Tramp Boy Rasel

Tramp Boy Rasel প্রকৃতি প্রেমিক 🌿
ভ্রমনে গতি যত কম প্রকৃতি / সৌন্দর্য দেখা ও মানুষের সাথে মেশার সুযোগ তত বেশি ❣️
🌼
(32)

Facebook-এ আমার 1ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না।...
27/10/2024

Facebook-এ আমার 1ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉

19/09/2024

টিকটকার

02/09/2024

গাইবান্ধা জেলা
#গাইবান্ধার_ইতিহাস

30/08/2024

কলমের জন্ম কথা,
কলমের ইতিহাস প্রায় ৫ হাজার বছরের পুরানো। ধারণা করা হয়, প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম কলম ব্যবহার শুরু করে। সে সময় অবশ্য আজকের মত মসৃণ কোন কাগজ ছিল না। সে সময় লেখালেখি করা হত বিভিন্ন গাছের পাতা, বাকল এবং পশুর চামড়ার উপর।
#কলম #ইতিহাস #কলমের_জন্ম_কথা

সকলের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা ও দুআ অব্যাহত রাখুন। বানভাসি মানুষদের উপর রহম করো, হে রহমান!Mizanur Rahman A...
22/08/2024

সকলের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা ও দুআ অব্যাহত রাখুন। বানভাসি মানুষদের উপর রহম করো, হে রহমান!
Mizanur Rahman Azhari

বিকাশ আফ্রিদি 🤣কৃষকের খেতের ধান যখন খেতে পড়ে রইবে তখন বুঝতে পারবেন ছাত্র লীগ কি ছিলো।
22/08/2024

বিকাশ আফ্রিদি 🤣
কৃষকের খেতের ধান যখন খেতে পড়ে রইবে তখন বুঝতে পারবেন ছাত্র লীগ কি ছিলো।

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান...Rs Fahim Chowdhury
22/08/2024

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান...

Rs Fahim Chowdhury

21/08/2024

উত্তর গিদারী গাছের ভীটা সাংস্কৃতিক জোটের আয়োজনে নাইট চাইনিজ ফুটবল টুর্নামেন্ট |
@

ডায়লোক দিয়ে যান একটা
21/08/2024

ডায়লোক দিয়ে যান একটা

17/08/2024

মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন

হয়তবা সফলতা পাইনি কিন্তু সমাধান চেয়েছিলাম তা পেয়েছি ,হুম কিছুদিন অপেক্ষা করতে হয়েছে , কিন্তু আমি পেয়েছি .সব কিছুর জ...
16/08/2024

হয়তবা সফলতা পাইনি কিন্তু সমাধান চেয়েছিলাম তা পেয়েছি ,
হুম কিছুদিন অপেক্ষা করতে হয়েছে , কিন্তু আমি পেয়েছি .
সব কিছুর জন্য আলহামদুল্লিলাহ 🥰

16/08/2024

উত্তর গিদারী গাছের ভীটা সাংস্ক্রতিক জোটের আয়েজনে চাইনিস ফুটবল টুর্নামেন্ট

প্রিয় ভাই, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এভাবে অপমান করতে পারেন না।ভুল করলে তা করেছে শেখ হাসিনা। শেখ মুজিব করেনি। ...
06/08/2024

প্রিয় ভাই, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এভাবে অপমান করতে পারেন না।
ভুল করলে তা করেছে শেখ হাসিনা।
শেখ মুজিব করেনি।
🗣️ আজকে যেমন আমরা মুগ্ধ কে এতো সম্মান দিচ্ছি, যারা এই ছাত্র আন্দোলনে শহিদ হলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি।
তাদের চেয়েও অনেক উপরে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
🌀 তার সেই ডাকেই কিন্তু সবাই দেশকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন।
🌀আজ তার মেয়ে কি করেছে না করেছে তার দায় ভার শেখ মুজিবকে দিতে পারিনা।
🌀 এমন কোনো দলের কর্মকর্তা নেই যারা শেখ মুজিবকে শ্রদ্ধা করে না।
🌀আরও দেখলাম আপনারা ভাষা শহীদদের ছবিও ভাং'চুর করছেন,এটা কোনো সাভাবিক মানুষ করতে পারে বলে আমার মনে হয় না।

🚨 আপনারা যারা পুলিশের উপর হাম'লা করছেন তারা মনে রাখেন,তারাও আপনারি ভাই, বোন।
হ্যাঁ তারা গুলি চালিয়েছে, তবে এখন যারা থানায় আসে তারা নিরীহ পুলিশ, যারা আপনাদের উপর হাম'লা করেছে তার হয় দেশ ছেরেছেন, নাহলে পলাতক।
🇧🇩দেশের সম্পদের ক্ষতি করা বন্ধ করি। যারা এগুলো করছে,তাদের কে বাঁধা দেই।
🇧🇩আমিও একজন ছাত্র - শেখ হাসিনার পতন হয়েছে, এটা আমিও যেয়েছিলাম।
আমরা আজ আবারও স্বাধীন।
🗣️তবে জ্ঞানীরা বলেছেন স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন।
🗣️ আমাদের সমন্বয়করা বলেছেন,ছাত্ররা অগ্নি সংযোগ বা ভাংচুর করে রাষ্ট্রের সম্পদ করাকে প্রশ্রয় দেয়না।
🗣️ ছাত্রদের বলেছেন তাদেরকে রুখে দিতে। এতে আমাদের দেশেরই ক্ষতি হবে

🖊️ Md Julfikar Rasel Soikat
কথা গুলো একান্তই আমার মনের,

হয়তো এটায় পাওনা ছিল,
03/08/2024

হয়তো এটায় পাওনা ছিল,

১৯৫২ সালের সেই ভাষা আন্দো*লনের মাধ্যমেই সূত্রপাত ঘটে স্বাধীনতার , সেই ভাষা আন্দো*লন কে করেছিল? এটায় স্বাধীন বাংলাদেশ 🫡
15/07/2024

১৯৫২ সালের সেই ভাষা আন্দো*লনের মাধ্যমেই সূত্রপাত ঘটে স্বাধীনতার ,
সেই ভাষা আন্দো*লন কে করেছিল?
এটায় স্বাধীন বাংলাদেশ 🫡

😊
15/07/2024

😊

বিয়ের পর বন্ধুর অবস্থা 🤗
13/07/2024

বিয়ের পর বন্ধুর অবস্থা 🤗

মানুষ তো উপরটায় দেখে 😒
13/07/2024

মানুষ তো উপরটায় দেখে 😒

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tramp Boy Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category