Á S Í F Akondo

Á S Í F Akondo Hey this is Asif. It's my personal page. Thanks for supporting me..

Forever grateful for the unconditional love and support from my mom and dad. ...❤️💝
23/10/2024

Forever grateful for the unconditional love and support from my mom and dad. ...❤️💝

🥰❤️💝
23/10/2024

🥰❤️💝

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
27/09/2024

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........মা আমি তো যেমন ডিউটিতে  যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজ...
16/08/2024

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........
মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া , এটাই শেষ গল্প ..... ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গলা টিপে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্র ভাবে..... সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, লাশটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এটা যে আমারই নিথর দেহ!!! আমি কি তবে মারা গেছি?? আমিও কাঁদতে শুরু করলাম, সবাই আমার এই মৃত্যু তে শোকাহত.... সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে!!! কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম!! আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা?? দেখো না মা ওরা আমার মুখের, দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা!! আমার চিৎকার করতে ইচ্ছে করছে!!! কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি,কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না!! কেউ না........
(সংগৃহীত)
😭😭😭

17/07/2024

সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️
বিভিন্ন সূত্রে জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী,ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।
আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।
এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পেস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।
ধন্যবাদ।

one of my favorite artist 🙂
16/07/2024

one of my favorite artist 🙂

16/07/2024

জানিনা পোস্ট টা কতজনের কাছে পৌছাবে তবে যতজন দেখবে তাদের উদ্দেশ্যে বলি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেছেন ঠিকই.. কিছুদিন পর যখন সরকার বিষয় টা নিয়ে সহমত পোষণ করবে, তখন আপনারা সবাই আাবার চুপ হয়ে যাবেন । কিন্তু আমার যে সকল ভাই বোনেরা নিজের জীবন দিয়ে দিচ্ছে তাদের কথা কি কারো মনে থাকবে ? যারা একটা দাবির জন্য নিজের জীবন দিয়ে গেলো তারা কি পেলো ? মৃত্যু ছাড়া তারা কি বা অর্জন করলো ? তাদের মৃত্যুর সঠিক বিচার কি তারা পাবে?? আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এবারের আন্দোলন কোটা বিরোধী না হয়ে ছাত্রলীগ সহ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে হওয়া উচিত । বারবার যেন আমাদের ভাই বোনদের জীবন নিয়ে খেলতে না হয় । আমি অনুরোধ করছি সবাইকে এবারের আন্দোলন যেন শুধু কোটা বিরোধী না হয়..। এ দেশে যেন বারবার স্বাধীনতার জন্য লড়াই করতে না হয় । যাদের জীবন দিতে হয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায়। এভাবে দেশ চলতে পারে না। যে সকল নর পশু আমাদের ভাই বোনদের জীবন নিয়ে খেলছে তাদের ছাড় দেওয়া যাবে না । সবাইকে এক হতে হবে, তবে সাধারণ শিক্ষার্থীদের দূর্বলতা তাদের সঠিক নেতৃত্বের অভাব । পুলিশ, ছাত্রলীগের নেতাকর্মীদের তুলনায় শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্বেও শিক্ষার্থীদের মরতে হচ্ছে। কারণ আমাদের মাঝে একতা নেই। চার পাঁচজন মিলে যখন একজনকে আঘাত করে তখন আমরা বাকিরা পালিয়ে যাই। আমরা যদি এক হতে পারি, একজনকে আঘাত করলে দশজন তাদের আঘাতের জবাব দিতে পারি তবে কোনো মা*গি*র বাচ্চা অন্যায় করার সাহস পাবে না । বর্তমান সরকারের পদত্যাগ চাই । এ সরকার যতদিন থাকবে ততদিন হাজার ও শিক্ষার্থীর জীবন যেতেই থাকবে। সরকার এসবই চাচ্ছে দেশ টাকে আতঙকে রাখতে । যদি লড়াই করতেই হয় এমনভাবে লড়তে হবে যেন কেউ অন্যায় করার সাহস না করতে পারে । অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই, সকলে এক হই। দেশকে দূর্নীতি মুক্ত করার শপথ নেই।

· কথা পরিষ্কার,কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না
15/07/2024

·
কথা পরিষ্কার,
কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না

15/07/2024

যৌক্তিক দাবি আদায়ে র*ক্তা*ক্ত হতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।একজন শিক্ষার্থী হিসেবে ধিক্কার জানাই

07/04/2024

নলো পুদিনা

26/03/2024

এ কেমন মৃত্যু.!🥲😅

Address

Rangpur
5700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Á S Í F Akondo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share