Nilphamari News

Nilphamari News নীলফামারীর সব খবর সবার আগে পেতে আমদের

20/07/2022

অবশেষে বৃষ্টি 🌧️🌨️

এই হচ্ছে দেশের রেল ব্যবস্থা😟
19/07/2022

এই হচ্ছে দেশের রেল ব্যবস্থা😟

দেশের বেশির ভাগ রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অনলাইনে ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা থাকলেও নীলফাম...

19/07/2022
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচিঃ
19/07/2022

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচিঃ

17/07/2022

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে।

ভাইবার তারিখ।  ডোমার উউপজেলার জন্য
17/07/2022

ভাইবার তারিখ। ডোমার উউপজেলার জন্য

৫৭ বছর পর কাল থেকে চিলাহাটি-হলদিবাড়ী পথে চলবে ট্রেন================================প্রায় ৫৭ বছর পর বাংলাদেশের চিলাহাটি ও...
31/05/2022

৫৭ বছর পর কাল থেকে চিলাহাটি-হলদিবাড়ী পথে চলবে ট্রেন
================================
প্রায় ৫৭ বছর পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী সীমান্ত হয়ে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। কাল বুধবার ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ‘মিতালী এক্সপ্রেস’ নামের ট্রেনটি সেখানকার সময় দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। স্থানীয় সময় বেলা ১টা ৫৫ মিনিটে ট্রেনটি চিলাহাটি স্টেশনে পৌঁছাবে। সেখানে ৩০ মিনিট বিরতির পর বেলা ২টা ২৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করবে। এই স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে।
দুই দেশের মধ্যে পুরোনো রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয় ১৯৬৫ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের সময়। এর পর থেকে রেলপথটি পরিত্যক্ত। ২০২০ সালের ১৭ ডিসেম্বর এই পথে পণ্যবাহী ট্রেন এবং গত বছরের ২৭ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারির মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত থাকলেও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করা যাচ্ছিল না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে সপ্তাহের চার দিন। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে রোববার ও বুধবার। অপরদিকে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার। রাত রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ছেড়ে চিলাহাটি সীমান্ত স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে। সেখানে আধা ঘণ্টা বিরতির পর সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে ভারতীয় সময় সকাল ছয়টায় হলদিবাড়ী ও সকাল সোয়া ৭টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ট্রেনটি।
এই ট্রেনে তিন ক্যাটাগরির আসন আছে। এসি বার্থের ভাড়া ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিটের ভাড়া ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৭৮০ টাকা (৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ)। ৫ বছর বয়স পর্যন্ত যাত্রীদের অর্ধেক ভাড়া পরিশোধ করতে হবে। ডলারের মূল্যমানে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ছয় মাস পর ডলারের মূল্যমান নির্ধারণ করে ভাড়ার পরিবর্তন হতে পারে। পথটি দিয়ে চলাচল করা ট্রেনটির আয় থেকে ৮০ শতাংশ বাংলাদেশ এবং ২০ শতাংশ পাবে ভারতীয় রেলওয়ে।
চিলাহাটির স্টেশন মাস্টার মো. ময়নুল হোসেন বলেন, ‘আপাতত চিলাহাটি স্টেশনে টিকিট বিক্রি এবং আসন বরাদ্দের কোনো নির্দেশনা পাইনি। টিকিট সংগ্রহ করা যাবে চট্টগ্রাম ও ঢাকা স্টেশন থেকে। এ স্টেশনে ইমিগ্রেশন বা অন্য কোনো কর্মকাণ্ড হবে না। সীমান্ত স্টেশন হওয়ায় ট্রেনটি এসে দাঁড়াবে এবং প্রয়োজনীয় কাজ শেষে ছেড়ে যাবে।’
চিলাহাটি রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুর রহীম জানান, বন্ধ রেলপথটি চালু করতে ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় বর্তমান সরকার। প্রকল্পটির মধ্যে ছিল চিলাহাটি রেলস্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ ও দুই দশমিক ৩৬ কিলোমিটার লুপলাইন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ।

