HALAL Entertainment

HALAL Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HALAL Entertainment, Video Creator, Rangpur.

31/01/2025

আজ ভোর রাতে আমার এক্স শ্বাশুড়ি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।উনার মৃত্যুর কয়েক ঘন্টা পর উনার খবর পেয়ে উনার সঙ্গী হয়েছেন উনার বড় বোন।মানে তিনিও বোনের মৃত্যুর পরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন(ইন্না লিল্লাহ)।

আমার এক্স হাসবেন্ড কল দিয়ে অনুরোধ করেছেন যেন,উনার মা'কে ক্ষমা করে দিই।বললাম,ক্ষমা করে দিলে যে নিজের প্রতি অবিচার হবে!তারপরও মানবতার খাতিরে ক্ষমা ঘোষণা করলাম।সদ্য মা হারা সন্তানটাকে আর কষ্ট দিতে পারলাম না।

দীর্ঘ আট বছর একসাথে ছিলাম,আমার মায়ের পর উনি প্রথম নারী যাকে মা সম্বোধন করেছিলাম।কিন্তু উনি আর গত হওয়া উনার সেই বোন তাসবিহ হাতে আমার এতো এতো গীবত,অপবাদ করেছেন যে,আমার জীবন জাহান্নামে পরিণত হয়েছিল।উনাদের মৃত্যুর খবরে এক ফোঁটা কান্না ও এলো না আমার,অথচ আমি মানুষটা ভীষণ আবেগী।না চেনা বোনদের কষ্টের পোস্ট পড়েও কেঁদে ফেলি অনেক সময়!জোহরের নামাজের পর যখন মোনাজাত ধরলাম,অমনি অঝোরে কান্না ঝড়ছিল..কিছু সূরা আর দুয়া করে আল্লাহকে বললাম দুই বোনের রূহে পৌঁছে দিও আমার বখশিশ,আমি তাদের ক্ষমা করে দিলাম,তুমিও ক্ষমা করে দিও।যারা আমার জীবন জাহান্নামে পরিণত করেছে,তুমি দেখো তাদের যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে।তুমি তাদের উত্তমরূপে রেখো।তাদের জানিও তারা যে আমিটাকে এত্তো ঘৃণা করতো,সেই আমিটা তাদের জন্য সাওয়াব পাঠিয়েছি!আমার তরফ থেকে তাদেরকে সারপ্রাইজ দিও!তারা দুইবোন হয়তো সারপ্রাইজ পেয়ে বলবে,যে মানুষটাকে এতো কষ্ট দিলাম,আজ সে কি-না আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস হাদিয়া দিল!!!খুব অবাক হবে তাই না উনারা?ইয়া রাব্বি,আমি চাই তারা অবাক হোক,বিস্মিত হোক,আবেগে আপ্লুত হোক,ভালো থাকুক।আমি সবসময় উনাদের জন্য সাওয়াব পাঠিয়ে উনাদের সারপ্রাইজ দিব ইন শা আল্লাহ!!!!

৩১.০১.২০২৫
সারপ্রাইজ

27/01/2025

একজন শায়েখ বললেন, তিনি নিয়ত করেছিলেন দু'টি বিয়ে করবেন, একজন রেগে গেলে অন্যজন ভালোবাসবে!
কিন্তু রাতে স্বপ্নে দেখলেন, বিয়ে দুটিই করেছেন। একজন খুঁটিতে বেঁধে রেখেছে আরেকজন পিটাচ্ছে!🥹

সংগৃহীত~

এগুলো কি হবে বলুন তো দেখি!🧅এখন পেয়াজের দাম কম। চাইলে এভাবে কেটে রোদে শুকিয়ে, ব্লান্ডারে ব্লান্ড করে রাখতে পারেন।সুপারশপ ...
17/01/2025

এগুলো কি হবে বলুন তো দেখি!🧅

এখন পেয়াজের দাম কম। চাইলে এভাবে কেটে রোদে শুকিয়ে, ব্লান্ডারে ব্লান্ড করে রাখতে পারেন।
সুপারশপ গুলোতে অনিয়ন পাওডার এর দাম শুনলে আকাশ থেকে পড়বেন। এগুলো বাইরে অনেকদিন ভালো থাকে, নরমাল ফ্রিজে তো আরো অনেক বেশিদিন ভালো থাকে। আর ডিপ ফ্রিজে রাখলে তো কথায় নেই।

