বাচ্চা চালক baby driver # Pengemudi/pengemudi anak
আমাদের নবীজি সাঃ সবাইকেই ভালোবাসতেন আবার বাচ্চাদেরকেও ভালবাসতেন। অনেক সময় অন্য জাতির বাচ্চা নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর হাত ধরে যেদিকে নিয়ে যেতেন উনি সে দিকে যেতেন। এটি উত্তম আখলাকের পরিচয় হাশরের ময়দানে পাল্লা ভারী হওয়ার জন্য উত্তম আখলাক বর ফজিলত রাখবে।
Our Prophet ( s.) loved everyone and loved children too. Sometimes children of other nations would take the Prophet's hand and go wherever he would lead him. It is a sign of good manners and will keep the virtues of good manners in order to gain weight in the battlefield.
Nabi kita (SAW) mencintai semua orang dan juga mencintai anak-anak. Terkadang anak-anak dari bangsa lain akan menggandeng tangan Nabi dan pergi kemanapun beliau menuntunnya. Itu merupakan tanda akhlak yang baik dan akan menjaga keutamaan akhlak yang baik agar bisa menambah bobot di medan perang.
Parents are the source of faith(ঈমানের উৎস বাবা মা)
All the children born in the world are sent by Allah on Iman (faith), but the religion or faith taught to them by their parents is the education that they become educated or believe in.
(This is the words of our Prophet s:)
দুনিয়াতে যতগুলো বাচ্চা জন্ম হয় সবাইকে আল্লাহ পাক ঈমানের উপর(ঈমান দিয়ে) পাঠায়া দেন, কিন্তু তার বাবা-মা তাকে যে ধর্ম বা বিশ্বাস শিক্ষা দেয় সে সেই শিক্ষাই সে শিক্ষিত বা বিশ্বাসী হয়ে ওঠে।
(এটা আমাদের নবীজি স:এর কথা)
Surah Rahman (সুরা রহমান)
Bengali and English Virtues of Surah Ar Rahman:(বাংলা ও ইংরেজিতে সূরা আর-রহমানের ফজিলত)
1. Reciting this Surah every day increases the strength of faith, creates a tendency to obey Islamic laws, creates strong faith in God, strengthens faith in the Hereafter, and makes people grateful to God.
2. If he recites this Surah every day, his face will shine like the moon on the Day of Resurrection, Allah Almighty will have special mercy on him, this Surah will recommend his Paradise.
3, This Surah is regularly recitedIf he does, Allah Almighty will forgive his grave punishment, he will surely join the beloved servants of Allah.
4. After reciting this Surah, you can be freed from stomach ache if you blow water and drink water.
5, If you recite this Surah and blow it on your eyes, by the grace of Allah, the eye disease will be cured and the light will increase.
6, the judge is bound to be kind to him if he goes forward after reciting this surah.
7, The reciter of this Surah will never be in want.
8, this surah is regularIf you read it, the beauty of the face increases in this world. The Prophet, may God bless him and grant him peace, said, This Surah is the ornament of the Holy Qur'an.
১, এই সুরা প্রতিদিন পাঠ করলে ঈমানী শক্তি বৃদ্ধি হয়, ইসলামী আইন কানুন মেনে চলার প্রবণতা সৃষ্টি হয,আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, মানুষ আল্লাহর শোকর গোজার হয়।
২,এই সূরা প্রতিদিন পাঠ করলে কেয়ামতের দিন তার চেহারা চাঁদের মত উজ্জ্বল হবে, মহান
Surah al burug(সূরা বুরূজ)
Dear brothers sisters and friends I hope you are all well, I reached 2000 followers. so, greetings to all and I have recited Surah Al buruj.
প্রিয় ভাই বোন ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন,গতকাল আমি ২০০০ ফলোয়ারে পূর্ণ পুরনো হয়েছি,তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ও আমি পবিত্র কোরআন থেকে সূরা বুরুজ তেলাওয়াত করছি ।
watermelon (তরমুজ)
Health Benefits of Watermelon :-
1) Watermelon helps to meet water requirement.
