বালাকোঁয়ার, বটতলা মোড়, ৪নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • বালাকোঁয়ার, বটতলা মোড়, ৪নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন রংপুর

বালাকোঁয়ার, বটতলা মোড়, ৪নং ওয়ার্ড,  সিটি কর্পোরেশন রংপুর সবাই পেইজটি লাইক বা ফলো করবেন।

14/11/2023
03/11/2023
https://youtu.be/ZW8sppgpXrQ?si=3wRiT7TEBmjWGt7t
27/10/2023

https://youtu.be/ZW8sppgpXrQ?si=3wRiT7TEBmjWGt7t

উঠবে নতুন ঝড়Uthbe notun jhor Lyric Tune & Artust Muhib Khan ইনশাআল্লাহ -----✊ফিলিস্তিন থেকে খুব তাড়াতাড়ি সুসংবাদ আসবে!আর ফিলিস্তিনের বিজয়ে সমগ্....

25/10/2023
24/10/2023
24/10/2023
23/10/2023
বিশাল ওয়াজ মাহ্ফিল। সবাইকে আমন্ত্রিত ।
21/10/2023

বিশাল ওয়াজ মাহ্ফিল। সবাইকে আমন্ত্রিত ।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ড খটখটিয়া পচ্চিম পাড়ায় আলমের পুকুর থেকে লা শ ও অটোরিকশা উদ্ধার করে পরশুরাম থানা পুলিশ।
18/10/2023

রংপুর নগরীর ৪নং ওয়ার্ড খটখটিয়া পচ্চিম পাড়ায় আলমের পুকুর থেকে লা শ ও অটোরিকশা উদ্ধার করে পরশুরাম থানা পুলিশ।

09/10/2023
23/09/2023
21/09/2023

রংপুরের চব্বিশ হাজারি এলাকায় গাছের ডাল পরে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষিকা কৃষ্ণা ও তার কন‍্যা রাজস্রী (১০) নিহত।

কুশিকাটার  ডিজাইন 👗👗
13/09/2023

কুশিকাটার ডিজাইন 👗👗

29/08/2023

(সদ্য সংবাদ)
রংপুর নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুলে ফাহিম(২৪) নামে এক যুবকের ঝু ল ন্ত মরদেহ উদ্ধার।

12/08/2023

যে মেয়েরা বিয়ের পরেও বাপের বাড়ির বিষয়ে সর্দারী করে। সে মেয়েদের জন্য দুটি সংসারেই অশান্তি বিরাজ করে!

Happy Father's Day to all the fathers ❤️Our Heros ❤️
18/06/2023

Happy Father's Day to all the fathers ❤️
Our Heros ❤️

শোক প্রকাশ:রংপুরের রাজনীতিতে অত্যন্ত পরিচিত প্রাণ,রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,  জেলা পরিষদ সুপার মার্কেট ব্য...
13/06/2023

শোক প্রকাশ:
রংপুরের রাজনীতিতে অত্যন্ত পরিচিত প্রাণ,
রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির
সি: সহ-সভাপতি মোঃ রইছ আহমেদ ভাই আজ সকালে জুম্মাপাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।

মহান আল্লাহপাক মরহুম রইছ আহমেদ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন-আমিন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ড ফুল আমতলা এলাকায় ভুয়া  ডিবি পুলিশ দুই জন আটক
30/04/2023

রংপুর নগরীর ৪নং ওয়ার্ড ফুল আমতলা এলাকায় ভুয়া ডিবি পুলিশ দুই জন আটক

20/04/2023

রংপুরের কুকরুলে পেশাগত দায়িত্ব পালনকালে আরটিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে কু পি য়েছে দুর্বৃত্তরা।

20/04/2023
11/01/2023

সাঁতাও' মুভির ভাওয়াইয়া গান | মনটায় মোর পিঠা খাবার চায় |

Vocal: Kamruzzaman Rabbi
Lyrics & Composition: Nurul Islam Jahid
Music: Mahamud Hayet Arpon
Studio: Elora Telefilm
Mix & Master: Mahamud Hayet Arpon

রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামসহ গেজেট প্রকাশ।
11/01/2023

রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামসহ গেজেট প্রকাশ।

04/01/2023

রংপুর সিটি কর্পোরেশন নিবার্চন ২০২২, ৪ নং ওয়ার্ডে ২৭ তারিখ ভোটের রাতে আমাশু কুকরুল বিজিবি গাড়িতে ভাংচুরে একটি ভিডিও পাওয়া গেছে।--ভিডিওটি সংগৃহীত