17/01/2025

একটা জীবন কাইটা যায় ঘর খুঁজতে খুঁজতে। এরপরে উপলব্ধি হয়, নিজের ঘর বলতে এক 'কবর' ছাড়া আর কিছু আসলে জোটে না।।
এরপর আমলের দৈন্যতায় সেই ঘরটাও হারায়া যায়। কী নিদারুণ কৌতুক নিজের সাথে নিজের।

Farheen Al Munadi

13/01/2025

বিয়ের পর একটা মেয়ে যে ঘরে যায়, হোক তা শ্বশুরবাড়ি কিংবা নিজের আলাদা ঘর, সেখানে যদি সে সাচ্ছন্দ্যে থাকতে না পারে, পদে পদে তার দোষ ধরা হয়, কাজের ভুল ধরা হয়, তার নামে বিচার বসানো হয় তবে সে যাবে কই?

বিয়ের পর সে যে ঘরে আসল সেটা তো তার নিজেরই ঘর হওয়ার কথা ছিল। সেখানে তো তার ভুল ধরা হবে না বরং সংসারের কাজকর্ম শিখিয়ে দেওয়া হবে। দোষ ধরা হবে না বরং আমল আখলাক উন্নত করার তালিম দেওয়া হবে। বিচার বসানো হবে না বরং তার আয়েব গোপন রাখা হবে।

আমাদের প্রত্যেকেরই উচিৎ হিকমা অর্জন করা, নিজের আখলাক উন্নত করা, পরের হকের ব্যপারে সাবধান হওয়া, পারিবারিক তারবিয়াতের ব্যপারে জানা, সবার সাথে আমার আচরণ কেমন হবে তা জানা।

11/01/2025

আজ তুমি ধনী হতে পারো, কিন্তু আগামীকাল তুমি সবকিছু হারিয়ে ফেলতে পারো, এর কোন নিশ্চয়তা নেই।

তোমাদের ধন-সম্পদ, যশখ্যাতি সব আল্লাহর দান, আর তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন।

সুতরাং, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছে তা নিয়ে অহংকার করো না।

নিজের মেধা, নিজের জ্ঞান, আল্লাহর দেয়া হালাল সম্পদকে কাজে লাগান, অভাবীকে সাহায্য করুন এবং তার সাহায্যে এগিয়ে আসুন যাকে আপনার দরকার।

মনে রাখবেন, আপনি মারা গেলে আপনার রেখে যাওয়া টাকা পয়সা সাথে নিতে পারবেন না, কিন্তু আপনার সৎ কর্মগুলো আপনার সাথে থাকবে, থাকবে আপনার আমলনামায়। কবরে আপনার রূহের ঠিকানা হবে তখন ইল্লিনে...

"তোমার ধনসম্পদ ও সন্তান-সন্ততি একটি পরীক্ষা মাত্র।" (সূরা আত-তাগাবুন, ১৫)

08/01/2025

প্রিয় শায়েখ Mizanur Rahman Azhari আপনি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছেন। এই দেশ কখনো আপনার যোগ্যতার যথাযথ মূল্যায়ন দিতে পারবে না। বাইরের দেশে আপনি মাথা উঁচু করে বাঁচেন,,কত সম্মান আপনার অথচ এটা আপনার মাতৃভূমি এই দেশে আপনাকে বিনা দোষে কাফের মুনাফিক ট্যাগ দেওয়া হচ্ছে। আপনার ছবি নিয়ে ব্যাঙ্গ করা হচ্ছে। আপনার জনপ্রিয়তা আপনার কাল হয়ে দাঁড়াল! আসলে দোষটা কার জানেন? দোষটা যে আপনার মাহফিলে ২৫/৩০ লাখ মানুষ আসে শুধু আপনাকে দেখার জন্য আপনার আলোচনা শোনার জন্য। আর এই জনপ্রিয়তাই আপনাকে সমালোচনার পাত্র বানিয়ে দিলো। আপনাকে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে দিচ্ছে। যে মানুষ মাহফিলে হাজার হাজার মানুষের সামনে নবীজী (সাঃ)কে নিয়ে বলতে গিয়ে অঝোরে কান্না করে সে মানুষ কিভাবে নবীজী (সাঃ) কে নিয়ে খারাপ কথা বলতে পারে আমার বুঝে আসে যায় না

[৫/৬ বছরের আগের ভিডিও নিয়ে মাতামাতি শুরু করেছে] ইংরেজি শব্দ চয়ন নিয়ে সমস্যা হয়ে দাড়িয়েছে,} ঘটনা শুরু হয়েছিল গতবার যখন তিনি এসেছিলেন দুইজন হুজুর তার সাথে দেখা করার পরে আবার লাইভে এসে তার ভক্তদের সামনে নতুনভাবে করে কালেমা পড়েছিল তখন থেকে বুঝেছিলাম আপনাকে আরো পচানো হবে! আরো অসম্মান করা হবে।

