MK MEDIA

MK MEDIA New Islamic gojol video upload

05/01/2025
05/01/2025

কাল লাশ হয়ে কাঁধে
উঠার আগে,
আজ পায়ে হেটে
নামাজে যাওয়া উত্তম।

02/01/2025

নাবী (সা) বলেছেন:

"যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করবে, তাকে আল্লাহ তা'আলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন; যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়।"

- [মুসলিমঃ ১৯০৯; রিয়াদুস স্বা-লিহীনঃ ৫৮]

02/01/2025

আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুযায়ী (রা) হতে বর্ণিত যে,

"জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসূল (সা) এর খিদমতে হাজির হল। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিলো। সে বললে, 'হে আল্লাহর রাসূল! আমি দন্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে আপনি শাস্তি দিন।'

সুতরাং আল্লাহর নবী (সা) তার আত্মীয়কে ডেকে বললেন, "তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো।"

সুতরাং সে তাই করলো (অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল (সা) এর নিকট নিয়ে এলো)।

আল্লাহর নবী (সা) তার কাপড় তার (শরীরের) উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন।

অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন।

অতঃপর তিনি তার জানাযার সালাত পড়ালেন।

উমার (রা) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা)! আপনি এই মেয়ের জানাযার সালাত পড়লেন, অথচ সে ব্যভিচার করেছিলো?

তিনি বললেন, '(উমার! তুমি জানো না যে) এই স্ত্রীলোকটি এমন বিশুদ্ধ তাওবা করেছে, যদি তা ৭০টি লোকের মধ্যে বন্টন করা হত তা তাদের জন্য হতো। এর চেয়ে কি তুমি কোন উত্তম কাজ পেয়েছে যে, সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল?"

- [মুসলিমঃ ১৬৯৬; তিরমিযীঃ ১৪৩৫; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৩]

01/01/2025

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা) কে বলতে শুনেছিঃ

"আল্লাহর কসম! আমি প্রত্যহ ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি।"

- [বুখারীঃ ৬৩০৭; রিয়াদুস স্বা-লিহীনঃ ১৪]

31/12/2024

সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে পরস্পরকে সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনের বিষয়ে সাহায্য করো না।”
-সূরা মায়িদা: ২

31/12/2024

নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ।”-আল-ইসরা: ২৭

31/12/2024

রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
“আমার উম্মতের কিছু লোক থাকবে,
যারা ব্যভিচার, রেশমী বস্ত্র, মদ ও
বাদ্যযন্ত্রকে হালাল বলে গ্রহণ করবে।”-
(বুখারি: ৫৫৯০)

31/12/2024

আব্দুল্লাহ ইবনু উমার (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

"একদিন (রাসূলুল্লাহ সা.) আমার দেহের কোন এক অংশে ধরে বললেন, তুমি (এমনভাবে) আল্লাহর ইবাদাত কর যেন তুমি তাকে দেখছ এবং দুনিয়াতে প্রবাসী কিংবা মুসাফিরের ন্যায় জীবনযাপন করো।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ১৪৭৩]

30/12/2024

আবু যার (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত:

"সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।"

- [ইবনু হিব্বান, আস-সহীহাঃ ১৪৯০]

30/12/2024

জাবির (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেন:

"তোমরা কবীরা গুনাহ হতে বেঁচে থাকো, (লোকদেরকে) পথ দেখাও এবং সুসংবাদ দাও ।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ৮৮৫]

30/12/2024

উমার ইবনুল খাত্তাব (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত:

"একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার তিনজন এবং চারজনের জন্য যথেষ্ট। আর চারজনের খাবার পাঁচজন এবং ছয়জনের জন্য যথেষ্ট।"

- [বুখারী, মুসলিম, তিরমিযী, আস-সহীহাঃ ১৬৭৬]

30/12/2024

আনাস (রা) হতে মারফূ সূত্রে বর্ণিত:

"কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যদি তা যথাযথ ভাবে আদায় করা হয়, তাহলে তার আমল যথার্থ বিবেচিত হবে। আর যদি সালাত বিনষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ১৩৫৮]

30/12/2024

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"দুটি কালিমাহ আছে, যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ। দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দুটি হচ্ছে) 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম'।

- [বুখারীঃ ৬৪৬; বুলুগুল মারামঃ ১৫৬৮]

30/12/2024

রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"হে আব্দুল্লাহ ইবনু কাইস। আমি কি তোমাকে এমন একটি কথার সন্ধান দেব না যে কথাটি জান্নাতের রত্ন ভান্ডার ? তা থেকে একটি রত্নভান্ডার হলো 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'।"

- [বুখারীঃ ২৯৯২; মুসলিমঃ ২৭০৪]

30/12/2024

রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"যে লোক প্রতিদিন একশতবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।"

- [বুখারীঃ ৩২৯৩; ইবনু মাজাহঃ ৩৭৯৮; তিরমিযীঃ ৩৪৬৬]

30/12/2024

রাসূলুল্লাহ (সা) বলেছেন:

"কোন মানবমন্ডলী কোন মজলিসে বসে তাতে আল্লাহর যিকির করলে আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ছেয়ে ফেলেন ও আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলেন। আর আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মধ্যে তাদের সুখ্যাতি বর্ণনা করেন।"

- [মুসলিমঃ ২৭০০; তিরমিযীঃ ১৪২৫]

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when MK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share