2) Rich in nutrients.
3) It has a role in preventing cancer.
4) Helps in heart health.
5) Helps reduce physical inflammation.
6) Prevents vision loss.
7) Helps in greater pain relief
8) Helps maintain good skin health.
9) Aids in digestion.
তরমুজের স্বাস্থ্যগত উপকারিতা :-
১) তরমুজ পানির চাহিদা মেটাতে সহায়তা করে।
২) পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ ।
৩)ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রয়েছে।
৪) হৃদপিন্ডের সুস্থতায় সহায়তা করে।
৫) শারীরিক প্রদাহ কমাতে সহায়তা করে।
৬) দৃষ্টিশক্তি লোপ হওয়া প্রতিরোধ করে।
৭) বেশির ব্যথা উপশম এ সহায়তা করে
৮) ত্বকের স্বাস্থ্য ভালো রাখার সহায়ক।
৯) হজমে সহায়ক।
Duya kunut(দোয়া কুনত)
দোয়া কুনুত কি
বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে তাকবিরের সাথে যে দোয়া পাঠ করা হয় তা হল দোয়া কুনুত। এই প্রার্থনায় আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ অনুরোধ রয়েছে। হানাফি মাজহাব মতে বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব।
What is the prayer?
Dua Qunut is the dua recited in the third rak'ah of the Witr prayer, combining Surah Fatiha with the takbeer. There are many important requests to Allah in this prayer. According to the Hanafi Madhhab, it is obligatory to recite dua kunut in witr prayer.
দোয়া কুনুতের বাংলা অর্থ
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নি
Call to Allah, it is best work, ( আল্লাহর দিকে ডাকা সর্বোত্তম কাজ)
Indonesian people come my district for call to Allah. (Bangladesh)
ইন্দোনেশিয়ার মানুষ তাবলীগের জন্য আমাদের জেলায়
.Allah says in the Holy Qur'an, Who can speak better than the words of that person who calls people to Allah and does good deeds himself and says, I am one of the Muslims.
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নেক আমল করে এবং বলে যে, আমি মুসলমানদের মধ্যে হইতে একজন।
মৌসুম ভিত্তিক ফল খাওয়ার উপকারিতা :
Some great benefits of eating fruits daily (.প্রতিদিন ফল খাওয়ার কিছু দারুণ উপকারিত)
1. Eating too much fruit will not prevent your body from getting infected easily. খুব বেশি ফল খাওয়া আপনার শরীরকে সহজে সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে না।
2. Fruits make you healthy and strong.ফল আপনাকে সুস্থ এবং শক্তিশালী করে তোলে।
3. Almost all fruits contain water, which helps keep your skin healthy and soft.প্রায় সব ফলতেই জল থাকে, যা আপনার ত্বককে সুস্থ ও কোমল রাখতে সাহায্য করবে।
4. Each fruit contains antioxidants, which work against bad bacteria in the body. প্রতিটি ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
5. The result is a lot of fiberPrevents the accumulation of fat in the body, so you will not get fat easily. Also, fiber helps in controlling cholesterol levels. ফলে প্রচুর পরিমাণে ফাইবার শরীরে চর্বি জমতে বাধা দেয়, ফলে আপনি সহজে মোটা হবেন না। এছাড়াও, ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
6. Fruit fills the deficiency of various vitamins and minerals in our body. ফল আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে।
7. Eating fruits regularly will keep you he
Virtues of Dorud shorif(দরুদ শরীফের ফজিলত)
Virtues of Darood Sharif:
1. Reciting more Darood Sharif will bring you closer to the Holy Prophet.
2. Once he recites Darood Sharif, Allah will send mercy on him ten times, ten good deeds will be written in the book of deeds and ten sins will be erased, he will increase his status ten times.
