Md. Biplob

Md. Biplob its our new page..we will try to give some special and interesting things.,.... give support by foll
(6)

22/08/2024
প্রতারক থেকে সাবধান মূলত  Sr we10j3w একব kotha5 নামক দুইটি পেজ থেকে বুস্ট করা দুইটি পোস্টের  মাধ্যমে এই বোনাসের দাবি করা...
10/08/2024

প্রতারক থেকে সাবধান

মূলত Sr we10j3w একব kotha5 নামক দুইটি পেজ থেকে বুস্ট করা দুইটি পোস্টের মাধ্যমে এই বোনাসের দাবি করা হচ্ছে। সদ্য গজিয়ে ওঠা এই পেজে এখন পর্যন্ত মাত্র ১০-২০ জন ফলোয়ার রয়েছেন। স্পষ্টত, বিকাশ এবং ড. ইউনুসের নামে আর্থিক জালিয়াতির উদ্দেশ্যে এই নতুন পেজ ব্যবহার করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

এসব লিংকের নামে Get-5000-taka.com থাকলেও এখানে প্রবেশ করার পরে দেখা গেল http://78.141.225.16/ ঠিকানায় নিয়ে যাচ্ছে । বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটের মতই ডিজাইনও করা হয়েছে এই ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে ব্যবহারকারীকে উপহার দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরবর্তীতে বিকাশ পেমেন্টের একটি গেটওয়ে থেকে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই ওয়েবসাইটে। এই কাজে শেফালি স্টোর নামের একটি বিকাশ মার্চেন্ট এর আইডি দেখা যাচ্ছে। প্রযুক্তিতে স্বল্পশিক্ষিত ব্যবহারকারীরা বিকাশ থেকে ৫০০০ টাকা বোনাস পাওয়ার আশায় নিজের বিকাশ নাম্বার, পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড জানিয়ে দিলে তাদের একাউন্ট থেকে টাকা চলে যাবে এই গেটওয়েতে।

এই পেমেন্ট গেটওয়ের কার্যক্রম ধাপে ধাপে পরবর্তী স্ক্রিনশট গুলোতে দেখানো হল। উদাহরণসরূপ ফ্যাক্টওয়াচের প্রতিবেদক একটি বিকাশ নাম্বার দিয়ে সেই একাউন্টে ৪২০ টাকা রয়েছে বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে ধাপে ধাপে তাঁর কাছে ট্রানজেকশনের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড এবং সেই একাউন্টের পিন চাওয়া হয়।

প্রযুক্তিতে স্বল্পশিক্ষিত যে কেউ এই পেমেন্ট গেটওয়ের বিস্তারিত না বুঝেই টাকা পাওয়ার আশায় নিজের বিকাশ একাউন্ট এর নাম্বার বা পিন শেয়ার করার মাধ্যমে একাউন্টের টাকা হারাতে পারেন।

বিকাশ এর ভেরিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইটে ডক্টর ইউনুস এর পক্ষ থেকে এমন কোনো অফারের ঘোষণা দেখা যাচ্ছে না। অর্থাৎ, এই অফারটি যে ভুয়া সেটা শতভাগ নিশ্চিত।

প্রসঙ্গত উল্লেখ্য, বিকাশ হল একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, যার ধারক কোম্পানি ব্র্যাক ব্যাংক । এই ব্র্যাক ব্যাংক হল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ, সরাসরি বাংলাদেশ সরকার, কিংবা ড.ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এর সাথে বিকাশ এর কোনো সম্পর্ক নেই ।

ফ্যাক্টওয়াচ তাই এই সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

‘বিকাশ’ সম্পর্কিত আরো কয়েকটি গুজব দেখতে পাবেন এখানে-

বিকাশ কি করোনাকালীন সময়ে কোনো আর্থিক সহায়তা (৩৫০০ টাকা) দিচ্ছে?

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ২১০০ টাকা করে উপহার দিচ্ছে?

১৪ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ১৪০০ টাকা করে উপহার দিচ্ছে?

৭ কোটি গ্রাহক পূর্তিতে ব্যবহারকারীদের ৭৯৯৯ টাকা করে বোনাস দিচ্ছে বিকাশ?

১৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বোনাস দিচ্ছে বিকাশ?

ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে ৭,৯৯৯ টাকা ঈদ বোনাস?

১২ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের ১২,৯৯৯ টাকা বোনাস দিচ্ছে বিকাশ?

ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার টাকা করে “সালামি” দিচ্ছে বিকাশ?

১০ কোটি গ্রাহকপূর্তিতে ব্যবহারকারীদের ৯৯৯৯ টাকা উপহার দিচ্ছে বিকাশ?

সবাইকে বিকাশে পাঁচ হাজার টাকা করে উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী?

বিকাশের ১২ বছর পূর্তি উপলক্ষে ভূয়া অফার

ভুয়া লটারি: পুরস্কারের লোভ দেখিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হচ্ছে টাকা

বিকাশের ১৬ বছর পূর্তি (?) উপলক্ষে ভুয়া বোনাসের ফাঁদ

প্রকাশ: ০৬ জুলাই, ২০২১ ০২:৪২১৬ বছরে পাচার ১১ লাখ কোটি টাকা!অর্থপাচার থামছে না। আমদানি-রপ্তানির সঙ্গে পাল্লা দিয়ে অঙ্কটি ...
02/08/2024

প্রকাশ: ০৬ জুলাই, ২০২১ ০২:৪২

১৬ বছরে পাচার ১১ লাখ কোটি টাকা!

অর্থপাচার থামছে না। আমদানি-রপ্তানির সঙ্গে পাল্লা দিয়ে অঙ্কটি বড়ই হচ্ছে। গত ১৬ বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে অন্তত ১১ লাখ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এই অর্থ ফেরত আনার উদ্যোগও মুখ থুবড়ে পড়েছে। একটি ঘটনায় মাত্র ২১ কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে। কারণ হিসেবে মামলা নিষ্পত্তি না হওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশ্য জিএফআইয়ের তথ্য আস্থায় নিতে রাজি নন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, অর্থপাচারের প্রকৃত চিত্র আরো ভয়াবহ। বর্তমানে এমন অনেক খাতে অর্থপাচার হচ্ছে, যা জিএফআই আমলে নেয় না।

তর্ক-বিতর্কে একে অন্যকে দোষারোপ করতে দেখা যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সব স্তিমিত হয়ে যায়। ওদিকে নীরবে চলতে থাকে বাণিজ্যের নামে অর্থপাচার।

খেলা জমতেছে😊
02/08/2024

খেলা জমতেছে😊

আসিফ মাহতাব স্যারের মুক্তি চাই ✅ ✅ ✅ ✅ ✅
31/07/2024

আসিফ মাহতাব স্যারের মুক্তি চাই





চোরের রাষ্ট্রে বসবাস করছি আমরা।গতকালের খবর যাত্রীবাহী ট্রেন বন্ধে প্রতিদিন লোকসান ৪ কোটি টাকা! তাহলে হিসাব করে দেখা যাচ্...
30/07/2024

চোরের রাষ্ট্রে বসবাস করছি আমরা।
গতকালের খবর যাত্রীবাহী ট্রেন বন্ধে প্রতিদিন লোকসান ৪ কোটি টাকা! তাহলে হিসাব করে দেখা যাচ্ছে সারা বছর রেলসেবা বন্ধ থাকলে লোকসান হবে ৩৬৫×৪=১৪৬০ কোটি টাকা!

অথচ গত ২০২২-২০২৩ অর্থবছরে সারাবছর ট্রেন চালু থাকার পরও লোকসান হয়েছে ১৫২৪ কোটি টাকা।(সূত্র ইত্তেফাক, ১৫/০২/২০২৪)।

অর্থাৎ চালু থাকলেই ১৫২৪-১৪৬০= ৬৪ কোটি টাকা বেশি লস...