রংপুর সিটি কর্পোরেশন ২০২২, ৪ নং ওয়ার্ডের নির্বাচন পরবর্তি সহিংসতা নিয়ে মামলা  মোকদ্দমার যাবতীয় তথ্যাদিসহ আপডেট।
02/01/2023

রংপুর সিটি কর্পোরেশন ২০২২, ৪ নং ওয়ার্ডের নির্বাচন পরবর্তি সহিংসতা নিয়ে মামলা মোকদ্দমার যাবতীয় তথ্যাদিসহ আপডেট।

29/12/2022

নির্বাচনে হেরে বিজিবির গাড়িতে আগুন, পরাজিত প্রার্থী আটক
রংপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ২৩:৪৯

আটক হারাধন রায়
আটক হারাধন রায়

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে হেরে বিজিবির একটি টহল গাড়িতে আগুন দিয়েছেন পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারাধন রায়কে আটক করেছে পুলিশ। তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে রংপুর শিল্পকলা একাডেমি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন হারাধন রায়। নির্বাচনে একই ওয়ার্ডের প্রার্থী একরামুল হকের কাছে পরাজিত হন হারাধন। এতে ক্ষুব্ধ হয়ে তার নেতৃত্বে এলাকাবাসীর ওপর হামলা চালিয়ে দুটি বাড়ি ও কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন তার সমর্থকরা। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হারাধনের নেতৃত্বে বিজিবির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে গাড়িটি পুড়ে যায়। এ ঘটনায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনি ফল ঘোষণার কেন্দ্রে এসে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। সেইসঙ্গে হারাধনকে গ্রেফতারের দাবি জানান তারা। প্রাথমিক তদন্তে ওই ঘটনায় হারাধনের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। বিজিবির গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কাউন্সিলর প্রার্থী হারাধন রায়কে আটক করা হয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ‘প্রাথমিক তদন্তে ওই ঘটনায় হারাধনের জড়িত থাকার সত্যতা পাওয়ায় আটক করেছি আমরা। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কপি
বাংলা ট্রিবিউন.কম

28/12/2022

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের, ৪ নং ওয়ার্ডের ফলাফলের কারচুপির প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন

28/12/2022

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের, ৪ নং ওয়ার্ডের ফলাফলের কারচুপির প্রতিবাদে বিক্ষোভ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২৪নং ওয়ার্ডের  ভালো কাউন্সিলর  চাইলে সৎ মানুষকে ভোট দিন।ভোট বিষয়ে কোরআন-সুন্নাহর আলোকে ...
22/12/2022

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২

৪নং ওয়ার্ডের ভালো কাউন্সিলর চাইলে সৎ মানুষকে ভোট দিন।
ভোট বিষয়ে কোরআন-সুন্নাহর আলোকে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, অত্যাচারী, পাপাচারী, ও বেঠিক লোককে ভোট দিলে পাপের কারণ হয়ে থাকে; ঠিক তেমনি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়াতে সওয়াবও রয়েছে।

শুধু তাই নয় বরং তা একটি শরিয়ত নির্দেশিত যৌথ বা সামষ্টিক ফরজও বটে। (মুফতি মুহাম্ম্দ শফী (র.) : জাওয়াহিরুল ফিকহ : খ-২, পৃ-২৯৩, মাকতাবা দারুল উলূম, করাচি)

ভোট বিষয়ে কোরআন-সুন্নাহর আলোকে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, অত্যাচারী, পাপাচারী, ও বেঠিক লোককে ভোট দিলে পাপের কারণ হয়ে থাকে; ঠিক তেমনি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়াতে সওয়াবও রয়েছে।

বর্তমানে যেসব অন্যায়-অপকর্ম-অপরাধ-সন্ত্রাস নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে, নেককার ও সৎলোকদের বড় একটি সংখ্যা সাধারণত ভোট দেয়া-নেয়া এসব থেকে পালিয়ে থাকেন।

তার কারণ, তারা মনে করেন, নির্বাচন হারাম, গণতন্ত্র হারাম, ভোটাভুটি হারাম; এসব দুনিয়াদারি কর্মকাণ্ড বলে থাকেন। যার ফলাফল হচ্ছে- খারাপ লোকের শাসন, ভোট দিতে তারাই যায় বেশি যারা দু-চার টাকায় বিক্রি হয়ে যান।

