Study Pulse

Study Pulse I am honest man.

04/09/2023

✅মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য ✅
★জাতীয় স্মৃতিসৌধ: সাভার- সৈয়দ মঈনুল হোসেন
★জাগ্রত চৌরঙ্গী: গাজীপুর চৌরাস্তা-আবদুর রাজ্জাক
★বিজয়োল্লাস: আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার
★বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: মিরপুর, ঢাকা- মোস্তফা হারুন কুদ্দুস

★স্বাধীনতা: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- হামিদুজ্জামান খান
★মুজিবনগর স্মৃতিসৌধ: মেহেরপুর- তানভীর কবীর

★স্বোপার্জিত স্বাধীনতা: টিএসসি সড়ক দ্বীপ, ঢাবি- শামীম শিকদার
★জয় বাংলা জয়তারুণ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল

★অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল্লাহ খালেদ
★সংশপ্তক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-হামিদুজ্জামান খান

★ মুক্ত বাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়- রশিদ আহমেদ
সাবাস বাংলাদেশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুন্ডু

★স্মারক ভাস্কর্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- মর্তুজা বশীর
★চেতনা-৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, সিলেট -মোহাম্মদ ইউসুফ

★রক্তসোপান: রাজেন্দ্রপুর সেনানিবাস-গাজীপুর
★বিজয়'৭১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-খন্দকার বদরুল ইসলাম
★কিংবদন্তী ৭১'এর গণহত্যা ও : মিরপুর, ঢাকা- হামিদুজ্জামান খান

★মুক্তিযুদ্ধের প্রস্তুতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রাসা
★দুর্জয় ভৈরব: ভৈরব, কিশোরগঞ্জ-
★রক্তগৌরব: বদরগঞ্জ, রংপুর
★বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, গুলশান-সুদীপ্ত
★স্মরণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সৈয়দ সাইফুল কবির
Pulse

30/08/2023

মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ থেকে ৪০ তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে:

✅1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
✅2. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
✅3. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
✅4. প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।
✅ 5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
✅6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
✅ 7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর: বীরউত্তম।
✅8. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
✅9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১ টি।
✅ 10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: ১২ বছর।
✅ 11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?
উত্তর: বীর প্রতীক।
✅ 12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
✅13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
✅১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর: অ্যালেন গিনসবার্গ
✅ ১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর: নাটোরে
✅১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
✅ ১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
✅১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
✅১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।
✅২০. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।

সংগৃহীত

25/08/2023

কথায় না,কাজে বিশ্বাসী!!

25/08/2023

বাংলাদেশ
আয়তনের -৯০ তম
জনসংখ্যায় -৮ম
মুসলিম জনসংখ্যায় - ৪র্থ

একনজরে ভারতের চন্দ্র বিজয়...★ ২৩ আগস্ট, ২০২৩ ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩৪ মিনিট...
24/08/2023

একনজরে ভারতের চন্দ্র বিজয়...

★ ২৩ আগস্ট, ২০২৩ ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩৪ মিনিটে)।

★ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম: ইসরো (Indian Space Research Organisation - ISRO)।
প্রতিষ্ঠাকাল: ১৫ আগস্ট, ১৯৬৯;
সদর দপ্তর: ব্যাঙ্গালোর, কর্ণাটক

★ চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফপানি অথবা জমাটবাঁধা বরফ রয়েছে। এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।

★ রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর ৪র্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণকারী এখন ভারত।

★ চন্দ্রযান-৩ এর সফল অবতরণের মধ্য দিয়ে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরু বিজয়ী ১ম দেশ ভারত।

★ গত ১৪ জুলাই, ২০২৩ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।

★ চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’ ; রোভারের নাম ‘প্রজ্ঞান’।

★ ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মত; ওজন ১,৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।

★ প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে গত ১৯ আগস্ট সেটি বিধ্বস্ত হলে ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়।

★ উল্লেখ্য ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত, যদিও তা ব্যর্থ হয়েছিল।

