Md.Fahim Foysal

Md.Fahim Foysal রাগের মাথায় মায়ের মন ভেঙে,ছি বহুবার!
কই "মা" তো আমায় ছেড়ে যায়
নি!🌸

24/02/2024

মাত্র ১ সেকেন্ডে মেয়েটার সব শে`ষ
এমন কিশোর গ্যাং থেকে সচেতন থাকুন

15/01/2024

মা-বাবা কলিজা ফাঁটা কান্নার ওয়াজ।
মুফতী নাসিরূউদ্দিন আনসারী। Nasuruddin Ansary

CID খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ ফাদনিস আজ সকালে মৃত্যু বরণ করেন 😢Miss you Hero🥺
05/12/2023

CID খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ
ফাদনিস আজ সকালে মৃত্যু বরণ করেন 😢

Miss you Hero🥺

02/12/2023

আমাদের নতুন শিক্ষাক্রম!শিক্ষক প্রশিক্ষণ।
স্মৃতি হিসেবে রেখে দিলাম🫣

আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন ডোরেমন নির্মিত হয়,,,একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে,,,,মুলত জাপানের এক শহ...
02/12/2023

আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন
ডোরেমন নির্মিত হয়,,,একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে,,,,
মুলত জাপানের এক শহরে নোবি পরিবার থাকতেন,,তাদের একমাত্র ছেলে নবিতা,,যে ছোট থেকেই শারিরীক এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই দূর্বল ছিল,,যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে মজা করতো,,বেশি বিরক্ত করতো জিয়ান ও সুনিও,,,
কিন্তু Sizuru(Sizuka) একমাত্র নবিতার বন্ধু ছিল,,, কিন্তু সিজুকার পরিবারের ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে,,তার আগে নবিতা একদিন খেলতে গিয়ে একটি নীল রংয়ের অদ্ভুত বিড়াল দেখতে পেয়েছিল,,,সিজুকা তার নাম ডোরেমন দেয়,,,সিজুকার যাওয়ার পর,,,,নবিতা সেই বিড়ালের সাথেই সময় কাটাতো,,কিন্তু একদিন খেলতে বের হলে,,নবিতার স্কুলের ছেলেরা,,,নবিতা কে নিয়ে মজা করতে করতে,,বিড়ালটিকে মেরে ফেলে,,
তারপর বলা হয়,,,নবিতা সেই আঘাতে কোমায় চলে যায়,,,৬ বছর সে কোমায় থেকে স্বপ্ন দেখে,,যে সিজুকা ফিরে এসেছে এবং নবিতার জন্য ফিউচার থেকে একটি রোবট পাঠানো হয়,,যার নাম ডোরেমন,, সে গ্যাজেট দিয়ে নবিতার সব ইচ্ছা পুর্ন করতো,,নবিতা আর দূর্বল ছিলনা,,,কিন্তু,
কোমা থেকে জেগে নবিতা যখন জানতে পারে,,এসব স্বপ্ন ছিল,,তখন সে আরও ভেঙে পরে,,তার বিশ্বাস ডোরেমন আছে,,,আসলে বাস্তবে নেই,,এটা সহ্য করতে না পেরে নবিতা সুইসাইড করে এবং,,সুইসাইডের পূর্বে সে ডাইরি তে তার দেখা স্বপ্ন গুলো লিখে যায়,,,যার ভিত্তিতে লেখক (Fujio) ডোরেমন কার্টুন নির্মাণ করেন🙂
বিঃদ্রঃ কোথাও কোথাও বলা হয়,,নবিতা সুইসাইড করেনি কোথাও চলে গিয়েছিল,,এবং তার বিড়াল মারা যাওয়ার পর,,সে এক ধরনের রোগে আক্রান্ত হয়,,যেখানে মানুষ যা কল্পনা করে,,সেটাই সত্য মনে করে,,তার কল্পনাতেই ছিল ডোরেমন 😢
Credit:@কিকি....বিজ্ঞান খুঁজছেন!?

