Reajul Islam Ripon

Reajul Islam Ripon I'm Reajul Islam Ripon. I want to help everyone, May Allah helps me, please pray for me.

(3)

18/11/2024

#আলহামদুলিল্লাহ। 💞
➡️ আপনারা অবগত আছেন যে, "মানব সেবায় আমরা সংগঠনের" প্রতিনিয়ত অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেকেই অবগত আছেন যে, অসহায় ছয়ফাল এর স্ত্রী ও ওনার মেয়ের অপারেশনের হয়েছেন, ওনাদেরকে দেখতে ও সমস্ত ওষুধ ও সংগঠনের সামর্থ অনুযায়ী অনুদান প্রদানের জন্য "মানব সেবায় আমরা সংগঠনের" সদস্যগণ উনাদের বাসায় গিয়েছিলেন ।।

🤲🤲 সবাই ওনাদের জন্য দোয়া করবেন মহান রব যেন অনাদেরকে সুস্থতা দান করেন ও যারা সহযোগিতা করেছেন তাদের দানকে কবুল করেন আমিন।।

08/11/2024

আসসালামু আলাইকুম।
প্রিয় মানব প্রেমী সহযোদ্ধাগণ।
আপনারা অবগত আছেন যে, "মানব সেবায় আমরা সংগঠনের" পক্ষ থেকে অসহায় মরিচা ও তার বাচ্চা , চিকিৎসার সমস্থ ব্যয় বহন করা হয়েছে। অসহায় মরিচা ও তার বাচ্চা ভালো আছেন। আলহামদুলিল্লাহ 💞💞

🤲 মহান রব যেন উক্ত কাজে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে এমন অসহায় মানুষদের সহযোগিতা করেছেন তাদের নেক হায়াত দান করেন (আমিন)।

31/10/2024
30/10/2024

🔴 LIVE চলছে......
আলোচক: রফিকুল ইসলাম মাদানী।

12/10/2024
👉👉 সর্বনাশ, ভাবা যায়! আমাদের উন্নয়ন নয়, উন্নতির ছোঁয়া লেগেছে। এইবার লেখাপড়ার গোষ্ঠি উদ্ধার করবে রে ভাই!!!!🤷এমন আজগু...
10/10/2024

👉👉 সর্বনাশ, ভাবা যায়! আমাদের উন্নয়ন নয়, উন্নতির ছোঁয়া লেগেছে। এইবার লেখাপড়ার গোষ্ঠি উদ্ধার করবে রে ভাই!!!!
🤷এমন আজগুবি সিদ্ধান্ত যে কথা থেকে আসে আল্লাই জানেন!!!!!!

🇧🇩🇧🇩 শিক্ষা ব্যবস্থায় এবার গোল্লায় যাবে, আপনারা কি বলেন????

🙈 মাথার উকুন দেখার দিন শেষ, ব্রডব্যান্ডের বাংলাদেশ।
🤷🤷 শিক্ষা ব্যবস্থা উঠবে চাঙ্গে, ম্যাডামরা শিক্ষা দিবে ঢঙ্গে ঢঙ্গে!!!

📝🇧🇩🇧🇩 এর তীব্র নিন্দা জানাচ্ছি।।।।

🔴 আজ আপনি সাহসী,বজ্র কন্ঠে চিৎকার করে বলেছেন, আপনি দেশ প্রেমিক!তোয়াক্কা নেই ম্যাজিস্ট্রেসি চাকুরীর। 🔴 দেশ প্রেমিক  আপনি ...
08/10/2024

🔴 আজ আপনি সাহসী,বজ্র কন্ঠে চিৎকার করে বলেছেন, আপনি দেশ প্রেমিক!তোয়াক্কা নেই ম্যাজিস্ট্রেসি চাকুরীর।

🔴 দেশ প্রেমিক আপনি হতেই পারেন।
বাংলার বাঘিনী আপনি হতেই পারেন।

♥🟢 তবে সেদিন যদি একটু সাহসী হতেন।
বলেন তো কোনদিন?
যেদিন রাতে ব্যালটে সিল মারার আদেশ পেয়েছিলেন।

তবে সেদিন যদি একটু সাহসী হতেন।
বলেন তো কোনদিন?
যেদিন পুলিশ দিয়ে নিরহ, নিরাপরাধ মানুষদের জেলে ভরে দেয়ার আদেশ পেয়েছিলেন।🟢

তবে সেদিন যদি একটু সাহসী হতেন।
বলেন তো কোনদিন?
যেদিন একজন মেধাবীকে চাকুরী না দিয়ে আপনাকে চাকুরী দিয়োছিলো সেদিন।🔴

