06/02/2024
প্রেরক: আপনার অপরিচিত কেউ।
প্রাপক: লাল শাড়ি পরা মেয়েটি!
আসসালামুআলাইকুম,আশা করি ভালো আছো। কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না , CPSCL কালচারাল ফাংশন এ কতশত মানুষের ভিরে আমি তোমাকে দেখতে পাই, আমি একদৃষ্টিতে তাকিয়েই ছিলাম তোমার ওই মায়াবী মুখের দিকে ,তোমার চোখের অনন্ত মায়ায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি ,কাউকে এতোটা গভীর ভাবে উপলব্ধি এই প্রথম,নিজের অজান্তেই যখন কারো কাউকে ভালো লাগে সেই অনুভূতিটা অদ্ভুত সেটা বুঝতেছি, অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না,তোমাকে দেখার পর থেকে আমি যেন ভালো নেই। তোমার চোখের ঐ চাহনি,মায়াবী মুখের হাঁসি আমায় ভালো থাকতে দিচ্ছে না. সৃষ্টিকর্তা তার সৃষ্টির সবটুকু দিয়ে তোমাকে পরিপূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ 💗
এই সব কিছু বলে হয়তো ভালোবাসা প্রকাশ করা যায় না, তবুও করলাম.... 🥺
খুজে নিও প্রিয় লাল পরী, তোমার অপেক্ষায় থাকলাম😚