Khoborowala News

Khoborowala News Khoborowala News is the new Multimedia news portal in our country Bangladesh. As digital news outlet.

রাজশাহী-১ আসন থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। ভোটে বড় ব্যবধানে প...
08/01/2024

রাজশাহী-১ আসন থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। ভোটে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। ১৫৮টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে দেখা গেছে, মাহিয়া মাহি এই আসন থেকে মোট ভোটের মধ্যে মাত্র ৯ হাজার ৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এই আসন থেকে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

21/12/2023

আকাঙ্ক্ষিত বেরোবির মূল ফটক নির্মাণ কাজ চলছে...

বর্ণিল আয়োজনে বেরোবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন“প্রতিষ্ঠাবার্ষিকীর দীক্ষা-সুষ্ঠু পরিবেশ, মানসম্মত শিক্ষা” শ্লোগানকে ...
12/10/2023

বর্ণিল আয়োজনে বেরোবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“প্রতিষ্ঠাবার্ষিকীর দীক্ষা-সুষ্ঠু পরিবেশ, মানসম্মত শিক্ষা” শ্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে উত্তর জনপদের অনন্য বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর, ২০২৩) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। প্রশাসন ভবনের দক্ষিণ গেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ উপ-উপাচার্য, ট্রেজারার, ডিনবৃন্দ এবং রেজিস্ট্রারকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে ক্যাফেটেরিয়ার সামনে মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা ওড়ানো হয়। এরপর উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে পার্কের মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন।

সকাল ১১টায় স্বাধীনতা স্মারক মাঠে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্র্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয় দিবসের স্মৃতি হিসেবে একটি বৃক্ষরোপণ করেন। বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ নম্বর খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাংতি না থাকলে বিকাশে সেন্ড মানিতে ভিক্ষা নেন তিনি...
21/09/2023

ভাংতি না থাকলে বিকাশে সেন্ড মানিতে ভিক্ষা নেন তিনি...

বাংলা সাহিত্যের দুই নক্ষত্র, বিদ্রোহী কবি  কাজী নজরুল ইসলাম ও পল্লীকবি জসীমউদ্দিন।
23/08/2023

বাংলা সাহিত্যের দুই নক্ষত্র, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও পল্লীকবি জসীমউদ্দিন।

এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন সেতু, নাম 'আর্কাডিকো ব্রীজ'। এটি বর্তমানে গ্রীসের আর্কাডিকোতে অবস্থিত। প্রায় ৩৩০০ বছর পূর্বে ...
10/08/2023

এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন সেতু, নাম 'আর্কাডিকো ব্রীজ'।

এটি বর্তমানে গ্রীসের আর্কাডিকোতে অবস্থিত। প্রায় ৩৩০০ বছর পূর্বে এই সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুটি এখনো এতোটাই সচল যে এর উপর দিয়ে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে।



মিশরের সোহাগ অঞ্চলে প্রত্নতত্ববিদরা সম্প্রতি রোমান যুগের একটি শিশুর মমি খুঁজে পেয়েছেন যা সোনায় মোড়া।
10/08/2023

মিশরের সোহাগ অঞ্চলে প্রত্নতত্ববিদরা সম্প্রতি রোমান যুগের একটি শিশুর মমি খুঁজে পেয়েছেন যা সোনায় মোড়া।



গ্রামের এক জায়গায় গাছের বুকে রেডিও ঝোলানো। সেখানেই খবর শোনার জন্য সমবেত হয়েছে গ্রামের কিশোর-তরুণ-পুরুষেরা। ছবিটি ১৯৫০ এর...
01/08/2023

গ্রামের এক জায়গায় গাছের বুকে রেডিও ঝোলানো। সেখানেই খবর শোনার জন্য সমবেত হয়েছে গ্রামের কিশোর-তরুণ-পুরুষেরা। ছবিটি ১৯৫০ এর দশকে ভারতের এক গ্রামাঞ্চল থেকে তোলা। লোকজন তখন 'অল ইন্ডিয়া রেডিও' চ্যানেলে খবর শুনছিল।