3. On the Day of Judgement, Darood Sharif will be Noor, which will ease our suffering to pass through Pulsirat and difficult ghats.
4. Reciting Darood Sharif removes the darkness of the heart and brings purity.
There are many more virtues, which cannot be written down.
দরূদ শরীফের ফজিলত :
১. অধিক দরূদ শরীফ পাঠকারি কেয়ামতে হুজুর পাকﷺ এর অধিক নিকটবর্তী হবে।
২. একবার দরূদ শরীফ পাঠ করলে আল্লাহ্ তার উপর দশবার রহমত নাজিল করেন,দশটি নেকি লেখা হবে আমলনামায় ও তার দশটি গুনাহ মুছিয়া দিবেন,দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন।
৩. বিচার দিবসে দরূদ শরীফ নূর হবে যা আমাদের কষ্ট লাঘব করিবে পুলসিরাত ও কঠিন ঘাটিগুলি পার হতে।
৪. দরূদ শরীফ পাঠ করলে অন্তরের মরীচা দুর করে পবিত্রতা এনে দেয়।
আরো অনেক ফযিলত আছে, যা লিখে শেষ করা যাবেনা।
Bengali and English Virtues of Surah Ar Rahman:(বাংলা ও ইংরেজিতে সূরা আর-রহমানের ফজিলত)
1. Reciting this Surah every day increases the strength of faith, creates a tendency to obey Islamic laws, creates strong faith in God, strengthens faith in the Hereafter, and makes people grateful to God.
2. If he recites this Surah every day, his face will shine like the moon on the Day of Resurrection, Allah Almighty will have special mercy on him, this Surah will recommend his Paradise.
3, This Surah is regularly recitedIf he does, Allah Almighty will forgive his grave punishment, he will surely join the beloved servants of Allah.
4. After reciting this Surah, you can be freed from stomach ache if you blow water and drink water.
5, If you recite this Surah and blow it on your eyes, by the grace of Allah, the eye disease will be cured and the light will increase.
6, the judge is bound to be kind to him if he goes forward after reciting this surah.
7, The reciter of this Surah will never be in want.
8, this surah is regularIf you read it, the beauty of the face increases in this world. The Prophet, may God bless him and grant him peace, said, This Surah is the ornament of the Holy Qur'an.
১, এই সুরা প্রতিদিন পাঠ করলে ঈমানী শক্তি বৃদ্ধি হয়, ইসলামী আইন কানুন মেনে চলার প্রবণতা সৃষ্টি হয,আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, মানুষ আল্লাহর শোকর গোজার হয়।
২,এই সূরা প্রতিদিন পাঠ করলে কেয়ামতের দিন তার চেহারা চাঁদের মত উজ্জ্বল হবে, মহান
Peace come form laugh. হাসি দেখে মনে শান্তি আসে
Our profet Sallallahu alayhi wa sallam now and then was laughing. but don't show teeth.
আমাদের নবীজি সাঃ মাঝেমধ্যে হাসতেন কিন্তু দাত বাহির করতেন না
Friday is difference form others day,
শুক্রবার দিন অন্যন্য দিন থেকে ভিন্ন।
তাইতাই অনুভূতিগুলো একটু ভিন্ন হওয়া চাই
Sherek sin is biggest Sin, *শীরকের গুনা হলো সবচেয়ে বড় গুনাহ।
Allah will not excuse /pardon Sherek Sin. so if we safe from sherek, As we will reach /go heaven/paradise easily.
