13/12/2024
আমরা 90's এর কিড যারা, তারা কপাল গুনে বাপ মা পাইছিলাম মাশ আল্লাহ। 🤩💗
যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 🥱🥱।
ছেলে মেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে হাত পাখার বারি 🙄🙄।
আর "মাই লাইফ, মাই রুলস" এর প্রতিউত্তরে তারা বলতো- "তোর গাল, আমার জুতা" 🤦♀️🤦♀️।
তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো স্যান্ডেল, যেটা তারা যেখানে সেখানে, যত্রতত্র ভাবে প্রয়োগ করতো 😷😷।
যাদের কাছে পোলাপানের এক্সাম, রেজাল্ট, মার্কশীট, ক্লাস এটেন্ডেন্স এসব নিয়া কোন টেনশন ছিল না, শুধুই টেনশন ছিল চিল্লায় পড়লে রান্নাঘর থেকে পড়া শোনা যাবে কিনা 🤷♀️🤷♀️।
তারা এতোটাই সহজ সরল ছিল যে, তাদের পোলাপান বাহিরে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মাইর দিতো। যেন নেক্সট টাইম ওখানে আর না যাই 😄😄।
তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মাইর দিতো 😂😂😂।
আমরা 90's কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকত না, কারন আমাদেরকে টিফিন বাবদ রুটি-আলু ভাজি ব্যাগের ভিতর দিয়ে দেয়া হইতো 😬😬।
এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার, সিলেট বা দেশের বাহিরে যায়, আমরাও যাইতাম। বাট ডেস্টিনেশন সবসময়ই সেম, মামার বাড়ি 😞😞।
আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বারির ভয়ে।🥺🥺
আমরা মুখে যতোই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হইতে চাইতাম, আব্বা আম্মার সমান বড়। ঠিক যতোটা বড় হলে আর কারো মাইর না খাওয়া লাগে। 😁😁
সান্জুর ব্লগ-Sanju's Blog