"প্রায় ৭৫ মিলিয়ন বছর আগে উৎপত্তি পাহাড়ের"। থাইল্যান্ডের Phou Sang, Bueng Kan Province এ জঙ্গলের মধ্যে উঁকি মারা এই তিনটি...
31/07/2023

"প্রায় ৭৫ মিলিয়ন বছর আগে উৎপত্তি পাহাড়ের"।

থাইল্যান্ডের Phou Sang, Bueng Kan Province এ জঙ্গলের মধ্যে উঁকি মারা এই তিনটি পাহাড় দূর থেকেই দেখা যায়। যাদের উৎপত্তি ৭৫ মিলিয়ন বছর আগে।

তিনটি পাহাড়কে বলা হয় Hin Sam Wan (Three Whale Rock) বা তিনটি তিমির পাহাড়। এর মধ্যে মা তিমি ও বাবা তিমির পিঠে ওঠা যায় ট্রেকিং করে। কিন্তু শিশু তিমিটি অত্যন্ত দূর্গম।



নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক জায়ে...
23/07/2023

নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি এই অভিনেতাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প এর প্রহরীকে বেঁধে রেখে চুরির ঘটনায় একজন আটক ও মোটর উদ্ধার
13/07/2023

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প এর প্রহরীকে বেঁধে রেখে চুরির ঘটনায় একজন আটক ও মোটর উদ্ধার

(সদ্য সংবাদ)রংপুর মহানগর এবং মেডিকেল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং জেলা স্থগিত।Khoborowala.com
04/07/2023

(সদ্য সংবাদ)
রংপুর মহানগর এবং মেডিকেল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং জেলা স্থগিত।
Khoborowala.com

এমন ছবিও কি আঁকা সম্ভব! ~ হ‌্যাঁ সম্ভব, আর এ‌টি এঁকেছেন রংপুরের পীরগাছার সন্তান, রাজশাহী বিদ্যালয়ের শিক্ষার্থী নূর আলম  ...
26/06/2023

এমন ছবিও কি আঁকা সম্ভব!
~ হ‌্যাঁ সম্ভব, আর এ‌টি এঁকেছেন রংপুরের পীরগাছার সন্তান, রাজশাহী বিদ্যালয়ের শিক্ষার্থী নূর আলম ভাই।

ম্যাজিস্ট্রেটের কাছে তেল খরচ ও খাবারের জন্য টাকা দাবি করায় গাজীপুরের কালীগঞ্জে পাঁচ সাংবাদিককে ৩ মাসের জেল এবং ১০ হাজার ...
14/06/2023

ম্যাজিস্ট্রেটের কাছে তেল খরচ ও খাবারের জন্য টাকা দাবি করায় গাজীপুরের কালীগঞ্জে পাঁচ সাংবাদিককে ৩ মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে!
Khoborowala.com

ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েই এদের দুপুরের খাবারের টাকা চাওয়া লাগলো!!!

বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল পাওয়া গেল মেক্সিকোতে, সামনে আসবে পৃথিবীর অজানা রহস্য?Second Deepest Blue Hole: বিজ্ঞান...
12/06/2023

বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল পাওয়া গেল মেক্সিকোতে, সামনে আসবে পৃথিবীর অজানা রহস্য?

Second Deepest Blue Hole: বিজ্ঞানীদের পক্ষে যে কোনও ব্লু হোল খুঁজে পাওয়া বেশ কষ্টকর। ব্লু হোলগুলিতে পৌঁছানো সহজ নয়, তাই বিজ্ঞানীরা সেগুলি সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারে না। এতে অক্সিজেন কম থাকে এবং সূর্যের আলোও পৌছায় না। এই অবস্থাতেও বিজ্ঞানীরা হাল ছাড়তে নারাজ। 2016 সালে বিশ্বের গভীরতম ব্লু হোল (Deepest Blue Hole) দক্ষিণ চিন সাগরে পাওয়া গিয়েছিল। যার নাম ড্রাগন হোল। এটিকে 980 ফুটেরও বেশি গভীর বলে মনে করা হয়। তার 7 বছর পরে আবারও নতুন একটি ব্লু হোলের আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উপকূলে বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে। চেতুমাল উপসাগরে এই বিরাট গর্তটি প্রায় 900 ফুট গভীর এবং 147,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এই নতুন ব্লু হোলকে কেন্দ্র করে আর কী জানাচ্ছেন বিজ্ঞানীরা?

