মিঠাপুকুরের স্বপ্ন

  • Home
  • Rangpur
  • মিঠাপুকুরের স্বপ্ন

মিঠাপুকুরের স্বপ্ন আলোর সাথে সন্ধি

নিখোঁজ বিজ্ঞপ্তিগত ০৩/০৯/২০২৪ ইং তারিখে মোঃ সাহিদ মিয়া(১৯) নামের কিশোর নিখোঁজ হয়েছে।  তার পিতার নামঃ মোঃ আব্দুল খালেক,মা...
10/09/2024

নিখোঁজ বিজ্ঞপ্তি

গত ০৩/০৯/২০২৪ ইং তারিখে মোঃ সাহিদ মিয়া(১৯) নামের কিশোর নিখোঁজ হয়েছে। তার পিতার নামঃ মোঃ আব্দুল খালেক,মাতাঃ মোছাঃ সাহেদা বেগম,গ্রামঃ খোর্দ্দ গোপালপুর, ডাকঘরঃ কাফ্রিখার,উপজেলাঃ মিঠাপুকুর,জেলাঃ রংপুর।

চেনার উপায়ঃ গায়ের রং ফর্সা।উচ্চতাঃ৫ফুট ৪ ইঞ্চি

কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাকে কোথাও দেখতে পান তাহলে দয়াকরে নিন্মোক্ত নাম্বারে ফোন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগঃ ০১৭৮৬-৯৬০৮৪৮(পিতা)

মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য রুহুল উল্লাহ্ জুয়েলকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।(ছবিতে নোটিশটি দেওয়া আছে) বি...
03/09/2024

মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য রুহুল উল্লাহ্ জুয়েলকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

(ছবিতে নোটিশটি দেওয়া আছে)

বিষয়টি দুঃখজনক ।

সাংবাদিক হিসাবে আমার ব্যক্তিগত অভিমত- ত্যাগী ও কর্মী বান্ধব সর্বদা হাস্যজ্জল রাজনৈতিক নেতা। যোগ্য নেতার যোগ্য উত্তরসূরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জ্বল নক্ষত্র।

তবে আমার দেখা উপজেলা বিএনপির রাজনীতিতে অন্যতম পথপ্রদর্শক ও রাজনৈতিক বিশ্লেষক। গতদিনে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত্য এমপি নির্বাচন,উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেছি তদন্ত রির্পোটের জন্য তার সূক্ষ্ম পরিসংখ্যান, ফলাফল ও জ্ঞান মুগ্ধ করেছে।

শতকরা কত ভোট দিবে? কে কত ভোট পেতে পারে?কার কত নিজস্ব ভোটার!জনগন ভোটকে কিভাবে গ্রহণ করবে,কোন সেন্টারে ভোট বেশি জাল হতে পারে,কোন জায়গায় আওয়ামীলীগের প্রভাব বেশি,কোন জায়গায় আওয়ামীলীগ ইউনিয়ন চেয়ারম্যান পাবে নানাবিধ প্রশ্নের উত্তর যখন তিনি আমাকে করেছেন ঠিক সেইভাবে ফলাফল হয়েছে আমিও রির্পোট করেছি তৎকালীন চুড়ান্ত ফলাফলের পূর্বে।" এজন্য আমি তাকে আমার সাংবাদিকতা জীবনে রাজনৈতিক ইঞ্জিনিয়ার বিট হিসাবে আখ্যায়িত করি।রাজনৈতিক সাংবাদিকতা বিষয়ে যার কাছে আমি মুগ্ধ এবং ছাত্র(যদিও মিশি বন্ধুর মতো কিন্তু ছোট ভাই হিসাবে যথেষ্ট স্নেহ করে আর আমি করি বিরক্ত দিনে কিংবা রাতে)। যার পরামর্শ সর্বদাই ন্যায়ের পক্ষে। সবচাইতে বেশি মনে পড়ে যখন তিনি বলেন- আমিও যদি ভূল করি তা ধরিয়ে দিয়ে সংবাদ পরিবেশন করার দায়িত্ব তোমার।

সর্বদাই যার কাছে বলেছি- আপনাদের দল সরকার ব্যবস্থায় নেই দীর্ঘদিন ধরে তবুও দেখি আপনাদের উপজেলা বিএনপির মধ্যে গ্রুপিং বিষয়টি দুঃখজনক। আপনারা কি সকলে একঘরে এসে মিঠাপুকুর বাসীর উন্নয়নে কাজ করতে পারেন না। ওনি প্রতিউত্তরে বলেন-সময়ে কথা বলবে ও একত্রিত হবে।ইনশাআল্লাহ।

