Taragonj squad

Taragonj squad আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ❤️ Taragonj squad পেইজে আপনাকে স্বাগতম 🥰 আশা করি পাশে থাকবেন 💯

নীলফামারীর ছেলে Taleb ভাইজান নামে পরিচিত, এখন প্রথম বারের মত ছোট পর্দায় অভিশেক হচ্ছে।🥰🥰আগামীতে আরো ভালো কিছু আসতেছে।
23/02/2023

নীলফামারীর ছেলে Taleb ভাইজান নামে পরিচিত,
এখন প্রথম বারের মত ছোট পর্দায় অভিশেক হচ্ছে।🥰🥰

আগামীতে আরো ভালো কিছু আসতেছে।

রংপুর বিভাগীয়  নীলফামারীর সৈয়দপুরে বিয়ের দাবিতে ভাগিনা সাদ্দাম হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন মামি। তিনি ওই যুবকের আপন ম...
22/02/2023

রংপুর বিভাগীয় নীলফামারীর সৈয়দপুরে বিয়ের দাবিতে ভাগিনা সাদ্দাম হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন মামি। তিনি ওই যুবকের আপন মামার সাবেক স্ত্রী এবং দুই সন্তানের জননী।

ডিভোর্সি ওই নারীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সাবেক স্বামীর আপন ভাগিনা সাদ্দাম হোসেন। এখন বিয়ে করতে রাজি হচ্ছে না।

তাই বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায়।

সাদ্দাম হোসেন ওই এলাকার হারুন উর রশিদের ছেলে। উত্তরা ইপিজেডে চীনাদের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করেন।
এদিকে এ ঘটনার পর থেকেই মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন সাদ্দাম হোসেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এলাকাবাসী জানায়, প্রায় ৩৫ বছরের ওই নারী সাদ্দামের বাড়ির সামনে অবস্থান করছেন। তাকে দেখতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করছেন।

ওই নারী বলেন, সাদ্দাম হোসেনের সঙ্গে গত ৬ মাস যাবত তার প্রেমের সম্পর্ক চলছে। প্রথমদিকে শুধু মোবাইলে কথা বলার পর্যায়ে থাকলেও গত সেপ্টেম্বরে স্বামী আরেকটি বিয়ে করায় তাকে ডিভোর্স দিয়েছি। এ সংক্রান্ত মামলা চলাকালে সাদ্দাম সহযোগিতা করে। এতে তাদের মধ্যে সম্পর্ক আরও বাড়ে। একপর্যায় সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। রংপুর একটি আবাসিক হোটেলে আমরা একাধিকার মিলিত হয়েছি। কিন্তু বিয়ের কথা বলায় একমাস যাবত সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে সাদ্দাম। তাই বাধ্য হয়ে তার বাড়ির সামনে অবস্থান করছি।

তিনি আরও বলেন, সাদ্দাম আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

সাদ্দাম হোসেনের বাবা হারুন উর রশিদ বলেন, ওই নারীর দুটি মেয়ে আছে। তাদের একজন নবম শ্রেণির ছাত্রী। চারিত্রিক ত্রুটির কারণেই স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে।

তিনি আরও বলেন, সাদ্দামকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে ওই নারী। আর এখন পরিবারসহ তাকে ব্লাকমেইল করতে এমন অপতৎপরতা শুরু করেছে। যা কোনভাবেই মেনে নেওয়া হবে না।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Copy post :- we are rangpurian

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
21/02/2023

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

16/02/2023

আসসালামু আলাইকুম

12/02/2023

শায়েখ আহমাদুল্লাহ মাহফিল

তারাগঞ্জ চৌপতি📸
01/02/2023

তারাগঞ্জ চৌপতি📸

28/01/2023

তারাগঞ্জের মালেক তেলির গল্প হানিফ সংকেত।।

তেল ভাঙানোর ঘানি ছাপিয়ে যেনো বড় হয়ে উঠেছে জীবন ভাঙানোর ঘানি। অর্থাৎ জীবনকে ভেঙে চূড়ে নিংড়ে রস বের করে নেওয়ার ঘানি। যে পরিবারের সদস্যদের বিন্দু বিন্দু ঘামের বিনিময়ে অর্জিত ফোঁটা ফোঁটা তেলেই চলে তাঁদের জীবিকা ও সংসার। পরিবারটির উপর ২০০৮ সালের মে মাসে প্রচারিত ইত্যাদিতে একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন প্রচারিত হয়েছিলো।

credit :- Hanif sanket

#জীবিকা #ঘানি #তেলেরঘানি #মালেকতেলি #জীবনসংগ্রাম #তেলভাঙ্গানো #ইত্যাদি #হানিফসংকেত

আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৩ (রবিবার) তারাগঞ্জ থানাপাড়া সুফফা মাদ্রাসার  মাহফিলে আসবেন সবার প্রিয় হুজুর শাইখ আহমাদুল্লাহ। ❤️...
21/01/2023

আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৩ (রবিবার) তারাগঞ্জ থানাপাড়া সুফফা মাদ্রাসার মাহফিলে আসবেন সবার প্রিয় হুজুর শাইখ আহমাদুল্লাহ। ❤️

সবাই আসবেন।।


আবারও তারাগঞ্জ চিকলি আহার হোটেলের সামনে মর্মান্তিক দুর্ঘটনা । সকাল ৬.৪৫ এনাইটক্রস ও Tripti গাড়ি রংপুর টু দিনাজপুর রোডে ম...
10/01/2023

আবারও তারাগঞ্জ চিকলি আহার হোটেলের সামনে মর্মান্তিক দুর্ঘটনা ।
সকাল ৬.৪৫ এ
নাইটক্রস ও Tripti গাড়ি রংপুর টু দিনাজপুর রোডে মুখোমুখি সংঘর্ষ।
আহত অর্ধশতাধিক, নিহত ৩।

30/12/2022

২০২২ সালের শেষ জুমা

আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েন।

আমিন।।

 শতাব্দীর সেরা ফুটবলার,ফুটবল সম্রাট,অখ্যাত ব্রাজিলকে বিখ্যাত করার প্রথম কারিগর।বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ৩টি বিশ্বক...
30/12/2022


শতাব্দীর সেরা ফুটবলার,ফুটবল সম্রাট,
অখ্যাত ব্রাজিলকে বিখ্যাত করার প্রথম কারিগর।বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ৩টি বিশ্বকাপ জয়ের নায়ক।ব্রাজিলের ৫টি বিশ্বকাপ জয়ের স্বাক্ষী,
আজ আমরা শোকে বিহ্বল।

29/12/2022

রংপুরের তারাগঞ্জে বিদেশি জাল নোট সহ থাই লটারির ২ প্রতারক গ্রেফতার।

Taragonj squad




06/11/2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫/১০/২০২২(মঙ্গলবার) তারিখের পরিক্ষা ৩০/১০/২০২২(রবিবার)  অনুষ্ঠিত হবে।
25/10/2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫/১০/২০২২(মঙ্গলবার) তারিখের পরিক্ষা ৩০/১০/২০২২(রবিবার) অনুষ্ঠিত হবে।




25/10/2022

চোখের সামনে প্রিয় হুজুর আবু ত্বহা মুহাম্মদ আদনান ❤️❤️

24/10/2022

চলেন সবাই ফজরের নামাজ পড়ি''"

Address

Taragonj
Rangpur
5420

Alerts

Be the first to know and let us send you an email when Taragonj squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share