Rangpur Polytechnic Crush &Confession

Rangpur Polytechnic Crush &Confession Send Your Messenge To Us.." We Will Send It Your Love One's...

ক্রাশ খাও কনফো দাও ❣️

💗 Congratulations All 💗 টপ ফ্যান দের নিয়ে চা এর আড্ডা হয়ে যাক🙂🫶Big shout out to my newest top fans! 💎 Md. Nibir Ahammed,...
26/12/2024

💗 Congratulations All 💗
টপ ফ্যান দের নিয়ে চা এর আড্ডা হয়ে যাক🙂🫶

Big shout out to my newest top fans! 💎 Md. Nibir Ahammed, Md Tanvir Islam, Utshob Kumar Sarker, RE SH A, Ruknuzzaman Ruhan, Zizia Zerin, RK Rakib, Md Yousuf Ali, Zannatul Ferdausy, AS HR AF UL, Md Akramul Haque Sojib, MD Alamin, MuHammad Riju, Alimul Islam
Rangpur Polytechnic Crush &Confession

Drop a comment to welcome them to our community, fans

এডমিন এর সবাই প্রেম করতে চাইলে কিভাবে সবার সাথে প্রেম করি🙂🙂এখন করনীয় টা কি বলেন সবাই 🙉 #এডমিন ১ম
18/12/2024

এডমিন এর সবাই প্রেম করতে চাইলে
কিভাবে সবার সাথে প্রেম করি🙂🙂
এখন করনীয় টা কি বলেন সবাই 🙉
#এডমিন ১ম

16/12/2024

এই প্রথম হাসু আপা কে ছাড়া ১৬ ডিসেম্বর কেমন গেলো বাচ্চারা 🤣 নাকি পরিক্ষার চাপে মনেই নাই যে হাসু আপা নাই

  Name: Shakib Department :CivilRangpur Polytechnic Crush &ConfessionDear shakib vaiya 😩 আমাকে আপনি ভালো করেই চিনেন। মাঝ...
12/12/2024



Name: Shakib
Department :Civil
Rangpur Polytechnic Crush &Confession

Dear shakib vaiya 😩

আমাকে আপনি ভালো করেই চিনেন। মাঝে মাঝে দেখা হয় আপনার সাথে আমার 😩 খুব বেশি দেখা হয় না। কিন্তু যেদিন করে দেখা হয় নতুন একটা লুকে দেখি আপনাকে। সেই 1st semister থেকে আপনাকে লাইক করি আমি আপনার হাসি দেখে আমি ফিদা ভাইয়া । আমাকে খুজিয়েন খুজলে পাবেন। আমিও ফাস্ট সেমিস্টার এ আপনার কাছে পরতাম। খুজেন খুজলে পাবেন হঠাত একদিন দেখা হয়। আপনার পড়ানো আপনার হাসি সব আমার কাছে অনেকটা ভালো লাগে। অনেক ভয়ে ভয়ে লিখলাম। অনেকদিন হলো দিতে চাচ্ছি কিন্তু ভাবছি আপনি যদি আমাকে বকা দেন তাই বলি নাই। তাই আজকে ভাবলাম যে বলে ফেলি কি হয় হবে 🌸

ইতি

একটি মেয়ে 💙

ভুল করে যখন গ্রুপে পিক দিয়ে ফেলে 🥹বন্ধু তুমি শেষ 🫠@মেনশন করো বন্ধু কে
03/12/2024

ভুল করে যখন গ্রুপে পিক দিয়ে ফেলে 🥹

বন্ধু তুমি শেষ 🫠
@মেনশন করো বন্ধু কে

  Name: Monalisa MimDepartment :electrical Semester 2ndRangpur Polytechnic Crush &Confession তোমাকে ভুলে থাকা সহজ নয়, কা...
27/11/2024



Name: Monalisa Mim
Department :electrical
Semester 2nd
Rangpur Polytechnic Crush &Confession

