Public Administration

Public Administration Main purpose of this page is connected with students & spread updates which is related to Public Administration.
(4)

21/12/2024

Totally speechless! May Allah grant him Jannah! ❤️😢

রুপালী ব্যাংক পিএলসি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলো।দেশের সরকারি-বেসরকারি প্রতিটা প্রতিষ্ঠানের উচিত এমন সুন্দর সুন্দর উদ্...
21/12/2024

রুপালী ব্যাংক পিএলসি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলো।

দেশের সরকারি-বেসরকারি প্রতিটা প্রতিষ্ঠানের উচিত এমন সুন্দর সুন্দর উদ্যোগ নেয়া।
সাবাশ রুপালি ব্যাংক! ❤️

19/12/2024

আজকের আলোচিত সংবাদগুলো পড়তে কমেন্ট বক্স চেক করুন!

19/12/2024

খারাপ লোক কখনো খারাপ কাজ করেনা। তারা খারাপ কাজকে যুক্তি দিয়ে ভাল বানিয়ে তারপর সেই কাজটা করে।

একবার ট্রেনে এক এটেন্ডেন্টকে বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে দেখে পরিচয় দিয়ে ঝাড়ি দিলাম। সে বললো, "স্যার, অন্যরা দেশ বেইচ্যা ফেলতেছে, আর আমরা দুইটা টাকা নিছি, তাও অভিযোগ করেন!"

এক ছোটভাইকে ঘুষ নিতে না করলাম। সে বললো, "ভাই, আমি তো জোর করে কিছু নিই না, খুশি হয়ে দিয়ে গেলে সেটাকে ঘুষ বলবেন কেন!"

আইনের লোক একদিন বললো, "আমি আমার কাজে সৎ। নারী আর মাদকের টাকা আমি ছুয়েও দেখিনা না (অন্যগুলোতে কোন সমস্যা নেই)।"

এমনভাবে চোরের সম্ভাব্য যুক্তি, "আমি গরীব, তাই চুরি করি, গৃহস্থের ঘরে শক্ত দরজা লাগানো একটা অন্যায়।"

শোষকের সম্ভাব্য যুক্তি, "আমাদের এলিট করে সৃষ্টি করা হয়েছে আর শোষিত হওয়ার জন্যই দুর্বলদের জন্ম হয়েছে। আমরা কোন অন্যায় করছি না, আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করছি মাত্র।"

© রবিউল আলম লুইপা

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদ...
19/12/2024

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতে একটি ‘বিশেষ সেল’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৭ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠনের কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। দেড় মাসে এই সেল কেনাকাটায় খরচ করেছে ৪৪ লাখ টাকারও বেশি। তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

© বাংলা ট্রিবিউন

17/12/2024

ওবায়দুল কাদের কোথায় ছিলেন, জানলে ধরে ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

16/12/2024

প্রতিবার পিরিয়ড টাইমে আমার কেন জানি প্রতিটা প্যাডের প্যাকেট খুলতে গিয়ে বারবার মনে হয় কেন এত দামী জিনিসগুলো।

যেখানে প্রতিদিন ক্যাম্পেইন করা হচ্ছে বলা হচ্ছে যে অস্বাস্থ্যকর কাপড় নয় বরং প্যাড ব্যবহার হোক।

মেয়েদের আজকাল কত মেয়েলী সমস্যা।
বয়স একটু বেড়ে গেলেই শোনা যায় জরায়ু ক্যান্সার অথবা জরায়ু কেটে ফেলতো হবে তাহলে কেন এত ছেলে খেলা জীবনটা নিয়ে।

ক্যাম্পেইন শেষে একটা প্যাডের প্যাকেট ধরিয়ে দিলেই কি দায়িত্ব শেষ?
কে নিবে এই দায় ভার?