06/10/2024

জীবণে সুখে থাকার দুটি উপায় আছেঃ

১। তাকে ক্ষমা করে দাও যাকে
তুমি ভূলতে পারবে না।

২। ভুলে যাও তাকে যাকে তুমি
ক্ষমা করতে পারবে না।।®

🙋🙋 আজ বিশ্ব শিক্ষক দিবসে, শিক্ষার পথপ্রদর্শক সকল শিক্ষকদের জানাই ৫ ই অক্টোবর-২০২৪ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🤲🤲 ভালো...
05/10/2024

🙋🙋 আজ বিশ্ব শিক্ষক দিবসে, শিক্ষার পথপ্রদর্শক সকল শিক্ষকদের জানাই ৫ ই অক্টোবর-২০২৪ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🤲🤲 ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষকগণ, দোয়া করি মহান রব যেন সকল শিক্ষকদেরকে উত্তম হেফাজত করেন (আমিন)

02/10/2024

আলহামদুলিল্লাহ্ ।💞
অসহায়দের পাশে সব সময়ই Manob Sebay Amra মানব সেবায় আমরা সংগঠন আছেন এবং থাকবেন (ইনশাআল্লাহ্)
সবই দোয়া করবেন মহান রব যেন এমন কাজ গুলো করার তৌফিক দান করেন। উক্ত কাজে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে যে মানুষ গুলো সহযোগিতা করেন মহান রব যেন তাদের সুস্থ রাখেন (আমিন)।

আলহামদুলিল্লাহ💞💞“একজন রক্তদানকারী, নিঃসন্দেহে সে পরোপকারী”এক ব্যাগ  #রক্ত শুধু এক ব্যাগ রক্ত নয়, এটি  #একটি জীবন বেঁচে ...
14/09/2024

আলহামদুলিল্লাহ💞💞
“একজন রক্তদানকারী, নিঃসন্দেহে সে পরোপকারী”
এক ব্যাগ #রক্ত শুধু এক ব্যাগ রক্ত নয়, এটি #একটি জীবন বেঁচে থাকার অবলম্বন “ ।

"মানব সেবার ফেরিওয়ালা বন্ধুবর ও রক্ত যোদ্ধা Islam একজন ক্যান্সার রোগকে ( A+) লালভালোবাসা (রক্ত) দান করলেন (আলহামদুলিল্লাহ্‌)।

তোর জন্য দোয়া ও ভালোবাসা রইল বন্ধু।💕💌💞
🤲🤲 মহান রব যেন প্রিয় বন্ধু ও রোগিকে সুস্থতা দান করেন (আমিন)।

খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে , বাংলাদেশের ইলিশ বাঙালি জাতিরা ১৫ বছর থেকে ৯০ভাগ মানুষ খেতে পারেনি!!!। ভারতে যখন ইলিশ দেয় ...
07/09/2024

খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে ,
বাংলাদেশের ইলিশ বাঙালি জাতিরা ১৫ বছর থেকে ৯০ভাগ মানুষ খেতে পারেনি!!!।
ভারতে যখন ইলিশ দেয় ৬০০ টাকা কেজিতে আমরা তখন বাংলাদেশে ইলিশ ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে ।

এখন আমাদের একজন অভিভাবক বলেছে বাঙালি জাতি আগে ইলিশ খাবে তারপরে রপ্তানি ।

আমাদের দাবি আমাদের দেশের ইলিশ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি হতে হবে।

#সবাই_এরকম_করে_আওয়াজ_তুলি ,
পোস্ট করি।
ইনশাআল্লাহ এতে করে সবার জন্য ইলিশ কিনার ক্ষমতা ভিতরে আসে পড়বে 💞

06/09/2024

কখনো আশা ছাড়বেন না। মনে রাখিয়েন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।
Never give up hope. Allah is the best of planners.

অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।
02/09/2024

অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত।
নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।

01/09/2024

আলহামুলিল্লাহ।💝
#মহব্বত_খাঁ_উচ্চ_বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৩ দফা দাবি স্কুল কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করে নিয়েছেন।

🤲 মহান রব যেন আমাদেরকে শিক্ষকদের সম্মানের মাধ্যমে সকল কাজ গুলো সমাধান করার তৌফিক দান করেন (আমিন)

01/09/2024

#মহব্বত_খাঁ_উচ্চ_বিদ্যালয়ের চলমান সমস্যা নিরসনের লক্ষ্যে সবাই একত্রিত হ্য়েছি আলহামদুলিল্লাহ।

🤲🤲 মহান রব যেন আমাদেরকে সকল সমস্যার সমাধান করার তৌফিক দান করেন (আমিন)।

আলহামদুলিল্লাহ্ ।💞
31/08/2024

আলহামদুলিল্লাহ্ ।💞

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Reajul Islam Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reajul Islam Ripon:

Videos

Share