প্রশ্ন হল ব্লু হোল কী?

ব্লু হোল হল সমুদ্রের নীচে পাওয়া বড় সিঙ্কহোল বা বিশাল গর্ত, যা উপকূলীয় এলাকায় পাওয়া যায়। অর্থাৎ সমুদ্রের মাঝে বা কোনও দ্বীপের আশেপাশে দৈত্যাকার রন্ধ্রকে ব্লু হোল বলা হয়। সমুদ্রের স্বাভাবিক গভীরতার চেয়ে এই ব্লু হোল গুলির গভীরতা অনেক বেশি। ব্লু হোলের শেষ প্রান্ত পর্যন্ত সূর্যালোক পৌঁছয় না। তবুও এতে অনেক প্রবাল, সামুদ্রিক কচ্ছপ এবং হাঙ্গর সহ উদ্ভিদ এবং সামুদ্রিক জীবন রয়েছে। তারা যেন দীর্ঘ সময় ধরে পরিবেশের সঙ্গে বেশ ভালভাবেই খাপ খাইয়ে নিতে পেরেছে। আকাশ থেকে সমুদ্রে চোখ রাখলেও আলাদা করে ব্লু হোলের অস্তিত্ব বোঝা যায়। কারণ ওই সামুদ্রিক রন্ধ্রগুলির উপরের জলভাগকে, আশপাশের জলভাগের চেয়ে বেশি নীল দেখায়। বিজ্ঞানীরা তেমনই একটি বিরাট রন্ধ্রের খোঁজ পেলেন, যা বিশ্বের দ্বিতীয় বড় ব্লু হোল। তবে তারা এখনই এই দ্বিতীয় ব্লু হোল নিয়ে তেমন কিছুই জানাচ্ছেন না বিজ্ঞানীরা।

সমুদ্রের নীচে ব্লু হোল কীভাবে তৈরি হয়?

সমুদ্রের জল চুনাপাথরের সঙ্গে মিলিত হলে ব্লু হোল তৈরি হয়। চুনাপাথরে অনেক ছিদ্র থাকে। তাই জল সহজেই পাথরের মধ্যে প্রবেশ করে। এতে জলের রাসায়নিকগুলি চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে এবং এটি ভেঙে যায়। বিশ্বের অনেক ব্লু হোল বরফ যুগে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। উপকূলীয় অঞ্চলে বারবার বন্যা ও নিষ্কাশনের ফলে শিলা ক্ষয় হয় এবং শূন্যতা তৈরি হয়। তখনও সেই সব হোলগুলি এতটাও গভার ছিল না। কিন্তু পরবর্তীতে সমুদ্রের জলের উচ্চতাও বাড়তে শুরু করে। তখন এই পাথরের কাঠামো জলের নীচে ডুবে যায়। আর তখনই কয়েক জায়গার পাথর ভেঙে সৃষ্টি হয় ব্লু হোল।

Source: TV9 Bangla
Khoborowala.com

উত্তাল নদী ও বন্ধুরাKhoborowala.com
11/06/2023

উত্তাল নদী ও বন্ধুরা
Khoborowala.com

নারী দলে আবারও কালো মেঘের ছায়া!Khoborowala.com
30/05/2023

নারী দলে আবারও কালো মেঘের ছায়া!
Khoborowala.com

সরকারি চাকরি পেলেন মুক্ত সুলতানাKhoborowala.com
30/05/2023

সরকারি চাকরি পেলেন মুক্ত সুলতানা
Khoborowala.com

Address

Park Mor
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Khoborowala News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khoborowala News:

Videos

Share