তিনি একজন আলেম তার রাসূলের প্রতি ভালোবাসা কোন অংশে কম নয় আল্লাহ ভালো জানেন তিনি তাকে কত ভালোবাসেন,কত সম্মান করেন,,,,তবে কিছু কিছু মানুষ যারা তার সমালোচনা করছে তার নামে কথা বলার যোগ্যতা কতটুকু এটাই বুঝি না,,,,আল্লাহ আমাদের হেদায়েত দান করুক

যে মানুষ হাজারো যুবক যুবতীর পরিবর্তনের কারণ সে কিভাবে মুনাফিক হয়?আপনার মূল্য কখনো বুঝবে না এই দেশ। আমরা লজ্জিত শায়েখ আমাদের মাফ করে দিয়েন 💔

31/12/2024

হাসান বাসরি রহঃ বলেন,
দিনের বেলার পাপ একজন মুসলিমকে রাতের তাহাজ্জুদ আদায় এর সম্মানলাভ থেকে বঞ্চিত করে।

- বই : কিয়ামুল লাইল

16/12/2024

স্ত্রী'কে কখনো ব্যস্ততা দেখাতে নেই।
শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না, এ ভারী অন্যায়।

অফিসে কিংবা কাজের যতই চাপ থাকুক না কেন, অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একবার ভেবে নিন, মানুষটা আপনার খোঁজ নিতেই কল করেছে।

বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি মনে হয় না দীর্ঘক্ষণ কথা বলে মুঠোফোনে, বলার প্রয়োজনও নেই। একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজে ব্যাঘাত ঘটে বলে আমার মনে হয় না।

কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মিণীকে যে ব্যস্ততা দেখাচ্ছেন, তাও কিন্তু একপ্রকার অবহেলা!

একটা ব্যপার খেয়াল করে দেখবেন; যেদিন ভোরে ঘুম থেকে উঠেই সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন, সেদিন সারাটা দিন আপনাদের দু'জনেরই ভালো দিন অতিবাহিত হবে। দুজনের মন ভালো থাকবে, দুজনের প্রতি দু'জনের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে।

কাজ রেখে সঙ্গীর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে, আপনার কাজের চাপের কারণে কিংবা অজুহাতে আপনি তাকে অবহেলা করছেন-দূরে সরিয়ে রাখছেন।

পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে, তার পরিবারের কারণেই। আর সেই কর্মব্যস্ততার অজুহাতে যদি পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হয়, তাহলে সেই কর্ম দিয়ে আপনি কি করবেন?

মনে রাখবেন;
আপনার সহধর্মিণীর মন যদি ভালো থাকে, তবে আপনি স্বামী হিসাবে তার কাছ থেকে মানসিক এবং শারীরিক সাপোর্ট-দুটোই পাবেন। আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে তাকে যদি মানসিক অশান্তিতে রাখেন, তবে সে আপনাকে কস্মিনকালেও মানসিক কিংবা শারীরিক সাপোর্ট দিতে পারবে না।

জীবন সুন্দর যদি জীবন সঙ্গী টা সঠিক হয়। আল্লাহ সবাই কে নেক জীবন সঙ্গী দান করুক আমিন।

10/12/2024

আমি হারিয়ে গেলে কারো শূন্য লাগে না! অথচ কেউ একটু দূরে গেলেই আমার খারাপ লাগে!❤️

10/12/2024

সিরিয়ার একজন শিক্ষক মিশেল কিলো। যিনি সিদনায়া কারাগারে বন্দী ছিলেন।
একদিন তিনি প্রহরীর মাধ্যমে বন্দীরত একটি শিশুর কক্ষে যাওয়ার সুযোগ পান যেখানে শিশুটি ও তার মা ছিলো। শিশুটির বয়স ছিলো প্রায় পাঁচ বছর। তিনি সেখানে শিশুটিকে একটি গল্প শোনাতে গিয়ে বললেন—

"একটি পাখি ছিলো...."

শিশুটি তখন বললো "পাখি মানে কী?"
মিশেল কিলো বললো "এটি একটি গাছের উপর ছিলো"

শিশুটি তাকে থামিয়ে দিয়ে আবার বলে উঠলো "গাছ মানে কী?"