দীর্ঘ ৫৮ বছর পর ২৬ তারিখ থেকে চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি রুটে যাত্রী পারাপার হবে।মিতালী এক্সপ্রেস- ঢাকা ক্যান্টনমেন্ট -...
20/03/2022

দীর্ঘ ৫৮ বছর পর ২৬ তারিখ থেকে চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি রুটে যাত্রী পারাপার হবে।
মিতালী এক্সপ্রেস-
ঢাকা ক্যান্টনমেন্ট -চিলাহাটি -নিউজলপাইগুড়ি

প্রতিদিন বিভিন্ন এলাকায় আগুন লাগছে। তাই নীলফামারী সদরের কোথাও আগুন লাগলে সাথে সাথে যোগাযোগ করুন নীলফামারী ফায়ার সার্ভিস ...
16/03/2022

প্রতিদিন বিভিন্ন এলাকায় আগুন লাগছে। তাই নীলফামারী সদরের কোথাও আগুন লাগলে সাথে সাথে যোগাযোগ করুন নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে। 01730009105 অথবা 16163 অথবা 999 নম্বরে।
সচেতন হোন। কোথাও আগুন লাগলে আগে ভিডিও না করে ফায়ার সার্ভিসে যোগাযোগ করুন এবং দলবদ্ধ ভাবে আগুন নেভাতে এগিয়ে আসুন।
🔴জেলার সকল ফায়ার সার্ভিস স্টেশনের নম্বর নিচের ছবি থেকে মোবাইলে সংরক্ষণ করুন।

🔴শোক সংবাদ...নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু  এঁর সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে আজ নীলফামারী জেন...
12/03/2022

🔴শোক সংবাদ...
নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু এঁর সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে আজ নীলফামারী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত।"হেলমেট পড়িনিরাপদে পথ চলি"উক্ত ...
27/02/2022

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত।

"হেলমেট পড়ি
নিরাপদে পথ চলি"
উক্ত শ্লোগানকে সামনে রেখে....

রবিবার (২৭ ফেব্রুয়ারি/২০২২ খ্রিষ্টাব্দ) স্বাধীনতার অম্লান চত্বর চৌরঙ্গী মোড় নীলফামারীতে ভিশন-২০২১ এর আয়োজনে সকাল ১০ ঘটিকায়, মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়,সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর, নীলফামারী-০২ মহোদয়।

মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়,সংসদ সদস্য জনাব রাবেয়া আলীম (সংরক্ষিত মহিলা আসন-২৩) মহোদয়,পুলিশ সুপার,নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়, জনাব অ্যাড মমতাজুল হক, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ নীলফামারী, জনাব মোঃ আবুজার রহমান, সভাপতি,নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ, জনাব মো মসফিকুল ইসলাম রিন্টু, সভাপতি, নীলফামারী পৌর আওয়ামী লীগ, জনাব শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদর নীলফামারী সহ বিভিন্ন সংগঠনের সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

"হেলমেট পরি নিরাপদে পথ চলি"মোটরসাইকেল দূর্ঘটনার রোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...
27/02/2022

"হেলমেট পরি নিরাপদে পথ চলি"

মোটরসাইকেল দূর্ঘটনার রোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব আসাদুজ্জামান নূর এমপি।

আয়োজনেঃ ভিশন২০২১ নীলফামারী।

নীলফামারীতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা
28/01/2022

নীলফামারীতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা

15/01/2022
নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গনের শপথ গ্রহণ অনুষ্ঠান
27/12/2021

নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গনের শপথ গ্রহণ অনুষ্ঠান

অভিনন্দন টানা ৬ষ্ঠ বারের মত নীলফামারী পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন নীলফামারী মাটি ও মানুষের নেতা জননেতা জনাব দেওয়...
21/12/2021

অভিনন্দন
টানা ৬ষ্ঠ বারের মত নীলফামারী পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন নীলফামারী মাটি ও মানুষের নেতা জননেতা জনাব দেওয়ান কামাল আহমেদ মহোদয় সহ সকল কাউন্সিলরবৃন্দ।

