সবুজ

সবুজ Welcome to your Daily Dose of Motivation! Through powerful speeches, inspiring stories, and actionable advice, we aim to ignite your passion and drive.
(1)

Join with us on this journey of personal growth. Let's create a mindset that never quits.

15/01/2025

বয়সের সাথে সাথে শেখা ১২টি সোনালী শিক্ষা
১. তোমার বন্ধুরা, যতই কাছের হোক না কেন, সময়ের সাথে সাথে হারিয়ে যাবে।
২. এই সমগ্র পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল তোমার নিজের সাথে সম্পর্ক।
৩. কেউ তোমার কঠোর পরিশ্রমের কথা ভাবে না; তারা কেবল ফলাফলের দিকে তাকায়।
৪. হৃদয় ভাঙা এবং ব্যর্থতা জীবনের অংশ।
৫. বাড়ির মতো আর কোনও জায়গা নেই।
৬. পরিবার এবং অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৭. বই আসলেই একজন ব্যক্তির সেরা বন্ধু।
৮. শারীরিক কার্যকলাপ মানসিক চাপ কমায়।
৯. অনুশোচনা এবং কান্নাকাটিতে সময় নষ্ট করলে ফলাফল আসবে না।
১০. আজ তুমি যা চাও তা আগামীকাল তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে না।
১১. তোমার সিদ্ধান্ত তোমার জীবনকে নির্ধারণ করে, ভাগ্য নয়।
১২. শৈশব হলো সোনালী সময়।
পড়ার জন্য ধন্যবাদ 🙂

15/01/2025

আপনি কি ম্যাচিউরড বা পরিপক্ক ?

১। যদি আপনি, অন্যের বলতে থাকা কথা, মাঝখান থেকে থামিয়ে দিয়ে, নিজের কথা বলতে শুরু করা থেকে, নিজেকে বিরত রাখতে পারেন।

২। যদি আপনি, কুতর্ককারীর সাথে তর্ক করে জিতে যাওয়ার জেদ, ত্যাগ করতে পারেন,

৩। যদি আপনি, পাঁচজনের মাঝে বসে, একসাথে চলতে থাকা কথার মাঝে, হঠাৎ করেই কারোর কানে, কানে, ফিস ফিস করতে শুরু না করেন,

৪। যদি আপনি, নিজের সমালোচনা শুনতে পেলে, বিরক্ত, ক্রুদ্ধ না হয়ে, শান্ত ভাবে সমালোচনার যৌক্তিকতা খুঁজে দেখার মতো মানসিকতা রাখতে পারেন,

৫। যদি আপনি, জীবনে ব্যর্থতার কারণে, জীবনের প্রতি বীতশ্রদ্ধ না হয়ে, জীবনকে ভালোবাসতে পারেন,

৬। যদি আপনি, চেহারা বা পোশাক পরিচ্ছদ দেখেই, কারো সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা গ্রহণ না করেন,

৭। যদি আপনি, রূঢ় ব্যবহার বা কথার দ্বারা অন্য কাউকে বিদ্ধ করা থেকে, নিজেক বিরত রাখতে পারেন,

৮। যদি আপনি, নিজের যোগ্যতা এবং ক্ষমতা সম্পর্কে পূর্ণ সচেতন থাকেন,

৯। যদি আপনি, পালন করতে পারেন এমন দায়িত্ব গ্রহণে, পিছিয়ে না আসেন,

১০। যদি আপনি, অতি সহজেই নিজের দোষ, ত্রুটি স্বীকার করার মতো মানসিকতা রাখতে পারেন,

১১। যদি আপনি, কল্পনা আর বাস্তবের অসামঞ্জস্য বুঝতে সক্ষম থাকেন,

১২। যদি আপনি, কোনো ব্যাপারে সম্যক ভাবে না জেনেই, মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন,

১৩। যদি আপনি, অন্যের করা সাহায্যের পরিপ্রেক্ষিতে, কৃতজ্ঞতা জ্ঞাপনে কার্পণ্য না করেন,

১৪। যদি আপনি, কাউকে সাহায্য করে, প্রতিদানে কিছু না পেলে, বিরক্ত বা ক্রুদ্ধ না হওয়ার মতো মানসিকতা বজায় রাখতে পারেন,

১৫। যদি আপনি, ন্যায়, অন্যায়, সৎ, অসৎ এর মাঝে বিভাজন রেখাটি মুছে ফেলতে উদ্যোগী না হন,

১৬। যদি আপনি, নিজের স্বাস্থ্য সম্পর্কে, খামখেয়ালিপনা না করেন,

১৭। যদি আপনি, অন্যের রূপ, গুন, সৌন্দর্য বা দুর্বলতা, অক্ষমতা, এসব নিয়ে সমালোচনায় উৎসাহী না হন,

১৮। যদি আপনি, কোনো বিষয়, বা সৃষ্ট পরিস্থিতির অগ্রাধিকার বিবেচনা করতে সক্ষম থাকেন,

১৯। যদি আপনি, অন্যের মতামত কে অশ্রদ্ধা না করে, দ্বিমত প্রকাশে, সক্ষম থাকেন,

আর,

২০। যদি আপনি,আবেগের কাছে, নিজের বুদ্ধিকে বিসর্জন দেয়ার খেলায়, রাশ টানতে, সক্ষম থাকেন।

