ঘুমন্ত বিবেক

ঘুমন্ত বিবেক মাঝে মধ্যে স্রোতের বিপরীত না দাঁড়ালে,
বুঝা যায় না পৃথিবী কতটা নিষ্ঠুর।

Shout out to my newest followers! Excited to have you onboard! Nipen Roy, Arifa Haydar Rubi
25/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Nipen Roy, Arifa Haydar Rubi

-  যার জন্য নিজেকে পরিবর্তন করলাম -- দিনশেষে তারি পরিবর্তন হয়ে গেলো..!💔🥀
17/12/2024

- যার জন্য নিজেকে পরিবর্তন করলাম -
- দিনশেষে তারি পরিবর্তন হয়ে গেলো..!💔🥀

সব থেকে কঠিন কাজ হলো ছলোনা বোঝা!মানুষ হাতে হাত রেখে ছলোনা করে,বুকে জড়িয়ে ধরে ছলোনা করে, চোখে চোখ রেখে ছলোনা করে, ভালোব...
12/12/2024

সব থেকে কঠিন কাজ হলো ছলোনা বোঝা!

মানুষ হাতে হাত রেখে ছলোনা করে,
বুকে জড়িয়ে ধরে ছলোনা করে, চোখে চোখ রেখে ছলোনা করে, ভালোবাসি বলতে বলতে ছলোনা করে।
এই মানুষ গুলো দেখতে খুবই সাধা-সিধে টাইপের হয়। উপরে দেখতে সাধা-সিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা।
তাদের উপরের এই আবরনটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতোটা জঘন্য হতে পারে।
একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনেরে নিয়া পার্কে,রেল লাইনে, হোটেলে ঘুড়ে বেরায়। তাদের এসব নিজের চোখে দেখার পরও নিজের চোখ কেই বিশ্বাস করতে পারবেন না। নিজেকে কুয়াসার ঘোরের মধ্যে মনে হবে,মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি।
যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন, কারন আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরো দুই চারজন আছে।
কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিলো।
আপনি সব যেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না।
আমাদের গ্রামের লোক মুখে এখনো একটা কথা প্রচলিত আছে,, যতোই ঘী দিয়ে ডলো কুত্তার লেজ কখনো সোজা হয় না।
ঠিক সেটাই আপনি ,সব ঠিক করে নিতে চাইলেও কোনো কিছুই আর ঠিক হয় না।
তারপর একটা সময় পর ঠিকানা পরিবর্তন করে ফেলে আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন না,,
তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুড়ে ছারখার হবেন কিন্তু তার কিছু যায় আসবে না,
মাসের পর মাস যাবে বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন?,কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরহো বিচ্ছেদের যন্ত্রনা?
তার দেওয়া বিরহো বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন ,আসলে
নিজের ভালো নিজেকেই রাখতে হয়, কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হয় ।
তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন,,
তখন আগের মতো অতো সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না,,
বিশ্বাস টা একেবারই মরে যায়।

নেশা করার থেকেও বাজে সিদ্ধান্ত হচ্ছে, ভুল মানুষকে ভালোবাসা কিংবা তাকে বিয়ে করা! 💔🥀
11/12/2024

নেশা করার থেকেও বাজে সিদ্ধান্ত হচ্ছে, ভুল
মানুষকে ভালোবাসা কিংবা তাকে বিয়ে করা! 💔🥀

একসময় কিছু মানুষের জন্য বুকের গভীরে একটা অসম্ভব টান অনুভব করতাম। মনে হতো, তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ।কিন্তু সময় বড় কঠিন শ...
11/12/2024

একসময় কিছু মানুষের জন্য বুকের গভীরে
একটা অসম্ভব টান অনুভব করতাম।
মনে হতো, তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ।
কিন্তু সময় বড় কঠিন শিক্ষক। ধীরে ধীরে শিখিয়েছে,
যাদের জন্য হৃদয় কাঁদতো, তাদের থেকে দূরে থাকাই
শান্তির পথ।
সব সম্পর্ক কাছের হয় না, কিছু সম্পর্ক দূরত্বেই নিরাপদ। হয়তো এটাই জীবনের কঠিন বাস্তবতা।