রেফারেন্স : লিংক প্রথম কমেন্টে

Credit - Navid

26/02/2024

আমরা মিলাদ উদযাপন ছেড়ে দিয়েছি। অতপর একে-একে ছাড়লাম শবে বরাত, শবে মেরাজ, আশুরা।
সব ছেড়ে আমরা যখন সহিহ সেজে বসলাম
তখন চোখ ফিরিয়ে দেখি নিজ আঙ্গিনায় পালন হচ্ছে ভ্যালেন্টাইন্স , ইস্টার ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার
আমরা আজ ঈদের দিন অলস হয়ে ঘুমাই আর পহেলা বৈশাখে সারা দুপুর রোদে পুড়ে বেহায়াপনা করি। আফসোস আমাদের দৈন্যতার প্রতি
আফসোস আমাদের উদাসীনতার প্রতি।
আল্লাহ আমাদের মধ্যে আবার ইসলামের সোনালী অতীত আর নফল আমলের উৎসব ফিরিয়ে আনুন।

পরবর্তী প্রজন্ম যেনো উৎসব আর সংস্কৃতির দৈন্যতার ফলে ঈমানহারা না হয়ে যায়। দ্বীনের ইসলামের মধ্যে যেনো বেদ্বীনের সংস্কৃতি প্রবেশ না করে।এজন‍্য আমদের ইসলামী সংস্কৃতিগুলো ধরে রাখতে হবে ইনশাআল্লাহ....।কিছু নতুন হুজুর বের হয়েছে বেদআতের দোহায় দিয়ে সব আমল থেকে মানুষকে দুরে সরিয়ে দিচ্ছে।

খেজুরের রস খাচ্ছেন ভালো কথা😃, কিন্তু একটু সাবধানে😱 দেখে শুনে খাবেন। পোস্টটি শেয়ার করে অন্যেকে দেখার সুযোগ করে দিন।
12/12/2023

খেজুরের রস খাচ্ছেন ভালো কথা😃, কিন্তু একটু সাবধানে😱 দেখে শুনে খাবেন।
পোস্টটি শেয়ার করে অন্যেকে দেখার সুযোগ করে দিন।

গ্লিটজযে কারণে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হল“এটা কোনো বিষয় নয়; এর আগেও বাতিল করেছিল। হাই কোর্ট থেকে রায় এনেছি, এবারও তা...
04/12/2023

গ্লিটজ
যে কারণে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হল
“এটা কোনো বিষয় নয়; এর আগেও বাতিল করেছিল। হাই কোর্ট থেকে রায় এনেছি, এবারও তাই করব।”

রাজনৈতিক দলের মনোনীত হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা এবং যথাযথভাবে পূরণ না করায় কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বগুড়ার-১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনয়নে প্রার্থী হন হিরো আলম।

তবে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা দেখেন, হিরো আলম যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ করেননি।

এজন্য তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি বলেন, “দলীয় প্রার্থী হলেও হিরো আলম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র পূরণ করেন। রাজনৈতিক দলের স্থানে হিরো আলম লিখেছেন ‘প্রযোজ্য নহে’। দলীয় মনোনয়নে মূল কপি তিনি জমা দেননি। ফটোকপি দিয়েছেন। এটা একটি বিষয়।”

জেলা রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, “স্বতন্ত্র প্রার্থী হলে আপনার ভোটার তালিকার এক শতাংশ সমর্থনের তথ্য জমা দিতে হবে। উনি সেটিও করেননি। এখানেও আইনের ব্যত্যয় হয়েছে।

“তারপর হিরো আলম তার হলফনামার সঙ্গে সম্পদের আয়-ব্যয় বিবরণী জমা দেননি। এ ছাড়া তার হলফনামা নোটারি পাবলিক করা থাকলেও সেখানে স্বাক্ষর করেননি হিরো আলম।”

এ সময় স্বাক্ষর করার সুযোগ চেয়ে হিরো আলম বলেন, “সম্পদ বিবরণী আছে। সেটা দেওয়া ছিল। উকিল জমা দিতে ভুল করেছে। আর হলফনামায় এখন স্বাক্ষর করে দিচ্ছি।”

কিন্তু সভা কক্ষে উপস্থিত অন্য প্রার্থীরা এটাতে আপত্তি জানান।

তারা বলেন, মনোনয়নপত্রে হলফনামা দেওয়ার বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া। কারণ হলফনামায় লেখার পর একজন সেখানে শনাক্ত করতে হবে। এরপর একজন ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে সেটি ভ্যারিফাই করতে হয়। উনি সেটি অনুসরণ করেননি। এখন হলফনামায় স্বাক্ষর করা সম্ভব না।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে উনি চাইলে আমার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে সোমবার বিকাল ৪টার পর আমাদের রায়ের কপি নিয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।”

