Factbd

Factbd Hello Friends. This is Official page For FactBD Youtube Channel.

22/12/2023

আইপিএল ২০২৪ আসরে দল পায়নি যেসব বড়ো ক্রিকেটার।

21/12/2023

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ৫ ক্রিকেটার

২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ে।
19/12/2023

২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ে।

19/12/2023
18/12/2023

ক্রিকেটার থেকে রাজনীতিবীদ হওয়া সেরা ১০ ক্রিকেটার

14/12/2023

ক্রিকেট ইতিহাসের সেরা 5 জন অধিনায়ক , #ক্রিকেট যারা সবচেয়ে বেশি জয়ী হয়েছেন

12/12/2023

২০২৩ বিশ্বকাপের সেরা ঘটনা।
#ক্রিকেট #বাংলাদেশ

06/12/2023

ধারাভাষ্যকার তামিমের আন্তর্জাতিক অভিষেক
#ক্রিকেট #বাংলাদেশ

আমাদের নতুন পেইজ RAW Sports ফলাে করুন।
07/11/2023

আমাদের নতুন পেইজ RAW Sports ফলাে করুন।

Mind blowing performance, He is a masterpiece of cricket ❤️👌
07/11/2023

Mind blowing performance,
He is a masterpiece of cricket ❤️👌

Ohh MAX you are Tremendous🔥
Career best knoc of unbeaten 201 runs

খেলাধুলার সকল আপডেট পেতে RAW Sports এর সাথে থাকুন
04/11/2023

খেলাধুলার সকল আপডেট পেতে RAW Sports এর সাথে থাকুন

03/11/2023

আমাদের নতুন পেইজ RAW Sports ফলো করুন।
ক্রিকেটের সকল আপডেট জানতে আমাদের সাথে থাকুন।

সবাই ফলো করুন আমাদের নতুন পেইজ RAW Sports
31/10/2023

সবাই ফলো করুন আমাদের নতুন পেইজ RAW Sports

ক্রিকেটের সকল আপডেট জানতে আমাদের নতুন পেইজ RAW Sports ফলো করুন।
30/10/2023

ক্রিকেটের সকল আপডেট জানতে আমাদের নতুন পেইজ RAW Sports ফলো করুন।

17/10/2023

মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিকে নালিশ-

15/10/2023

তামিম ছাড়া অসহায় বাংলার ওপেনিং

একই পথে হাঁটছে সাকিব এবং মুশফিক।
13/10/2023

একই পথে হাঁটছে সাকিব এবং মুশফিক।

13/10/2023

বীরত্বের আরেক নাম মেহেদী মিরাজ

12/10/2023

২০২৩ বিশ্বকাপে ১০ জন অধিনায়কের পরিসংখ্যান।

02/10/2023

তামিম ইকবাল।। আমরা আপনাকে ভুলবো না।। Tamim Iqbal, We will Never forgat You

দ্বীর্ঘদিন পর দলে ফিরে ব্যাট হাতে রিয়াদ বোঝালেন, এখনো ন্যাশনাল টিমে তাকে কতোটা প্রয়োজন। ম্যাচ হেরেছে বাংলাদেশ, তবে রিয়াদ...
23/09/2023

দ্বীর্ঘদিন পর দলে ফিরে ব্যাট হাতে রিয়াদ বোঝালেন, এখনো ন্যাশনাল টিমে তাকে কতোটা প্রয়োজন। ম্যাচ হেরেছে বাংলাদেশ, তবে রিয়াদ আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছে নির্বাচকদের দিকে।

23/09/2023

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য বাদ পরবেন নিশ্চিত। Bangladesh Cricket Team

17/09/2023

৫০ রানের লজ্জায় শ্রীলংকা। ২৩ বছরের প্রতিশোধ নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। Asia cup 2023 Final

07/09/2023
06/09/2023

RAW Sports এর সাথে থাকুন৷

31/08/2023

এক "তামিম ইকবাল" নেই এতেই দলের কি অবস্থা!
আর যখন থাকবে না "সাকিব" নামের এই মহারাজা তখন কি হবে একবার ভাবুনতো!

