Freelancer Nayem

Freelancer Nayem Our Responsibility Bring To Success
(4)

কি মনে করছেন আপনারা বাটপারি করবেন মানুষের টাকা নিয়ে ব্লক করবেন পার পেয়ে যাবেন, মানুষ বিশ্বাস করে টাকা দেয়  এমন প্রতারণা ...
14/11/2024

কি মনে করছেন
আপনারা বাটপারি করবেন মানুষের টাকা নিয়ে ব্লক করবেন
পার পেয়ে যাবেন, মানুষ বিশ্বাস করে টাকা দেয় এমন প্রতারণা করলে
ছেড়ে দিবে না পাবেন এই জনমে শান্তি না আখিরাতে শান্তি
আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে মুখে থুতু দেয় এমন ভাই এমন ছেলে
থাকার কারনে
সবাই পেজ টায় রিপোর্ট করবেন ১০০ উপর মানুষ টাকা মেরে খাইছে তারা
কি মনে করছেন
আপনারা বাটপারি করবেন মানুষের টাকা নিয়ে ব্লক করবেন
পার পেয়ে যাবেন, মানুষ বিশ্বাস করে টাকা দেয় এমন প্রতারণা করলে
ছেড়ে দিবে না পাবেন এই জনমে শান্তি না আখিরাতে শান্তি
আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে মুখে থুতু দেয় এমন ভাই এমন ছেলে
থাকার কারনে
সবাই পেজ টায় রিপোর্ট করবেন ১০০ উপর মানুষ টাকা মেরে খাইছে তারা
https://www.facebook.com/popularusdtcenterbd
ইসলামীক পিক ব্যবহার করে তারা মানুষকে ইমোশনাল করে
চিন্তা করা যায়
ইসলামীক পিক ব্যবহার করে তারা মানুষকে ইমোশনাল করে
চিন্তা করা যায়

আমাদের দায়িত্ব আপনার সফলতা বয়ে আনা। বিস্তারিত জানার জন্য কল করুন: +8801744-712521                                       ...
17/07/2024

আমাদের দায়িত্ব আপনার সফলতা বয়ে আনা।
বিস্তারিত জানার জন্য কল করুন: +8801744-712521

🌐🌐 বর্তমানে আপনার ব্যবসার সফলতা ও আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরিতে ওয়েবসাইটের বিকল্প নেই। আমরা যে সকল ওয়েবসাইট তৈ...
17/07/2024

🌐🌐 বর্তমানে আপনার ব্যবসার সফলতা ও আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরিতে ওয়েবসাইটের বিকল্প নেই।
আমরা যে সকল ওয়েবসাইট তৈরি করে থাকিঃ
☑️ ই-কমার্স ওয়েবসাইট
☑️ স্কুল-কলেজ, মাদ্রাসা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট
☑️ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও সকল স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট
☑️ কোম্পানির পোর্টফোলিও ওয়েবসাইট
☑️ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট
☑️ ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট
☑️ হোটেল বা রিসোর্টের জন্য ওয়েবসাইট
☑️ কুরিয়ার সার্ভিস ওয়েবসাইট
☑️ ই-লার্নিং কোর্সের জন্য ওয়েবসাইট
🔲🔲 আমাদের সাপোর্ট গুলো হলোঃ
☑️ ১২ মাস সাপোর্ট সিস্টেম
☑️ ডোমেইন ও হোস্টিং
☑️ মেইল ও ভিডিও কলিং সাপোর্ট
☑️ ওয়েব সাইট ম্যানেজমেন্ট শিখিয়ে দেয়া
☑️ ১০০% সন্তুষ্টির নিশ্চয়তা

বিস্তারিত জানতে এবং আমাদের ডেমো ওয়েবসাইট দেখতে
ফোনে অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুনঃ +8801744712521,+8801757475155

15/07/2024
সামান্য কিয়েকটা লাইক কমেন্ট পাওয়ার নেশা মানুষকে কতটা নিচে নিয়ে গেছে।এই সব মানষিক রোগ, সস্থার বিখ্যাত হওয়ার রোগ সমাজে দিন...
09/01/2024