তোমাকে ভুলে থাকা সহজ নয়, কারণ প্রতিটি স্মৃতি এখনও হৃদয়ে বেঁচে আছে। জীবনের পথে আমরা আলাদা হয়ে গেলেও, ভালোবাসার সেই মুহূর্তগুলো চিরকাল আমার সাথে থাকবে। আশা করি, যেখানে থাকো সুখেই থাকো।

ফুলকপির  ঝোল😝মেসে রান্না হইলে কেমন হবে 😖😖           Rangpur Polytechnic Crush &Confession
25/11/2024

ফুলকপির ঝোল😝
মেসে রান্না হইলে কেমন হবে 😖😖

Rangpur Polytechnic Crush &Confession

হেল্প পোস্ট, অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি!🙂👀প্লে বয় বন্ধু কে মেনশন করো 🥵🥵 fans Rangpur Polytechnic Crush &Confession
24/11/2024

হেল্প পোস্ট, অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি!🙂👀

প্লে বয় বন্ধু কে মেনশন করো 🥵🥵

fans
Rangpur Polytechnic Crush &Confession

 To: Saba sona 😍❤️ From: চিনবা না তুমি কেমন আছো আমি জানিনা। প্রথমেই বলছি ছেলেদের সাথে ঘোরাফেরা বন্ধ কর। যেখানেই দেখি শুধ...
20/11/2024


To: Saba sona 😍❤️
From: চিনবা না

তুমি কেমন আছো আমি জানিনা। প্রথমেই বলছি ছেলেদের সাথে ঘোরাফেরা বন্ধ কর। যেখানেই দেখি শুধু ছেলেদের সাথেই দেখি কেন তুমি কি ছেলে ছাড়া থাকতে পারো না নাকি। 🙄একটা সময় তোমায় ভালো মেয়ে মনে করে পছন্দ করতাম এখন দেখি তুমিও সবার মত 😊😊 সারাদিন ছেলেদের সাথে ঘোরাফেরা করো জন্য তোমাকে প্রপোজ দেয়নি। প্রথম প্রথম তোমাকে দেখে ভালই লাগতো।একটা সময় তোমাকে অনেক ভালবাসতাম কিন্তু তুমি বুঝো নাই বুঝবা কেমনে সারাদিন তো ছেলেদের সাথে থাকো যেদিকেই যাই শুধু ছেলের সাথেই দেখি শুনলাম বিয়ে না কি করছো। ভালোই তো তোমাকে আমি আজও অনেক ভালোবাসি কিন্তু আমি এভাবে কখনোই বলতে চাইনি তোমার অ্যাটিটিউড আর তোমার ব্যবহার জন্য বললাম।😅

ইতি তোমাকে ভালোবেসে কষ্ট পাওয়া এক পুরুষ 😅😅😅😅সারা জীবন ভালো থেকো সুস্থ থেকো নিজের হাজবেন্ডের সাথে 😊

  To:-নাম জানা নেই, From:- চিনবা নাRangpur Polytechnic Crush &Confession  কেমন আছো জানি না! হয়তো ভালই আছো! দিনশেষে ঘরে ফ...
19/11/2024



To:-নাম জানা নেই,
From:- চিনবা না
Rangpur Polytechnic Crush &Confession

কেমন আছো জানি না! হয়তো ভালই আছো! দিনশেষে ঘরে ফিরে তোমার মুখখানা প্রচন্ডরকম মনে পড়ে, মনে হয় ওই কালো গভীর চোখে আমি হারিয়ে যাই, সুনীলের মতো কবিতা পড়ি,

তোমার ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিতে পারি,
দূরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল কাপড়,
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি ১০৮টা নীল পদ্ম।
জোৎস্না রাতে তারা গুণতে পারি অজস্র,
সাতসমুদ্র তেরো নদীর পাড় হয়ে আনতে পারি সোনারুপোর কাঠি!

