Beautiful Rangpur

Beautiful Rangpur রংপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বিভাগীয় শহর।
(201)

16/01/2025

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রস্তাব

ক্যাফেটেরিয়া,বেরোবি🌸📸বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার।
16/01/2025

ক্যাফেটেরিয়া,বেরোবি🌸

📸বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার।

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী...
16/01/2025

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেলেন সাথিরা জাকির জেসি।

15/01/2025

শেষবারের মতো কবে ঘুরতে গিয়েছিলেন রংপু‌রের শালবনে❓

লোকেশন: রুকনীগঞ্জ শ‌্যামপুর , রংপুর।
ভি‌ডিও : Md Mohai Menur Rahman

15/01/2025

রংপুরের ভাষায় কবিতা ও অসাধারণ আবৃত্তি❣️❣️

15/01/2025

হামার ভাষায় গান
ভি‌ডিও কা‌র্টেসী : দৈ‌নিক কু‌ড়িগ্রাম

রংপুর জেলা প্রশাসক কার্যালয়
15/01/2025

রংপুর জেলা প্রশাসক কার্যালয়

15/01/2025

রংপু‌রে আবার শৈত‌্য প্রবাহ
আল্লাহর উপর ভরসা রাখ‌লে আল্লাহ্ আপনা‌কে সাহায‌্য কর‌বেই

15/01/2025

রংপু‌রে আবার শৈত‌্য প্রবাহ

বাংলা বিভাগবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
15/01/2025

বাংলা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

14/01/2025

🚨 মায়ের জন্য "রংপুরে" O+ রক্ত দিবেন?

হিমগ্লোবিন ৪ তাই জরুরি আগামীকাল [১৫-০১-২০২৫] ও পরশু ৪ ব্যাগ “ও পজেটিভ" রক্ত প্রয়োজন। [রক্তদাতা পাওয়া গেলে হাসপাতালে নেয়া হবে]। ফোনঃ 01714435358

13/01/2025

বিউটিফুল রংপুরের সার্বিক সহযোগিতায়, ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় তৃতীয় বারের মতো প্রাইজ মানি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট

13/01/2025

রংপু‌রের আকা‌শে পৌষ পূর্ণিমার চাঁদ !!

13/01/2025

রংপুরে প্রিপেইড মিটার নিয়ে আপনার মন্তব্য কি?
সুবিধা অসুবিধা জানাতে পারেন।

আপনি রংপুরের স্থানীয় হলে একবার হলেও এখানে বসছিলেন তাইনা.?🤣ভিন্ন জগৎ বিনোদন পার্ক, রংপুর।
12/01/2025

আপনি রংপুরের স্থানীয় হলে একবার হলেও এখানে বসছিলেন তাইনা.?🤣

ভিন্ন জগৎ বিনোদন পার্ক, রংপুর।

11/01/2025

বিড়াল মামা এখন সরিষা ক্ষেতে

বীর মুক্তিযোদ্ধা শহিদ সালাহউদ্দিন, তথ্য বের করতে না পেরে পা*কিস্থানি সৈন্যরা যাঁকে ছেড়ে দিয়েছিল বাঘের খাঁচায়।ঠাকুরগাঁওয়ে...
11/01/2025

বীর মুক্তিযোদ্ধা শহিদ সালাহউদ্দিন, তথ্য বের করতে না পেরে পা*কিস্থানি সৈন্যরা যাঁকে ছেড়ে দিয়েছিল বাঘের খাঁচায়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কোষারানিগঞ্জ গ্রামের সালাহউদ্দিন। ১৯৭১ সালে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। ২৯ এপ্রিল মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের মলয় যুব শি*বিরে যোগ দেন। পরে তাঁকে পানিঘাট প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধা দলের সাথে তিনি বিভিন্ন অপারেশন শুরু করেন।

