Aparna's diary

Aparna's diary In this page I will share with you the small moments of my life

11/06/2024

দামী জিনিস যে আপনাকে সবসময় সুখী করবে এমনটা কথা নয়।

আপনি তিনবেলা বিরিয়ানি খাবার পর ঠিকি ভাত খুঁজবেন। কারণ প্রতিবেলা আপনি বিরিয়ানি খেতে পারবেন না।

অনেক টাকা দিয়ে দামী পোশাক কেনার পরও কিন্তু দিনশেষে কমদামী সুতির কাপড় খুঁজবেন ঘুমানোর জন্য।

দামী জিনিস আপনাকে প্রাচুর্য এনে দিবে কিন্তু স্বাচ্ছন্দ্য দেবে না।
সুখী হতে গেলে আপনার দামী নয় দরকার স্বাচ্ছন্দ্য। যেটাতে আপনি অভ্যস্ত থাকবেন শান্তি পাবেন।
সেটা হোক মানুষ কিংবা জিনিস।

✍️সুজন চক্রবর্তী

08/06/2024

তুমি ভুলে যাও তোমার যত ইচ্ছে খেয়ালে,
আমি রোজ আটকে পড়ি তোমার মায়ার দেয়ালে, ভালোবেসে।

07/06/2024

মুভি দেখে কেঁদে ফেলা মানুষগুলো খুব আবেগী।এসব মানুষ হয়তো লিথিয়াম দিয়ে তৈরি।তাই তাদের মন অনেকটা হালকা হয়।হালকা মনের এসব মানুষগুলোর অনেক মায়া।তারা কাউকে কষ্ট দিতে পারে না,এমনকি কারও কষ্ট সহ্যও করতে পারে না। মানুষ থেকে শুরু করে পশু-পাখি পর্যন্ত এদের কাছে যথেষ্ট ভালোবাসা পায়।অনেক বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সুযোগ বুঝে এদেরকে বারবার ব্যবহার করে,ব্যবহার শেষে ফেলে যায়।অনেক প্রতারিত হয় এসব মানুষ।তবুও তারা সবাইকে আজীবন ভালোবাসতেই থাকে।
কারণ তারা ভালোবাসার আন লিমিটেড প্যাকেজ নিয়ে জন্মগ্রহন করে,যেটা কোনদিন শেষ হয় না।হয়তো সময়ের পরিবর্তে কখনও প্যাকেজ এর স্পিড একটু কমে যায়।

✍️সুজন চক্রবর্তী

05/06/2024

যারা অন্যের কষ্ট দেখে কষ্ট পায় তারা মানুষগুলো অনেক ভালো হয়। আর এসব মানুষগুলোকে মেরে ফেলতে দা,বটি,ছুরি,চাপাতি কিছু দরকার নেই, কাছের মানুষগুলোর একটু অবহেলাই যথেষ্ট।

✍️সুজন চক্রবর্তী

04/06/2024

কেউ কাউকে ছাড়া বাঁচবে না এইটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো। - হুমায়ূন আহমেদ

03/06/2024

কারো প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচন্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো!😔🙂

01/06/2024
14/11/2023

কবিতা :আমি সেই মেয়ে
কবি :শুভ দাসগুপ্ত
আবৃত্তি :অপর্ণা




10/10/2023

ঝটপটে সবজি খিচুড়ি রেসিপি

Address

Rangpur
5350

Telephone

+8801738290134

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aparna's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aparna's diary:

Videos

Share