Crush & Confession Rangpur - RCC

Crush & Confession Rangpur - RCC আমাকে আপনার বার্তা পাঠান, আমরা এটি আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেব 🌼
(11)

প্রেরক: আপনার অপরিচিত কেউ।প্রাপক: লাল শাড়ি পরা মেয়েটি!আসসালামুআলাইকুম,আশা করি ভালো আছো। কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি  ...
06/02/2024

প্রেরক: আপনার অপরিচিত কেউ।
প্রাপক: লাল শাড়ি পরা মেয়েটি!

আসসালামুআলাইকুম,আশা করি ভালো আছো। কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না , CPSCL কালচারাল ফাংশন এ কতশত মানুষের ভিরে আমি তোমাকে দেখতে পাই, আমি একদৃষ্টিতে তাকিয়েই ছিলাম তোমার ওই মায়াবী মুখের দিকে ,তোমার চোখের অনন্ত মায়ায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি ,কাউকে এতোটা গভীর ভাবে উপলব্ধি এই প্রথম,নিজের অজান্তেই যখন কারো কাউকে ভালো লাগে সেই অনুভূতিটা অদ্ভুত সেটা বুঝতেছি, অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না,তোমাকে দেখার পর থেকে আমি যেন ভালো নেই। তোমার চোখের ঐ চাহনি,মায়াবী মুখের হাঁসি আমায় ভালো থাকতে দিচ্ছে না. সৃষ্টিকর্তা তার সৃষ্টির সবটুকু দিয়ে তোমাকে পরিপূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ 💗
এই সব কিছু বলে হয়তো ভালোবাসা প্রকাশ করা যায় না, তবুও করলাম.... 🥺
খুজে নিও প্রিয় লাল পরী, তোমার অপেক্ষায় থাকলাম😚

 -To : Mahiru MahjabinFrom : তোমার ফলোয়ার কেও -সুন্দরী কে প্রত্যাখান করা যায় কিন্তু মায়াবতী কে না।  তুমি হলে আমার না হওয়...
25/01/2024


-
To : Mahiru Mahjabin
From : তোমার ফলোয়ার কেও
-
সুন্দরী কে প্রত্যাখান করা যায় কিন্তু মায়াবতী কে না। তুমি হলে আমার না হওয়া মায়াবতী। তোমার ঐ দুই চোখে আমি হারিয়ে গেছি 👀। তুমি আমার এমন একটা নেশা যেই নেশা থেকে আমি উঠতে চাই না। তুমি আমার না হওয়া পবিত্র ভালোবাসা 🥹। যাকে আমি দূর থেকে ই ভালোবাসি। তোমাকে পাওয়ার ইচ্ছে আমার এতটাই যতটা একটা অন্ধ মানুষের দুনিয়ার আলো দেখার ইচ্ছে 💖। তোমাকে আমি কয়েক দিন আগে ও দেখেছি রংপুর এ 😍।
তোমায় ভালোবাসতে বাসতে আমার মৃত্যু হোক পরেও তুমি ব্যাতীত আমার ভালোবাসা অন্য কোনো নারীর না হোক 😌💝

 -To: Af Rida❤️🥀From: কাছের কেউ😊-জানো?“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাসতোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ”সবার কাছে...
25/01/2024


-
To: Af Rida❤️🥀
From: কাছের কেউ😊
-

জানো?
“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ”

