Md Alamgir Hossain Bappy

Md Alamgir Hossain Bappy About me:
Professional Digital Marketer
Instagram Organic growth Expert
Working on Fiverr

আমিন 💖
27/11/2024

আমিন 💖

আলহামদুলিল্লাহ 💖
26/11/2024

আলহামদুলিল্লাহ 💖

ইনশাআল্লাহ 💖
26/11/2024

ইনশাআল্লাহ 💖

সুবহানাল্লাহ 💖
24/11/2024

সুবহানাল্লাহ 💖

24/11/2024

রাসূল (সঃ) বলেছেন,
কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে।'
একথা শুনে আমি জিজ্ঞেস করলাম,
'হে আল্লাহর রাসুল!
নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে?
তারা কি একে অপরের প্রতি তাকাবে? (এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়)।'
উত্তরে তিনি বললেন, 'হে আয়েশা! কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে,
মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না।’
(বুখারি-মুসলিম)

কিয়ামতের দিন
রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।
জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।
রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'
ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'
সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!
রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।
হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।
পেরেশান, তিনি হয়রান!!!
অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।
মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷
আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'
তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'
আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'
নবী (স:) বলবেন- 'না, যাবো না!'
আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'
নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'
আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'
নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'
কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।
কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।
অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করতে হবে।

19/11/2024

আল্লাহুম্মাগফিরলি

হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও 😭
19/11/2024

হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও 😭

18/11/2024
16/11/2024

যেনো মৃত্যুর পরে এটা সাদগাহে যারিয়া হিসেবে আল্লাহ কবুল করেন ।আমিন 💖

আসসালামুয়ালাইকুম।
১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)

পড়া শেষে আলহামদুলিল্লাহ💖

মনে রাখবেন:-মৃত্যুই সত্যি। তুমি একাই মরবে, একাই কবর দিবে, একাই প্রশ্ন করবে, একাই উত্তর দিবে, আর আল্লাহর সামনে একাই দাড়া...
15/11/2024

মনে রাখবেন:-

মৃত্যুই সত্যি। তুমি একাই মরবে, একাই কবর দিবে, একাই প্রশ্ন করবে, একাই উত্তর দিবে, আর আল্লাহর সামনে একাই দাড়াবে।।

আল্লাহ আমাদের জন্য ঐ দিনটা সহজ করে দিন।
আমিন
হে রব 🤲🏿
এই কথাটি সবার মাঝে সরিয়ে দিন কারণ সবাই মৃত্যুর কথা ভুলে গেছে শেয়ার করতে ভুলবেন না

15/11/2024

আজকে পবিত্র জোম্মার দিন, জোম্মার দিনে দোয়া কবুল হয়।
১) সূরা কাহফ পাঠ করা, ২) অধিক পরিমানে দুরূদ শরীফ পাঠ করা, ৩) মাগরিবের পূর্ব মূহুর্তে অর্থাৎ ২০ মিনিট পূর্বে থেকে দোয়া করা, কারন এই সময়টিতে দোয়া কবুল করা হয়।
ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা- ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।
"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন🤲🤲🤲
'লা হাওলা ওয়ালা কুও্যয়াতা ইল্লা বিল্লাহ।'

'আল্লা হুম্মা সাললি আ'লা সাইয়ি্দিনা মুহাম্মদ '

পড়া শেষে আমিন লেখার অনুরোধ রইলো,
আল্লাহ সবার নেক ইচ্ছা পূরণ করুক, আমিন!❤️❤️

Address

Rangpur Sadar
Rangpur
5401

Alerts

Be the first to know and let us send you an email when Md Alamgir Hossain Bappy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Alamgir Hossain Bappy:

Videos

Share


Other Gaming Video Creators in Rangpur

Show All