সামান্য কিয়েকটা লাইক কমেন্ট পাওয়ার নেশা মানুষকে কতটা নিচে নিয়ে গেছে।
এই সব মানষিক রোগ, সস্থার বিখ্যাত হওয়ার রোগ সমাজে দিন দিন বাড়ছে।

টাইমলাইনে রাখতে পারেন সবার কাজে আসবে🕌🕋আমরা নামাজে সবসময় যে সূরা এবং দোয়া পড়ে থাকি💞🕌🕋💞
26/12/2023

টাইমলাইনে রাখতে পারেন সবার কাজে আসবে🕌🕋
আমরা নামাজে সবসময় যে সূরা এবং দোয়া পড়ে থাকি💞🕌🕋💞

07/12/2023

আমার ভুল হয়েছে

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক ...
15/11/2023

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই ধারণা হচ্ছে, এটা সুস্পষ্ট বয়কটের প্রভাব।

আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ইজরায়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন। ❤️

স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম

-
তাহসিন কামাল

যদি বানরদের সামনে কলা এবং অনেকগুলো টাকা রাখা হয় তবে বানররা কলা বেছে নেবে কারণ বানররা জানে না যে এই টাকা দিয়ে এমন অনেক ক...
03/10/2023

যদি বানরদের সামনে কলা এবং অনেকগুলো টাকা রাখা হয় তবে বানররা কলা বেছে নেবে কারণ বানররা জানে না যে এই টাকা দিয়ে এমন অনেক কলা কেনা যায়। একই ভাবে কারো কাছে কাজ এবং ব্যবসা অফার করা হলে তারা স্বাভাবিক ভাবে কাজ বা চাকরীকেই বেছে নেবে কারণ বেশিরভাগ লোকই জানে না যে, একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। আমরা স্কুল বা কলেজে যা শিখি তা হল- নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।
মূলত, মজুরির চেয়ে মুনাফা ভালো কারণ মজুরি বা বেতন আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু মুনাফা আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।
সংগৃহীত

সব ফ্রিল্যান্সাররা লিস্ট করেন যে, কারা কারা ফ্রিল্যান্সার কনফারেন্স করে মন্ত্রী মিনিস্টারদের দাওয়াত দিছে। তাদের সামনে গল...
28/09/2023

সব ফ্রিল্যান্সাররা লিস্ট করেন যে, কারা কারা ফ্রিল্যান্সার কনফারেন্স করে মন্ত্রী মিনিস্টারদের দাওয়াত দিছে। তাদের সামনে গল্প করছে যে মাসে ৫/১০ লাখ টাকা করে ইনকাম করে।
ওদেরকে ধরেন। ওদের কারণেই এই অবস্থা। এদের গাল গপ্পো আর শো অফের জন্য একটা গ্রামের অসহায় ছেলেকেও ১০% উৎস কর দিতে হবে।

এইবার ১৪০ কোটি মানুষ বুঝব 2/4 রানের জন্য হারলে কেমন লাগে🤣🤣🤣🤣
15/09/2023

এইবার ১৪০ কোটি মানুষ বুঝব 2/4 রানের জন্য হারলে কেমন লাগে🤣🤣🤣🤣

আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭ওর রান্নায় কোনদিন নূন কম হত তো কখনো মশলার গন্ধ করতো। আম্মা অনেক চি'ল্লা'ইতো।আম্মার কমন ডা...
13/09/2023

আমার বৌ এর রান্না ভালো ছিলো না😭
ওর রান্নায় কোনদিন নূন কম হত তো কখনো মশলার গন্ধ করতো।
আম্মা অনেক চি'ল্লা'ইতো।
আম্মার কমন ডায়লোগ ছিলো -

এইডি কি রান্ধো?
খাওন যায় না।
আমি মই'রা গেলে আমার পোলার তো না খায়া ম/রা লাগবো।

ও যখন রেগে রেগে আমাকে জিজ্ঞাসা করতো

- কি রান্না কেমন হইসে? খাওন যায়?

আমি খুব নরম স্বরেই বলতাম

- হুম যাবে না কেন?

