Mafruha Tani

Mafruha Tani Social media marketer. Provide u best services an experience way.

15/01/2025

যখন কিছু ই মাথায় আসে না, তখন কি করা উচিৎ? আপনাদের কি মনে হয়? 🤔

14/01/2025
নতুন বছর এ  নতুন করে শুরু করুন, ইনশাআল্লাহ সাফল্য আসবেই। 💚💚💚
01/01/2025

নতুন বছর এ নতুন করে শুরু করুন, ইনশাআল্লাহ সাফল্য আসবেই। 💚💚💚

আসসালামু আলাইকুম
20/12/2024

আসসালামু আলাইকুম

ইউটিউব বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন এবং একটি শক্তিশালী মার্কেটিং প্ল্যাটফর্ম। প্রতিদিন প্রায় ২.৫ বিলিয়ন...
14/12/2024

ইউটিউব বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন এবং একটি শক্তিশালী মার্কেটিং প্ল্যাটফর্ম। প্রতিদিন প্রায় ২.৫ বিলিয়ন ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করেন, যা ব্র্যান্ড এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে।
আর ভালো কনটেন্ট তৈরি করতে হলে, ভিডিও এডিটিং স্কিল জরুরি। আপনার চ্যানেল কে মনিটাইজড করতে এখন থেকেই শুরু করুন, আর যে কোনো বিষয় জানতে ইনবক্স করুন

11/12/2024

নিজের স্কিল কে কাজে লাগান, যদি স্কিল না থাকে তাহলে শিখুন।
কারন,এখন সবাই এক্টিভ,সুতরাং আপনি কেন বসে থাকবেন?

New updates, Alhamdulillah
08/12/2024

New updates, Alhamdulillah

07/12/2024

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?

কোনো ভালো অবস্থানে যেতে হলে বাংলা ভাষা শুদ্ধ ভাবে বলতে পারা যেমন জরুরি, তেমন ইংরেজি ভাষায় ফ্লুয়েন্টলি বলতে পারাটাও মোস্ট...
06/12/2024

কোনো ভালো অবস্থানে যেতে হলে বাংলা ভাষা শুদ্ধ ভাবে বলতে পারা যেমন জরুরি, তেমন ইংরেজি ভাষায় ফ্লুয়েন্টলি বলতে পারাটাও মোস্ট ইম্পরটেন্ট, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেভাবে প্র‍্যাক্টিস করা হয়ে ওঠে না, বা কোথাও গিয়ে কোনো কোনো করাও সম্ভব হয় না,
সেক্ষেত্রে যদি ঘরে বসে সপ্তাহে দুই অনলাইনে ভালো কোনো সেক্টর থেকে স্পোকেন ইংলিশ কোর্স করার সুযোগ পাওয়া যায়, তাহলে বেটার হয়, আর এখন অনেক ভালো, ভালো স্পোকেন ইংলিশ কোর্স করার মাধ্যম অনলাইনে পাওয়া যায় সেখান থেকেও করতে পারেন, আর আপনি চাইলে আমাদের এই মাধ্যম থেকেও শিখতে পারবেন, এখানে অভিজ্ঞ টিচার দারা অনেক যত্ন সহকারে শেখানো হয়। সুতরাং, আজ থেকেই শুরু করুন আপনার দক্ষতা বৃদ্ধি করুন।

যারা এখনো ভাবছেন, কি করব❓🤔 বেশি ভাববেন না প্লিজ, একটা কিছু শুরু করুন, হতে পারে সেটা, কোনো ছোটো একটা বিজনেস,  বা ফ্রিল্যা...
30/11/2024

যারা এখনো ভাবছেন, কি করব❓🤔
বেশি ভাববেন না প্লিজ,
একটা কিছু শুরু করুন, হতে পারে সেটা, কোনো ছোটো একটা বিজনেস, বা ফ্রিল্যান্সিং, এখন স্মার্টফোন দিয়েই অনলাইনে আপনি যে কোনো কাজ শুরু করতে পারবেন, তাই না ভেবে শুরু করে দিন। একটা কিছু এচিভ হবেই।👍

🔰🔰সফল হতে হলে আপনাকে ধৈর্য্য ধরে থেকে কাজ করে যেতে হবে। কারন কোনো কিছুই সহজ না, সেটা  ফ্রিল্যান্সিং হোক, বা কোনো ব্যবসা ...
27/11/2024