আমাদের জীবনে বাবা-মায়ের গুরুত্ব কতখানি তা আর নতুন করে বলার কিছু নেই। আমাদের এই পৃথিবীতে আশা থেকে সমস্ত বাধা বিপদ কাটিয়...
01/12/2023

আমাদের জীবনে বাবা-মায়ের গুরুত্ব কতখানি তা আর নতুন করে বলার কিছু নেই। আমাদের এই পৃথিবীতে আশা থেকে সমস্ত বাধা বিপদ কাটিয়ে আমাদের একটু একটু হয়ে করে বড় হয়ে ওঠা, পড়াশোনা, খেলাধুলা, নতুন নতুন বিষয় শেখা, এমনকি এই পৃথিবীতে চলার পথে ও বাবা মায়ের ভূমিকা অনেকখানি। যার জীবনে বাবা-মা সকলেই সাথে থাকেন তাদের জীবন সত্যিই সুন্দর আর যারা অনাথ তারাই জানে বাবা-মায়ের অভাবটা।

তাদের জন্য যতটা করা যায় ততটাই কম পড়ে, তাদের ঋণ কোনোভাবেই শোধ করা যাবে না। সেসব তো গেল, ঋণ শোধ করতে না পারলেও বাবা-মায়ের জন্মদিনে তাদের খুশি করতে এমন কিছু তো করা যেতেই পারে, যার জন্য তারা গর্ব অনুভব করতে পারে যে আমরা তাদের সন্তান হিসাবে।

বিভিন্ন রকমের দায়িত্ব আর ব্যস্ততার মধ্যে দিয়ে তারা তাদের জন্মদিন টাই ভুলে যান। তবে আমরা এই দিনটা তাদের মনে করিয়ে দিতেই পারি। আর এই বিশেষ দিনে তাদেরকে একেবারে চমকে দিয়ে তাদের প্রিয় উপহারটার সাথে শুভেচ্ছা বার্তা আর একগুচ্ছ ফুল দিয়ে তাদের ব্যস্ততাময় জীবনের মধ্যে এই একটি বিশেষ দিন স্মরণীয় করে রাখাই যায়, তাই না !

বাবা-মায়ের শুভ জন্মদিনের শুভেচ্ছা ❤️‍🩹
মোঃ ফুল মিয়া
Lucky Begum

পৃথিবীটা সবার জন্য!🙂
23/11/2023

পৃথিবীটা সবার জন্য!🙂

23/11/2023

এগুলো কি?
চারও পাশে এত মারামারি কেনো 😴?

21/11/2023

রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে এর শিক্ষার্থীর সাথে খুব অন্যায় হয়েছে😃

Fail🧘
15/11/2023

Fail🧘

27/10/2023

রংপুর বাণিজ্য মেলার কিছু ইতিহাস 🤸২০২২সাল ।👌
ভিডিও ম্যান: RI AD
অসহায়: Galib🪝
আমি: Md.Fahim Foysal 🤸

16/10/2023

Moye Moye মানে জানা আছে?

রংপুরে বিভিন্ন জায়গায় এই প্রাণীটি দেখা গেছে. সন্ধ্যার পরে অযথা বাসা থেকে কেও বের হবেন না।রংপুর সিটি কর্পোরেশন ১৪ নম্বর ও...
14/10/2023

রংপুরে বিভিন্ন জায়গায় এই প্রাণীটি দেখা গেছে.
সন্ধ্যার পরে অযথা বাসা থেকে কেও বের হবেন না।রংপুর সিটি কর্পোরেশন ১৪ নম্বর ওয়ার্ড বড়বাড়ী থেকে গোলাগঞ্জ পর্যন্ত গ্রামে আতঙ্ক বিরাজ করছে, অচেনা প্রাণীর আক্রমণের শিকার তিন জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
যতটুকু সম্ভব ঘরের দরজা জানালা বন্ধ রাখুন।
নিজে সর্তক থাকুন। নিজেকে রক্ষা করতে
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
এই প্রানীকে দেখা মাত্রই ৯৯৯ এ কল করুন।

14/10/2023

সেই সকল লোকদের দেখো যাদের ভাগ্য তোমার থেকে খারাপ 🌸

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্...
10/10/2023

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??

যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!

১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

১০. পবিত্র কোর আনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

১১. মসজিদটি মুসলমানদের প্রথম কিবলা। রাসুল (সা:) এর প্রথম দিকে এদিকে রুখ করে নামাজ আদায় হতো। মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে কিবলা পরিবর্তনের ওহী নাজিল হয়।

"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)

❝আল্লাহর পক্ষ হতে সাহায্য ও আসন্ন বিজয় এবং (হে রাসূল!) আপনি মুমিনদেরকে (এর) সুসংবাদ শুনিয়ে দেন।❞ - (সূরা সফ : ১৩)[সংগ্রহ]

25/09/2023

ইউসুফ জুলেখা পর্ব ২২ । বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

25/09/2023

ইউসুফ জুলেখা পর্ব ২১। বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ২০ । বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৯ । বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৮ । বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৭। বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৬। বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৫। বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৪। বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১৩। বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

26/08/2023

ইউসুফ জুলেখা পর্ব ১২ । বাংলা ডাবিং।
Joseph The Prophet । Yousuf - Zulekha

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Md.Fahim Foysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Fahim Foysal:

Videos

Share