আল্লাহ শেরেকের গুনাহ মাফ করবেন না। তাই সেরেক মুক্ত হলেই জান্নাতে যাওয়া সহজ।
*follow my fb page
Muhammad Nabina.(নবী মুহাম্মাদ)
Prophet Sallallahu alayhiosalam is profit of all mankind, Once some peoples was carrying a dead body in front of the prophet Sallallahu Salam,. Prophet Sallallahu alayhi wa sallam was crying to see. Companions of the prophet Sallallahu Alaihi Wasallam ask him, oh our Prophet why are you crying? profit Sallallahu Alaihi Salam answer:he was my umma, he is going without Iman. (আমাদের নবী ছিলেন সমস্ত মানবজাতির নবী।এক সময়ে আমাদের নবীজি সাঃ এর সামন দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে কাদঁতে ছিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তা'আলা আনহুম জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদতেছেন? তিনি উত্তর দিলেন ওই ব্যক্তি আমার উম্মত ছিল, সে ঈমান ছাড়া চলে গেল) #
*if I want to be a ummah profit Sallallahu alaihis Salam need same pain in my heart. (যদি আমি শেষ নবীর উম্মত হতে চাই় তাহলে ওই রকম ব্যথা আমার হৃদয় রাখা দরকার)
★not only Facebook post (শুধু ফেসবুকে পোস্ট দিয়ে নয়)
Talim can change a Nation, (তালিম একটা জাতিকে পরিবর্তন করতে পারে) #
Allah will not excuse shirok,today I have read Kalima and Shirok (আল্লাহ শেরেকের গুনা মাফ করবেন না, আজ সেরেক ও কালিমা সম্পর্কে পড়া হয়েছে)
I am reciting Surah Tul oakya (আমি সুরাওয়াকেয়া পড়িতেছি)
যে ব্যক্তি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে ব্যক্তি কখনো অনাহারে থাকবে না।
ভাই ও বোনেরা তালিম মানে নিজে শেখা এবং অপরকে শেখানো
তালিম আল্লাহপাকের ওয়াদা ও শাস্তি গুলোর প্রতি বিশ্বাস তৈরি করে। এর লাভ হল অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াত দূর হয় আমলের শখ পয়দা হয় ওই জায়গা থেকে শয়তান বিতাড়িত হয়। যেখানে তালিম হয় দ্বীনি পরিবেশ সৃষ্টি হয়। আর কম জানলে ওয়ালা ঘরে যদি তালিম হয় সেখানে আল্লাহপাক আলেম সৃষ্টি করে দিবেন। আর যদি অনেক জানলে ওলার ঘরেও তালিম না থাকে তাহলে সেখানেও জালেম সৃষ্টি হবে। যেখানে তালিম হয় আল্লাহর রহমত নাযিল হয় ফেরেশতারা সেটাকে বেষ্টন করে ফেলে তালিম সেজন্য তালিমের সাথে থাকা একান্ত জরুরী।
Gaibandha, balashi sometimes, (গাইবান্ধা বালাসিতে কিছু সময়) #
Gaibandha, Balashi ghat sometimes (গাইবান্ধা বালাসীর ঘাটে কিছু সময়) #
বৃষ্টির সময় পরিবারের সাথে কিছু সময় কাটানো ♥️♥️♥️♥️
আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু একাই সমস্ত ক্ষমতার মালিক, ও আমার ভাই বোন বন্ধুরা সূরা মুলুক তেলাওয়াত করেছি এবং এর শেষে কবরের আজাব থেকে বাঁচার জন্য কিছু কথা আলোচনা করেছি, যদি সময় হয় শেষ পর্যন্ত কথা গুলো শুনুন ##ঈমান, নামাজ #
Dear brother sister and friends l am telling to watch this video. Not for viral,ও আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটি দেখতে উৎসাহ দিচ্ছি শান্তভাবে একটু দেখুন অনেক পরিতৃপ্ত হবেন ইনশাআল্লাহ। ,ভাইরাল হওয়াই মূল লক্ষ্য নয়, শেষের দিকে এমন কিছু কথা আছে জাহান্নাম থেকে বাঁচা ওজান্নাতে পৌঁছানোর জন্য উৎসাহ জোগাবে ।###