09/12/2024

ইতিহাস সাক্ষী নারী কখনো
এক পূরুষে আসক্ত থাকে না 💔🥀

মেয়েটা ৩ বছর রিলেশন করে নাকি চলে গেছিল!! 🌚ভাইরে আমি ১০ বছরের সম্পর্ক ব্রেক করে অন্য better কাউকে বিয়ে করতে দেখছি - বর্...
09/12/2024

মেয়েটা ৩ বছর রিলেশন করে নাকি চলে গেছিল!! 🌚
ভাইরে আমি ১০ বছরের সম্পর্ক ব্রেক করে অন্য better কাউকে বিয়ে করতে দেখছি - বর্তমানে এগুলা এখন কমন! কেউ যদি তোমার থেকে better কাউকে পেয়ে চলে যায়, তাহলে তাকে চলে যেতে দাও কিন্তু সে তার কৃতকর্মের ফল দুনিয়াতেই পাবে দুইদিন আগে বা পরে (I repeat পাবেই ) ! তাই ভালোবাসার স্বার্থে এসব কাজ
থেকে বিরত থাকাই উচিত।

যে মানুষটা তার প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক রাখে ।আপনি হয়তো ভাবছেন আপনি তাকে যতোটুকু গুরুত্ব দেন, তার কাছে আপনিও ঠিক ততটু...
09/12/2024

যে মানুষটা তার প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক রাখে ।আপনি হয়তো ভাবছেন আপনি তাকে যতোটুকু গুরুত্ব দেন, তার কাছে আপনিও ঠিক ততটুকু গুরুত্ব পাবেন ।
কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ সে মানুষটা আপনাকে ঠিক ততদিন মনে রাখবে, যতদিন আপনি তার কাজে আসবেন বা তার প্রয়োজন মিটাতে পারবেন, যে প্রয়োজনের জন্য সে আপনার সাথে সম্পর্ক রাখে । যখন আপনি তার প্রয়োজন মিটাতে পারবেন না, আপনি তার জন্য উদার হয়ে বুক মেলে দিলেও সে আপনাকে পিঠ দেখিয়ে চলে যাবে।
পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে, যারা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। যাদের কাছে সম্পর্কের'চে তাদের প্রয়োজন বড়। যারা শুধু নিজেকে নিয়েই ভাবতে ব্যস্ত, আপনার ভালো মন্দ দেখার কোনো ইচ্ছে বা প্রয়োজন তারা মনে করে না। তাদের একটাই কথা, "কার কি হলো না হলো এসব দেখে আমার লাভ নেই, আমি তো ভালো আছি" ।
হ্যাঁ সত্যিই তারা ভালো থাকে। কারণ তারা শুধু তাদের প্রয়োজনের জন্য আপনার সাথে সাময়িক একটা সম্পর্ক রাখে,প্রয়োজন ফুরিয়ে গেলে এই সম্পর্কটা আর থাকে না। তাই তারা সহজেই ভুলে যেতে পারে। মন খারাপ বলতে কিছু তাদের স্পর্শ করতে পারে না। আর আপনি তা স্থায়ী ভেবে সম্পর্কের এক অদ্ভূত মায়াজালে জড়িয়ে যাবেন। তাই চাইলেও আপনি খুব সহজে ভুলে যেতে পারবেন না। এই মানুষটাও এক সময়ে হয়ে ওঠবে আপনার মন খারাপের কারণ।
আপনি যখন তার প্রয়োজনে সারা না দিবেন, কিছুদিন তার সাথে অভিমান করবেন, দেখবেন সেই মানুষটা যার জন্য জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন। যা কে বন্ধু ভেবে মনে জায়গা দিয়েছেন সে অন্য কোথাও আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে। কারণ তার কাছে আপনার কোনো মূল্য নেই। যে প্রয়োজনের জন্য আপনার সাথে সম্পর্ক গড়ে উঠেছিলো সেই প্রয়োজনটার মূল্য তার কাছে আপনার'চে বেশি। তাই আপনার অভিমানে তার কোনো কিছু যাবে আসবে না।কারণ আপনি তার কাছে মূল্যহীন। আপনি ঠিক ততদিন তার কাছে ভালো থাকবেন যতদিন আপনি তার প্রয়োজন মিটাতে পারবেন । একবার না বলে দেখুন দেখবেন তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন।
যাদের দৃষ্টিতে আপনি খুব ভালো একজন মানুষ, তাদের কাছে সে মানুষটা আপনাকে এমনভাবে উপস্থাপন করবে, যেন এ পৃথিবীতে আপনিই একজন নিকৃষ্ট মানুষ।
যদি সম্পর্ক হয় প্রয়োজনের তবে প্রয়োজন শেষ সম্পর্ক ও শেষ।আর যদি সম্পর্কটা হয় আত্মার তবে এই সম্পর্ক শত মান অভিমানের ঝড় এলেও হবে চিরস্থায়ী।তাই বন্ধুত্ব হউক অথবা আপনজন সম্পর্কটা হউক আত্মার🥰💔
ঘুমন্ত বিবেক

