আইরিনের কবিতা

আইরিনের কবিতা "আপনার অনুভূতি আমার কন্ঠে"
আপনার অব্যক্ত অনুভূতি যেন ফুটে উঠে আমার কন্ঠে । আমি খুব সাধারণ বা আহামরি বেশি কিছু নই। আপনি আমাকে যেভাবে গ্রহণ করতে পারবেন আমি তাই।
(1)

কথা কিন্তু ঠিক
25/12/2024

কথা কিন্তু ঠিক

যে মেয়েটা রাতে একটানা ঘুমানোর পরেও সকালে ঘুমের সামান্য ব্যা ঘা তে বির ক্ত হয়ে যেত,‌সেই মেয়েটার মা হয়ে উঠতে রাতের পর ...
23/12/2024

যে মেয়েটা রাতে একটানা ঘুমানোর পরেও সকালে ঘুমের সামান্য ব্যা ঘা তে বির ক্ত হয়ে যেত,‌সেই মেয়েটার মা হয়ে উঠতে রাতের পর রাত জাগা গুলোকে এখন কিচ্ছু মনে হয় না।‌ বরং রাত জেগে সন্তানের মুখটা দেখতে যে কি‌ ভীষণ সুখ লাগে তা কেবল ঐ মেয়েটাই জানে।
আল্লাহর পরিকল্পনার আলহামদুলিল্লাহ্ কোন তুলনা হয় না।

ছবি: আদিল ওর নানির কোলে....

05/12/2024

আপনারা সবাই‌‌ মনে হয় আমাকে আর আমার আবৃত্তিকে ভুলে গেছেন ‌তাই না?

আমি কিন্তু আপনাদের ভুলি নাই।
আমাকেও ভুলতে দেবো না। খুব দ্রুত আপনাদের প্রশ্ন উত্তর এবং কবিতা নিয়ে নিয়মিত হয়ে যাবো ইনশাল্লাহ্।

বিশাল একটা অপূর্ণতা নিয়ে পুরোটা জীবন কেটে যাবে।
24/11/2024

বিশাল একটা অপূর্ণতা নিয়ে পুরোটা জীবন কেটে যাবে।

22/11/2024

জীবনের একটা পর্যায়ে গিয়ে ওমুক খারাপ, তমুক খারাপ আর মনে হয় না।
কারণ আমরা সকল প্রচেষ্টা শেষে বুঝতে পারি আসলে আমাদের ভাগ্যটাই খারাপ।

একদম
05/11/2024

একদম

03/11/2024

মিথ্যাবাদীরা প্রচন্ড লেভেলের অভিনয় জানে।
তাদের মিথ্যা ধরা পরার সাথে সাথে এমন অভিনয় করে যাতে তাদের মিথ্যা নিয়ে কেউ কোন কিছু বলতে না পারে।

02/11/2024

যে হাজার প্রতিকূলতা এবং চক্রা*ন্তকে হার মানিয়ে পৃথিবীতে এসেছে তার বদন*জরে ইনশাআল্লাহ্ কিছু হবে না।
আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি বদন*জর সত্য।
তবে অবশ্যই সেই সব চক্রা*ন্তের কাছে বদন*জর সামান্য কিছু।

হক মেরে খাওয়া সহজ, তবে রিজিক মেরে খাওয়া অসম্ভব এতো টুকু মনে রাখবেন।
আমরা অন্যের জন্য অন্যায় ভাবে যাই ব*দদোয়া করি না কেন তা সপ্তম আসমান থেকে ফিরে এসে আমাদের সাথেই ঘটে।
আল্লাহ্ বিচার করেন আজ বা কাল।
আমি বিশ্বাস করি, ধৈর্য ধারণ করি।
আলহামদুলিল্লাহ্ ফলাফল নিজ চোখে দেখতে পাই।
দুঃখ জনক বোকা লোকেরা আল্লাহর শাস্তি দেখেও নিজেদের সংশোধন করে না।

শুকরিয়া আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে, তার ন্যায় বিচারে আমি সন্তুষ্ট।
দোয়া করবেন আমাদের জন্য।

02/11/2024

আমি কিছু লিখলেই কিছু মানুষের গায়ে লাগে ।
তাই বহুদিন থেকে লিখা লিখি বাদ দিছি।

আসিফ সারাজীবন বিরহের গান গেয়েও সেদিন ছেলের বিয়ে দিলো ,সাদাত হোসাইন দিব্যি সংসার করে বিরহের কবিতা যা লিখেন তাতে হার্টে ফুটো হয়ে যায়....

অথচ আপনি আমি দুই লাইন বিরহের লিখলেই বা গাইলেই ইনবক্স ভরে যায় " জীবনে (প্রেম,সংসার) সমস্যা? কি হয়েছে শেয়ার করতে পারেন সমস্যা নেই, কি হলো হঠাৎ আপনাদের.....!"

এ কারনেই আমাদের প্রতিভাটা আটকে আছে।

(সংগ্রহীত থেকে সামান্য সংকলিত)

28/10/2024

ছোট্ট একটা গল্প বলি 🤫 🥰

কন্ঠে: আইরিন আক্তার রিপা
Follow: আইরিনের কবিতা

#আইরিনের_কবিতা


#আবৃত্তি #কবিতা #বাংলা

আলহামদুলিল্লাহ্ ❤️ সুখে থাকতে আর বেশি কিছু চাই না। মাশাআল্লাহ্ আমার পুত্র 🫰
28/10/2024

আলহামদুলিল্লাহ্ ❤️ সুখে থাকতে আর বেশি কিছু চাই না।
মাশাআল্লাহ্ আমার পুত্র 🫰

21/10/2024
পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে আমার কাছে এটি অন্যতম।ডেলিভারির বেডে  স্বামী ও সন্তানের(ছেলের) এমন দৃশ্য দেখার ভাগ্য...
08/10/2024

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে আমার কাছে এটি অন্যতম।
ডেলিভারির বেডে স্বামী ও সন্তানের(ছেলের) এমন দৃশ্য দেখার ভাগ্য কতজন মেয়ের থাকে। আলহামদুলিল্লাহ্ ❤️
সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন জীবনের বাকিটা পথ পাড়ি দিতে পারি।

07/10/2024

আমার কবিতা থেকে দীর্ঘ বিরতির কারণ ছিলো আমার সন্তান।
আলহামদুলিল্লাহ্ অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানীতে তাকে পৃথিবীর সুস্থ সুন্দর মত আনতে পেরেছি। সবাই ওর সাথে দোয়া করবেন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when আইরিনের কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইরিনের কবিতা:

Videos

Share

Category