সবার কাছে নিছক কবিতা হলেও, আমার কাছে জীবনের এক সুন্দর সত্যি এই লাইন দুটো। আমি তোমার চোখের সর্বনাশে নিপীড়িত এক প্রেমিক, তোমার চোখের মায়ায় হারিয়ে যাওয়া এক পথভোলা পথিক, তোমার হাসির ঝংকার যার সব দুঃখ-কষ্টের পরিসমাপ্তি।
আমি তোমার চোখে নিজের সর্বনাশ দেখেছি। আজীবন সেই সর্বনাশের মায়ায় ডুবে থাকতে চাই।
সুযোগ কি দেবে মায়াবিনী।
শুধুমাত্র শব্দ দিয়ে কিছু জিনিস ব্যাখ্যা করা কঠিন। তেমনি আমার লেখা দিয়ে তোমার সৌন্দর্য ব্যাখ্যা করতে আমি ব্যর্থ।
তুমি কি আমার স্বপ্নের চিত্র হবে যাকে নিয়ে আঁকতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত।
কপালে টিপ ছাড়াই তুমি সুন্দরী, একটা পরী। অনেক বেশি সুন্দর লাগে তোমাকে দেখতে।
অমায়িক মধুরতা আর সুকরুন স্তব্ধতায় তুমি শুধু তুমি। সাধারণের মাঝে তুমি অনন্য।
তুমি নন্দিত এক পুষ্পালয়ে প্রস্ফুটিত হয়ো, আমি তোমায় চেয়ে চেয়ে দেখবো। তুমি নিখুত -সুনিপুণ এক বিধাতার সৃষ্টি।
কৃষ্ণচূড়া রোডে হাত ধরে হাটতে চাই কোন এক বসন্তে, বৃষ্টি ভেজা কোন এক দুপুরে। ছোট ছোট দুষ্টামি করতে চাই সারাদিন তোমার সাথে।
ওগো পবিত্র নিষ্পাপ স্বত্তধারিনী ,
আমি বিমুগ্ধ চেতনে বলেতেছি-
স্নিগ্ধ আবীর মাখানো মৃদু ছায়ার বিকেলে,
তুমি দূরের চন্দ্রীমা।

মানুষ যতটা ভালোবাসা দেখায় ততোটা ভালোবাসেনা😅💔
24/01/2024

মানুষ যতটা ভালোবাসা দেখায়
ততোটা ভালোবাসেনা😅💔

 -To : Wajiha Jannat PurnotaFrom : অচেনা কেউ একজন - আমি তোমাই কখনো নিজের চোখে দেখি নাই ।  কিন্তু   ফেসবুক আপনার আইডি  প্...
24/01/2024


-
To : Wajiha Jannat Purnota
From : অচেনা কেউ একজন
-
আমি তোমাই কখনো নিজের চোখে দেখি নাই । কিন্তু ফেসবুক আপনার আইডি প্রতিদিন দেখি☺️। জানিনা আপনাকে দেখে মনের অজান্তেই অনেক ভালো লাগছে । । আপনাকে আমার অনেক ভালো লাগছে ☺️। আমি আপনার অপেক্ষায় থাকলাম☺️।
ইতি আপনার অচেনা কেউ একজন

 -To: Maliha MishuFrom:Unknown person (facebook friend)-কিভাবে বলা শুরু কবরো কিছুই বুঝতেছিনা| আর আমি অন্যদের মতো ভালোভাব...
23/01/2024


-
To: Maliha Mishu
From:Unknown person (facebook friend)
-

কিভাবে বলা শুরু কবরো কিছুই বুঝতেছিনা| আর আমি অন্যদের মতো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তেমন বলতেও পারি না1 আর তোমার সম্পর্কে বলবই বা কিভাবে তেমন কিছুই তো জানিনা সে রকম ভাবে চিনিও না! আমি একজন ছোট খাটো সাধারণ মনের মানুষ অন্যদের মতো ক্রিয়েটিভিটি নাই আমার তাই অত তোমাকে নিয়ে বানিয়ে বানিয়ে বলার সাধ্য নাই আমার/ এবার আসল কথায় আসা যাক আমি তোমার ফেসবুক ফ্রেন্ড তোমার সাথে হয়তো আমার কখনো দেখা হয়নি কথা হয়নি কিন্তু তোমার স্টোরি ফেসবুকে দেখে এক কথায় বলতে গেলে ভালো লেগেছে কি অপরূপ তোমার চাওনি। সাহস করে ইনবক্সে বলারও সাহস হয়নি তা তাই তো নিজের মনের গোপন কথা এই পদ্ধতি অবলম্বন করে তা বলা। হয়তো আমি অন্যদের মতো দেখতে অত ভালো না বা তোমার মনের মত হতেও না পারি। যদি কোন ভাবেই তোমাকে পেয়ে যাই তাহলে মনে করব তুমি আমার সৃষ্টিকর্তার দেওয়া জীবনের সবচেয়ে বড় উপহার। আর যদি নাও পেয়ে যাই তবুও মহান আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন তোমাকে সুস্থ সব সময় ভালো রাখেন।

