![দামি পোশাকে মানুষের কখনো আসল মূল্যায়ন হয় না। আসলে দামী পোশাকে, মানুষ -মানুষকে দেখে ভীমরতি খায়। আর মনে মনে ভাবে আহা ...](https://img3.medioq.com/433/938/122119064534339389.jpg)
13/07/2024
দামি পোশাকে মানুষের কখনো আসল মূল্যায়ন হয় না। আসলে দামী পোশাকে, মানুষ -মানুষকে দেখে ভীমরতি খায়। আর মনে মনে ভাবে আহা লোকটা খুব বড়লোক, আসলে দামি পোশাক বড় লোকরাও পড়ে, আর কিছু কিছু ধান্দাবাজরাও পড়ে, কখনো বোঝাই যায়না, কোনটা আসল পয়সাওয়ালা আর কোনটা ধান্দাবাজ (বিদ্রঃ)আসলে আমি নিজেও একসময় বাপের টাকায় দামি দামি পোশাক পড়তাম, বাস্তবে অনেকটাই বদলে গেছি কিছুটা, কারণ এখন ক্যারিয়ার বুঝি, বাস্তবতা বুঝি, মানুষ তৈল দেওয়া মাথায় তৈল দেয়, তাও বুঝি। তাইতো প্রতিদিন মাথায় তৈল দিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করি,।আসলে দামি পোশাক নয় পরিচ্ছন্ন পোশাক নিয়ে ভাবি।