Riad Vlog

Riad Vlog কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে !🌸


Forsage upline →1524756

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
11/08/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

please follow me....
09/08/2023

please follow me....

02/08/2023

___"𝗔𝗹𝗹𝗮𝗵 একদিন ভাগ্য পরিবর্তন"__

__"করে দিবে" ইনশাআল্লাহ _😊🌺..

01/08/2023

সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ।

01/08/2023

ছোট ইউজার রা ভাই ভাই সবাই সবার
ফলো এবং সাপোর্ট চাই।

01/08/2023

আমরা ছোট ইউজার রা সবাই একটা পরিবারের মতন।
তাই সবাই সবাই কে ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকি ইনশাআল্লাহ আমাদের পেইজ ও একদিন বড় হবে।

01/08/2023

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।

Follow back to back

01/08/2023

ফলো করলে ফলো পাবেন ইনশাআল্লাহ।

01/08/2023

আমপাতা জোড়া জোড়া ফলো হবে উরাদুরা।

01/08/2023

দশের লাঠি একের বোঝা ফলো করলে ফলো পাবেন একদম সোজা।

01/08/2023

ফলোয়ার বাড়াতে চাইলে সবাই ফলো করবেন ইনশাআল্লাহ সাথে সাথে ব্যাক পাবেন
😍💚100%💚😍

01/08/2023

Follow for Follow
Back to Back
⤵️⤵️⤵️

01/08/2023

Please Support
⬇️💁🙏
Riad Blog

-যা আসছে তা গতকালের         চেয়ে আরও ভালো হবে ❤️ 💮👇Please Follow Me
31/07/2023

-যা আসছে তা গতকালের
চেয়ে আরও ভালো হবে ❤️ 💮
👇
Please Follow Me

30/07/2023

আমরা সবাই সবাইকে উপরে উঠতে সাহায্য করি।
📩📩
Blog

30/07/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

✅Follow For Follow ✅

27/05/2023

বাস্তবতা কি জিনিস!!!

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না!

©️সংগৃহীত

14/11/2022
14/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

14/11/2022

হারিয়ে গেছে সেই দিনগুলি🙁🙂
গ্রামে ধান কাটা শেষে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করা😔🥺💔

Address

Paglapir
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Riad Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riad Vlog:

Videos

Share

Category

Nearby media companies