ঘোড়া খেলার আয়োজন মাঠ জুড়ে চলছে আয়োজন... গোড়গ্রাম ইউনিয়ন নীলফামারী সদর, নীলফামারী
18/12/2021

ঘোড়া খেলার আয়োজন
মাঠ জুড়ে চলছে আয়োজন...
গোড়গ্রাম ইউনিয়ন নীলফামারী সদর, নীলফামারী

দেশী মাছ
18/12/2021

দেশী মাছ

08/12/2021

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

08/12/2021

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার মনসাপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে .....

08/12/2021

নীলফামারীর বউবাজার এলাকায় ট্রেনে কাটা পরে ৪ জনের মৃত্যু
আর কতো প্রাণ গেলে রেইল লাইন তারকাটা দিয়ে ঘিরে দেবে সরকার?

নীলফামারী ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা-বিস্ফোরকসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-১৩
04/12/2021

নীলফামারী ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা-বিস্ফোরকসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-১৩

28/11/2021

বেসরকারি ফলাফল
: নীলফামারী পৌরসভা
নৌকা -১৩৪৪৫
নারিকেল- ১০১১৩
নৌকার জয় -৩৩৩২❤️

অভিনন্দন ও শুভেচ্ছা নব নির্বাচিত পৌর মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ
28/11/2021

অভিনন্দন ও শুভেচ্ছা নব নির্বাচিত পৌর মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ

🔴কুয়াশার চাদরে মোড়ানো সকালের নীলফামারী!রাত থেকেই বৃষ্টির পানির মতো পড়ছে কুয়াশা এই বুঝি শুরু হলো নীলফামারী শৈত্যপ্রবা...
25/11/2021

🔴কুয়াশার চাদরে মোড়ানো সকালের নীলফামারী!
রাত থেকেই বৃষ্টির পানির মতো পড়ছে কুয়াশা এই বুঝি শুরু হলো নীলফামারী শৈত্যপ্রবাহ!

15/11/2021
12/11/2021

অভিনন্দন
১নং চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাবৃন্দঃ

চেয়ারম্যান- মোঃ আবুল খায়ের বিটু

সদস্যঃ
১নং ওয়ার্ড- শ্রী গোপাল চন্দ্র রায়
২নং ওয়ার্ড- হ্নকাশ চন্দ্র রায়
৩নং ওয়ার্ড- মোঃ গিয়াস উদ্দিন
৪নং ওয়ার্ড- মোঃ তরিকুল ইসলাম
৫নং ওয়ার্ড- মোঃ আব্দুল মালেক
৬নং ওয়ার্ড- মোঃ গোলাম রব্বানী
৭নং ওয়ার্ড- মোঃ ইসমাইল হোসেন
৮নং ওয়ার্ড- শ্রী রজনী কান্ত রায়
৯নং ওয়ার্ড- শ্রী প্রভাত চন্দ্র রায়

সংরক্ষিত আসনের সদস্যাঃ
১,২,৩ নং ওয়ার্ড- মিনা বেগম
৪,৫,৬ নং ওয়ার্ড- মোছাঃ নুরী বেগম
৭,৮,৯ নং ওয়ার্ড- বিথিকা রানী

নীলফামারীর ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল
12/11/2021

নীলফামারীর ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল

11/11/2021

নীলফামারী সদর ১১টি ইউনিয়ন নির্বাচন এর রেজাল্টঃ
০১। লক্ষীচাপ-আমিনুর রহমান।
০২। পলাশবাড়ি-ইব্রাহিম তালুকদার
০৩। কচুকাটা-আব্দুর রউফ
০৪। রামনগর-ওবায়দুল ইসলাম।
০৫। পঞ্চপুকুর-ওয়াহেদুল ইসলাম।
০৬। সংগলশী-কাজী মোস্তাফিজার রহমান।
০৭। সোনারায়-নুরুল ইসলাম।
০৮। চওড়া বড়গাছা-আবুল খায়ের বিটু
০৯। চড়াইখোলা-মাসুম রেজা
১০। গোড়গ্রাম-মাহবুব জর্জ।
১১। চাপড়া সরমজানী-জাহাঙ্গীর আলম লালন ফকির

নীলফামারীতে চলছে প্রতিমা তৈরির কাজ...
04/11/2021

নীলফামারীতে চলছে প্রতিমা তৈরির কাজ...