বালিকা একবার হ্যাঁ বলো,
তোমার জন্য আসমান ছোঁবো,
আনবো টেনে মেঘের ভেলা,
সকালবিকেল জমিয়েই ছাড়বো,
আমাদের যতো ঘটিবাটি খেলা।

 To:  চিনি না From: চিনবা না।আশা করি ভালো আাছেন।আপাকে প্রথম দেখতেই মুখের ভাষা হারিয়ে ফেলেছি।ভাষা এখন সব মনের,মুখে কিছুই ...
17/11/2024


To: চিনি না
From: চিনবা না

।আশা করি ভালো আাছেন।আপাকে প্রথম দেখতেই মুখের ভাষা হারিয়ে ফেলেছি।ভাষা এখন সব মনের,মুখে কিছুই আসেনা।আপনিকি পারবেন আমার মনের ভাষা বুঝেনিতে?কারন আমি বহুবার আপনাকে বলতে গিয়ে ফিরে এসেছি।আমি জানিনা আপনি অন্য কোনো সম্পর্কে জড়িত কিনা।
আাপনার হাটা,চলা,কথাবলা,সব সময়ের হাসি☺আমি না চাইতেও আপনাকে ভালোবাসি ❤️
জানিনা কখনো আপনার সামনে যেতে পারবকিনা।তবে দূর থেকে হলেও ভালোবাসবো

ইতি আপনার নাইকা 😷

  Form: আপনার অচেনা কাছের কেউ❤🌸To: Jannatun NayimRangpur Polytechnic Crush &Confession কিভাবে শুরু করবো, বুঝতেছি না। আপন...
15/11/2024



Form: আপনার অচেনা কাছের কেউ❤🌸
To: Jannatun Nayim
Rangpur Polytechnic Crush &Confession

কিভাবে শুরু করবো, বুঝতেছি না। আপনাকে প্রথম কলেজ মাঠে দেখেছিলাম। আপনাকে প্রথম দেখাতেই ভালো লাগে। কিন্তু সেদিন আপনাকে কিছু বলতে পারি নি। এই কয়দিন আপনাকে অনেক মিস করছি। কিন্তু আজ আবার আপনাকে দেখলাম ক্যান্টিনে আপনার বন্ধুদের সাথে বসে আছেন।
আপনাকে যতোবার দেখি দেখার ইচ্ছা আরো বেরে যায়। নতুন করে আপনার প্রেমে পরে যাই🥰
আজ আপনাকে বেশ কিছুদিন পর দেখলাম। আপনার হাসি টা এতো মিষ্টি কেনো বলেন তো একটু কম করে হাসিয়েন বার বার প্রেমে পড়তে পড়তে শহীদ হয়ে যাবো তো।
আমি আপনাকে ভালোবাসি কিনা জানিনা তবে আপনাকে খুব করে চাই।

ইতি
আপনার জুনিয়র 🌸

 To:  Simu (MT A1)... 2nd semister From: চিনবা না তুমি অনেক মায়াবী তুমি কতো টা মায়াবী তা বলতে গেলে তোমার ছবির প্রয়োজন হ...
15/11/2024


To: Simu (MT A1)... 2nd semister

From: চিনবা না

তুমি অনেক মায়াবী তুমি কতো টা মায়াবী তা বলতে গেলে তোমার ছবির প্রয়োজন হবে না তোমার চোখ গুলোই যথেষ্ট তোমাকে চিনি,,,তোমাক বলতে অনেক ইচ্ছা করতো কিন্তু এতো দিন বলতে পারিনি,,, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না তোমাকে তো পাব না তাই তুমি যখন এই পোস্ট টা পরবে তখন আমার জন্য দোয়া করে দিও যাতে আমার ফিউচার বউ তোমার মত একটু হলেও মায়াবী হয়🥺🥹💔

💖তুমি অনেক মায়াবতী💔😌
যে তোমাকে পাবে তার ভাগ্য অনেক ভালো 💗🥰

আর আমি তোমাকে অনেক ভালোবাসি শিমু প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না মাই শিমু সোনা 💗আমি সেই তোমাকে তুমি যখন প্রথম সেমিস্টারে পড়ো তখন থেকে তোমাকে পছন্দ করি