এবার মিশেল কিলো দুঃখে কান্নায় ভেঙে পড়েন আর প্রহরীকে চিৎকার করে বলেন "আমাকে এখান থেকে নিয়ে যাও"।

09/12/2024

রাষ্ট্রপ্রধান পালিয়ে যাওয়া একটা ট্রেন্ড হয়ে গেছে! 🥴🤷‍♂️😹

30/09/2024

সামিরা এবং সাজিদ নিজেরা বিয়ে করে সাজিদের পরিবার আগে থেকেই সামিরাকে পছন্দ এবং মেনে নেয় কিন্তু বিয়ের পর থেকেই শশুরবাড়িতে ঝামেলার শেষ ছিলো না,
এরপর সামিরাকে নিয়ে সাজিদ ভাড়া বাসায় উঠে, সামিরার পরিবার মেনে না নিলেও মেয়ের জন্য ঘরভর্তি ফার্নিচার পাঠায়।
কিন্তু শেষ পর্যন্ত তাদের সংসারটা টিকেনি কারণ.....
অনেক দিন পর সাজিদের সাথে কথা হয়,
যখন তাদের সম্পর্কের অবনতির কথা জিজ্ঞেস করি।
সাজিদঃ আসলে জানি না কি হইছে ওরে আমার ভাল্লাগতো না, দুজনের মধ্যে সারাক্ষন ঝামেলা লেগেই থাকতো এমনকি হাতাহাতিও হতো একদিন আর না পেরে থাপ্পড় মারি, তখন বলছিলাম ❝তোরে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভূল ছিলো, তার চেয়ে যদি সিনহাকে বিয়ে করতাম ভালো হতো, ও যেমন তোর চেয়ে রুপেগুনে এগিয়ে তেমন ভালো মেয়ে ওর সাথে বিয়ে হলে অন্তত শান্তিতে থাকতে পারতাম❞
আমিঃ তারপর সামিরা কী বললো?
সাজিদঃ কিছু বলেনি শুধু গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে ছিলো এরপর থেকে সামিরা কিছু বলতো না সব সময় চুপচাপ থাকতো, আমি কিছু বললে শুধু উত্তর দিতো। আর তার কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যায়।
আমিঃ আপনি জানেন মেয়েরা এই একটা জায়গাতে দুর্বল? তারা কখনোই তার স্বামীর মুখে পরনারীর কথা শুনতে পারে না সে যেমনই হোক, যে মানুষটা তার পরিবার ছেড়ে আপনার কাছে চলে আসছে আপনাকে ভালোবেসে আর আপনিই কিনা বলেন ❝তাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিলো❞
মানুষ যখন অতিশোকে কাতর হয়ে যায় তখন সে নিরব থাকে, তার নিরবতা বুঝিয়ে তার কষ্টের গভীরতা। আপনার সাথে হাতাহাতি হোক আর যাই হোক এটা নিশ্চিত ছিলো যে, আপনি তাকে ভালোবাসেন একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু না; সামিরার ধারণা ভুল ছিলো এরপর আর আপনার সাথে থাকার কথা ভাবতে পারেনি। আপনি যদি সামিরার কথা নিরবতা বুঝতেন আজ আপনাদের সুন্দর একটা সংসার হতে পারতো। এত বড় আঘাত না দিলেও পারতেন.....
বি.দ্র. সামিরার বান্ধবী সিনহাকে পছন্দ করতো সাজিদ কিন্তু সিনহা তা জানতো না।
সত্য ঘটনা🙂

17/09/2024

অতিরিক্ত মা ভক্ত পু'রুষগন খুব ভ;য়ানক হয়! এসব পু'রুষদের স্ত্রীরা কোনো কালেই সুখী হয়নি। ভালোবাসুন গর্ভধারিণী মাকে, এবং ততটাই ভালোবাসুন অর্ধাঙ্গিনী জীবন সঙ্গীকে!'🌸
cp

02/09/2024
29/08/2024

ক জালিম তার নাম "আসাদ নূর" কুরআনের পাতা ছিড়ে ফেললো আর সবাই চুপ। প্রতিবাদের কোনো চিহ্নটাও নাই। আমার ইচ্ছা করতেছে রাজপথে নামি।🙂💔

25/08/2024

মাটির দেয়াল খড়ের সে চাল
যায় ভেসে যায় চলে,
থাকবে কোথায় বাড়ির মানুষ
এমন বন্যা হলে!

Address

Rangpur
3451

Website

Alerts

Be the first to know and let us send you an email when HALAL Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HALAL Entertainment:

Videos

Share

Category