১০ নভেম্বর জাবরহাট হাইড আউটে থাকাকালে সালাহউদ্দিন খবর পান - তাঁর বাবাকে পাকিস্তানি সৈন্যরা ধরে নিয়ে গেছে। সেদিন রাতে তিনি বাড়ির দিকে রওনা হন। ৭ মাস পর বাড়ি ফিরে বাবা-মাকে স্বাভাবিক অবস্থায় দেখে বুঝতে পারেন, কেউ তাঁকে মিথ্যা খবর দিয়ে বাড়ী এনেছে। সিদ্ধান্ত নেন, দিনটা লুকিয়ে থেকে রাতের বেলা রওনা হয়ে হাইড আউটে ফিরে যাবেন। সালাহউদ্দিন জানতেন না, রাজাকা*ররা তাঁকে দেখে ফেলেছে। কিছুক্ষণ পরই সৈন্য আর কয়েকজন রা*জাকার তাঁদের বাড়ি ঘেরাও করে ফেলে। গ্রে*ফতার হন সালাহউদ্দিন! সালাহউদ্দিনের মা নিজের জীবনের বিনিময়ে হলেও পা*কসে*নাদের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়ে ব্যর্থ হন। এসময় তিনি ঘর থেকে কোরআন শরিফ এনে পাকসেনার ক্যাপ্টেনের হাতে দিয়ে বললেন, ‘আমার বাবাকে মারবে না, শুধু এটুকু কথা বলে যাও।’ কোরআন ছুঁয়ে ক্যাপ্টেন বলে, ‘নেহি মারুঙ্গা উনকো।’ এরপর সালাউদ্দিনকে বন্দি করে বেধেঁ ঠাকুরগাঁও সদর ছাউনিতে নিয়ে যাওয়া হয়।

শুরু হয় নির্যাতন! বু*টের লা*থি, চাবু*কের আ*ঘাত, চ*ড় কি*ল ঘু*ষি...। হাত ও পায়ের সবগুলো আঙুলে পেরে*ক ঠু*কে দেয়! তবু সহযোদ্ধাদের কোন খবর দেননি তিনি। অতঃপর মাইক যোগে শহরে ঘোষনা করা হয়, বিকালে সেনা ছাউনিতে এক আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও সেনা ছাউনিতে সার্কাস পার্টি থেকে তুলে আনা ২ টি চিতা বাঘ ও ২ টি ক্ষুদে শাবক ছিল।

প্রায় বিকাল। দড়ি দিয়ে পেছনে হাত বাধা সালাহউদ্দিনকে দাঁড় করানো হয় বাঘের খাঁচার সামনে। পরনের লুঙ্গি, র ক্তা ক্ত । নির্মম অ*ত্যাচারে, ক্ষুধায়, তৃষ্ণায় কাতর তিনি। তবু সালাহউদ্দিন দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে, দৃঢ় মনোবল ঠিকরে পড়ছে তাঁর চোখে মুখে।

"হিং স্র প*শু মেজর মাহমুদ হাসান বেগ" বেরিয়ে এসে সালাহউদ্দিনকে উর্দুতে বললো - তোমার সামনে দুটি পথ খোলা, হয় মুক্তিবাহিনীর সমস্ত গোপন তথ্য দাও নতুবা ক্ষুধার্ত বাঘের খাবারে পরিনত হও।
সালাহউদ্দিনের দৃষ্টিতে এমন কিছু ছিল - পা*কিস্তানিরা সহজেই বুঝে গেল - তিনি কোন তথ্য দেবেন না।
এরপর তাঁকে ছুঁড়ে ফেলা হলো ক্ষু ধার্ত বাঘের খাঁচায়!

একটা চিতাবাঘ গরগর শব্দ করে সালাহউদ্দিনের চারপাশে ঘুরে গেল। খাঁচার গ্রিলে পিঠ রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সালাহউদ্দিন। তার আগেই ক্ষুধার্ত দুই চি*তাবাঘ তাঁর ওপর ঝাপিয়ে পড়লো! ধা*রালো থাবায় আর কামড়ে ক্ষ*ত বিক্ষ*ত সালাহউদ্দিনের নিথর দেহটি লুটিয়ে পড়লো মাটিতে...

কার্টেসী: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

Address

Payra Chattar
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful Rangpur:

Videos

Share

এক নজরে রংপুর বিভাগ

এক নজরে রংপুর বিভাগ

সাধারণ তথ্য :

শিক্ষা বিভাগ:

১. আয়তন