ব্যাট হাতে পারেননি তো পেরেছেন বল হাতে- ১০ ওভারে ২৯ রান দিয়ে উইকেট নিয়েছেন ২ খানা। তাইতো সাকিব একজন নয় একাধারে দুজন ক্রিকেটার। যা বিশ্ব ক্রিকেটে বিড়ল। দলের সকল সংকটময় মুহূর্তে ঢাল হয়ে দাড়ায় এই সিনিয়ররাই। ১৬৫ রান টার্গেটের ম্যাচেও কি দারুন ফিল্ড সেটাপ। কিভাবে চেপে ধরলো লংকানদের। শুধু বলতে চাই এটা সাকিবের দ্বারাই সম্ভব।

এর আগে সাকিব একবার বলেছিলেন "যখন আমার মনে হবে আমি আর ড্রাইভিং সিটে নেই তখন আমি ক্রিকেট ছেড়ে দিবো"।

তাহলে আমার প্রশ্ন- বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ কি পারবে "সাকিব নামের মহারাজার" ওই ড্রাইভিং সিটটা কেড়ে নিতে!!

শুভ কামনা তাসকিনের জন্য🌼🌼
23/08/2023

শুভ কামনা তাসকিনের জন্য🌼🌼

এশিয়া কাপে নাঈম শেখ প্রাথমিক ১৭ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন। আচ্ছা এতে তার দোষ কোথায়? সে কি নির্বাচকদের বলেছে, যে তাকে স্ক...
12/08/2023

এশিয়া কাপে নাঈম শেখ প্রাথমিক ১৭ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন। আচ্ছা এতে তার দোষ কোথায়? সে কি নির্বাচকদের বলেছে, যে তাকে স্কোয়াডে রাখতেই হবে। তাকে একজন ব্যাক আপ ওপেনার হিসেবে নেয়া হয়েছে। এমনিতেও এশিয়া কাপে হয়তো তিনি কোনো ম্যাচ খেলার সুযোগই পাবেননা। তারপরেও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো গালাগালীর ঝর বইছে...

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা আসলেই অনেক বেশি অসহায় হয়ে যায় এক সময়...মাহমুদুল্লাহ রিয়াদকে আর একবার যাচাই করার দরকার ছিলো...
12/08/2023

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা আসলেই অনেক বেশি অসহায় হয়ে যায় এক সময়...
মাহমুদুল্লাহ রিয়াদকে আর একবার যাচাই করার দরকার ছিলো। তার অভিজ্ঞতার প্রয়োজন ছিলো দলে।

রাজা তার সিংহাসন পেয়েছে। এটাতে মোটেও অবাক হওয়ার কিছু নেই 🤷‍♂️
11/08/2023

রাজা তার সিংহাসন পেয়েছে। এটাতে মোটেও অবাক হওয়ার কিছু নেই 🤷‍♂️

10/08/2023

দুয়ারে কড়া নাড়ছে ২০২৩ স্বপ্নের বিশ্বকাপ। মানুষ তার স্বপ্নের সমান বড়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এই কথাটা যেন চিরন্তন একটি সত্য কথা । কেননা স্বপ্ন না দেখে আপনি কখনো কিছু আর্জন করতে পারবেন না। বড় স্বপ্ন না দেখলে বড় কিছু হতেও পারবেন না। আবার বড় স্বপ্ন দেখেই বড় কিছু করতে পারবে তাও নয়। কিন্তু স্বপ্ন না দেখে, পরিকল্পনা না করে, প্রস্তুতি না নিয়ে, সাধনা না করে, ত্যাগ স্বীকার না করে কেউ বড় কিছু অর্জন করেছে, তা-ও হয় না। কাজেই স্বপ্ন বড় হতে হবে।

২০২৩ বিশ্বকাপ জিতবে বাংলাদেশ এই স্বপ্নের কথাই বলছি। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের ধ্যান জ্ঞান সবই বিশ্বকাপকে ঘিরে। কেননা বিশ্বকাপে এর আগে এত শক্তিশালী দল নিয়ে কখনো মাঠে নামেনি বাংলাদেশ।আমরা নির্দ্বিধায় বলতে পারি এই বিশ্বাকাপের দলটাই বাংলাদেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল।

কারন বাংলাদেশের এই দলটার মধ্যেই যে রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান শুধু একটা নাম নয় বাংলাদেশ ক্রিকেটে একটা স্বস্তির জায়গা। যাকে কখনো তার নাম দিয়ে বিচার-বিশ্লেষণ করা যায় না বরং তার পারফর্ম দিয়ে বিচার করতে হয়। সাকিব বাংলার ক্রিকেট আকাশে এক নির্ভরতার প্রতীক। যিনি তার নির্ভরতার ছোঁয়া বাকিদের মধ্যে ছড়িয়ে দেন।