জীবনে যা ই করেন, কাউকে 'ইউজ' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষ টা যখ...
07/12/2024

জীবনে যা ই করেন, কাউকে 'ইউজ' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষ টা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে 'ইউজ' করছেন,সে আর ঠিক থাকতে পারবে না! কাউকে 'ইউজ' করার মতো জঘন্য কাজ খুব কম ই আছে! একা থাকেন,তাও কারো জীবন নষ্ট কইরেন না!🖤

কাউকে হাজারবার ঠকিয়ে, পায়ের তলায় পিষে ফেলে, মিথ্যের মায়াজালে ফাঁসিয়ে, কথার তীর ছুঁড়ে মে'রে, আঘাতের জায়গায় বারবার র'ক্ত ঝ...
06/12/2024

কাউকে হাজারবার ঠকিয়ে, পায়ের তলায় পিষে ফেলে, মিথ্যের মায়াজালে ফাঁসিয়ে, কথার তীর ছুঁড়ে মে'রে, আঘাতের জায়গায় বারবার র'ক্ত ঝরিয়ে, চোখের চাহুনিতে তিক্ততা ছুুঁড়ে দিয়ে, অসহায় হাতে ভরসা না জুগিয়ে, বারবার এবং হাজারবার অপমানের সুরে মুখ বাকিয়ে তুমি যদি ভেবে থাকো তুমি পাড় পেয়ে যাবে। যদি ভেবে থাকো, “মানুষটা তো চুপ করে আছে ওর বুঝি কিছুতেই কিছু হয় না। অনুভূতি শূন্য। আঘাত ওকে দেওয়াই যায়।” তাহলে সবচে বড় ভুল তুমিই করছো। এবং তোমার জন্য অপেক্ষা করছে ভয়াবহতা।

জানতো, যারা চুপ করে সয়ে যায় তারা অনুভূতি শূন্য নয়। আসলে ওরা বোকা নয় যে চেঁচিয়ে নিজের আত্মসম্মান খোয়াবে। ওরা নীরবে, সবার অন্তরালে চোখে জল ফেলে। আর জানোই তো নীরবে ফেলা চোখের জলের অভিশাপ কতটা ভয়ংকর! অনুভব করবে যখন গায়ে এসে লাগবে 💔😭

নাহয় ঠকেই গেলাম! এই টুকুই তো জীবন, কোনো না কোনো ভাবে ঠিক'ই কেটে যাবে। কিন্তু তুমি কি করে আয়নায় তোমার ঐ নির্লজ্জ চেহারা দ...
06/12/2024

নাহয় ঠকেই গেলাম!
এই টুকুই তো জীবন, কোনো না কোনো ভাবে ঠিক'ই কেটে যাবে। কিন্তু তুমি কি করে আয়নায় তোমার ঐ নির্লজ্জ চেহারা দেখাও আর কেউ না জানুক! তুমি তো জানো! তুমি একজন বেইমান!!💔
ঘুমন্ত বিবেক

