27/10/2023
দেশে এসব হচ্ছে কি, বাজারে যেন আগুন পরছে, যা ইনকাম, তার ডাবল টাকা দিয়েও একদিনের খাবার জুটছে না,,, কেউ কোনো কথা বলে না, যে যেমন পারছে তেমন চলছে,,,,, এভাবে আর কত দিন, কেউ তো কিছু বলুন।।।। আমরা বাঝবো কিভাবে,,,, না খেয়ে মরার সময় এসেগেছে বুঝি,। সবাই সময় থাকতে সচেতন হন,,,,, নয়লে সবাইকে এর দায় টানতে, হবে।।। যারা বড় লোক, হয়তো ভাবছেন তাদের টাকা আছে তাদের কোনো সমস্যা হবে না,।।। কিন্তু ভাই খেতে খেতে রাজার রাজ্বও ফুরিয়ে যায়।।।।। তাই সময় থাকতে সতর্ক হন,,,,,,, নয়লে সামনে যে কি আসতেছে তা দেখার জন্য সবাই তৈরি থাকুন।।।