হেদায়েতুল ইসলাম বাবু Hedayetul islam babu

হেদায়েতুল ইসলাম বাবু Hedayetul islam babu কনটেন্ট ক্রিয়েটর
(2)

16/06/2024

ভোগের নয়
উৎসব হোক
প্রকৃত ত্যাগের
♦ঈদের শুভেচ্ছা♦

11/03/2024

মজুদদারী সিন্ডিকেট নিপাত যাক
সাধারণ মানুষ মুক্তি পাক...

গ্রামে একটা কথা আছে, চ্যাঙ উজায়, ব্যাঙ উজায়, পুটি কয়- মুইও উজাম। সামাজিক বাস্তবতাটাও এখন প্রায় এমনই।

সিন্ডিকেট-মুনাফাখোর ব্যবসায়ীদের উত্থান, রাতারাতি বদলে যাওয়া আর তাদের বিলাসী জীবন-যাপন দেখে অনেকেই সেই পথ ধরছেন। খোঁজ রাখছেন কখন, কোন মৌসুমে কোন পণ্যের চাহিদা বাড়ে বা বাড়বে। সে অনুযায়ী পুঁজি লগ্নি করে বিভিন্ন পণ্য মজুদ করে সিন্ডিকেটের পাহাড়ে যোগ দিচ্ছেন তারা। সাধারণ মানুষের পকেট কেটে রাতারাতি বড়লোক হবার সহজ পথের সন্ধান করে যাচ্ছেন প্রতিনিয়ত।

মানবিক মুল্যবোধ, ধর্মীয় মুল্যবোধ সব কিছু জলাঞ্জলী দিয়ে এই যে কিছু লোভী মানুষ তৈরি হচ্ছে- এখানে কেন শব্দটা বসালে তার উত্তরটা হয়তো সবারই জানা। আজকের এই পরিস্থিতির দায় কি আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা এড়াতে পারে।

সেই প্রশ্নে যাবার আগে চলুন শৈশবে যাই। প্রাথমিকের একটা কবিতা পড়ে আসি।

সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।
আমার বাড়ির ফুল-বাগিচা,
ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ
আলোক দিবে সবে।
আমার বাড়ি বাজবে বাঁশি,
সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি
রইবে না ক দুর।

এই যে নজরুল তাঁর কবিতায় বলেছেন-

সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।

এই লাইন গুলো মুখস্থ্য করে শুধু পরীক্ষার খাতায় বমি করার জন্যই কি আমাদের পড়াশোনা।

আমার বাড়ির ফুল-বাগিচা,
ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ
আলোক দিবে সবে।

এখন আমরা এতোটাই আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে উঠছি, আমার বাড়ির কোন কিছুই আর অন্য কারো হয় না। অন্যেরটাও আর আমার হয় না। তার মানে কি দাড়াঁলো, এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ হয়না। প্রয়োগ হচ্ছে উল্টোটা। তাহলে কেন এমন হচ্ছে, এনিয়ে কি একবারও আমরা ভাবার সময় পেয়েছি।

ভিক্ষুক থেকে রিক্সা চালক, দিনমজুর, গরীব কৃষকের নাড়ী ধরে টান দেয়া যে ট্যাক্সের টাকায় আমার লেখাপড়া, সেই লেখাপড়ায় অর্জিত জ্ঞান আমি/আমরা প্রয়োগ করছি যাদের ঘাম ঝড়ানো টাকায় পড়াশোনা করেছি, তাদের কিভাবে চুষে খাওয়া যায়, সেই চিন্তায়। কিভাবে সিন্ডিকেট করে, চাল-ডাল, নুন তেল মজুদ করে মানুষের রক্ত চোষা যায়- নতুন নতুন এসব ফন্দি ফিকির এদেশে নতুন নয়।

গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। দু'দিন পর সব ঝড় থেমে যায়। যে লাউ, সেই কদুই হয় আবার। কারন, এই সিন্ডিকেট মজুদদারদের হাত এতোটাই লম্বা তাদের ধরাছোঁয়া বেশ কঠিন। না, এতো কঠিন হতো না। এই সিন্ডিকেটকেও ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশে ফেলা সম্ভব। এজন্য রাষ্ট্রের সাহসী ভুমিকা প্রয়োজন। এক্ষেত্রে সব সময় একটা প্রশ্ন বড় করে দেয়, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার সাথে যখন যারা যুক্ত থাকেন, তখন তারাই এই সিন্ডিকেটের সুবিধা ভোগ করেন। কারো কাছে সুবিধা নিলে তার দিকে চোখ রাঙানো সম্ভব হলেও- আর যাই হোক ব্যবস্থা নেয়া যায় না। আর মজুদদারী-সিন্ডিকেটও পাল্টা চোখ রাঙিয়ে সুবিধা নেয়ার কথা মনে করিয়ে দেয় বলে - সব সময় এই চক্র শক্তিশালী ভূমিকা পালন করে যায়।

এবার আরেকটা প্রশ্নে আসা যাক। যে প্রশ্নটা হাটে-বাজারে সব সময় শুনতে পাওয়া যায়। যে রমজানের মতো পবিত্র মাসও কেন রক্ষা পায়না এই সিন্ডিকেটের হাত থেকে।

আমরা এতটাই আত্মকেন্দ্রিক আর ভোগবাদী হয়ে উঠেছি, নিজেকে ছাড়া আয়নায় আর কাউকে দেখতে পাই না। তাই ধর্মীয় মুল্যবোধকেও তুড়ি মেড়ে উড়িয়ে দিতে দ্বিধা করিনা।

এতোটুকুতো নিশ্চিত করেই বলা যায়, পৃথিবীর কোন ধর্মই মানুষকে জিম্মি করার পক্ষে নয়, মানুষকে কষ্ট দেয়ার পক্ষে নয়। তারপরওতো আমরা সেই কাজটাই করে যাচ্ছি।

সুতরাং, বলাই যায়- চোরে না শোনে ধর্মের কাহিনী। তবে তারপরও হাটে বাজারে নিষ্পেষিত মানুষ আশায় বুক বেঁধে থাকে মজুদদারী, সিন্ডিকেট নামক পাথরের হৃদয়ে গড়া মানুষ গুলোর সুমতি হয়তো একদিন ফিরবে।

যেহেতু প্রশাসন, রাষ্ট্রের কোন হুশিয়ারী এই রক্তচোষাদের থামাতে পারছে না- তখন আমাদের মহাত্মা গান্ধির প্রিয় সেই ভজন গানে শান্তনা খোঁজা ছাড়া আর কি করার আছে। -

রঘুপতি রাঘব রাজারাম,
পতিতা পাবন সীতারাম
সীতারাম, সীতারাম,
ভজ প্যারে তু সীতারাম
ঈশ্বর আল্লাহ তেরো নাম
সব কো সন্মতি দে ভগবান
রাম রহিম করিম সমান
হাম সাব হ্যায় উনকি সন্তান
সব মিলা মাঙ্গে ইয়হ বরদান
হামারা রহে মানব কা জ্ঞান।

হবিগঞ্জের মুক্তিযোদ্ধা সাবিত্রীকে নিয়ে তুষার ভাইয়ের (সরকারী অনুদানপ্রাপ্ত) গল্প সাবিত্রী । পান্থ প্রসাদের পরিচালনায় মুক্...
19/01/2024

হবিগঞ্জের মুক্তিযোদ্ধা সাবিত্রীকে নিয়ে তুষার ভাইয়ের (সরকারী অনুদানপ্রাপ্ত) গল্প সাবিত্রী । পান্থ প্রসাদের পরিচালনায় মুক্তি পাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে- প্রথম প্রদর্শনী ২৪ জানুয়ারী, বুধবার ।

জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সমুদ্র হক। যার লেখা সংবাদের মনোযোগী পাঠক আমি। বগুড়ায় আসার পর সাতমাথায় পরিচয় হলো জড়িয়ে ধরলেন, আপ...
14/11/2023

জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সমুদ্র হক। যার লেখা সংবাদের মনোযোগী পাঠক আমি। বগুড়ায় আসার পর সাতমাথায় পরিচয় হলো জড়িয়ে ধরলেন, আপন করে নিলেন। একদিন আগেও কুশল বিনিময় করলাম, খবর পেলাম সদালাপী, নিরঅহংকার মানুষটি বিদায় নিলেন। একে একে এমন বটবৃক্ষ হারিয়ে শুণ্যতায় পড়ছি আমরা। ওপারে ভালো থাকবেন ভাই।

31/10/2023

ভোট নিয়ে সংলাপ হতেই পারে, বাজারের আগুনে বেগুনপোড়া ভোটারদের বাঁচাতে সংলাপটা করবে কে? ভোটের প্রয়োজনে ভোটারদের সুস্থ্য রাখার দায়িত্বটাওতো আপনাদের!

29/10/2023

সর্বক্ষেত্রে, সর্বস্তরে ব্যক্তিস্বার্থ প্রতিষ্ঠার লড়াই ফলাফল নৈতিকতার
চরম অধ:পতন আর অন্ধকার ভবিষ্যত

26/10/2023

কান্তজিউ মন্দির

25/10/2023

সবচেয়ে ছোট মসজিদ

24/10/2023

উৎসবে মেতেছে নাগর।

22/10/2023

মুদ্রার সংগ্রহশালা

21/10/2023

প্রথম জাদুঘর

সাকিব আল হাসানের পর হাজার রানে দ্বিতীয় বাংলাদেশী খেলোয়ার মুশফিক
19/10/2023

সাকিব আল হাসানের পর হাজার রানে দ্বিতীয় বাংলাদেশী খেলোয়ার মুশফিক

সব আসনে থাকবে জাপা'র প্রার্থী...
19/10/2023

সব আসনে থাকবে জাপা'র প্রার্থী...

19/10/2023

রুপসী বাংলা

18/10/2023

যুগ যুগ ধরে চলে আসা দাসত্বের এই সমাজে
যে যখন সুযোগ পায় সেই শোষক হতে চায়

15/10/2023

বগুড়ায় দূর্ঘটনার কবলে প্রশিক্ষন বিমান। রবিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার শিমুলিয়া গ্রামে প্রশিক্ষন বিমানটি দূর্ঘটনার কবলে পড়ে।

15/10/2023

বেহুলা লখিন্দরের বাসরঘর থেকে সরাসরি...

14/10/2023

ঐতিহ্যের পাঁচালী

13/10/2023

গ্রামে গ্রামে কিস্তির ফাঁদ

13/10/2023

রোদও হয়, বৃষ্টিও হয়...

11/10/2023

আবহমান কাল ধরে বাংলার ঐতিহ্য বহন করে চলা ঢাকি-ঢুলিদের দুর্দিন।

11/10/2023

বাঙালির জারি, সারি...

11/10/2023

সানাইয়ের গল্প...

06/10/2023

শরতে বরষা...

01/10/2023

মেঘের দেশে...

16/10/2022

ক্যাকটাস থেকেও আয় করা যায়...

02/10/2022
23/08/2022

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর
ইভিএমে ভোট গ্রহন

ছবি তোলা শিখি...
09/08/2022

ছবি তোলা শিখি...

05/08/2022

**d **d_export বাংলাদেশের যে গ্রামের গাঁজা রপ্তানি হতো | Naogaon | Boktarpur | Ekhon TV দেশভাগের আগ পর্যন্ত প্রতি বছর গড়ে প...

Address

GAIBANDHA
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when হেদায়েতুল ইসলাম বাবু Hedayetul islam babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হেদায়েতুল ইসলাম বাবু Hedayetul islam babu:

Videos

Share

Nearby media companies