31/01/2025
আজ ভোর রাতে আমার এক্স শ্বাশুড়ি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।উনার মৃত্যুর কয়েক ঘন্টা পর উনার খবর পেয়ে উনার সঙ্গী হয়েছেন উনার বড় বোন।মানে তিনিও বোনের মৃত্যুর পরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন(ইন্না লিল্লাহ)।
আমার এক্স হাসবেন্ড কল দিয়ে অনুরোধ করেছেন যেন,উনার মা'কে ক্ষমা করে দিই।বললাম,ক্ষমা করে দিলে যে নিজের প্রতি অবিচার হবে!তারপরও মানবতার খাতিরে ক্ষমা ঘোষণা করলাম।সদ্য মা হারা সন্তানটাকে আর কষ্ট দিতে পারলাম না।
দীর্ঘ আট বছর একসাথে ছিলাম,আমার মায়ের পর উনি প্রথম নারী যাকে মা সম্বোধন করেছিলাম।কিন্তু উনি আর গত হওয়া উনার সেই বোন তাসবিহ হাতে আমার এতো এতো গীবত,অপবাদ করেছেন যে,আমার জীবন জাহান্নামে পরিণত হয়েছিল।উনাদের মৃত্যুর খবরে এক ফোঁটা কান্না ও এলো না আমার,অথচ আমি মানুষটা ভীষণ আবেগী।না চেনা বোনদের কষ্টের পোস্ট পড়েও কেঁদে ফেলি অনেক সময়!জোহরের নামাজের পর যখন মোনাজাত ধরলাম,অমনি অঝোরে কান্না ঝড়ছিল..কিছু সূরা আর দুয়া করে আল্লাহকে বললাম দুই বোনের রূহে পৌঁছে দিও আমার বখশিশ,আমি তাদের ক্ষমা করে দিলাম,তুমিও ক্ষমা করে দিও।যারা আমার জীবন জাহান্নামে পরিণত করেছে,তুমি দেখো তাদের যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে।তুমি তাদের উত্তমরূপে রেখো।তাদের জানিও তারা যে আমিটাকে এত্তো ঘৃণা করতো,সেই আমিটা তাদের জন্য সাওয়াব পাঠিয়েছি!আমার তরফ থেকে তাদেরকে সারপ্রাইজ দিও!তারা দুইবোন হয়তো সারপ্রাইজ পেয়ে বলবে,যে মানুষটাকে এতো কষ্ট দিলাম,আজ সে কি-না আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস হাদিয়া দিল!!!খুব অবাক হবে তাই না উনারা?ইয়া রাব্বি,আমি চাই তারা অবাক হোক,বিস্মিত হোক,আবেগে আপ্লুত হোক,ভালো থাকুক।আমি সবসময় উনাদের জন্য সাওয়াব পাঠিয়ে উনাদের সারপ্রাইজ দিব ইন শা আল্লাহ!!!!
৩১.০১.২০২৫
সারপ্রাইজ