12/07/2023
UDEMY কি?
অন্তর্জালের (Internet) দুনিয়ায় ইউডেমি (Udemy) হচ্ছে শেখার একটি বৃহৎ মাধ্যম। এটি সরম্পূর্ণ একটি অনলাইন একাডেমি। এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষাদান করা হয়। তবে এই শিক্ষাগ্রহণ করার জন্য এবং এর পর সনদ তোলার জন্যও কিছু ডলার পরিশোধ করতে হয়। তবে কিছু কিছু টরেন্ট ওয়েবসাইটে শুধু ভিডিওগুলো বিনামূল্যেই পাওয়া যায়।
ইউডেমিতে কি কি বিষয়ে কোর্স রয়েছে?
প্রায় সব বিষয়েরই এখানে কোর্স রয়েছে। যেমন, পদার্থ, গণিত, রসায়ন, স্কেচ আঁকা, প্রোগ্রামিং, আর্কিটেকচার, মিউজিক, ব্যবস্যা, আর্ট, ইয়োগা, ভিবিন্ন ভাষা শিক্ষা, মোটর ড্রাইভিং, গেমস, গিটার, ড্রাম, বেহালা, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, IELTS, Spoken English সহ আরো হাজার রকমের কোর্স। এখানের কিছু রয়েছে ফ্রী কিছু রয়েছে পেইড। তবে ফ্রী গুলো দিয়েই আপনি অনেক কিছু শিখতে পারবেন। সাইটটি হচ্ছে udemy.com।
আমি udemy এর ভক্ত। কারণ কয়েকটি:
প্রথমত, এটা বিশ্ববিদ্যালয়ের কোর্স থেকে আলাদা (যেটা এই প্লাটফর্মের একটি শক্তি), পেশাদারি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য কৌতহুলীরা এখানে আসেন।
দ্বিতীয়ত, আপনার সময় এবং সুবিধেমত কোর্স করতে পারবেন। ডেডলাইন বা হোমেওয়ার্ক জমা দেবার চাপ নেই।
তৃতীয়ত, সাশ্রয়ী মূল্য, কোর্সের কোন কিছু পছন্দ না হলে আছে ৩০ দিনের money back guarante.
চতুর্থত, যে কোন বিষয়ের উপরই অনেক কোর্স আছে, রিভিউ এবং একটু বাছবিচার করে নিলে, ভালো কোর্স পাওয়া শক্ত নয়।
পঞ্চম: ইউডেমিতে আপনি বেশ ভালো ভালো লেকচারার পাবেন, তাদের অনেকেই বিভিন্ন বুটক্যাম্পে কয়েক হাজার ডলার চার্জ করে থাকেন, আপনি সেই হাজার ডলারের লেকচার মাত্র ১০/১২ ডলারে পেয়ে যাচ্ছেন।
ষষ্ঠ: তাদের ভিডিও কোয়ালিটি এবং ডিটেইল বিশ্লেষণ আপনাকে অনেক খুঁটিনাটি বিষয় জানতে সাহায্য করবে যা কিনা ব্যাক্তিগত প্রজেক্টের পাশাপাশি বিভিন্ন ইন্টারভিউতেও কাজে আসবে।
সপ্তম: তারা আপনাকে ব্যাক্তিগত সমস্যায়ও সরাসরি সাহায্য করবে।