15/01/2025
আপনি কি ম্যাচিউরড বা পরিপক্ক ?
১। যদি আপনি, অন্যের বলতে থাকা কথা, মাঝখান থেকে থামিয়ে দিয়ে, নিজের কথা বলতে শুরু করা থেকে, নিজেকে বিরত রাখতে পারেন।
২। যদি আপনি, কুতর্ককারীর সাথে তর্ক করে জিতে যাওয়ার জেদ, ত্যাগ করতে পারেন,
৩। যদি আপনি, পাঁচজনের মাঝে বসে, একসাথে চলতে থাকা কথার মাঝে, হঠাৎ করেই কারোর কানে, কানে, ফিস ফিস করতে শুরু না করেন,
৪। যদি আপনি, নিজের সমালোচনা শুনতে পেলে, বিরক্ত, ক্রুদ্ধ না হয়ে, শান্ত ভাবে সমালোচনার যৌক্তিকতা খুঁজে দেখার মতো মানসিকতা রাখতে পারেন,
৫। যদি আপনি, জীবনে ব্যর্থতার কারণে, জীবনের প্রতি বীতশ্রদ্ধ না হয়ে, জীবনকে ভালোবাসতে পারেন,
৬। যদি আপনি, চেহারা বা পোশাক পরিচ্ছদ দেখেই, কারো সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা গ্রহণ না করেন,
৭। যদি আপনি, রূঢ় ব্যবহার বা কথার দ্বারা অন্য কাউকে বিদ্ধ করা থেকে, নিজেক বিরত রাখতে পারেন,
৮। যদি আপনি, নিজের যোগ্যতা এবং ক্ষমতা সম্পর্কে পূর্ণ সচেতন থাকেন,
৯। যদি আপনি, পালন করতে পারেন এমন দায়িত্ব গ্রহণে, পিছিয়ে না আসেন,
১০। যদি আপনি, অতি সহজেই নিজের দোষ, ত্রুটি স্বীকার করার মতো মানসিকতা রাখতে পারেন,
১১। যদি আপনি, কল্পনা আর বাস্তবের অসামঞ্জস্য বুঝতে সক্ষম থাকেন,
১২। যদি আপনি, কোনো ব্যাপারে সম্যক ভাবে না জেনেই, মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন,
১৩। যদি আপনি, অন্যের করা সাহায্যের পরিপ্রেক্ষিতে, কৃতজ্ঞতা জ্ঞাপনে কার্পণ্য না করেন,
১৪। যদি আপনি, কাউকে সাহায্য করে, প্রতিদানে কিছু না পেলে, বিরক্ত বা ক্রুদ্ধ না হওয়ার মতো মানসিকতা বজায় রাখতে পারেন,
১৫। যদি আপনি, ন্যায়, অন্যায়, সৎ, অসৎ এর মাঝে বিভাজন রেখাটি মুছে ফেলতে উদ্যোগী না হন,
১৬। যদি আপনি, নিজের স্বাস্থ্য সম্পর্কে, খামখেয়ালিপনা না করেন,
১৭। যদি আপনি, অন্যের রূপ, গুন, সৌন্দর্য বা দুর্বলতা, অক্ষমতা, এসব নিয়ে সমালোচনায় উৎসাহী না হন,
১৮। যদি আপনি, কোনো বিষয়, বা সৃষ্ট পরিস্থিতির অগ্রাধিকার বিবেচনা করতে সক্ষম থাকেন,
১৯। যদি আপনি, অন্যের মতামত কে অশ্রদ্ধা না করে, দ্বিমত প্রকাশে, সক্ষম থাকেন,
আর,
২০। যদি আপনি,আবেগের কাছে, নিজের বুদ্ধিকে বিসর্জন দেয়ার খেলায়, রাশ টানতে, সক্ষম থাকেন।
ধন্যবাদ।
Collected