ধন্যবাদ।

Collected

15/01/2025

আপনি কি ম্যাচিউরড

14/01/2025

আড্ডা দিচ্ছি, বড় ভাই, বন্ধু

এক লোক কূপে পড়ে গেলো। বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো: -বাঁচাও! বাঁচাও! গ্রামের লোকেরা আর্তচিৎকার শুনে উদ্ধার করতে দৌড়ে...
13/01/2025

এক লোক কূপে পড়ে গেলো। বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো: -বাঁচাও! বাঁচাও! গ্রামের লোকেরা আর্তচিৎকার শুনে উদ্ধার করতে দৌড়ে এলো। একটা রশি নামানো হলো। লোকটা রশি বেয়ে উঠে এলো। সে হাঁপাচ্ছিলো। বুকটা হাপরের মতো ওঠানামা করছিলো। ভীষণ ক্লান্ত আর অবসন্ন দেখাচ্ছিলো তাকে। একজনের কাছে তাজা দুধ ছিলো। সে একগ্লাস দুধ খেতে দিলো। লোকটা ঢকঢক করের দুধটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুললো। লোকেরা জানতে চাইলো, -তুমি কূপে পড়ে গেলে কিভাবে? আমার মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম। বালতিটা কূপে ফেলে উপরের দিকে টানছিলাম। তখন আমি এভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলাম । লোকটা কিভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলো সেটা হুবহু দেখাতে গিয়ে, আবার কূপে পড়ে গেলো। এবার পড়ে আর বাঁচলো না। বেকায়দায় পড়ে বেমক্কা ঘাড় মটকে মারা গেলো। গ্রামের লোকজনের আফসোসের সীমা রইলো না। গাঁয়ের ইমাম সাহেব পাশেই দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, -লোকটা কূপ থেকে উঠে এসেছিলো মূলতঃ রিজিকের টানে। রিজিকের এক গ্লাস দুধ তার পাওনা রয়ে গিয়েছিলো। রিজিক সুনির্ধারিত🥰 আলহামদুলিল্লাহ 💞
Collected

শরীরে বয়সের ছাপ! মনে এখনো তরুণ! Enjoy every minute of Life!
11/01/2025

শরীরে বয়সের ছাপ! মনে এখনো তরুণ! Enjoy every minute of Life!

09/01/2025

ছেলেদের এতো কঠোর পরিশ্রম, ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য!

09/01/2025

লেগে থাকাটা সাফল্যের মহা ঔষধ।

08/01/2025

রাগ এমন একটি অবস্থা যেখানে জিহ্বা মনের চেয়ে দ্রুত কাজ করে।
Anger is a condition in which tongue works faster than the mind.

মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে (১) শয়তান
অপ্রকাশ্য শত্রু হচ্ছে (২) রাগ!
এই দুইটা থেকে দূরে থাকুন।

08/01/2025

সুখী মানুষের ৬ অভ্যাস,
১. শো অফ করেন না।
২. কথা কম বলেন।
৩. প্রতিদিন কিছু না কিছু শিখেন।
৪. সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন
৫. হাসিখুশি থাকেন।
৬. নিরর্থক বিষয় এড়িয়ে চলেন।

08/01/2025

জীবন অনেক ছোট, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।
Life is too short, Enjoy the every moment of your life.

07/01/2025

প্রকাশ্যে প্রশংসা করুন আর একান্তে সমালোচনা করুন!
Praise Publicly, Criticize Privately;

04/01/2025

আমি পরিপূর্ণ নই, আমি সামান্য সাধারণ একজন।
তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, পাশে থাকে, তাদের আমি মন থেকে ভালোবাসি।

02/01/2025

২০২৫ সালে সফলতা আসবেই!
১। জৈবিক চাহিদা কন্ট্রোল করুন।
২। ডিসিপ্লিন মেনে চলুন।
৩। ব্যায়াম করুন ৩০ মিনিট
৪। বই পড়ুন
৫। টক্সিক মানুষ থেকে ধুরে থাকুন
৬। নিজেকে সময় দিন।
৭। রাগ নিয়ন্ত্রনে রাখুন

সূর্য উদয়ের আগে যখন চাদ পূর্ব আকাশে মিটিমিটি করে জ্বলে! সকাল ৬ টার একটু পরে!
01/01/2025

সূর্য উদয়ের আগে যখন চাদ পূর্ব আকাশে মিটিমিটি করে জ্বলে! সকাল ৬ টার একটু পরে!

01/01/2025

জীবন অনেক ছোট, ছোট জীবনে এমন সব মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, আপনাকে হাসায়, আপনাকে মূল্য দেয়, আপনাকে শান্তি দেয়!

31/12/2024

আপনার আত্মবিশ্বাস বাড়ানোর ৫টি সাই/কোল/জিক্যাল টিপস

*মনে করুন আপনি যা চান তা পেয়েছেন: এটি আপনাকে ইতিবাচক অনুভূতি দেবে।

*নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।

*নিজের সফলতাগুলো মনে করুন: ছোট অর্জনগুলো উদযাপন করুন।

*পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ চর্চা করুন: সোজা হয়ে দাঁড়ান, হাসুন এবং চোখে চোখ রাখুন।

*নিজেকে ক্ষমা করুন: ভুলগুলোকে নিজের শিক্ষা হিসেবে দেখুন।

29/12/2024

ফেস*বুক কাকে রি*চ দিবে আর কাকে রি*চ দিবে না ফেস*বুক নিজেই জানে না!!!😳 ধু*র ফে*সবুক !!!!

Address

Rangpur

Telephone

+8801736816763

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজ:

Videos

Share

Category