ইতি

তোমার

ভালোবেসে পাগল হয়ে যাওয়া প্রেমিক 🌸

 To:  REMOVED From: REMOVED Rangpur Polytechnic Crush &Confession কীভাবে শুরু করব বুঝতেছি না🥹 কেমন আছো? আশা করি ভালোই আছ...
14/11/2024


To: REMOVED
From: REMOVED

Rangpur Polytechnic Crush &Confession

কীভাবে শুরু করব বুঝতেছি না🥹 কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাকে দেখলেই মনে হয় সবসময় হাসি-খুঁশি আর চিল মুডে থাকো। তোমার হাসি দেখতেও ভালো লাগে। চোখে কী গা*ন্জা চাষ করো? দেখলেই নেশা হয়ে যায় 🌚🌚 প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি 🙂 যতবারই তোমাকে দেখি থমকে দাড়াই। এই নশ্বর জীবনে তোমাকে পাবো কী না জানি না,তোমার কাছাকাছি যাওয়ার সাধ্য আমার হবে কিনা জানি। মানুষ মাত্রই অসহায় প্রানী চাইলেও সে তার আবেগ-অনুভুতি দমিয়ে রাখতে পারে না।ঠিক তেমনি আমার ও হয়েছে।
তোমার যে জিনিসটার প্রতি আমার দুর্বলতা তা হচ্ছে তোমার মায়াভরা চোখগুলো। ইনবক্সে এসব বলার সাহস নেই আমার। ইদানিং আমি নিজেকে বিনা কারণে হাসতে দেখলাম। তারপর বুঝতে পারলাম আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। এই ভাবতে ভাবতে কবে যে তোমায় আসক্ত হয়ে গেছি জানি না। তোমার সামনে যেয়ে এসব বলার সাহস, নেই তাই কনফো দিলাম। আমি জানি তুমি কখনো আমার হবে না, তাই তোমার সামনে কখনো যাব না 🥺। তোমার সামনে হয়ত আমি কিছুই না, জানি এসব দেখার পর তোমার কোনো প্রতিক্রিয়া হবেনা। তুমি অনেক সুন্দর আর অনেক ভালো মনের মানুষ। তোমাকে অনেক বেশি ভালো লাগে এর অপেক্ষায় থাকবো🥹🫶

  From: চেনা চেনা তবুও অচেনা To: Taohida Ferdous Shah২য় পর্ব,ইলেক্ট্রিক্যাল,রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রিয় মায়াবতী তুম...
13/11/2024



From: চেনা চেনা তবুও অচেনা
To: Taohida Ferdous Shah
২য় পর্ব,ইলেক্ট্রিক্যাল,
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট

প্রিয় মায়াবতী

তুমি আমাকে চিনবে কিনা জানিনা তবে আমার মনে হয় তুমি আমাকে চিনবে।। আমি তোমাকে প্রথম লাইব্রেরীতে দেখি। তোমারে প্রথম দেখার পরে তোমার চোখ দু’টির মায়ায় আটকায় যায়। তোমার fb id খোজার চেষ্টা করি,,খুঁজে পাওয়ার পর ফ্রেন্ড রিকোয়েস্ট দেই কিন্তু তুমি একসেপ্ট করো নি ।। এতো মেয়ে থাকতে তুমি কেন ?তুমি মেয়ে, আর সবার মতোই কিন্তু একটু অন্যরকম ভাবেই আমার চোখে ভালো লাগার ছোয়া দিয়ে গেছ।তোমার ব্যপারে শুনলাম তুমি নাকি অনেক ভালো এবং ভদ্র মেয়ে।। সামনা সামনি কথা বলতে সাহস হয়নি।। তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি নাকি অনেক ঘুরতে পছন্দ করো আমাকে কি তোমার পাশে নিয়ে ঘুরতে নিয়ে যাবে ।।কল্পনা আর বাস্তবতার মিশ্রনে গড়া আমার এক অনন্য ভূবন তুমি। বেঁচে থাকার সবটা সময়ে তোমার পাশে থাকতে চাই, সুযোগ পেলে বাস্তবতায়, না পেলে কল্পনায়। আর কোন এক বৃষ্টি ভেজা দিনে হিমুর বেশে এক গুচ্ছ কদম ফুল তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলতে চাই,
"ভালোবাসি অনেক বেশি ভালোবাসি"। তুমি আমার রূপা হবে,আমি তোমার হিমু ? আমরা হাত ধরে হেঁটে হেঁটে নীল ময়ূরাক্ষী নদীটার তীরে যাব! আর শুনো আমি যখন আড়চোখে তোমাকে দেখব ভুলেও আমার দিকে তাকাবে না! কিন্তু হাতটা ছেড়ে দিও না প্লিজ।নাহ ! এই আবদার আমি করি না । এরকম শুধু গল্পতেই মানায় ।আমি তোমার গল্প হতে চাই না।।।আমাদের শেষই হবে শুরু তোমাকে অনেক ভালো লাগে এই ভালো লাগা কি ভালোবাসায় তৈরি করা যায়।।

ইতি,
তোমার মায়ায় আবদ্ধ প্রেমিক

12/11/2024



From : এখন অপরিচিত

To : চিঠি💔

To তে যেমন এখন তোমার নাম ডিপার্টমেন্ট দিতে পারলাম না ঠিক তেমনি পারলাম না তোমাকে আমার করে রাখতে। তোমার সামনে কনফোটা গেলে এতটুকু হয়তো তুমি বুঝবা যে আমি কে।
তোমার চিঠির উত্তরটা চিঠিতেই দিতে পারতাম কিন্তু দেইনি কেন জানো?
চিঠি দিতে গেলে হয়তো আবার তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। দূড়ে সরে যখন গেছোই তাহলে আর কাছে ডেকে লাভ কি বলো?
যেভাবে এলোমেলো হয়ে গেছি আমি ঠিক তেমনি কেন জানি কথাগুলাও সাজিয়ে লিখতে পারছি না। সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে।

যাই হোক আসল কথায় যাওয়া যাক। আমার থেকে নিজেকে দূড়ে সরিয়ে নিছো ভালো কথা। দোষটাও আমার কারণ আমি নিজেই দূড়ে সরিয়ে দিছি তোমাকে। আর সেটাও তোমার ভালোর জন্যই। কিন্তু এই ভালোটা এখন মনে হচ্ছে আমার নিজের জীবনে একটা কালো রাত হয়ে দাড়িয়েছে। পুকুর পাড়ে যখন তোমার বান্ধবীকে নিয়ে বসে ছিলা আমি সামন দিয়ে আসার সময় একবার তাকিয়েও দেখোনি। আবার আমি যখন মাঠে ছিলাম আমাক দেখে তুমি মাঠেও আর ঢোকোনি। পুকুর পাড় দিয়ে যখন আমি আসি তুমি একবারের জন্যও যখন তাকাওনি তখন নিজের অশ্রু ভড়া চোখ নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আসি আমি😅

আমি এখন বুঝতে পারছি যখন তোমার থেকে দূড়ে সরে যেতে ধরলাম তখন তুমিও অনেক কাঁন্নাকাটি করছো কিন্তু তারপরেও আমার কথা ছিলো একটাই যে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। এখন বুঝতে পারছি যখন তুমি নিজেই আমাকে ইগনোর করা শুরু করলা তখন আমার কতটা কষ্ট হচ্ছিলো সেটা আমি বুঝতেছি এখন।
যাই হোক মেনে নিতে হবে। নিজেকে শক্ত করতে হবে। তোমার ভালো চাইতে গিয়ে এখন নিজেই ভালো থাকা হারিয়ে ফেললাম😅💔

