এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

এম পি শিবলী সাদিক ফ্যান পেজ নীরবতার মাঝেই বিস্তার
(1)

অধিবেশন চলা অবস্থায় দেখা হলেই জড়িয়ে ধরতো, অথবা মিষ্টি করে একটা সালাম দিয়ে কুশল বিনিময় করত, বড় ভাই কেমন আছেন,পুরো প...
04/12/2024

অধিবেশন চলা অবস্থায় দেখা হলেই জড়িয়ে ধরতো, অথবা মিষ্টি করে একটা সালাম দিয়ে কুশল বিনিময় করত, বড় ভাই কেমন আছেন,পুরো পৃথিবীর কাছে পরিচিত একটি নাম, আমাদের সন্তান আমাদের ভাই, এত সহজ সরল একজন মানুষ,দেশটাকে ভালবেসে রাজনীতিতে আসা, পরিপক্ক রাজনীতিবিদ নয়, দরকারও ছিল না, কিছু রাজনীতিবিদ আছে, রাজনীতি যারা খুব ভালো করে বোঝে, তাদের দ্বারা উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়, ক্রিকেট অঙ্গন থেকে যে টাকা গুলো পেতো সব টাকাই মানুষের জন্য খরচ করতো, এ গল্প অনেকবার শুনেছি আমি মাশরাফির মুখ থেকে, এলাকার উন্নয়নের জন্য, ডিও লেটার নিয়ে , মাঝে মাঝেই ছুটে বেড়াতে দেখতাম, মন্ত্রীদের কাছে, রাজনীতির নোংরা খেলায়, মাশরাফির মত মানুষগুলো, সত্যিই অযোগ্য, আমরা মাশরাফিকে সম্মান দিতে জানলাম না, অপরাধ না করেও, অপরাধীর খাতায় নাম লেখাতে হলো তার, এভাবেই গণতন্ত্র মনা সকল মানুষের কষ্টে পাশে দাঁড়ানো রাজনীতিবিদ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, রাজনীতির আকাশ বাতাস এভাবেই ভরে ওঠে চাটুকার দালাল দুর্নীতিবাজদের দৌরাত্ম্যে, ভালো থেকো বাংলাদেশ তোমাকে ভালো থাকতেই হবে, মুক্ত তুমি একদিন হবে, সেদিন হয়তো বা মাশরাফির মত মানুষগুলো আর কখনো রাজনীতি কথা বলতে আসবে না, নিজ এলাকার মানুষের কষ্টের কথা বলতে আসবে না, জ্বালিয়ে দাও বাড়ি ঘর, জ্বালিয়ে দাও বিশ্ব থেকে একে একে জিতে নিয়ে আসা বাংলার সম্মান, পোড়া বাড়িটুকু ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দাও, মাশরাফিদের মত মানুষ কেন রাজনীতি করবে, রাজনীতি করবে ষড়যন্ত্রকারী চাটুকার দুর্নীতিবাজরা, পেশি শক্তির প্রদর্শনে হারিয়ে যাবে সরল সোজা সাদা মনের রাজনীতিবিদ।

স্বাধীন দেশে আমি স্বাধীন বেশে মাথার ঘাম পায়ে ফেলে নতুন এক ইতিহাস গড়তে এসেছিলাম, মানুষের ভালোবাসার কাছে মাথা নত করে একটু ভালোবাসা দিতে এসেছিলাম,
এ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলতে এসেছিলাম,
দারিদ্রতাকে খুঁজে খুঁজে মুছে ফেলার চেষ্টা করেছিলাম,
প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে জীবনের মায়া ত্যাগ করে মানুষের কথা ভেবেছিলাম, আমি বাঙালির কথা ভেবেছিলাম।

শিবলী সাদিক

01/09/2024

নীরবতা 🖤

আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি ডাইরির পাতা পুড়ে হল ছাই,আমার কষ্টের নীল ঘুড়িটা তাইতো আকাশে ওড়াই,আমি কীর্তনখোলা নদীর ...
05/07/2024

আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি
ডাইরির পাতা পুড়ে হল ছাই,
আমার কষ্টের নীল ঘুড়িটা তাইতো আকাশে ওড়াই,
আমি কীর্তনখোলা নদীর জলে ভাসিয়ে দিয়েছি আমার সকল চাওয়া,
মাঝ বয়সে দাঁড়িয়ে থেকে, ভালোবাসা, হয়নি তোমায় পাওয়া,
ভালোবাসা তুমি সত্যিই অনেক দামি, কি করে তোমায় কিনি
তোমার পেছনে ছুটতে গিয়ে হয়েছি অনেক ঋণী,
আমি সাগর জলে চোখ রেখেছি বহুবার, চোখের নোনা জল মুছে নিতে
আমি বারবার আজও তোমায় খুজি, মধু মালতির গিতে,
সিগারেটের ধোঁয়ায় দীর্ঘশ্বাসের ছবি আঁকি
ধীরে ধীরে পুড়ে যায় বুক,
ভালোবাসা, তোমার দেহটা জুড়ে না জানি কতটা সুখ............।

শিবলী সাদিক
১৪/০২/২০২৪
Shibli Sadeeq mp
এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

05/07/2024

মানবতা 🖤
Shibli Sadeeq mp
এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ AFA - Selección Argentina
22/06/2024

Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ AFA - Selección Argentina

জাতীয় সংসদ অধিবেশনে,,,Shibli Sadeeq mp  AFA - Selección Argentina এম পি শিবলী সাদিক ফ্যান পেজ
21/06/2024

জাতীয় সংসদ অধিবেশনে,,,
Shibli Sadeeq mp AFA - Selección Argentina এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

Big shout out to my newest top fans! 💎 রঙিন প্রজাপতিDrop a comment to welcome them to our community,
21/06/2024

Big shout out to my newest top fans! 💎 রঙিন প্রজাপতি

Drop a comment to welcome them to our community,

সেই তুমি, ভালোবাসার তুমি, ভালোলাগার তুমি, ঘুমের ঘোরে স্বপ্নে দেখা তুমি, জেগে থেকেও পাশে থাকা সেই তুমি, কতবার, কত ভাবে, জ...
19/06/2024