সাকিবের পরিসংখ্যানেই বলে দেয় সাকিব কেন বিশ্বকাপের অন্যতম দাবিদার। এক্টিভ খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চো রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে মি.75। সাকিব মোট চারটি বিশ্বকাপে ২৯ ইনিংসে ৩৯.৫১ গড়ে ১১৪৬ রান তুলেন।যা পৃথিবীর অন্য যেকোন ক্রিকেটারের থেকে সর্বোচ্চো। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সাকিব বিশ্বকাপের মঞ্চে কতটা দুর্ধর্ষ। ২০১৯ বিশ্বকাপেই তার জ্বলন্ত উদাহরণ।

সাকিবকে একটা বিশ্বকাপ জিততেই হবে।কেননা বিশ্ব ক্রিকেটে এমন লিজেন্ডকে শূন্য হাতে দেখতে চায় না ক্রিকেটপ্রেমীরা। কারন বিশ্বকাপ বঞ্চিত সাকিবকে যে বড্ড বেমানান লাগবে। যুগের পর যুগ যিনি অলরাউন্ডারের সিংহাসন আলোকিত করেন আছেন তাকে কি খালি হাতে মানায়?হয়তো বিধাতা সাকিবকে কখনো খালি হাতে ফিরায় না। এই জন্যই তো সাকিব নির্বাসনে গেলে ক্রিকেট ও নির্বাসনে চলে যায়। শূন্য সাকিবকে যে দেখতে চায় না স্বয়ং বিধাতা নিজেও। তাইতো লক্ষ্য অর্জনে সাকিব কিছুতেই পিছুপা হয় না। অন্তত বাংলাদেশ ক্রিকেটারদের উচিত সাকিব আল হাসানের জন্য হলেও একটা বিশ্বকাপ জিতা।

স্বপ্নের বিশ্বকাপ রঙিন হোক। জয় গান ছড়িয়ে পড়ুক টেকনাফ থেকে তেতুলিয়া । ক্রিকেটপ্রেমীদের গলায় জয়ের ধ্বনিতে মুখরিত হোক সারা বাংলা। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে।

এমন একটি বিজয়ের অপেক্ষাতেই গোটা বাংলাদেশ। আনন্দের স্রোতে আত্মহারা হয়ে ঝাঁপিয়ে পড়বে বিশ্বকাপ বিজয়ের উল্লাসে। ক্রিকেটপ্রেমীদের এই বাঁধ ভাঙ্গা উল্লাস পৃথিবীর প্রতিটি পথে প্রান্তরে ছড়িয়ে যাবে। লাখো কোটি ভক্ত কান্নায় ভেঙে পড়বে কিন্তু সেই কান্না হবে আনন্দের, উচ্ছ্বাসের, উদ্দীপনার। আরো একবার ছাদখোলা বাসে উদযাপিত হবে বিজয়ের আনন্দ। তবে এই বিজয় হবে বাংলার লাখো কোটি ভক্তর বিজয়। এমনই হাজারো স্বপ্নে বিভোর লাখো কোটি বাঙালি। ক্রিকেটপ্রেমীদের এমন পাগলাটে উৎসব দেখে রক্তিম সূর্যটাও তখন হেসে বলবে বাঙ্গালী পাড়েও বটে।

"ইমরান হাসান"

09/08/2023

বিশ্বকাপ প্রস্তুতিতে নড়বড়ে বাংলাদেশ।। লাপাত্তা অধিনায়কের নাম।

টি টুয়েন্টি ম্যাচে যুবরাজ সিং তার বলেই ছয় বলে ছয় ছক্কা হাকানোর রেকর্ড করেছিলো ।জাসপ্রিত বুমরাহ টেস্টে এক ওভারে ৩৫ রান নি...
01/08/2023

টি টুয়েন্টি ম্যাচে যুবরাজ সিং তার বলেই ছয় বলে ছয় ছক্কা হাকানোর রেকর্ড করেছিলো ।
জাসপ্রিত বুমরাহ টেস্টে এক ওভারে ৩৫ রান নিয়েছিলো তার ওভারেই।
সেই স্টুয়ার্ট ব্রোডের বিদায় হয়ে গেলো ক্রিকেট থেকেই।
তবে যাওয়ার আগে ক্রিকেট ইতিহাসের দ্বিতিয় বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে গেছেন।
বিদায় হে লিজেন্ড।

Address

Rangpur

Telephone

+8801836740474

Website

http://youtube.com/factbd24

Alerts

Be the first to know and let us send you an email when Factbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Factbd:

Videos

Share

Category