WA LI D

WA LI D Follow my page

হারপিক দিয়েও ট্রাই করতে পারো😆
08/01/2025

হারপিক দিয়েও ট্রাই করতে পারো😆

শুভ সকাল🌄
08/01/2025

শুভ সকাল🌄

কালো ফোঁটা কয়টা!🥸
07/01/2025

কালো ফোঁটা কয়টা!🥸

26/12/2024
20/12/2024

একজন পরহেজগার স্ত্রী স্বামির জন্য ইহকালীন সুখ ও পরকালীন মুক্তির সহায়ক💗❤️‍🩹

অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও যে নারী শক্ত করে হাত ধরে থাকবে, সফলতার পরে সেই নারী পুরুষের সত্যিকার ভালোবাসার স্বাদ পাবে!'🔗❤️🌸
16/12/2024

অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও যে নারী শক্ত করে হাত ধরে থাকবে, সফলতার পরে সেই নারী পুরুষের সত্যিকার ভালোবাসার স্বাদ পাবে!'🔗❤️🌸

14/12/2024

কবি হেলাল হাফিজ মারা গেছেন নিঃসঙ্গ অবস্থায়।

মরে ওয়াশরুমে পড়েছিলেন।

এই নিঃসঙ্গ মৃত্যুটা এক হিসেবে উনারই চয়েজ ছিলো। সেই যে হেলেনকে ভালোবাসলেন। আর কাউকে ভালো বাসতে পারলেন না।

বিদায়, প্রেমের কবি, দ্রোহের কবি, হেলাল হাফিজ।

আপনার এই নিঃসঙ্গ মৃত্যু আমাদের শিখিয়ে গেল, তুমুল ভালোবাসা মানুষকে নক্ষত্রের চেয়েও নিঃসঙ্গ বানাইয়া দেয়!!

01/12/2024

ভেবেছেন কি🤔
যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন !!😅
শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেতো !!ছেড়ে দিলে তো দিয়েই দিলেন, তাহলে আর কিছুই করার থাকে না... কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো বানিয়ে নেয়ার জন্য... মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না !!যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট হলেও মানিয়ে নিন...😅
অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক... বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে... এটুকুই বা কয়জন গর্ব করে বলতে পারে !!ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না... আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না... কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে... 😅
যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাৎ রইলো না !!একটু এদিকওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না... কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেয়া জানতে হয়... 😅
ধৈর্য ধরতে হয় !!ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না... ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে তার মনের মতো করে মানিয়ে চলতে হবে... শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন, জীবন সুন্দর হবে !!এ জীবনে আপনি কাউকেই পারফেক্ট করে পাবেন না... 😅
আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই পারফেক্ট... ভালোবাসতে হয় একটু কমতি দেখে... ভালোবাসতে হয় একটু খুঁত দেখে... পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো !!😅

08/11/2024

আলহামদুলিল্লাহ
জুম্মা মুবারক 💗

07/11/2024

💓💗🌸

06/11/2024

ওগো তোমার আকাস দুটি চোখে
আমি হয়ে গেছি তারা ❤️💗💓

03/11/2024

যে দেশে চেনা জানা মানুষ কেহ নাই,
ইচ্ছা করে তোরে নিয়ে যাই💗🥰

03/11/2024

কেনো রে তোকে পাহারা পাহারা দিল মন🥰💗

09/10/2024

লোকে বলে মানিয়ে নিতে পারলেই বেশ, আর আমি বলি মানিয়ে নিতে নিতেই জীবন শেষ!'🙂

যদি বিজ্ঞানি না হয়ে খেটে খাওয়া মানুষ হতেন🤣🤣
29/09/2024

যদি বিজ্ঞানি না হয়ে খেটে খাওয়া মানুষ হতেন🤣🤣

গ্রামীণ 🫶
27/09/2024

গ্রামীণ 🫶

03/07/2024

সেই আগের তুমিকে অনেক মিস করি! যার সবকিছুতে আমি ছিলাম সবার আগে! প্রতিটা আনন্দ দুঃখ, কাজ, ব্যাস্ততায় প্রাধান্য আমার ছিলো! যার সাথে দিন রাত কাটতো কথা বলে, ঘন্টার পর ঘন্টা পার হত কলে! যাকে দিন একবার কলে না দেখলে হতই না! আজকাল সপ্তাহ মাস যায় দেখা হয় না, আগের মত কথা হয় না! আমি পরিষ্কার বুজতে পারি সে আর আমাকে আগের মত ভালোবাসে না! তাও থাকে ছাড়তে পারি না! তাও চাই সে সুখী হোক, ভালোবাসি ত তাই খারাপ চাইতে পারি না। তবে যেদিন সে বুজবে সেদিন বড্ড দেড়ী হয়ে যাবে!'😊

18/05/2024

ধীরে ধীরে এই ব্যাপারটা স্বীকার করছি যে জীবন সবসময় আমরা যেভাবে চাই সেভাবে যায় না!'🙂

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when WA LI D posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share