ভ'য় পাইতাম কিনা জানিনা। কেন মিথ্যা বলতাম তাও জানিনা।
চাইলে বলতে পারতাম
- এমনে না ওমনে রান্না কইরো।
তাহলে ভালো হবে।

কোনদিন বলি নাই।

একদিন অফিসে খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ আসলো।
বিয়ের ৭ মাসে এই ঘ্রাণ আমি ওর রান্নায় পাই নাই।
সেদিন খাবার এত মজা হইসিলো যে আমাকে আরো ২ প্লেট খেতে দিলে খেয়ে ফেলতে পারতাম।

আবেগ ধরে রাখতে না পেরে ওকে ফোন করলাম। হয়ত বলা উচিৎ ছিলো

- আজ রান্না অনেক দারুন হইসে।
এমনে রান্না কইরো।

কিন্তু প্রশংসা করলাম না।
আমার কাছে জিনিসগুলা খুব বিব্র'তকর লাগতো।
স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস , সরি , প্রশংসা কেন করবে?
রান্নাটা তার ডিউটি। ভালো করলে প্রশংসা করাটা আমার ভালো লাগে না।

আমি ফোন করে বললাম

- কই আজকে না মার্কেটে যাইতে চাইসিলা?রেডি হয়ে আমার অফিসে ৫ টার সময় চলে আইসো।

বৌ ব্যাপক খুশি হয়ে গেলো।
আচ্ছা বলে ফোনটা রেখে দিলো।

আমি অফিস শেষ করে ঘড়ির কাটায় দেখলাম ৫.১০ বাজে।
ফোন দিলাম।
ফোন রিং বাজে কেউ ধরে না।
ফোন দিতেই থাকলাম।
ফোন বাজতেই থাকলো।
কোন খবর নাই।
আম্মা কে ফোন দিলাম পরে শুনলাম ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে।
৬ টা বেজে গেলো।
অস্থির লাগা শুরু করলো।

এদিক সেদিক খোঁজ করা শুরু করলাম।
হাতে ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন ফোন ধরলো।

দৌড়ে গেলাম আয়েশা মেমরিয়াল হাসপাতালে। মহাখালীর ফ্লাইওভার পার হওয়ার সময় বাসের চাপা খেয়েছে বৌ আমার।
পা দুইটা নাকি ঐখানেই ঝুলতেসিলো।
ফোন ধরলো এক সার্জেন্ট … সে ই বললো।
এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই।
তাই রিসিভ করতে পারে নাই।
যত দ্রুত সম্ভব গেলাম।

আমাকে দেখতে দেয় না ডাক্তাররা। বারবার অনুরোধ করলাম। দিলোনা। বলল

- এত মু'মূ'র্ষু অবস্থায় আপনি দেখতে পারবেন না।

৪ ঘন্টা পর তখন রাতের ১২.৩০ টা বেজে গেছে।
ঢাকায় যত আত্মীয় ছিলো সবাই চলে আসলো।
আমাকে ডাক্তার ডেকে বলল

- পা তো আমরা কে'টে ফেলেছি। র'ক্ত অনেক গিয়েছে। জ্ঞান নেই। আসলে আপনে দেখে আইসেন।

ভোর হয়ে গেলো। ঘুমাইতে পারলাম না। ঘুম আসলোও না। কারো সাথে কথা বলতে পারছিলাম না।

এরপর নার্স এসে বলল
- জ্ঞান এসেছে কিন্তু বেশি মানুষ যাবেন না। ১/২ জন যেতে পারেন।

আইসিউতে ঢুকে কলিজা কা'মড় দিয়ে উঠলো।
ওর দুইটা পা নাই। চেহারায় কোন মেকাপ নাই। কাঁ'টা ছেঁ'ড়া দা'গ। কিন্তু আজকে ওকে অনেক সুন্দর লাগছিলো।

সামনে গিয়ে কেন যেনো ঐদিন মুখ দিয়ে বের হয়ে গেলো - তোমাকে আজ সুন্দর লাগছে।

ওর মুখে অক্সিজেন মাক্স। হাতে প্লাস্টার। সম্ভবত হাত ধরতে চাচ্ছিলো আমার। ইশারা দিয়ে কি যেন বলসিলো।