কিভাবে কর্মী সৃষ্টি করতে হয় এবং ধরে রাখতে হয় তার সম্পূর্ণ ক্রিয়াশীল জানা। হঠাৎ হোয়াইট আপসে যখন জানতে পারি এবং দেখতে পাই তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিষয়টি দুঃখজনক ছাড়া কিছুই মনে করি না এবং মানসিক হয়রানি।

আমি ব্যক্তিগত ভাবে জানি না ও জানার চেষ্টাও করিনি হয়ত কোন এক সময়ে জানতে পারতাম ।তবে রাজনীতিতে কিভাবে তার উত্থান সেটুকু বলতে পারি এবং কিভাবে কত পরিশ্রম করেছেন তা জেনেছি বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে তার নাম উপস্থাপন করে।বিভিন্ন ইউনিয়নে যুব ও ইয়াং রাজনৈতিক কর্মীদের কাছে যিনি আদর্শের বাতিঘর। কারণ তিনি কখনোই ছোট হোক কিংবা বড় হোক নেতাকর্মীদের অমূল্যায়ন করেনি৷ কিছু কিছু ইউনিয়নের নেতাকর্মী বলেছেন তার হাসিটাকেই ভালোবাসি এবং জীবনটাও দিতে পারি কারন তার মাধ্যমেই বিএনপির রাজনীতিতে প্রবেশ।

তবুও একটুখানি উপস্থান না করলেই নয়।জানুন আমি যা জানি- এ কে এম রুহুল্লাহ জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য।১৯৯১সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৪ সালে মিঠাপুকুর কলেজ ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ২০০৫ খ্রিঃ হতে ২০০৯ খ্রিঃ পর্যন্ত মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসাবে সততা ও নিষ্ঠার
দায়িত্ব পালন করেন। ২০০৯ খ্রিঃ হতে ২০২২ খ্রিঃ পর্যন্ত মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হিসেবে দলের প্রত্যেকটি আন্দেলন সংগ্রামে সর্বোচ্চ অবদান রেখেছি। ২০১৪ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করে প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) ভোট পান। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন চান। বর্তমানে মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলের সকল কর্মকান্ডে অংশ গ্রহন করেন।

এছাড়া তার আয়ের উৎস শুধু জানি কলেজের প্রভাসক এবং বিএনপির ছাত্র রাজনীতির মাঠ পর্যায়ের নেতা। তার অর্থবিত্ত কতটুকু সেটাও জানি না। কলেজ থেকে পাওয়া বেতনে তার সংসার ব্যয় ও রাজনৈতিক ব্যয়। পরিবারের অন্যান্য সদস্যরা কোন রাজনীতিতে সংশিষ্ট তা জানি না হয় ভবিষ্যতে জানবো। তিনি যখন অসুস্থ অনেক ইউনিয়নে নেতাকর্মী ও সমর্থকদের আয়োজনে দোয়া মাহফিল করেন সুস্থ হয়ে ফিরে আসার।

কলেজ থেকে পাওয়া বেতনে তিনি কর্মীর পেছনে প্রতিনিয়ত যে অর্থ ব্যয় করেন আরোও অনেক নেতা দেখেছি তার মতো নয়। মিঠাপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের বর্তমানে কর্মীর সংখ্যা বৃদ্ধিতে তার ভূমিকা অনস্বীকার্য।

সুতরাং অন্তঃদলীয় কোন্দলের কারনে হয়ত কারো না কারো অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তার যথাযথ উত্তর তিনি দিবেন।

শেখ হাসিনার সরকারের দীর্ঘ সময়ে দল বদল না করা এবং নির্যাতনের শিকার এইসব রাজনৈতিক নেতার মূল্য দিয়ে চমকপ্রদ একটি সংগঠন হবে বিএনপি এটাই প্রত্যাশা।

সাংগঠনিক মনা একজন ব্যক্তি সর্বদাই যিনি শিক্ষকতার পাশাপাশি কিভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চিন্তায় মশগুল থাকা তার পক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা সম্ভব নয়।

এই উপজেলায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের টাকার বিনিময়ে লোক ভাড়া করে এনে প্রোগাম করার সফলতা ও ব্যর্থতা দেখেছি। কিন্তু বিনা টাকায় জুয়েল ভাইয়ের ডাকে শতশত নেতাকর্মীর উপস্থিতিতে প্রোগাম করতেও দেখেছি।যারা এসেছিলেন তাদের সাথে কথা বলেছি-এমন নেতার ডাকে পৃথিবীর যেকোন প্রান্তে যেতে ইচ্ছুক।

সদা হাস্যচল এই ব্যক্তি মিঠাপুকুর উপজেলা জাতীয়তাবাদী দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে এবং মূখ্য ভূমিকা পালন করবে এই প্রত্যাশায়।