যেখানে চিকিৎসকের মতে ৬ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করতে বলা হয়েছে সেখানে একটা প্যাডের প্যাকেটে মেয়েটার ক'দিন যায়।
মাসের কয়েকটা দিন মেয়েটার মনে আর শরীরে কি চলে জানেন আপনারা?
কি সহ্য করে যায় মেয়েটা প্রতিটা মাসে।

৬ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করলে একদিনে ৪টা।
এখন সব মেয়ের তো আর ৩ দিন অথবা ৫ দিনে যায় না কারো কারো তো ৭দিন ও লাগে।
তাহলে ৭দিনে মেয়ে টার প্যাড লাগবে ২৮টা।
এখন দামে আসা যাক একটা ভালোমানের ২৮টা প্যাডের দাম অন্তত ১০টাকা করে হলেও ২৮০ অথবা কোনোটা ৩০০ টাকা।

তাহলে এই যে যার মাসে ৩০০ টাকার প্যাড কিনতে হচ্ছে সে মেয়েটা ফ্যামিলির অবস্থা টা কেমন সেটা তো দেখতে হবে।

আমরা সব মেয়েরা চাইলেই মাসে এতটাকা নিজেদের জন্য বরাদ্দ রাখতে পারি না।
আর সব মেয়ে তো স্বাবলম্বী না।
আর সবাই উচ্চবিত্ত পরিবারেরও নয়।
তাহলে একটা পরিবারে ২-৩টা মেয়ে থাকলে তাদের প্যাডের খরচ একটু ভেবে দেখুন।
কোথায় গিয়ে দাঁড়ায়।

প্রশ্ন আমার সকলের কাছে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্তরা যেখানে প্রতি কেজি চাল ডাল তেলের দাম আকাশচুম্বী সেখানে একটা বাবার একার রোজগারে আমরা কি করে প্যাডের মতো আবশ্যকীয় জিনিসটা প্রতিমাসে ব্যবহার করবো।
চাইলেই হাজার টাকা প্যাডের খরচ সব বাবা বহন করতে পারে না কারণ সংসারে হাজার টাকায় ৫-৭থেকে ৭দিন চলার প্ল্যানিং চলে।

তাই দামের কথা চিন্তা করেও আমরা অনেকে অসচেতনতার পথ অবলম্বন করি।

এমন একটা দাম হোক জিনিসটার যাতে গ্রামের মেয়েগুলো থেকে শুরু করে সব মেয়েদের হাতে স্বল্প আর সাধ্যের মধ্যে পৌঁছে যাক এই অতি প্রয়োজনীয় জিনিসটা।

বিনামূল্যে নয় বরং সরকারের উদ্দ্যোগে সকল মেয়ের কপালে চিন্তার ভাঁজ নয় বরং হাসি ফুটুক এই দিনগুলোতে।
অন্তত মেয়েগুলো মাস শেষে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ুক।

লেখাঃ স্মৃতিকথা দত্ত।

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন, তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...
16/12/2024

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন, তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ–আকাঙ্ক্ষাবিরোধী হবে।

13/12/2024

হেলাল হাফিজ শাহবাগ সুপার হোস্টেলে থাকতেন। বিয়ে তো করেন নাই। পরিবার নাই। একা একাই থাকতেন। হোস্টেলের ওয়াশরুমে গিয়েছিলেন দুপুরে। ওয়াশরুমের ভেতর হঠাৎ করে একটা অস্বাভাবিক সাউন্ড পেয়ে বাইরের লোকজন দৌঁড়ায়ে যায়। লোকজন দেখে বেসিন ভেঙে ফ্লোরে কবির রক্তাক্ত শরীর পড়ে আছে। হোস্টেল থেকে কবিকে পিজিতে আনা হয়। পিজিতে আনার আগেই কবি চলে গেছেন না ফেরার দেশে।

মৃত্যুর খবরটা আমাকে দেন রমনা জোনের এসিস্ট্যান্ট কমিশনার মামুন ভাই। একসাথে বসা ছিলাম আমরা। মামুন ভাই ছুটে যান সেখানে। গিয়ে পরান ভাঙচুর করা দুই লাইনের একটা মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে -

"মরার পরে কাঁদার জন্য হলেও পরিবার বৃদ্ধি করা উচিৎ। কবির জন্য কাঁদারও কেউ নেই।"

হায় হেলাল হাফিজ! কী এক করুণ জীবন কাটালেন!

"আর না হলে যত্ন করে ভুলে যেও,
আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে!
আমি না হয় ভালোবেসে ভুল করেছি,
ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি...."

ভালোবেসে আসলেই ভুল করেছেন কবি। নির্জনতা খুন করে নিজে বিস্তৃত নির্জনতা বেছে নিয়েছিলেন। সবাই যত্ন করে ভুলেই যাবে। যেভাবে আপনার প্রিয়তমা ভুলে গিয়েছিল আপনাকে।

বিদায় হেলাল হাফিজ। বিদায়।

©Mustaafa Akhil

13/12/2024

কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরী সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন!

দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে ঢাকায়।

হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে।

তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম "যে জ্বলে আগুন জ্বলে!"

হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেন কে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি। তাকে না পাওয়ার।

হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দেয়।

নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শেকল দিয়ে ঘরে বেধে রাখতে হয়।

হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি।

তাই আর কখনো বিয়ে করেননি।

খুব গুছিয়ে থাকতেন। গোছালো মানুষ ছিলেন। তাকে দেখে বুঝা যেতো না, ভেতরে ভেতরে তার ভেতর এতোটা ভাঙ্গন।

- একজন ঘুণপোকা

কবি হেলাল হাফিজ মারা গেলেন। শাহবাগের সুপার হোস্টেলটায় থাকতেন একাই। কেউ ছিল না পাশে। পরিচিত এক বড়ভাই মাসে মাসে টাকা পাঠাত...
13/12/2024

কবি হেলাল হাফিজ মারা গেলেন। শাহবাগের সুপার হোস্টেলটায় থাকতেন একাই। কেউ ছিল না পাশে। পরিচিত এক বড়ভাই মাসে মাসে টাকা পাঠাতেন। সেই টাকায় বেঁচে ছিলেন তিনি।

এতবড় একজন কবির কোনো ব্যবস্থা করেনি রাষ্ট্র। প্রায় অবহেলায় মারা গেলেন তিনি। বহু অকবি কেবল চাটতে পারে বলে বিলাসবহুল জীবন যাপন করেছে, করছে। হেলাল হাফিজ চাটতে পারেননি, এজন্য তাঁকে এমন মানবেতর জীবন যাপন করতে হয়েছে।

যে জলে আগুন জ্বলের মতো আকাশচুম্বি জনপ্রিয় একটা বই লিখেও টাকার জন্য অন্যের অপেক্ষায় চেয়ে থাকতে হত তাঁকে! ভাবুন, প্রতিভার কতখানি মূল্যায়ন করে আমাদের এই অসভ্য ইতর দেশটা!

আফসোস, প্রতিদিন শাহবাগে যেতে হয় আমাকে, উনার হোটেলের পাশ দিয়ে হেঁটে যেতে হয়, অথচ শেষ দেখাটা হলো না। এত দ্রুত চলে যাবেন, ভাবিনি প্রিয় কবি!

আপনি এই বদমাশ দেশে জন্মে ভুল করেছিলেন।

- Collected

13/12/2024

কিছু বলার নাই! 😢

13/12/2024

সাস্ট অবশেষে আলাদা হয়ে গেলো GST থেকে ।সাস্ট ছিলো GST এর মূল আকর্ষণ । আলাদা হয়েই তারা ভর্তি ফি দিলো ১২৫০ টাকা A1 ইউনিটে ,A2 তে ১৪০০ আর B ইউনিটে ১২০০ টাকা ।
সাস্টের স্যাররাও খুশি ,GST দিয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরাও খুশি । যাক ,কি বলব আর ।এলিট দেশে গরীব বা মধ্যবিত্তদের নিয়ে কথা বললে দাম নাই ।মানুষ সস্তা ভাবে ।
আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ৩-৪ টা এক্সামের মাধ্যমে পুরো দেশের সব ভর্তি পরীক্ষা হয়ে যাবে । ঢাবি-বুয়েট-সাস্ট সবাই গুচ্ছ সিস্টেমে চলে আসবে ।

আমাদের দেশে আমরা বস্তিতে জন্মানো ছেলেটাকে বস্তির গন্ডি থেকে বের হওয়ার আর সুযোগ দেই না । কৃষকের ছেলেকে কৃষক হওয়ার বাইরে আর যেতে দেই না ।এক আদিম Slavery সিস্টেম চলতাছে দেশে ।

মধ্যবিত্তদের কষ্ট লাঘবের জন্য যেই গুচ্ছ এসেছিলো সেটাকে ভেঙ্গে দিলেন যারা ,আন্দোলন করলেন যারা,সমর্থন করলেন যারা আপনাদের আল্লাহ হেদায়েত দেক ।

বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গুচ্ছ একটা ফ্যান্টাস্টিক ডিছিশন ছিলো ।

-সাদিকুর রহমান সাদাব

ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
13/12/2024

ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’অমর এ পঙ্‌ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ...
13/12/2024

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’

অমর এ পঙ্‌ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে প্রথম আলোকে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।

১৯৮৬ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ।

Address

Park More
Rangpur
5440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Administration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share