🔰🔰সফল হতে হলে আপনাকে ধৈর্য্য ধরে থেকে কাজ করে যেতে হবে। কারন কোনো কিছুই সহজ না, সেটা
ফ্রিল্যান্সিং হোক, বা কোনো ব্যবসা বা চাকরি ❗
সব ক্ষেত্রেই আপনাকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। কাজেই এখন থেকে শুরু করুন।

🔰🔰ইউটিউব মনিটাইজেশন: বর্তমান সময়ের গুরুত্ব🔹ইউটিউব মনিটাইজেশন হল ক্রিয়েটরদের জন্য আয়ের এক দুর্দান্ত মাধ্যম। কন্টেন্ট ক্রি...
26/11/2024

🔰🔰ইউটিউব মনিটাইজেশন:
বর্তমান সময়ের গুরুত্ব

🔹ইউটিউব মনিটাইজেশন হল ক্রিয়েটরদের জন্য আয়ের এক দুর্দান্ত মাধ্যম। কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওর মাধ্যমে আয়ের সুযোগ পান, যা স্পন্সরশিপ, অ্যাড রেভিনিউ এবং প্রোডাক্ট প্রোমোশনের মাধ্যমে আসে।

🔹২০২৪ সালে ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। এখন চ্যানেল মনিটাইজেশনের জন্য ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘণ্টা ওয়াচটাইমের পাশাপাশি ১০ মিলিয়ন শর্টস ভিউ (৯০ দিনের মধ্যে) অর্জন করতে হবে। এ ছাড়া, ইউটিউব শর্টসের মাধ্যমে মনিটাইজেশন আরো সহজ হয়েছে, যা ক্রিয়েটরদের ক্ষুদ্র ভিডিও কনটেন্টেও আয়ের সুযোগ দেয়।

🔹ইউটিউব মনিটাইজেশনের গুরুত্ব বর্তমানে আগের চেয়ে অনেক বেশি। এটি শুধু অর্থ আয়ের মাধ্যম নয়, বরং কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির জন্যও গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিজ্ঞাপনদাতা এবং স্পন্সররা এখন ইউটিউব ক্রিয়েটরদের সাথে কাজ করতে আগ্রহী, যা নতুন সুযোগ তৈরি করছে।

🔹আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে অবশ্যই মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করুন এবং দর্শকদের আস্থাভাজন হন। নিয়মিত ভিডিও আপলোড, দর্শকদের সাথে ইন্টারঅ্যাকশন, এবং অ্যানালিটিক্স ব্যবহার করে কন্টেন্ট অপটিমাইজ করুন।

"শেয়ার করুন, শিখুন, এবং উপার্জন করুন!" সফলতার জন্য ধারাবাহিকতায় বিশ্বাস রাখুন!

🔰🔰ফ্রিল্যান্সিং শিখার প্রয়োজনীয়তা: সময়ের চাহিদা🔷বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে। প্রচলিত চাকরির চেয়ে ফ্রিল্...
25/11/2024

🔰🔰ফ্রিল্যান্সিং শিখার প্রয়োজনীয়তা:
সময়ের চাহিদা

🔷বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে। প্রচলিত চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং জনপ্রিয় হয়ে উঠছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজের সময়, স্থান, এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ রেখে আয় করা যায়। এর ফলে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমতা বজায় রাখা সম্ভব।

🔷বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং মার্কেটের আকার ২০২৩ সালে $১.৩ ট্রিলিয়ন ছাড়িয়েছে। বিশেষ করে গিগ ইকোনমির উত্থানের ফলে দক্ষতাভিত্তিক কাজের চাহিদা বাড়ছে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এবং কন্টেন্ট রাইটিং-এর মতো ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে মাসিক $৫০০-$১০০০ বা তার বেশি উপার্জন সম্ভব।

🔷ফ্রিল্যান্সিং শেখার জন্য প্রয়োজন শুধু ইন্টারনেট অ্যাক্সেস ও সঠিক গাইডলাইন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন Upwork, Fiverr, এবং Toptal কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তাই ক্যারিয়ারকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সিং শেখা আজকের তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 🌟

🌿“নিজেকে দক্ষ করে তুলুন, আজই ফ্রিল্যান্সিং শুরু করুন!”🌿

Address

Rangpur Division
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Mafruha Tani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share