সেই তুমি, ভালোবাসার তুমি, ভালোলাগার তুমি, ঘুমের ঘোরে স্বপ্নে দেখা তুমি, জেগে থেকেও পাশে থাকা সেই তুমি, কতবার, কত ভাবে,
জীবনে এসেও হারিয়ে গেছো, তুমি থেকে এখন সংখ্যাটা তোমাদের,
কি আজব জীবন, লাইলি মজনু, শিরি ফরহাদ, তাদের একজন তুমিতেই ইতিহাস রচনা করেছে, আর এসময়ে আমাদের অনেকেরই জীবনে, সত্যিকারের ভালোবাসাটা কার জন্য ছিল, কাকে যে মন উজার করে ভালোবেসে ছিলাম,শতভাগ নিশ্চিত হয়ে বলা মুশকিল,
তোমার ঠিকানা বারবার বদলে গেছে, আমি পুরনো ঠিকানাতেই আছি ,
মানুষের সাথে পরিবর্তন হয়েছে তোমার স্বপ্নের, অবস্থানের,
মোবাইলের মত ভালোলাগার ক্ষেত্রে ভালবাসতে গিয়ে,ব্র্যান্ড চেঞ্জ করতে করতে কখন তুমি নিজেকে একটা পণ্য বানিয়ে ফেলেছ,
হাত ঘড়িটা তাচ্ছিল্য করে বলে, রং উঠে গেছে বলে এখন আর আমায় চিনো না, অথচ বৈকালি ভ্রমণে আমি ছিলাম তোমার একমাত্র সাথী, একটা সময়, সামান্য বুট বাদাম এত আনন্দ দিত,
এখনকার চিকেন ফ্রাই শুধু ওজন টাই বাড়ায়, আর পকেট ফাঁকা করে,
সেই সময়ের পাঁচ দশ টাকা আহা কি একটা শান্তি, বৃষ্টির জলের মতো পবিত্র ছিল সম্পর্ক ও মানুষগুলো, বারো ভাজা বুট বাদাম আর মুড়ি মাখা, যে পবিত্র সম্পর্ককের অতিবাহিত সময় গুলোকে বহন করে,
এখনকার বার্গার পিজা আর কোল্ড ড্রিংকস ততটাই মিথ্যে বানিয়েছে সবকিছু, বছরের পর বছরজুড়ে অনেকগুলো মিথ্যের সঙ্গে বসবাস করছি, অভ্যস্ত হবার কারণে,
আমি সবকিছু জানি, আমি বুঝি, অথচ প্রতিবাদের ভাষাটা লুকিয়ে রাখি সবসময়, অনেকটা ড্রাগ এডিকশন এর মত, আবেগে এখনো মাঝে মাঝে চোখে পানি আসে, এক চোখ কাঁদে অন্য চোখে মুচকি হাসছে , পহেলা বৈশাখে লোক দেখানো পান্তা খেয়ে দুপুর না গড়াতেই শাড়ি খুলে জিন্স আর গেঞ্জি গায়ে চড়িয়ে বন্ধ ঘরে ডিজে পার্টি, সিগারেট বিয়ার অথবা ব্ল্যাক লেভেলের সাথে সীসার ধোয়া উড়াই,
মানুষ বদলে গেছে, বদলে গেছে সময়, বদলে গেছে ভালবাসার ধরন, বদলে গেছি আমরা সবাই, বদলে গেছে চেনা শহর দেশ পৃথিবী,
চুলে পাক ধরেছে ৮০ আর ৯০ দশকের ভালোবাসার স্মৃতি গুলোর উপরে হাত বুলিয়ে মনকে সান্তনা দেয়া মাত্র, পুরনো দিনের গান শুনে মনে লাগে টান,

তুমি নিজের মুখে বললে যেদিন, সবি তোমার অভিনয়
সত্যি কোন কিছু নয়,
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে।

বারো মিশালি জীবনটাকে একটা বাশের চাটাই এর মাঝে ঢেলে যদি আবারো নতুন করে সাজানো যেত, আমি হয়তো ভালোবাসার ক্ষেত্রে ভালো মানুষের খেতাবটা আপন করে নিতে পারতাম,
তবুও ভালবাসতে হয়, ভালোবাসার মাঝেই জীবন বেঁচে রয়,
কখনো চোখ খুলে ভালোবাসি, কখনো বা চোখ বন্ধ করে,
কে যেন বলেছিল ভালোবাসা অন্ধ,
আমার কাছে মনে হয়, আমরা যারা ভালবাসতে জানি না,
তারাই প্রকৃত অন্ধ।
তাইতো, আমাদের কাছে ভালোবাসা সারাটা জীবন অন্ধ।

(ঢাকাতে আসার সময়,পরিচিত কিছু মানুষের জীবনের ঘটনা লিখে ফেললাম, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন।)

শিবলী সাদিক
১৮/০৬/২৪
Shibli Sadeeq mp

18/06/2024

Looking just 😲
Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

ভালোবাসা বিনিময়Shibli Sadeeq mp
17/06/2024

ভালোবাসা বিনিময়
Shibli Sadeeq mp

ঈদ মোবারক Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ
17/06/2024

ঈদ মোবারক
Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

শুভ সকাল 💝 দিনাজপুর ৬Shibli Sadeeq mp
15/06/2024

শুভ সকাল 💝
দিনাজপুর ৬
Shibli Sadeeq mp

শুভ সকাল 💝 দিনাজপুর ৬
08/06/2024

শুভ সকাল 💝
দিনাজপুর ৬

শুভ সকালShibli Sadeeq mp
05/06/2024

শুভ সকাল
Shibli Sadeeq mp

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when এম পি শিবলী সাদিক ফ্যান পেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share