23/08/2023

Right form of verbs Short Note:-
Right form of verbs এর চারটি সহজ
সূত্র:
মাত্র ৫ মিনিট মন দিয়ে পোষ্টটি পড়ে
নিচের চারটি সূত্র পারলেই খুব সহজে
Right form of verbs এ চোখ বন্ধ
করে ৫ এ ৫ পাওয়া যাবে।
Article, peroposition, Right form of verbs, connectors, special words এই পাঁচটা টপিক একদম সহজ
এই ২৫ নাম্বারের মধ্যে ২৫
পেতেই হবে। এখন আসি Right form
of verbs এর চারটি সহজ সূত্র নিয়ে:
আমরা জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating,
going..
6.Infinite form-(to+V1)-to eat,to go..
এবার,
*To Be verb সূমহ:Am,is,are,
was,were,shall be/will be,have
been,has been,shall have been/will
have been.
*To Have Verb সূমহ:Have,has,h
ad,shall have,will have
*To Do verb:Do,Does,Did.
*Model&Semi Model সূমহ:Shall,shou
ld, will,would, can, could,
may,might,must,meed dare,used
to,ought to,am to,are to,is to,was
to,were to,have to,has to,had to
ইত্যাদি।
এতক্ষণ যা দিয়েছি এগুলা একটা ক্লাস
এইটের বাচ্ছাও জানে। তাও তোমাদের
আবার মনে করিয়ে দেওয়ার জন্য
দিয়েছি।এবার আসি মাত্র চার টা সূত্রতে :
সুত্র-১: (Modal Related) অর্থাৎ
প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ
করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have(hear) the name of
SRK
=heard হবে।
খেয়াল করো,উপরের সূত্রতে বলা
হয়েছে Modal+Have থাকলেই V3
হবে। এজন্য Hear এর জায়গায় Heard
হয়েছে। কারন Might হচ্ছে Modal
আর Might এর পরে Have আছে।
2.It can easily be(solve) within
seconds.
=Solved হবে।এটাও সহজ। উপরে
লেখাই আছে। Modal+be verb
থাকলেই V3 হবে।
Can হচ্ছে Modal,এর সাথে be
আছে এজন্য Solve এর জায়গায়
Solved.
3. They must (following) the rules of
behave..
=follow হবে।কারন উপরে বলাই
আছে শুধু Modal থাকলে V1 হয়।
সূত্র-২:(Do,Does,Did সংক্রান্ত)
1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।
উদাহরণ দেখলেই বুঝা যাবে।
1. She did not (phoned) me last
night.
= phone হবে, কারন উপরে বলাই
আছে Do verb থাকলেই V1 হয়। Do
verb কোনগুলা একদম সবার উপরে
দেওয়া আছে। আর Do verb
কোনগুলা এটা একটা বাচ্ছাও জানে।
Do,Does,Did ই হচ্ছে Do
verb..ক্লিয়ার?
2.Have you ever (be) in Dinajpur.
=Been হবে। কারন উপরে বলাই আছে
Have verb থাকলেই V3 হয়। be এর জায়গায়
been..
সূত্র-৩: (preposition)
preposition থাকলেই V1 এর সাথে ing
যোগ হবে।
শুধু একটা preposition এর ক্ষেত্রে
ing হবে না। সেটা হচ্ছে To থাকলে
জাস্ট V1 হবে।
উদাহরণ-
1.To(buy) a pen,she went to New
Market
=buy হবে,কারন উপরে বলাই আছে।
জাস্ট To এর পরে V1 ই হয়,সুতরাং যা
আছে, তাই ই হবে।
2. for (buy) a pen,she went to new.
=buying হবে। কেনোনো
preposition থাকলেই ing হবে। সেটা
আগেই বলে দিয়েছি। for একটি
preposition এটা তোমরা জানো!
এজন্যই ing হয়েছে।
সূত্র-৪:( be verb সংক্রান্ত)
1. To be verb হলে (V1+ing) হবে।
এখানে মনে রাখতে হবে active
voice হলে Sub নিজে verb এর কাজ
করে
2.To be verb+V3, এক্ষেত্রে
Passive voice হলে Sub অলস থাকে।
উদাহরণ দেখলেই ক্লিয়ার হবা।
1.Sugar is(import) from Brazil..
=Imported হবে। কারন এখানে
সাবজেক্ট Sugar অলস। কারন চিনি
ব্রাজিল থেকে আনা হয়। এটা কেউ
আনে। চিনি হেটে হেটে চলে
আসে না। তাই be verb এর V3 হবে।
import এর V3 হচ্ছে Imported.
2. Govt is (import) sugar from Brazil.
=importing হবে। কারন এখানে
সাবজেক্ট নিজে কাজ করে। Govt
সাবজেক্ট। আর Govt নিজে এটা ব্রাজিল
থেকে আনে।
এই হচ্ছে চারটা সূত্র। মূলত এই চারটা
সূত্র পারলেই তোমরা ৫ এ ৫ পাবা।
এছাড়াও জেনে রাখার জন্য বলছি,
**ONU ARE DOGS হলে V1 হয়।
O=Often,N=Normally,U=Usually,
A=Always, R=Regular, E=Everybody,
D=Daily,O=Ocasionaly,G=Generally,
S=Sometimes এগুলা থাকলেই present
form হবে অর্থাৎ V1 হবে। 3rd
person singular হলে S/Es হবে।
উদাহরণ : 1.
They (visited) the place often
=visit হবে, কারন খেয়াল করো, ONU
ARE DOGS এর যেকোনো একটা
এখানে আছে আই মিন Often আছে।
যেহেতু
2. She (attend) my class regularly.
=attends হবে। She 3rd person
singular.
**YALOLALA কিংবা অতীতের কিছু
থাকলেই V2 হয়। YALOLA দিয়ে
Y=Yesterday, A=Ago,
Lo=Longtime, long long ago
LA=Last time,last year..
উদাহরণ : I (see) him last time
=Saw হবে। কারন YOLALA এখানে
আছে দ্যাটস মিন last time আছে।
** JJAYLERS কিংবা এই মাত্র হয়েছে
বললেই V3 অর্থাৎ PP হবে।
JJAYLERS দিয়ে J=Just,J=just
now,A=Already,L=Lately,
E=Even,R=Regularly বুঝায়।
উদাহরণ : I ( Receive) your Sms just
now
=have Received হবে কারন এখানে
Just now আছে। আর আমরা জানি
JJAYLERS থাকলেই V3/PP হয়।
এই হচ্ছে Right form of verbs । মূলত
এই অল্প কয়েকটা সূত্র জানলেই
এখানে ৫ এ ৫ পাওয়া যাবে।
মাত্র ১০ মিনিট মন দিয়ে এগুলা দেখলে
সারাজীবনেও Right form of verbs
ভুল হবে না।
সবাই ভালো করে পড়ো। মন দিয়ে
এভাবে প্রত্যেকটা গ্রামার টেকনিক্যালি
পড়লে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
সারাদিন পড়তে হয় না.........

