছিড়ে যায়। একটা প্রবাদ বাক্যের আমল তারা ভালোই করতেছে: নুন খাই যার,গুণগাই তার।

ওয়ার্ড দায়িত্বশীল মতবিনিময় সভা'২৪ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে...
15/11/2024

ওয়ার্ড দায়িত্বশীল মতবিনিময় সভা'২৪ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম।

কে বলেরে স্বৈরাচার নাই, স্বৈরাচার তো উপদেষ্টারাই।হাসি টা সুন্দর  না.....??
11/11/2024

কে বলেরে স্বৈরাচার নাই, স্বৈরাচার তো উপদেষ্টারাই।
হাসি টা সুন্দর না.....??

10/11/2024

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ রংপুর এর ১০৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান

10/11/2024

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ রংপুর এর ১০৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান।

10/11/2024

''কিছু সিদ্ধান্ত তাৎক্ষণিক সঠিক মনে হলেও দীর্ঘ মেয়াদী ক্ষতির কারণ হতে পারে"।

(সময় কাউকে ছেড়ে কথা বলে না)

২০১৬ সালে পড়ালেখার উদ্দেশ্য রংপুর এসেই বাস  টার্মিনাল এ রিসিভ করতে এসেছিলেন প্রিয় তাজুল ভাই। এক মেসেই থেকেছি কতকিছু শিখে...
08/11/2024

২০১৬ সালে পড়ালেখার উদ্দেশ্য রংপুর এসেই বাস টার্মিনাল এ রিসিভ করতে এসেছিলেন প্রিয় তাজুল ভাই। এক মেসেই থেকেছি কতকিছু শিখেছি.... স্বৈরাচারীর আমলে কতশত স্মৃতি। মজার ব্যাপার হলো হটাৎ পুলিশ আসতেছে তাড়াহুড়ো করে রাতে রুম ছেড়ে অন্যত্র মানুষের বাসায় থাকা।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atikuzzaman Atik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share