৫ মিনিটও থাকতে পারলাম না।
নার্স বের করে দিলো।

কে জানতো ঐটা আমাদের শেষ দেখা হবে।
বিকেলেই শারিরীক অবস্থা খা'রাপ হতে লাগলো।
মাগরিবের পরপর জীবনের সাথে যু'দ্ধ করে চলেই গেলো।

৯ বছর হয়ে গেছে ও মা'রা গেছে।
আমি হোটেলে খেতে বসলেই বাবুর্চিকে খুঁজে বলি
- রান্না অনেক ভালো হইসে।
এমনেই রান্না কইরেন।

আমার কাছে মনে হয় আমার মুখে প্রথম আর শেষবারের মত প্রশংসা শুনতেই আল্লাহ তারে ঐ আধা বেলা বাঁচায়া রাখসিলো।
তাও আফসোস লাগে সেদিন ফোনে একবার বলা দরকার ছিলো

- রান্নাটা অনেক ভালো হয়েছে।

আলহামদুলিল্লাহ, বরাবরের মত আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, পরিশ্রম করলে এর সফলতা আসবেই,হয়তো একদিন আগে বা পরে, তবে ধৈর্...
01/09/2023

আলহামদুলিল্লাহ,
বরাবরের মত আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, পরিশ্রম করলে এর সফলতা আসবেই,হয়তো একদিন আগে বা পরে, তবে ধৈর্যটা ধরে থাকতে পারে কতজন,যারাই ধৈর্য ধরে থাকতে পারছে পরিশ্রমী হতে পারছে, তারাই জীবনে সফলতা আনতে পারছি,আল্লাহ আমাকে এক দিনে তিনটা গুড নিউজ দিছে, যেটা প্রতিমাসের শুরুতে এবং শেষে আমাকে দিয়েই থাকেন তার দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ

26/08/2023

নেইমারদের নিয়ে পাপের সাগরে ডুবছে সৌদি আরব।
ধ্বংস হচ্ছে পবিত্র ইসলামের ভূমি!
আল্লাহ তায়ালা সালমান নামক এই গাদ্দারের হাত থেকে প্রিয় নবীর পবিত্র ভূমিকে হেফাজত করুন।🤲🔥😰 | MBA Times

13/08/2023

*পারলে উ'ও'র দাও*

কোরআনের কোন সু'রা হবে, জা'ন্না'তে'র জা'তী'য় সং'গী'ত **💝

কে কে এই কাজ করেন হাত তুলেন
09/08/2023

কে কে এই কাজ করেন হাত তুলেন

বিকেলে অর্ডার দিয়ে রাতেই বইটি পেয়ে গেলাম, জীবনের প্রথম এত ফার্স্ট ডেলিভারি তাও আবার অনলাইনে🧐🧐🧐🧐😲😲😯😯😯😲😲😲তাই রাতেই ৩০ পৃ...
07/08/2023

বিকেলে অর্ডার দিয়ে রাতেই বইটি পেয়ে গেলাম,
জীবনের প্রথম এত ফার্স্ট ডেলিভারি তাও আবার অনলাইনে🧐🧐🧐🧐😲😲😯😯😯😲😲😲

তাই রাতেই ৩০ পৃষ্ঠা পড়ে নিলাম🤑🤑🤑🤑🤑 দেখার জন্য জীবনে কিকি পাপ করছি,

ধন্যবাদ Tanveer Razwan, ভাইকে এত সুন্দর একটি বই যে পাপে সেল কমে পাবলিশড করার জন্য,
NB: আপনার আবার ভাবিয়েন না যে ফ্রিতে বই পেয়েছি বই কিন্তু টাকা দিয়ে কিনেছি 😁😁😁😄🫠

06/08/2023

৭ এ মার্চ এর ভাষণ ছাড়াও তিনি আরো অনেক ভাষণ দিছেন যেগুলো আমরা শুনি না আমাদের উচিত সেগুলো শুনে কাজ করা তাহলে আজকে দুর্নীতির নামক কোন শব্দ থাকতো না

Address

Park More
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Nayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Nayem:

Videos

Share