06/12/2024

যে মানুষটা সম্পর্কে তৃতীয় জনকে জায়গা দেয় সেই সব সময় এমন ভাব করে যে তার কোন দোষ নেই। সে কিছুই করে নি। কিন্তু একটা সময় পর তৃতীয় জন আপন হয়ে যায়। তখন আর আর আগের মানুষটাকে ভালো লাগে না।

কিন্তু একজন মানুষ সব সহ্য করতে পারে কিন্তু তার প্রিয় মানুষটাকে অন্য কারো পাশে সহ্য করতে পারে না। যখন সে দেখে চোখের সামনে তার মানুষটা অন্য কারো উপর আকৃষ্ট হচ্ছে তখন সে অশান্তি শুরু করে দেয়। হারানো ভয় তাকে সেই লেভেল পযন্ত নিয়ে যায় একটা সময় সে সব লিমিট ক্রস করে দেয়। আফসোস প্রিয় মানুষটা বুঝে না।

পরে আর কি অতিরিক্ত ভালবাসার পরেও মানুষটা সরে যায়। এক বুক যন্ত্রণা নিয়ে মুখ বুঝে দূর থেকে দেখতে থাকে তার ভালবাসার মানুষ নতুন মানুষকে নিয়ে নতুন ভালবাসায় ব্যস্ত হয়ে গেছে।

কিছু করার থাকে না। আসলে শুধু ভিতরে ভিতরে সহ্য করা ছাড়া এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানা থাকে না।

যে ভালবাসা মানুষকে ভালো থাকতে শিখায়। একটা সময় পর সেই ভালবাসার জন্য মানুষ নিজেকে শেষ করতে দুইবার ভাবে না।

ঘুমন্ত বিবেক

বেইমানি সবাই করতে পারে না,যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর,, এবং শান্ত মস্তিষ্কের হয়।তাদের দেখলে মনে হবে সাক্ষাৎ ফেরে...
04/12/2024

বেইমানি সবাই করতে পারে না,যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর,, এবং শান্ত মস্তিষ্কের হয়।
তাদের দেখলে মনে হবে সাক্ষাৎ ফেরেস্তা আসমান থেকে নেমে এসেছে ,,,তারা এমন একটা ভেস ধরে থাকবে আপনার কাছে মনে হবে একটা মানুষ এতো ভালো হয় কি করে।
মানে তার মাঝে আপনি পৃথিবীর সব ভালো গুণ খুঁজে পাবেন । আপনি না চাইতেও তাকে আপনার ভালো লাগবে,, এবং আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন।
আসলে তার এই ভালোমানুষী টা পরিকল্পিত একটা সাজানো ফাঁদ আপনার জন্য।
তাকে ভালোবেসার মতো ভুলের মধ্যদিয়ে আপনি তার ফাঁদে পা দিয়ে আটকে যাবেন,,
আটকে যাওয়ার পরেই আপনি তার আসল রূপের নতুন খেলা টা দেখতে পারবেন,,!
যতোদিনে সে খেলাটা শুরু করবে ততদিনে তার প্রতি আসক্ত হয়ে যাবেন।
আপনার তার প্রতি তীব্র ভালোবাসার কারনে এমন খেলা শুরু করবে আপনি হয়ে যাবেন ফুটবল সে হয়ে যাবে মেসি।
কিছু দিন পর জানতে পারবেন তার খেলার জন্য আপনি একমাত্র বল না তার খেলার জন্য আরো অনেক বল আছে ।
একটা পর্যায়ে তার অবহেলার বিষে আপনি নিল হয়ে যাবেন, অদৃশ্য আগুনে পুড়তে থাকবে আপনার বুক।
আপনার ঝলসানো হৃদয় নিয়ে যখন তার কাছে যাবেন একটু সহানুভূতির জন্য একটু ভালোবাসার জন্য,,ঠিক তখনই আপনার আগুনে পোড়া ঝলসানো হৃদয় টাকে মেরে ফেলে শেষ কৃতকার্য সম্পুর্ন করে,,তার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে আপনাকে।
একা থাকতে থাকতে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারো হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরালেই চলে যায়।
ঘুমন্ত বিবেক