হিরো আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “এটা কোনো বিষয় নয়; এর আগেও বাতিল করেছিল। হাই কোর্ট থেকে রায় এনেছি, এবারও তাই করব।”

এর আগে চলতি বছর বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। কিন্তু সেখানেও যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

ওই বাতিলের কারণ ছিল হিরো আলমের এক শতাংশ ভোটার তালিকায় গরমিল। পরে হাই কোর্ট থেকে প্রার্থিতার বৈধতা এনে নির্বাচন করেন।

তবে দুটি আসনেই পরাজয় হয় হিরো আলমের। পরবর্তীতে চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনেও অংশ নিয়েও পরাজিত হন তিনি। হারান জামানত।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

 #জনস্বার্থে_প্রচারিত_সাবধান_হন_সচেতন_করুন।মিথ্যা রূপচাঁদা মাছ চান্দা মাছ থেকে সাবধানআজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্...
06/11/2023

#জনস্বার্থে_প্রচারিত_সাবধান_হন_সচেতন_করুন।

মিথ্যা রূপচাঁদা মাছ চান্দা মাছ থেকে সাবধান

আজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্জের বাজারে একধরনের মাছ বিক্রি হতে দেখা যাচ্ছে, যাকে মৎস ব্যবসায়ীরা রূপচাঁদা মাছ বা চান্দা মাছ অথবা চাঁদা মাছ বলছেন। এই মাছ কোথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে তাঁরা বলছেন, এই মাছ পুকুরে চাষ করা হয়। দামেও অন্যান্য মাছের তুলনায় বেশ সস্তা। তাই গ্রামগঞ্জে মানুষের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে এখন এই মাছ। কিন্তু এই মাছের সম্পর্কে শুনলে আপনি চমকে উঠবেন। এই মাছ মূলত মাংসাশী শ্রেণির। এখন অনেক মৎস ব্যবসায়ীও এই মাছ চাষ করছেন। এই মাছগুলি ধরতে ও মারতে পুকুরে তীব্রমাত্রায় বিষ প্রয়োগ করতে হয়। এরা নাকি মানুষখেকো সেই পিরানহা মাছের জাত। যে জলে এই পিরানহা মাছ হয়, সেখানে নামলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে একজন আস্ত মানুষকে হজম করতে। এই মাছ চেনার উপায় হল, এর সামনের দাঁত অবিকল মানুষের মতো। এই মাছ খেলে ফুসফুস ক্যানসার, ব্রেন ক্যানসার, স্ট্রোক ইত্যাদি রোগ শরীরে দানা বাঁধে। যদি কোনো মৎস ব্যবসায়ী এই মাছ বিক্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক জেল- জরিমানা হওয়ারও বিধান রয়েছে। অথচ সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রশাসনের নাকের ডগায় বসে ব্যবসায়ীরা এই মাছকে রূপচাঁদা বা চাঁদা অথবা চান্দা বলে বিক্রি করে চলেছেন। কাজেই সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই মাছ এলাকায় বিক্রি হতে দেখলে অবিলম্বে ওই মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তাঁদেরও সাবধান করুন।

ইন্জিনিয়ার পলাতক😁😂
15/10/2023

ইন্জিনিয়ার পলাতক😁😂

উদ্বোধন প্রস্তুতি মেট্রোরেল মতিঝিল, সচিবালয় ও ফার্ম ফার্মগেট স্টেশন এর আজকের চিত্র !
09/10/2023

উদ্বোধন প্রস্তুতি মেট্রোরেল মতিঝিল, সচিবালয় ও ফার্ম ফার্মগেট স্টেশন এর আজকের চিত্র !

28/09/2023

Shakib Al Hasaner kach theke aita asha korini😐🖤
Everyone

Hayre fajlamo🤦‍♂️
23/09/2023

Hayre fajlamo🤦‍♂️

বর্তমান বাংলাদেশের অবস্থা
14/09/2023

বর্তমান বাংলাদেশের অবস্থা

Address

Rangpur

Telephone

+8801611941463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Biplob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Biplob:

Videos

Share

Category