collected

23/08/2023

#সর্বশেষ আপডেট (Collected)

মোট স্থল বন্দর 25 টি।
#সর্বশেষ স্থল বন্দর- মুজিবনগর (মেহেরপুর)

মোট নদী বন্দর 43 টি
#সর্বশেষ - নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা

সমুদ্র বন্দর - ৩টি
#সর্বশেষ -পায়রা সমুদ্র বন্দর

বিমান বন্দর - 7 টি
#আন্তর্জাতিক- 3 টি (প্রস্তাবিত ৪র্থ কক্সবাজার)

মোট গ্যাসক্ষেত্র- 29 টি
#সর্বশেষ গ্যাসক্ষেত্র -ইলিশা-১, ভোলা

মোট সরকারি বিশ্ববিদ্যালয়- 54 টি
#সর্বশেষ- বগুড়া শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সরকারি মেডিকেল কলেজ -39 টি
#সর্বশেষ -বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, বরগুনা

সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়- 5টি
#সর্বশেষ -শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়,খুলনা

কৃষি বিশ্ববিদ্যালয় - 8টি
#সর্বশেষ -কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়,কুড়িগ্রাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট সমাবর্তন - 53 টি

মোট কমিউনিটি ক্লিনিক সংখ্যা - 14 হাজার 141 টি

ভৌগোলিক নির্দেশক পন্য - 17টি

বিদেশে বাংলাদেশের মিশন রয়েছে - 81 টি
#মোট মিশন আছে - 60 টি দেশে

মোট টিভি চ্যানেল - 49 টি
#সরকারি - 4,বেসরকারি -45

সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা - 26 টি
#সর্বশেষ 2018 সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের অন্তর্ভুক্ত করা হয়।

নিবন্ধিত অনলাইন পোর্টাল 346 টি

22/08/2023
10/08/2023

দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে ঘোষণা হল নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা।

প্রথম প্রথম আমরা ভাবতাম, আমাদের একটা ভালো ক্যারিয়ার দরকার। ভুলটা ইতোমধ্যে ভেঙেছে- আসলে আমাদের ভালো ক্যারিয়ার না, অনেক টা...
09/08/2023

প্রথম প্রথম আমরা ভাবতাম, আমাদের একটা ভালো ক্যারিয়ার দরকার। ভুলটা ইতোমধ্যে ভেঙেছে- আসলে আমাদের ভালো ক্যারিয়ার না, অনেক টাকার দরকার।

জ্ঞানার্জন, ক্রিয়েটিভিটি, সিজিপিএ দিয়ে কি হবে?