Confession No: 110From: Someone😊To: Mine❤️🥀-প্রেম ভালবাসা নিয়ে আমি একদম -ই সিরিয়াস ছিলাম নাহ। কিন্তু তোমাকে দেখার পর বুঝ...
23/01/2024

Confession No: 110
From: Someone😊
To: Mine❤️🥀

-
প্রেম ভালবাসা নিয়ে আমি একদম -ই সিরিয়াস ছিলাম নাহ। কিন্তু তোমাকে দেখার পর বুঝতে পারলাম ভালবাসা কী, ভালবাসা ঠিক কতটা সুন্দর! ভালবাসা কীভাবে প্রকাশ করতে হয় আমি জানি নাহ।কিন্তু, তোমাকে দেখার পর আর কোন মেয়েকে ভালো লাগেনি। জানি নাহ কী আছে তোমার মাঝে, যখন-ই দেখি নিজেকে হারিয়ে ফেলি। তোমার হাসি এত্তো সুন্দর ক্যান বলতে পারো?? আর আর তোমার চোখ!! অনেক বেশি সুন্দর। তোমার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আছে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমায় অনেক ইগনোর করছ, আরও করো কোন সমস্যা নেই। কারণ একটাই সেটা হলো ভালবাসি তোমাকে।সারাজীবন শুধু তোমাকেই ভালবাসব। যাই হোক, আমার ভালবাসা কতটুকু পূর্নতা পাবে জানি নাহ। তাই পূর্নতার আশা আমি করি নাহ শুধু এতোটুকু-ই বলতে চাই তোমাকে, কেউ কখনো আমার মতো করে ভালবাসতে পারবে নাহ।

আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান!!
সবসময় ভালো থেকো। তোমার জন্য যেটা ভালো হয়, সেটা করার চেষ্টা করো।

Confession No:104From: আপনার অনুপমTo: আমার অপরিচিতাInstitue:Rangpur Polytechnic Institute ,,,না আপনাকে চিনি, না ভালোভাবে...
23/01/2024

Confession No:104
From: আপনার অনুপম
To: আমার অপরিচিতা
Institue:Rangpur Polytechnic Institute
,,,
না আপনাকে চিনি, না ভালোভাবে জানি! শুধু এটুকু জানি আপনি এমন একজন যাকে পুরো জীবন ভালোবাসলেও ভালোবাসা কম হয়ে যাবে। Love at First Sight কথাটা আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমিই ত হেরে গেলাম আপনার ওই নিষ্পাপ চোখের চাহনিতে। হৃদপিন্ডের ধুকপুকানির তাল বেড়েই চলছিল💔 এম্নিতেই খুব লিখালিখি করি কিন্তু আজ টাইপ করতেও আমার হাত কাপছে!
আপনাকে নিজের করে রেখে দিতে চাই! একান্তই নিজের!
But it's so good, I've never dreamed of nobody like you
And I've heard of a love that comes once in a lifetime
And I'm pretty sure that you are that love of mine
ভয় হচ্ছে কনফো দেখার পর ওভাবেই যেন না রেখে দেন। এডমিনের থেকে আইডি নিয়েন আর যাইহোক অন্তত ফ্রেন্ড লিস্টের এককোনায় রেখে দিয়েন।
যাতে দূর থেকেই ভালোবাসতে পারি।
My best wishes for U🥰 and i wish we could meet🥹

23/01/2024

আপাতত মোটামুটি ভালোই আছি! তাপমাত্রা আর একটু নিচে নামলেই "খুব ভালো মানুষ ছিলো" হয়ে যাবো।🙂

23/01/2024

__একটা গার্লফ্রেন্ড থাকলে,

গোসল দিয়ে এসে এত পরিমাণে ঠান্ডা লাগতো না
তার রুপের আগুনে নিজেকে গরম করে নিতাম.!🙂

গল্পটা পুরুষত্বহীন প্রজন্মের রূপকার হবে🙂
23/01/2024

গল্পটা পুরুষত্বহীন প্রজন্মের রূপকার হবে🙂

22/01/2024

নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসতে না পারলে!😇
আমাকে ভালোবাসুন ধন্যবাদ.!🙂

