জ্ঞান গরিমা

জ্ঞান গরিমা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জ্ঞান গরিমা, Video Creator, Village:-Fulbari Uponchowki, Post:-Rajarhat, District:-Kurigram, Division:-Rangpur, Country:-Bangladesh, Bangladesh, Rangpur.

"জ্ঞান গরিমা" পেইজ এ আপনাকে স্বাগতম।
প্রিয় দর্শক, এটি একটি ইসলামিক স্টোরি & মোটিভেশনাল পেইজ দয়াকরে পাশে থাকতে পারেন, আশাকরি আপনার সময় অপচয় হবেনা।
এই পেইজে আপনারা দেখতে পাবেন ইসলামিক ভিডিও, ইসলামিক গল্প, ইসলামিক কাহিনী, মোটিভেশনাল ভিডিও ইত্যাদি।

06/08/2024

প্রিয় BNP ভাইয়েরা
ক্ষমতা পাওয়ার আগেই যদি উগ্রতা দেখান তাহলে আমি বলব নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছেন। Stop!✋

🔴আপনার তো দেখছি শুধুই মূর্তির ব্যাক্তিটার প্রতি ঘৃণা, কিন্তু মূর্তিটার প্রতি নয়! কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ইসলাম...
06/08/2024

🔴আপনার তো দেখছি শুধুই মূর্তির ব্যাক্তিটার প্রতি ঘৃণা, কিন্তু মূর্তিটার প্রতি নয়! কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ইসলামের শিক্ষা তো ভিন্ন কথা বলে।

মনে রাখবেন, যেকোনো মানুষের বা জীবজন্তুর মূর্তি বা ভাস্কর্য স্থাপন করা জাহেলি যুগের কাজ। এবং তাদের স্মরণে সেখানে ভক্তি, শ্রদ্ধা, সম্মান প্রদর্শন করা শিরকে আকবার বা বড় শিরক। আর আমরা সবাই জানি শিরক করে তাওবা না করে মৃ/ত্যু বরণ করলে এই পাপ আল্লাহ্‌ কক্ষনো ক্ষমা করবেন না।

যাইহোক আমরা চাই এদেশের মাটিতে যত ছবি মূর্তি আছে তা ভেঙ্গে খান খান করে দেয়া এবং সেটা যত বড় সম্মানী ব্যক্তিরই হোকনা কেন। তবে মনে রাখবেন পূর্বে যারা এদেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছেন তাদের মুর্তিগূলো ভাঙ্গার সময় যেন বেয়াদবী না হয় সেদিকে খেয়াল রাখা।

প্রিয় বন্ধুগণ, এটা অস্বীকার করার অবকাশ নেই যে শহীদ আব্দুল জাব্বার, রফিক, সালাম, বরকতেরা দেশকে স্বাধীন করায় ভূমিকা রেখেছেন। আপনারা বলতে পারেন তাদের স্মরণে তাদের মূর্তি বানানো হয়েছে বলেই তাদেরকে আমরা আজও মনে রাখতে পারি এবং পরবর্তী প্রজন্মও মনে রাখবে। কিন্তু ভাই এই কয়জনই কি দেশের জন্য জীবন দিয়েছেন? এমন অগণিত বীর শহীদ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন কিন্তু তাদের ভাস্কর্য কেন, ইতিহাসের কোনো পাতায় তাদের কোনো অস্তিত্বই খুজে পাওয়া যাবেনা। তাহলে বলেন, আপনারা তাদের কীভাবে স্বরণ করবেন বা মনে রাখবেন? কিংবা যেই যোদ্ধারা বেছে আছেন তাদের কয়জনকে চেনেন বা তাদের মৃ/ত্যুর পরবর্তী প্রজন্ম তাদের কিভাবে স্বরণ করবে যদি ভাস্কর্য'ই কাউকে স্বরণ করার একমাত্র মাধ্যম হয়? কারণ যারা বেছে আছেন তাদের তো কোনো মূর্তি বা ভাস্কর্য নাই?

আমরা মানবজাতি এমন যে, কোনো কিছু পাওয়ার পর আমরা মহান রবকেই ভুলে যাই। অথচ তার সাহায্য ছাড়া কোনো ভালোকিছুই সম্ভব নয়। তিনিই আমাদের এই স্বাধীন দেশটা উপহার দিয়েছেন বীর যোদ্ধা বীর শহীদদের মাধ্যমে। অথচ আমরা শহীদদের স্বরণ করতে গিয়ে সৃষ্টিকর্তাকেই ভুলে যাই। উচিৎ ছিল স্বাধীনতার দিনে মহান রবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার নিকট সকল মুক্তিযোদ্ধাদের প্রতি ঢালাওভাবে দুয়া করা এবং দেশের জন্য দেশের মানুষের জন্য দুয়া করা। এতেই বরং তাদের এবং আমাদের কল্যাণ সুনিশ্চিত ছিল। কিন্তু তা না করে আমরা তাদের মূর্তি বানিয়ে সম্মান করার নামে তাদের পূজা করি। তাহলে একজন মুশ/রিক আর আমাদের মাঝে পার্থক্যটা রইল কোথায়?

হে দয়াময় আল্লাহ্‌ আপনি দয়াকরে আমাদের সবাইকে ক্ষমা করুন। আমাদের ঈমানকে হেফাজত করুণ এবং আমাদের সঠিক পথ দেখান। আমিন।🤲

💠দ্রষ্টব্যঃ প্রিয় বন্ধুরা যদি আপনারা এটাতে একমত হন তাহলে এটা কপিপেস্ট বা শেয়ার করতে পারেন। আর পোস্টি পড়ার জন্য অনেক ধন্যবাদ!)
কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন🙏

-Mahmudul Ahssan Rony (M.A.R)

#বাকস্বাধীনতা #স্বাধীনবাংলাদেশ #স্বপ্ন

05/08/2024

আলহামদুলিল্লাহ
পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগত
🥰🥰

05/08/2024

🔴অস্বীকার করিনা যে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। তবে সেটা হয়েছে পাকিস্থানের হাতথেকে বাংলাদেশকে আলাদা করার মাধ্যমে। কিন্তু দেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাঁক স্বাধীনতার বরবরই অভাব ছিল অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার কাছে। তবে দেশের জনগন এখন যেটা চাচ্ছে সেটা যদি সম্ভব হয় তাহলে দেশের মানুষের ব্যক্তি অধিকার নিশ্চিত হবে বলে আশা রাখি।
হে দয়াময় আল্লাহ্‌ দয়াকরে এ দেশকে শান্তিময় করুন। আমিন

-Mahmudul Ahssan Rony M.A.R

02/08/2024

আমি স্বাধীনতা বিরোধী নই। কিন্তু কেউ যদি বলে আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করছি তাহলে আমি সেটায় বিশ্বাস করিনা।
M.A.R

03/05/2024

⭕নবীজির মোজেজা || Miracle of the Prophet Muhammad (SM) | ইসলামিক গল্প | ইসলামিক কাহিনী | Islamic Story | Islamic Cartoon Bangla | জ্ঞান গরিমা
:
Note: Full Credit To Owners.
All Images, Picture, Music Show In The Video Belongs To The Respected Owners.!
:


#ইসলামিকভিডিও
#রুপকথারগল্প
#জ্ঞানগরিমা


:
Please, Don't forget to "LIKE" 👍 COMMENT💬 SUBSCRIBE 🔔

Address

Village:-Fulbari Uponchowki, Post:-Rajarhat, District:-Kurigram, Division:-Rangpur, Country:-Bangladesh, Bangladesh
Rangpur
5610

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান গরিমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies