প্রতিদিনের নীলফামারী

প্রতিদিনের নীলফামারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রতিদিনের নীলফামারী, Media/News Company, Nilphamari, Rangpur.

নীলফামারীর প্রতিদিনের খবর, সংস্কৃতি, ইতিহাস এবং আরও অনেক কিছু—সবকিছু একসাথে!

📰 বিশ্বাসযোগ্য তথ্য, 🎥 আকর্ষণীয় ভিডিও, 📸 লাইভ আপডেট—সব এক জায়গায়।

✍️ আমাদের সাথে থাকুন, তথ্য বা বিজ্ঞাপন দিতে WhatsApp - 01723938080 (Admin)

01/12/2025

জলঢাকায় এইগুলোকে গুলগুলা বলে। নাম ও স্বাদ উভয় সুন্দর। খেয়েছেন কখনো.. 🗨️

ছেলেটাকে পরিবারের কাছে ফিরতে দয়া করে একটু শেয়ার দিন তো।পঞ্চপুকুর সবুজ পাড়া রাজা মিয়ার ছেলে মোঃ শাহজাহান আলী বয়স ১২ বছর...
01/12/2025

ছেলেটাকে পরিবারের কাছে ফিরতে দয়া করে একটু শেয়ার দিন তো।

পঞ্চপুকুর সবুজ পাড়া রাজা মিয়ার ছেলে মোঃ শাহজাহান আলী বয়স ১২ বছর

পঞ্চপুকুর হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র।

গতকাল বিকাল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ছেলেটির গায়ে পাঞ্জাবী পরিধান করা ছিলো।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিম্নের নাম্বারে যোগাযোগ করবেন।

ছেলেটির বাবা রাজা মিয়া
ছেলেটির বড় আব্বা আব্দুল হাকিম
পঞ্চপুকুর বাজারে তাদের দোকান আছে।

নীলফামারীকে মাদক নিয়ন্ত্রনে ‘মডেল’ করার উদ্যোগ নবাগত পুলিশ সুপারের------------নীলফামারীকে মডেল হিসেবে গড়তে সকলের সহযোগীত...
01/12/2025

নীলফামারীকে মাদক নিয়ন্ত্রনে ‘মডেল’
করার উদ্যোগ নবাগত পুলিশ সুপারের
------------
নীলফামারীকে মডেল হিসেবে গড়তে সকলের সহযোগীতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
মাদক নিয়ন্ত্রণে এই মডেল বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার বিকেলে (৩০নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এই উদ্যোগের কথা জানান শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালনে আমি বদ্ধপরিকর।
বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি কর্মী ব্রত।
নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সবস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। সকলে সহযোগীতা করলে এটা সম্ভব।
বলেন, মাদক নির্মূল নয় নিয়ন্ত্রণ করাই চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নে নীলফামারীর একটি গ্রামকে মডেল হিসেবে নেয়া হবে এবং উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত পুলিশ সুপার হিসেবে নীলফামারীতে শনিবার যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম পিপিএম। এরআগে তিনি ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নীলফামারীর জলঢাকায় ‘এসো দেশ গড়ি’ সংস্থার মহতী উদ্যোগে স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এক বেলার ...
01/12/2025

নীলফামারীর জলঢাকায় ‘এসো দেশ গড়ি’ সংস্থার মহতী উদ্যোগে স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এক বেলার বিশেষ আহারের আয়োজন করা হয়েছে। মানবিক এই আয়োজনে শিশুরা পেটপুরে খাবার পেয়ে আনন্দ-উল্লাস করে।

​রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার মন্তেরডাঙ্গা আবু সাঈদ স্টেডিয়াম মাঠে এই আহারের আয়োজন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
​সংস্থাটির সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, দি মেসেজ ফাউন্ডেশনের সেক্রেটারি ডাক্তার আনোয়ার হোসেন এবং পূর্ব বালাগ্রাম মাদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আতিয়ার রহমান প্রমুখ।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন তার বক্তব্যে ‘এসো দেশ গড়ি’ সংস্থার এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

​সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্য নিয়ে তারা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এ ধরনের খাবারের আয়োজন করে থাকেন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নীলফামারীর সৈয়দপুরের সন্তান রবিউল ইসলাম ও সাকলাইন দল পেয়েছেন বিপিএলে! তাদের জন্য শুভ কামনা🏏
01/12/2025

নীলফামারীর সৈয়দপুরের সন্তান রবিউল ইসলাম ও সাকলাইন দল পেয়েছেন বিপিএলে! তাদের জন্য শুভ কামনা🏏

01/12/2025

শুভ সকাল 💞

বিস্তারিত কমেন্ট বক্সে........
30/11/2025

বিস্তারিত কমেন্ট বক্সে........

30/11/2025

জলঢাকা পৌর মিনি পার্কের সেরা ভিউ 💞

শুভ কামনা রইলো বন্ধু নতুন জীবন সুখের হোক
21/11/2025

শুভ কামনা রইলো বন্ধু
নতুন জীবন সুখের হোক

21/11/2025

আমরা যেভাবে ভিডিও স্যুট করি

21/11/2025

রাজধানীতে শক্তিশালী ভুমিকম্প অনুভুত

অসাধারণ
21/11/2025

অসাধারণ

Address

Nilphamari
Rangpur
5300

Telephone

+8801791877728

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিনের নীলফামারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিদিনের নীলফামারী:

Share