 -To : Musfika MarziaFrom : অপরিচিত -আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। লিখে তোমার তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করার...
22/01/2024


-
To : Musfika Marzia
From : অপরিচিত
-
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। লিখে তোমার তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করার মতো নয়। তাও ছোট্ট একটা চেষ্টা বেশি বেশি কিছু বলবো না। শুধু এতটুকই বলব যে তোমাকে আমি দেখেছি আজ থেকে আরো দুই বছর আগে। সেদিন দেখেই তোমার প্রতি আমার একটা ভালোলাগা সৃষ্টি হয়। ওই যে গান আছে না ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। আসলে ঠিক তেমনি আমি তোমাদের চোখের মায়া ডুবে গিয়েছি। সেদিন দিন ছিল ২০২১-০৫-১৯ তারিখ সময় ৪:৩০ মিনিট। কখনো সাহস হয়নি তোমাকে এসে বলার ভালোবাসি, তাই তাই আজকে কনফেকশন এর মাধ্যমে বলছি আমি তোমায় ভালোবাসি। যদি মন চায় খুজে বের করো। আর কিছুই বলবো না, শুধু চাই তুমি সবসময় ভালো থাকো হাসি খুশি থাকো। তোমার জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল। 🌸🖤

 -To : জান্নাতুল ফেরদৌস মায়া From : আগুন্তক -ওহে অপরিচিতা, তোমার সাথে কাটিয়ে দিতে চাই আমার জীবনের বাকি সময়। দিবেন কি সা...
22/01/2024


-
To : জান্নাতুল ফেরদৌস মায়া
From : আগুন্তক
-
ওহে অপরিচিতা, তোমার সাথে কাটিয়ে দিতে চাই আমার জীবনের বাকি সময়। দিবেন কি সাহস আমাকে?

 -To : Mun Tasir From : রিকোয়েস্টে পরে থাকা ব্যক্তি তাকে নিয়ে বলার মতো ভাষা নাই,,,,,সেও নিজেও জানে না তাকে নিয়ে কতোটা ভ...
22/01/2024


-
To : Mun Tasir
From : রিকোয়েস্টে পরে থাকা ব্যক্তি
তাকে নিয়ে বলার মতো ভাষা নাই,,,,,সেও নিজেও জানে না তাকে নিয়ে কতোটা ভাবনা আমার,,, কিন্তু তার একটা আসা পুরন করার জন্য পোস্ট করা তাকে নিয়ে কেউ স্বীকারোক্তি দেয় নি জন্য পোস্ট করা,,,,

Life 🙄
13/01/2024

Life 🙄

 -To :masfia Mim🥀From : Facebook friend -সুন্দরী কে প্রত্যাখান করা যায় কিন্তু মায়াবতী কে না।  তুমি হলে আমার না হওয়া মায়া...
12/01/2024


-
To :masfia Mim🥀
From : Facebook friend
-

সুন্দরী কে প্রত্যাখান করা যায় কিন্তু মায়াবতী কে না। তুমি হলে আমার না হওয়া মায়াবতী। তোমার ঐ দুই চোখে আমি হারিয়ে গেছি 👀। তুমি আমার এমন একটা নেশা যেই নেশা থেকে আমি উঠতে চাই না। তুমি আমার না হওয়া পবিত্র ভালোবাসা যাকে আমি দূর থেকে ই ভালোবাসি তোমাকে পাওয়ার ইচ্ছে আমার এতটাই যতটা একটা অন্ধ মানুষের দুনিয়ার আলো দেখার ইচ্ছে তোমাকে আমি কয়েক দিন আগে ও দেখেছি
তোমায় ভালোবাসতে বাসতে আমার মৃত্যু হোক পরেও তুমি ব্যাতীত আমার ভালোবাসা অন্য কোনো নারীর না হোক 😌💝

12/01/2024

গ্রামীণফোনের ৭ কোটি গ্রাহক।
আমরা যদি সবাই ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম অফ করে দেই কেমন হয়?🙂

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession Rangpur - RCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crush & Confession Rangpur - RCC:

Videos

Share

Category

Nearby media companies