দিনশেষে তোমার গরুর দাম যদি লাখ না ছাড়ায়, তার মানে তুমি যথোপযুক্ত সামাজিক স্ট্যাটাস অর্জন করতে পারো নি।

এই জীবনে আসলে কোনো ডেস্টিনেইশনই নাই। সব ওয়ে...

ক্যারিয়ার লাগবে এটাই ডেস্টিনেশন মনে হলেও ক্যারিয়ারটা আসলে টাকা ইনকামের জাস্ট একটা ওয়ে।
সবকিছু যতটা মিনিংলেস, ততটা মিনিংফুল!
মুদ্রার এপিঠ ওপিঠের মত।

সব মানুষ এত মেকি! শুধু প্রকৃতি সত্য!

সেটাও আপনার ছাড়তেই হবে। নিয়ম এটাই।
কেন বাঁচবেন? এক্সাক্ট এন্সার নেই।
কেন মরবেন? এটারো নেই।

বুকে আগলে রাখার প্রতিশ্রুতি দেয়া মানুষগুলার অস্তিত্ব নেই। ওরা হারায়, ওরা আবার অন্যরুপে আসে। আবার হারায়…

জ্ঞানবাণী টাইপ কথা নিয়ে হাজির হয়ে বলবেন "এটাই জীবন।"

হ্যা, আসলে এটাই জীবন। বেঁচে তো আছি....
লাইফে না পাওয়ার দরকার আছে। কোনো কিছুর আশায় কিছু নির্ঘুম রাত কাটাতে হয়, দাঁতে দাঁত চেপে ফাইট দিতে হয়। হাহাকার থেকে এনার্জি নিতে হয়।

এসবের পর আবার নিজেকে ট্র্যাকে ফিরাতে হয়। ডেস্টিনেশন একটাই হতে হবে, এমন কথা নাই।
একটা না হলে আরেকটা হবে। আমাদের বাঁচিয়ে রাখে ডিস-স্যাটিশফেকশনগুলাই ।

না পাইতে না পাইতে একসময় পেয়ে গেলে খুব ভালো লাগে। তখন যদি কেউ এসে জিজ্ঞেস করে- 'Is it worth it?'

মুখ শক্ত করে বলা যায়- 'ওহ ইয়াহ...ড্যাম ইট ইজ।'

09/08/2023

কে কত টাকার সর্বনিম্ন পয়সা/ মুদ্রা ব্যবহার করেছেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এব...
08/08/2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং মৃত শিশুটিকে বোঝা বলে তাকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। ছেলেটি তখন জবাব দেয়, "সে বোঝা নয়, সে আমার ভাই!"

সৈনিকটি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের প্রতীক হয়ে উঠে। এটি তাদের নীতিবাক্য হয়ে যায়- "সে বোঝা নয়, সে আমার ভাই/সে আমার বোন।" (“He’s not a burden, he’s my brother/sister").

যদি সে পড়ে যায়, তাকে উঠান। ক্লান্ত হলে তাকে সাহায্য করুন। যদি তার সামর্থ্য দুর্বল হয়, পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে তবে তাকে আপনার পিঠে নিন,
কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন!

05/08/2023

✅২টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

#আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

#আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

#আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

#আরো ২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

কি শিখলাম:
√ কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√ সাফল্য হল সেরা প্রতিশোধ।

★ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।

★ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,এবং কঠোর পরিশ্রম করুন।

কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না। জয় সুনিশ্চিত, ইংশা-আল্লাহ্।

২০০৯ সালে ঐ পাইলট যে হেলিকপ্টার চালাতো এবং ঐ ক্যামেরাম্যান যে ভিডিও ধারন করতো। মাত্র ১০ বছরের ব্যবধানে ২০১৯ সালে প্রযুক্...
05/08/2023

২০০৯ সালে ঐ পাইলট যে হেলিকপ্টার চালাতো এবং ঐ ক্যামেরাম্যান যে ভিডিও ধারন করতো। মাত্র ১০ বছরের ব্যবধানে ২০১৯ সালে প্রযুক্তির উন্নয়নের কারণে তারা চাকরি হারিয়েছে।

আপনি ২০২৩ সালে যে চাকরি করছেন। হয়তো ২০৩০ সালে সে চাকরির জন্য কোন মানুষের প্রয়োজন পড়বে না।

তাই চাকরিজীবী নয় ব্যবসায়ী হয়ে উঠুন। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগান।

🔹 পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

05/08/2023

গরীব রাজার গল্প!!

Address

Rangpur
5430

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801774547907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Study Pulse:

Videos

Share