20/10/2021

তিস্তার পানি বিপদসীমার ৬০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে!

টেপাখড়িবাড়ী ইউনিয়নে বন্যা কবলিত মানুষের চিত্র ।ডালিয়া, ডিমলা, নীলফামারী।
20/10/2021

টেপাখড়িবাড়ী ইউনিয়নে বন্যা কবলিত মানুষের চিত্র ।
ডালিয়া, ডিমলা, নীলফামারী।

নীলফামারীর কৃষক এখন আগাম আলু চাষে মাঠে নেমেছে
27/09/2021

নীলফামারীর কৃষক এখন আগাম আলু চাষে মাঠে নেমেছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রকৃতিতে এখন শরৎ ঋতু। টানা কয়েকদিনের বৃষ্টির পর ক্রমশ কমছে তাপমাত্রা। বাতাসে হিমে....

র‌্যাবের অভিযানে পাঁচ দালাল আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা _________________________________________ বিআরটিএ অফিস প্রাঙ্...
05/09/2021

র‌্যাবের অভিযানে পাঁচ দালাল আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা
_________________________________________ বিআরটিএ অফিস প্রাঙ্গণে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী সিপিসি-২ এর অভিযানিক দল।
পরে ভ্রাম্যমান আদালত বসিতে তাদের প্রত্যেকের পাঁচ' শ করে টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ রকম কাজে জড়িত থাকবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) রমিজ আলম।
এ সময় র‌্যাবের কর্মকর্তা ছাড়াও বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
দন্ডিতরা হলেন জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর, জেলা শহরের মাধারমোড় এলাকার শুনিল চন্দ্রের ছেলে স্বাধীন ঘোষ, কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর এলাকার ওয়ালিউল্লাহ শাহ’র ছেলে শেরশাহ, জেলা শহরের নতুন বাজার এলাকার রমজান আলীর ছেলে সুমন ইসলাম ও উকিলপাড়ার আব্দুল হামিদের ছেলে জাহিদ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম বলেন, বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা বিভিন্ন যানবাহন মালিক ও চালকদের প্রলুব্ধ করে অর্থ আদায় করতো দন্ডিতরা। এক্ষেত্রে দ্রæত কাজ করে দেয়া, বিভিন্ন সমস্যা সমাধানসহ নানা ভাবে প্ররোচিত করে অর্থ আদায় করতো।
টাউট আইনে তাদের প্রত্যেকের পাঁচ’শ করে টাকা জরিমানা করা হলে তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।
র‌্যাব নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) এর কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে অভিযোগ ছিলো। সে কারণে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়। আটকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণ করা হয়।

05/09/2021

আগামী ৭ই সেপ্টেম্বর (রোজ মঙ্গলবার) ইউনিয়ন পর্যায়ে পূর্বনির্ধারিত কেন্দ্রে গণটিকার(সিনোফার্ম ভ্যাকসিন)দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে।

নীলফামারী সদরের  ভবানীগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায়  প্রাণ গেলো এক শিশুর।
04/09/2021

নীলফামারী সদরের ভবানীগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক শিশুর।

04/09/2021

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের কিভাবে টিকা দেয়া হবে সেই সিদ্ধান্ত হবে আগামীকাল: স্বাস্থ্যমন্ত্রী।


03/09/2021

সদ্য পাওয়া
১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

02/09/2021

📛নিউজ📛
** স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে, দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী।
** করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

02/09/2021

শুভ জন্মাষ্টমী🙏🙏🙏

Address

Nilphamari Sadar
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share