Rezaul Karim Rana

Rezaul Karim Rana একজন আর্দশবান মানুষ হতে চাই, এবং মানুষের কল্যানে যেনো নিজেকে নিয়োজিত রাখতে পারি ইনশাআল্লাহ।
(5)

16/09/2024

#আলহামদুলিল্লাহ!!
আজকে ১৬ই সেপ্টেম্বর রোজ সোমবার
প্রিয় নবী, হযরত মোহাম্মদ (ﷺ) এর জন্মদিন।

14/08/2024
07/06/2024

সৌদি আরবে ঈদ ১৬ জুন বাংলাদেশে ১৭ জুন #আলহামদুলিল্লাহ!!

আল্লাহ তাআলার কি অপরুপ নিয়ামত। #আলহামদুলিল্লাহ!!
06/06/2024

আল্লাহ তাআলার কি অপরুপ নিয়ামত।
#আলহামদুলিল্লাহ!!

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল  রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দি...
29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আমিন🤲🤲🤲

27/03/2024

#আলহামদুলিল্লাহ!!
আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস।
বদরী সাহাবীদের উসিলায় আল্লাহ পাক আমাদের সবাই কে বিনা হিসাবে মাগফিরাত দান করুন 🤲🤲🤲।

 #আলহামদুলিল্লাহ!!! তিস্তা পাড়ের নদী ভাঙ্গা মানুষদেরকে চাল, ডাল ও ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। যা একজন মানুষের পুরো ...
16/03/2024

#আলহামদুলিল্লাহ!!!
তিস্তা পাড়ের নদী ভাঙ্গা মানুষদেরকে চাল, ডাল ও ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। যা একজন মানুষের পুরো একমাস অনায়াসে চলে যাবে।

অনেকেই তো ইফতার সামগ্রী উপহার দেন কিংবা খাওয়ান কিন্তু যে মানুষটা সেহেরি খেতে পায় না সে কিভাবে রোজা রাখবে? এমন কথা চিন্তা করে আমরা প্রতিজনকে ইফতার সামগ্রী দেওয়া পাশাপাশি চাল-ডাল দিয়েছি যাতে পুরো একমাস সেহেরি ও ইফতার করতে পারে।

আপনি দাওয়াত দিয়ে হয়তো একদিন ইফতার করাবেন বাকি ২৯ রোজা কাটবে কি করে? এই ভাবনা থেকেই আমরা পুরো একমাসের ব্যবস্থা করেছি।

যদিও সংখ্যাটা কম তবে যতজনকে দিয়েছি তাদের ৩০ দিনের সেহেরি ও ইফতারের ব্যবস্থা করে দিয়েছি। ইনশাআল্লাহ। আমরা এ বছর ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা মিলে মোট ১০০টি পরিবারকে ১ মাসের বাজার করে দিয়েছি।

একজন শুভাকাঙ্ক্ষী ভাইয়ের আর্থিক সহায়তায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা পাড়ের নদী ভাঙ্গা মানুষদের চাল, ডাল সহ ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

11/03/2024

আলহামদুলিল্লাহ!!
প্রথম তারাবির নামাজ আদায় করলাম। আগামীকাল থেকে সব-কয়টা রোজা রাখবো ইনশাআল্লাহ।

কিছুক্ষণ আগে বিশ্ব বরেণ্য মুফাসসির, ইসলামিক স্কলার  আল্লামা লুৎফর রহমান হুজুর ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল...
03/03/2024

কিছুক্ষণ আগে
বিশ্ব বরেণ্য মুফাসসির, ইসলামিক স্কলার আল্লামা লুৎফর রহমান হুজুর ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
হে আল্লাহ কোরআনের খাদেমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন🤲🤲🤲

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ১ম ধাপের ফলাফল। নীলফামারী জেলা।
20/12/2023

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ১ম ধাপের ফলাফল।
নীলফামারী জেলা।

01/12/2023

আলহামদুলিল্লাহ
৮২৩ বছর পর ডিসেম্বর মাসে ৫টা
শুক্রবার পরেছে।

06/11/2023

ব্রে'কিং নিউজ
জাতিসংঘের ১৩৮ টি দেশ 🇵🇸 ফিলিস্তিনকে🇵🇸 স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে।❤️
আলহামদুলিল্লাহ 🤲🤲🤲

সবাই বলুন তো এখানে আমি কোনটা??🤭🤭বলতে পারলেই👍👍👍
01/10/2023

সবাই বলুন তো এখানে আমি কোনটা??🤭🤭
বলতে পারলেই👍👍👍

28/09/2023

আজ ২৮শে সেপ্টেম্বর
রোজ বৃহস্পতিবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন।

আলহামদুলিল্লাহ্।

চিলাহাটি এক্সপ্রেসেনাটোর টু ডোমার।
05/09/2023

চিলাহাটি এক্সপ্রেসে
নাটোর টু ডোমার।

উত্তর বঙ্গের তিস্তা ব্যারেজ একটি দর্শনীয় স্থান যা হাজারো মানুষের নজর কারে।
04/09/2023

উত্তর বঙ্গের তিস্তা ব্যারেজ একটি দর্শনীয় স্থান যা হাজারো মানুষের নজর কারে।

"শরীরে নানা ধরনের অসুখ জোরের কাজ করতে পারি না। বউ বাচ্চা নিয়ে ভাঙা ঘরে ছিলাম। বৃষ্টি হলে পুরো চাল দিয়ে পানি পরতো, আমাদের...
21/07/2023

"শরীরে নানা ধরনের অসুখ জোরের কাজ করতে পারি না। বউ বাচ্চা নিয়ে ভাঙা ঘরে ছিলাম। বৃষ্টি হলে পুরো চাল দিয়ে পানি পরতো, আমাদের জামা কাপড় আর বাচ্চার বই খাতা ভিজে যেতো। আমি খুব খুশি যে আমার মত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।" - তোফাজ্জল হোসেন

তোফাজ্জল হোসেনের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া ইউনিয়নে। তিনি পেশায় একজন দিনমজুর। তবে ভারি কাজ করতে না পারায় স্থানীয় লোকজন তাকে কাজে নিতে চায় না আর নিলেও স্বল্প মজুরি দেয়।

তোফাজ্জল হোসেন বলেন, "আজকে আমার মত খুশি কেউ নাই, ভাঙ্গা ঘরে খুব কষ্টে ছিলাম সেই সাথে অনেক চিন্তায় ছিলাম ঝড় আসলে বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো। আপনারা আমার সেই চিন্তা দুর করে দিয়েছেন।"

তোফাজ্জল হোসেনের ঘরের জন্য আর্থিক সহায়তা করেছে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই।

#সেভ_হিউম্যান_লাইফ ানুষের_জন্য #ঘর #উপহার #প্রজেক্ট #পরিবর্তন

ডিমলা উপজেলার তিন বাড়ীর নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় গন।অভিনন্দন ও শুভ কামনা রইল সবার জন্য।
17/07/2023

ডিমলা উপজেলার তিন বাড়ীর নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় গন।
অভিনন্দন ও শুভ কামনা রইল সবার জন্য।

Address

Dimla, Nilphamari
Rangpur
5350

Telephone

+441743273875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rezaul Karim Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rezaul Karim Rana:

Videos

Share