Silas Kujur

Silas Kujur An advance Digital marketer, SEO expert & Graphic Designer

Class Name: CANVA DESIGN Student Id: silas755Assignment No:7Assignment : 1. FB blank page এ ব্যানার ডিজাইন2. FB template...
14/07/2023

Class Name: CANVA DESIGN
Student Id: silas755
Assignment No:7
Assignment :
1. FB blank page এ ব্যানার ডিজাইন
2. FB template page এ ব্যানার ডিজাইন
3. Blank page এ লগো ডিজাইন
4. Template page এ লগো ডিজাইন
5. Birthday banner design
6. Presentation
DM. Batch:20
Assignment :

UDEMY কি?অন্তর্জালের (Internet) দুনিয়ায় ইউডেমি (Udemy) হচ্ছে শেখার একটি বৃহৎ মাধ্যম। এটি সরম্পূর্ণ একটি অনলাইন একাডেমি। ...
12/07/2023

UDEMY কি?
অন্তর্জালের (Internet) দুনিয়ায় ইউডেমি (Udemy) হচ্ছে শেখার একটি বৃহৎ মাধ্যম। এটি সরম্পূর্ণ একটি অনলাইন একাডেমি। এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষাদান করা হয়। তবে এই শিক্ষাগ্রহণ করার জন্য এবং এর পর সনদ তোলার জন্যও কিছু ডলার পরিশোধ করতে হয়। তবে কিছু কিছু টরেন্ট ওয়েবসাইটে শুধু ভিডিওগুলো বিনামূল্যেই পাওয়া যায়।

ইউডেমিতে কি কি বিষয়ে কোর্স রয়েছে?
প্রায় সব বিষয়েরই এখানে কোর্স রয়েছে। যেমন, পদার্থ, গণিত, রসায়ন, স্কেচ আঁকা, প্রোগ্রামিং, আর্কিটেকচার, মিউজিক, ব্যবস্যা, আর্ট, ইয়োগা, ভিবিন্ন ভাষা শিক্ষা, মোটর ড্রাইভিং, গেমস, গিটার, ড্রাম, বেহালা, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, IELTS, Spoken English সহ আরো হাজার রকমের কোর্স। এখানের কিছু রয়েছে ফ্রী কিছু রয়েছে পেইড। তবে ফ্রী গুলো দিয়েই আপনি অনেক কিছু শিখতে পারবেন। সাইটটি হচ্ছে udemy.com।
আমি udemy এর ভক্ত। কারণ কয়েকটি:
প্রথমত, এটা বিশ্ববিদ্যালয়ের কোর্স থেকে আলাদা (যেটা এই প্লাটফর্মের একটি শক্তি), পেশাদারি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য কৌতহুলীরা এখানে আসেন।

দ্বিতীয়ত, আপনার সময় এবং সুবিধেমত কোর্স করতে পারবেন। ডেডলাইন বা হোমেওয়ার্ক জমা দেবার চাপ নেই।

তৃতীয়ত, সাশ্রয়ী মূল্য, কোর্সের কোন কিছু পছন্দ না হলে আছে ৩০ দিনের money back guarante.

চতুর্থত, যে কোন বিষয়ের উপরই অনেক কোর্স আছে, রিভিউ এবং একটু বাছবিচার করে নিলে, ভালো কোর্স পাওয়া শক্ত নয়।

পঞ্চম: ইউডেমিতে আপনি বেশ ভালো ভালো লেকচারার পাবেন, তাদের অনেকেই বিভিন্ন বুটক্যাম্পে কয়েক হাজার ডলার চার্জ করে থাকেন, আপনি সেই হাজার ডলারের লেকচার মাত্র ১০/১২ ডলারে পেয়ে যাচ্ছেন।
ষষ্ঠ: তাদের ভিডিও কোয়ালিটি এবং ডিটেইল বিশ্লেষণ আপনাকে অনেক খুঁটিনাটি বিষয় জানতে সাহায্য করবে যা কিনা ব্যাক্তিগত প্রজেক্টের পাশাপাশি বিভিন্ন ইন্টারভিউতেও কাজে আসবে।
সপ্তম: তারা আপনাকে ব্যাক্তিগত সমস্যায়ও সরাসরি সাহায্য করবে।

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। সেটা হতে পারে সোশ্য...
10/07/2023

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে৷ হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, এমন কি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

ডিজিটাল মার্কেটিং এর সূচনা:
১৯৯০ খ্রিস্টাব্দে এর যাত্রা শুরু। জনক হলেন ফিলিপ কোটলার।

ডিজিটাল মার্কেটিং এর ধাপ সমূহ:
নিম্নোক্ত লিষ্টে এর গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ উল্লেখ করা হলো:-
১। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
২। সার্চইঞ্জিন মার্কেটিং
৩। কন্টেন রাইটিং
৪। এসএমএম
৫। এফিলিয়েট মার্কেটিং
৬। ই-মেইল মার্কেটিং
৭। ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
৮। সিপিএ মার্কেটি

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা :
সহজে এবং দ্রুত প্রচার, গ্রাহকের সাথে সম্পর্ক তৈরী, খুব সহজে ক্রেতাদের কাছে পৌছানো।

ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন:
সমগ্র বিশ্বে মোট ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে, প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যাবহার করে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্য, ৪৩% ই-কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদেন পছন্দের ই-কমার্স ওয়েবসাইটে আসে। ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে, সুতরাং বলা যায় বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ।
তথ্যসূত্র: গুগল

Address

Boldipukur
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Silas Kujur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silas Kujur:

Share



You may also like