JM AKHI

JM AKHI Assalamu Alaikum.Welcome To my page.Pray That I Can Achieve Something Big. Thank You All. Take Care
(1)

অথচ যে এই কথা বলেছিলো সে নিজেও সময়ের প্রোয়োজনে আমাকে ব্যবহার করে ছেড়ে গেছিলো। আমি ২০১৫-২০ সাল টা বোকা ছিলাম। আর ২০২১-২৫ ...
15/01/2025

অথচ যে এই কথা বলেছিলো সে নিজেও সময়ের প্রোয়োজনে আমাকে ব্যবহার করে ছেড়ে গেছিলো।
আমি ২০১৫-২০ সাল টা বোকা ছিলাম। আর ২০২১-২৫ সাল বোকা ম্যেক্স হইছি। জানিনা নেক্সট এ ম্যেক্স প্রো হবো কিনা। কারণ চালাকী করে কিভাবে সেটা আমার জানা নাই। আমার কাছে দুনিয়াটা সহজ। সবাই ভালো। অথচ আমার ক্ষতি করতে সবাই লেগে থাকে 🥲
সবার আমাকে নিয়ে এতো সমস্যা কিন্তু আমার সাথে যোগাযোগ বন্ধ করেনাহ। কারণ ঐ ১টাই সময়ের প্রোয়োজনে আমাকে যাতে ব্যবহার করা যায় 😎

14/01/2025

Vagni amar jhogri onek || choto Queen |jm akhi


11/01/2025

গান টা সেই লাগছে।


11/01/2025

সে দু ঃখ ও দেয় আবার দোষ দেয়
থাকিলে মুল্য দেয়না আবার না থাকলে বলে বেঈমান 🌸🌼

Smiles are contagious, so here’s yours for the day! 😊✨
10/01/2025

Smiles are contagious, so here’s yours for the day! 😊✨

10/01/2025

দুই বছর ধরে তেল সাবান শ্যাম্পু দিয়ে চুল বড় করছি। এখন দেখি চুল আমার কথা শোনে না। একে তো রুক্ষ তার ওপর ফেটে গেছে। আবার চুল ছিড়েও যাচ্ছে। তাই বাধ্য হয়ে চুলগুলো বিসর্জন দিয়ে দিলাম এখন আরো সুন্দর লাগছে।

09/01/2025

অনেক দিন পর সবার সাথে দেখা হলো। হুট হাট এভাবে দেখা হয়ে গেলে এবং প্লান ছাড়া যদি ঘুড়তে যাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে৷ আসোলে জীবনে প্লান করে কিছু হয়না৷ সব কিছু হঠাৎ হবে৷ ভাগ্যে যা থাকবে তাই হুট -হাট হয়ে যাবে।

08/01/2025

আরোও একবার ইয়ানের সাথে। মা আর ছেলে হাল্কা ঘুড়াঘুড়ি চলে || Jm Akhi

08/01/2025

আমার কাছে টাইম মেশিন থাকলে ২ টা ডেট এ যাইতাম।
নাম্বার ওয়ান: আগষ্ট এর ২১ তারিখ ২০১৫
আরেক টা হচ্ছে
নাম্বার টু: ১৩ ফেব্রুয়ারি ২০১৬।

তাহলে আমার বর্তমান সময় অনেক ভালো যাইতো যা পাচ্ছি তার থেকে বেশি।

04/01/2025

ভাই

04/01/2025

Saam ko
#মহিপুর_তিস্তা_ব্রীজ_রংপুর

https://www.facebook.com/share/p/14hsxPwN5t/ ( পোষ্টঃ ০১) এই ছবি গুলা আমার ২০২৪ সাল এর জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি। ভাল...
31/12/2024

https://www.facebook.com/share/p/14hsxPwN5t/ ( পোষ্টঃ ০১)

এই ছবি গুলা আমার ২০২৪ সাল এর জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি। ভালো খারাপ সব ম্যেমরী আছে। কিছু প্রিয় জিনিস হারানোর বেদনা বা নতুন দিনের ভালো সময় সব আছে। সেই গুলোই তুলে ধরলাম আজ কে। নতুন বছর ভালো দিক থাক সেটাই আশা ❤️

এই ছবি গুলা আমার ২০২৪ সাল এর জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি। ভালো খারাপ সব ম্যেমরী আছে। কিছু প্রিয় জিনিস হারানোর বেদনা বা ...
31/12/2024

এই ছবি গুলা আমার ২০২৪ সাল এর জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি। ভালো খারাপ সব ম্যেমরী আছে। কিছু প্রিয় জিনিস হারানোর বেদনা বা নতুন দিনের ভালো সময় সব আছে। সেই গুলোই তুলে ধরলাম আজ কে। নতুন বছর ভালো দিক থাক সেটাই আশা ❤️

31/12/2024

পুরাতনের দু:খ গুলো যেন আর না আসে ফিরে। সুখ খুব স্বল্প পেয়েছিলাম সেটা থেকে যায় যাতে আরো বারে। ২৩/২৪ আমাকে অনেক কষ্ট দিছে। ২৫ যেন এবার সেটা না করে। সব মিলেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কারণ উনি যা করেন ভালোর জন্যই করেন। তবুও চাইবো দু:খ নয় কষ্ট নয় সুখ আর শান্তিতেই যেনো কাটে। ভালো যাক সবার ভাগ্য এই কাম্য করি। পুরাতন কে বিদায় দিয়ে নতুন করে আহব্বান করি। সবার সব দিক ভালো থাকবে সেই কামনায় রাখি।

30/12/2024

দয়া করে কেউ আতসবাজি ফুটাবেন না এতে করে অন্যের ক্ষতি করার দরকার নাই৷ নিজেরাও আনোন্দ করুন অন্যদের ও করতে দেন। পশু পাখি সবার দিক টা ভাবুন। যারা হার্ট এর রুগী তাদের দিক তাও দেখুন।
হ্যাপি নিউ ইয়ার, #২০২৫

28/12/2024

আমি পরের পোষ্ট এ সেই দোকানের ছবি তুলে দিচ্ছি সবাই দেখুন

আমি অনুরোধ করবো যারা যারা আমার ভিডিও দেখছেন তারা দয়া করে এই দোকান থেকে কোনো খাবার খাবেন না

27/12/2024

চলু এ তেরি

27/12/2024

কেসে বাতায়ে

Address

Rangpur
5401

Alerts

Be the first to know and let us send you an email when JM AKHI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JM AKHI:

Videos

Share

Category