আর বিক্রি হয়ে যাওয়া ভোটাররা কেমন প্রকৃতির প্রার্থীদের নির্বাচিত করবে বা করতে পারে তা তো সুস্পষ্ট। তাই বেশিরভাগ ক্ষেত্রে যেনতেন ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে পুরো জাতির ঘাড়ে চেপে বসছে অযোগ্য, অপদার্থ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা।

এ জন্য, প্রতিটি অঞ্চলে-কেন্দ্রে-আসনে যাকে অপরাপর প্রার্থীর তুলনায় নেককার বা সৎ মনে হয় তাকে ভোট দেয়া ছাড়া বিকল্প কোনো সুযোগ নেই এবং এ ক্ষেত্রে পালিয়ে থাকা বা অবহেলা করা শরিয়তের দৃষ্টিতে মারাত্মক অপরাধ এবং পুরো দেশ ও জাতির প্রতি জুলুম-অবিচারের নামান্তর হবে।

যদি কোনো একজন প্রার্থীও সঠিক অর্থে পুরো সৎ ও আমানতদার না পাওয়া যায়; তবে যে কয়জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে দ্বীন-ধর্ম, সততা, যোগ্যতায় এবং আল্লাহভীতিতে যিনি কিছুটা অগ্রগামী অর্থাৎ, যিনি অপকর্ম কম করবেন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা বৈধ এবং উত্তমও বটে।

যেমন কিনা মন্দ কমাতে সচেষ্ট হওয়া এবং জুলুম-নির্যাতন কমাতে চেষ্টা করা, শরিয়তেরই আরেকটি আইনি নীতিমালা হিসেবে প্রমাণিত, এমনটাই ফকিহ ইমাম ও ইসলামী আইন গবেষকদের ব্যাখ্যা।



এটিকে শুধু একটি রাজনৈতিক হার-জিত এবং জাগতিক খেলা মনে করা মারাত্মক ভুল। আপনি যাকে ভোট দিচ্ছেন শরিয়তের মাপকাঠিতে তার অর্থ হচ্ছে আপনি এ মর্মে সাক্ষ্য প্রদান করেছেন যে, এ ব্যক্তি নিজের বোধ-বিশ্বাস, ধ্যান-ধারণা জ্ঞান-অভিজ্ঞতা এবং সততা ও আমানতদারি প্রশ্নে এ দায়িত্ব পালনে উপযুক্ত এবং অন্যসব প্রার্থীদের চেয়ে উত্তম।

* সত্য সাক্ষ্য গোপন করা পবিত্র কোরআনে হারাম বলা হয়েছে। তাই আপনার কেন্দ্রে বা আসনে নির্বাচনে যদি কোনো সঠিক বোধ-বিশ্বাস সম্পন্ন, ধর্মপরায়ণ প্রার্থী প্রস্তুত থাকেন তাহলে তাকেই ভোট দিতে হবে। এতে ত্রুটি বা ব্যতিক্রম করা কবিরা গুনাহ।

* যে প্রার্থী ইসলামী শাসনব্যবস্থাবিরোধী ধ্যান-ধারণা পোষণ করেন বা ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি সম্পন্ন হন তেমন কাউকে ভোট দিলে একটি মিথ্যা সাক্ষ্যের অপর নাম যা ‘কবীরা গুনাহ’। (মিশকাত শরিফ : ব. হা. প্রাগুক্ত : পৃ-২৯২)

* টাকা-পয়সার বিনিময়ে ভোট প্রদান সর্ব নিকৃষ্ট পর্যায়ের ঘুষ গ্রহণ হিসেবে গণ্য এবং কয়েকটি টাকার খাতিরে ইসলাম ও রাষ্ট্রদ্রোহের শামিল হবে।

ধন্যবাদ,
বালাকোঁয়ার বটতলা মোড়, ৪নং ওয়ার্ড,সিটি কর্পোরেশন রংপুর।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। স্বপন ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা ক...
01/12/2022

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। স্বপন ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

30/11/2022

আজকের খেলা সময় সূচী।

Address

Rangpur
5400

Telephone

1718151313

Website

Alerts

Be the first to know and let us send you an email when বালাকোঁয়ার, বটতলা মোড়, ৪নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share