আমার সবকিছুই জানো তুমি যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। কিন্তু কি আর করার এমন সময় এসে দূরুত্ব বাড়াইলাম যখন নিজেই নিজের থেকে আরও বেশি ভালোবেসে ফেললাম তোমাকে। তুমি যেভাবে আমাকে এখন ইগনোর করা শুরু করছো আমি চাই এই ইগনোরটা আরও বেশি করে করো আমাকে তবুও তুমি ভালো থাকো। আমি কষ্ট পাইলে কাঁন্না করে নিজেকে হালকা করে নেব, সব সহ্য করবো। চেষ্টা করব নিজেকে মানিয়ে নেওয়ার। কষ্ট হলেও মানিয়ে নেব। আর হ্যাঁ খুব তারাতারি চলে যাচ্ছি ক্যাম্পাস ছেড়ে। এখন থেকে আমি নিজেই সব সময় তোমার থেকে দূড়ে দূড়ে থাকবো। আরও চেষ্টা করব নিজের চেহারাটা যেন তোমার সামনে না পড়ে সেই ভাবে চলার।

সবশেষে একটা কথা বলি, আমিও ভালোবাসি তোমাকে ঠিক যতটা তুমি আমাকে ভালোবাসো তার থেকেও অনেক বেশি। কিন্তু আর কখনোই চাইবো না তোমার কাছাকাছি যেতে। অনেক কাঁন্না করছি আজকে।
এমন সময় তোমাকে দূড়ে সরিয়ে দিলাম, যে সময় আমি নিজেই আরও বেশি ভালোবেসে ফেললাম তোমাকে।
কি এক জীবন রে ভাই😅💔

অনেক বেশি দূরে সরে যাব এখন নিজেই। কনফো দেখার পর শুধু পড়ে নিও।
আর ভেবে নিও মরে গেছি আমি।
নিজের খেয়াল রেখো।
আর চিন্তা করিও না, তোমার থেকে সবসময় দূড়ে থাকবো। অনেক বেশি দূড়ে।

আমি তো আছি আর কিছুদিন তারপর একবারে হারিয়ে যাব।
ইতি----------
এখন অপরিচিত

((হাতে একটু সময় নিয়ে পরবেন প্লিজ)) নিজের মাকে নিজেই মে'রে আবার দোয়া চাচ্ছে ভাবা যায়!💔পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!নিজে...
12/11/2024

((হাতে একটু সময় নিয়ে পরবেন প্লিজ))
নিজের মাকে নিজেই মে'রে আবার দোয়া চাচ্ছে ভাবা যায়!💔
পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন? ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে!💔🥀

Rangpur Polytechnic Crush &Confession

 From: আপনার মিষ্টি কথায় ক্রাশ খাওয়া কেউ to :Zizia Zerinএই যে মিস,প্রথমেই বলি এত ভাব নিবেন না। আপনি আমাকে কিছু বলার সু...
12/11/2024



From: আপনার মিষ্টি কথায় ক্রাশ খাওয়া কেউ
to :Zizia Zerin

এই যে মিস,
প্রথমেই বলি এত ভাব নিবেন না। আপনি আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না।এভাবে ব্লক না করলেও হতো।আমি যে আপনার প্রেমে পরেছি সেটা বলার জন্য একটু সুযোগ দিতে পারতেন।বিশেষত আপনার ব্যস্ততার কারণ জানার পর থেকে আপনাকে আরো বেশি ভালো লাগে।আপনি বেশি ভাব নিলেও খুবই ব্যতিক্রম একজন।আপনার মনটি অসম্ভব সুন্দর।আপনাকে যে পাবে সে অনেক ভাগ্যবান।আমি সেই ভাগ্যবান মানুষ হতে চাই।আপনি কি আমায় সেই সুযোগ দিবেন?আপনার উত্তর এর অপেক্ষায় রইলাম।

ইতি
আপনার ব্লক লিস্টে থাকা এক সিনিয়

Address

Rangpur
5700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Polytechnic Crush &Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category