অচেনা গল্প

অচেনা  গল্প ছোট্ট পরিবারে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ❤️❤️ আশা করি পাশে থাকবে

08/12/2024

আজকে আমি লাইভে আসবো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে সময় রাত 8/20 এ

07/12/2024

আজকে আমার পেজ থেকে ফাস্ট লাইভ

14/09/2024

গালা গালি কোইরেন না ভাই

03/08/2024

আজকের স্লোগান
গোপালগঞ্জের গোলাপী
আর কতকাল চালাবি,,
ঢাকা বিশ্ববিদ্যালয়

03/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মূল প্রবেশপথ খুলে দিসে। ক্যাম্পাসের মধ্য দিয়ে হেঁটে লোকজন শহীদ মিনার যাচ্ছে। আমরাও যাচ্ছি।

বলো, ইনকিলাব জিন্দাবাদ
Asif Mahmud Shojib Bhuyain

03/08/2024

দেশ সবচেয়ে নিরাপদ দেশের জনগনের হাতেই। জনগন রাজপথের দখল নিয়েছে।
জরুরি অবস্থার নামে দমন-পীড়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজ এবং এখন থেকে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে।

সেনাবাহিনী সহ সকল বাহিনীর প্রতি আহ্বান থাকবে জনগনের পাশে দাঁড়ানোর জন্য ক্যান্টনমেন্ট, ব্যারাক থেকে বের হতে পারেন বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নয়।
এদেশের জনগনের নিরাপত্তা নিশ্চিতের শপথ নিয়ে যে দায়িত্ব নিয়েছেন তা সঠিক ভাবে পালন করুন। মনে রাখবেন, আপনারা কোন খুনি রাজনৈতিক দলের নিরাপত্তার জন্য নয় বরং দেশের জনগনের নিরাপত্তার দায়িত্বে আছেন।

শান্তিপূর্ণ ভাবে ছাত্র-নাগরিকের অভ্যুত্থান সফলে আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকের বিক্ষোভ মিছিল ও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন সফল করুন। Asif Mahmud Shojib Bhuyain

03/08/2024

যখন আমরা ডিবি অফিসে বন্দি ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়া যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম।

আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি। Asif Mahmud Shojib Bhuyain

এবিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজ...
03/08/2024

এবিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।

তাদের সাথে আলোচনার কোন পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোন বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

গুলি আর সন্ত্রাসের সাথে কোন সংলাপ হয় না। Asif Mahmud Shojib Bhuyain

03/08/2024

অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনাঃ

১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।

২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।

৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।

৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।

৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।

৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।

৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!

৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।

১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।

১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।

১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।

১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।

★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!

আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

02/08/2024

ভালো নেই আমাদের জন্মভূমি
ভালো নেই সোনার বাংলাদেশ। 🙏😭

02/08/2024

প্রিয় ঢাকাবাসী।
ছাত্রদের পাশে দাঁড়ান।
আশ্র‍য় দিন। খাবার দিন। চিকিৎসা দিন।
ওরা আপনাদের ভাই/বোন/ সন্তান।

বল বীর চির উন্নত মম শির
16/07/2024

বল বীর চির উন্নত মম শির

আপনাদেরকে কখন'ই ভুলবো নাহ,আরও অনেকে'ই আছে যাদের নাম অজানা!!🥺💔
16/07/2024

আপনাদেরকে কখন'ই ভুলবো নাহ,

আরও অনেকে'ই আছে যাদের নাম অজানা!!🥺💔

পঞ্চগড় টু ঢাকা
28/06/2024

পঞ্চগড় টু ঢাকা

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when অচেনা গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share