যাকে পেয়ে তুমি রোজ অবহেলা জমাচ্ছ তাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো রোজ মোনাজাতে কাঁদে।।অতিরিক্ত মূল্য পেয়ে তুমি যাকে সহজলভ্য...
02/12/2024

যাকে পেয়ে তুমি রোজ অবহেলা জমাচ্ছ তাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো রোজ মোনাজাতে কাঁদে।।
অতিরিক্ত মূল্য পেয়ে তুমি যাকে সহজলভ্য ভাবছ সেও কারো কাছে অমূল্য রত্নের মতো।
তোমাকে অতিরিক্ত গুরুত্ব দেয়া মানুষ টা তোমার কাছে বিরক্তিকর। কিন্তু তার কাছে এর অর্ধেক গুরুত্ব পেলেই কেউ হয়তো তাকে মাথায় করে রাখতো।।
তুমি যাকে খুব সহজেই পেয়ে যেয়ে ভাবছ তুমি আরো বেটার ডিজার্ভ করো ঠিক সেই মানুষ টাকেই পাওয়ার জন্য কেউ কেউ হয়তো সবকিছু করতে রাজি।
যাকে পেয়ে গেলে বলে অবহেলা করছ ঠিক সেই মানুষ টাকেই পাওয়ার জন্য অনেকেই হয়তো রোজ নানা উপায়ে তাকে ইমপ্রেস করতে চেষ্টা করে।
কিন্তু তবুও সে তোমাকে মূল্যবান ভাবছে কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেউ।
সবাইকে এড়িয়ে তোমার জন্যই অপেক্ষা করছে। এতটুকু কৃতজ্ঞতা বোধ জমানো কি উচিত নয়???
অবহেলায় ক্লান্তিতে অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষ গুলো তীব্র ভালোবাসা কে একবার পেছন ফেলে হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে নাহ।
একটা মানুষ যখন তোমার অবহেলা, আঘাত সহ্য করে যায় এমন নয় এটা মানুষ টার দুর্বলতা। মানুষ টার সুন্দর একটা মন আছে। তুমি তাকে সস্তা,গ্রেন্টেড কেউ ভাবছ কারণ তোমার সুন্দর মনের অভাব।
যেই মানুষ টা সময় দিলে তুমি বিরক্ত হও তার কাছ থেকে এক মিনিট সময়ের জন্যেও কেউ হয়তো বসে থাকে।
তোমাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, ভালোবাসছে এটা মানুষ টার দুর্বলতা নয় এটা তোমার জীবনের প্রাপ্তি।
তুমি তার শাসনে বারণে বিরক্ত হও অথচ তার একটু অভিমানী কথার জন্যেও অনেকে হয়তো আকুল হয়ে বসে আছে।
বিশ্বাস করো, গুরুত্বহীন প্রমাণ করার মতো, অবহেলা করার মতো অযোগ্য কেউ নয়।
প্রতিটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সেরা।
ভালোবাসা পেয়ে তুমি হাসফাস করছ কখনো যদি ভালোবাসা হীনতায় বাঁচার দিন আসে সেদিন বুঝবে ভালোবাসা হীনতায় বেঁচে থাকা কতটা কঠিন! ভালোবাসার মানুষের পাগলামির, জেদ, অভিমান, ভালোবাসার মাঝেই তোমার জীবনের সুখ লুকিয়ে ছিল।
সেদিন হয়তো খুব করে চাইবে তোমার জীবনে ভালোবাসা আসুক। কিন্তু প্রেমের দেখা বার বার মিললেও শুদ্ধ ভালোবাসা জীবনে বারবার আসে না !

01/12/2024

বাস্তবতা আমায় যে পথের দিকে ঠেলে দিচ্ছে,
সেই পথটা আমার কল্পনাতেও ছিল না!

Address

Rangpur

Telephone

+8801623137304

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুমন্ত বিবেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুমন্ত বিবেক:

Videos

Share