ধন্যবাদান্তে
রুবেল ইসলাম
গণমাধ্যমকর্মী

( দয়াকরে আমাকে কোন রাজনৈতিক দলের সমর্থক কিংবা সদস্য হিসাবে আখ্যায়িত করবেন না, কারণ এই উপজেলায় সত্য কথা বললে অনেক চড়াই-উৎরাই সহ্য করতে হয়।যেমন- বিগত দিনে আমার ফেসবুক আইডিতে একটি পোষ্ট করেছিলাম " মিঠাপুকুরে জাকিরের জনপ্রিয়তা আকাশে যেমন পাতালেও তেমন,ডিজিটালেও যেমন এনালকেও তেমন"এই পোস্ট করে কত হুমকি ধামকি পাতি নেতাদের। কিন্তু আমার চোখে ও অনুসন্ধানে যা বাস্তব তাই উপস্থাপন করেছিলাম,ঠিক তেমনি এখানেও উপস্থাপন করলাম।অনেকে আবার জুয়েল ভাইয়ের দালাল হিসাবে আখ্যায়িত করতে পারেন সেটা আপনাদের ব্যাপার।কারণ আপনার যেমন মন্তব্য করার অধিকার আছে ঠিক তেমনি আমারও লেখার অধিকার আছে)

28/08/2024

শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে হয়তো শিক্ষক থাকবে না? আবার শিক্ষকদের ফেরাতে প্রতিষ্ঠানে ফেরাতে হতে পারে আন্দোলন। যার বাস্তব চলমান বাংলাদেশ।

25/08/2024

মিঠাপুকুরের চেংমারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমানকে কান ধরে উঠাবসা করালেন জনগণ।

প্রিয় মিঠাপুকুর বাসী,কেমন প্রতিনিধি আপনারা নির্বাচন করেছিলেন একবার ভেবে দেখুন। প্রতিনিধি নির্বাচন করার সময় ৫০০ বা ১০০০ টাকার জন্য আপনি আপনার বিবেককেই বিক্রি করে দিয়েছিলেন। যার ফলাফল আপনার প্রতিনিধি দিয়েছে।

আগামী দিনে এমন প্রতিনিধি নির্বাচন করুন যিনি সুখে দুঃখে আপনার পাশে থাকবেন।

24/08/2024

আমরা এমন স্বপ্ন দেখি যার মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে

19/01/2023
মিঠাপুকুরে প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরনমিঠাপুকুর উপজেলায় প্রান্তিক  মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করেছে...
13/11/2022

মিঠাপুকুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

মিঠাপুকুর উপজেলায় প্রান্তিক মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার দুপুরে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে আলোচনা সভা ও বিনামূল্যের সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর-৫ আসনের সাংসদ,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান মঞ্জু, মিঠাপুকুর থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।

এসময় কৃষকদের মাঝে একটি হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন । উপজেলা ১৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

মিঠাপুকুরে প্রাণী সম্পদ কর্মকতার অভিযান মাংস ব্যবসায়ীকে জরিমানামিঠাপুকুর প্রতিনিধিরংপুরের মিঠাপুকুর উপজেলায় মাংস রাখায...
26/10/2022

মিঠাপুকুরে প্রাণী সম্পদ কর্মকতার অভিযান মাংস ব্যবসায়ীকে জরিমানা

মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাংস রাখায় রফিকুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ী জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার সকালে উপজেলা লতিবপুর ইউনিয়নে জায়গীর বাসস্ট্যান্ড ওভার ব্রিজের নিচে মাংস বিক্রি করার সময় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সরেজমিনে জানা যায়- দীর্ঘদিন ধরে জায়গীরহাট বাসস্টান্ডে মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম বিক্রি না হওয়া ফ্রিজে রাখা মাংস মিশ্রিত করে বিক্রি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল মাংসের দোকানে গিয়ে মাংস পরীক্ষা করেন। মঙ্গলবারে বিক্রি না হওয়া মাংস ও বুধবার সকালে জবাইকৃত গরুর মাংস একত্রিত করে বিক্রি করে আসছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর নিশ্চিত হয়ে সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেটকে জানান।

মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন- মঙ্গলবার জবাইকৃত গরুর ২০ কেজি মাংস বিক্রি না হওয়ায় ফ্রিজে রেখেছিলেন। পরের দিনে জবাইকৃত গরুর মাংসের সাথে তা মিশ্রিত করেন বলেন জানান।

প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল মন্ডল বলেন-উপজেলার বিভিন্ন স্থানে ও হাটবাজারে নিয়ম না মেনে গরু জবাই করা হচ্ছে। গরু জবাই করার ক্ষেত্রে গরুর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে অবগত না হয়ে অবাধে জবাই করা হচ্ছে। পচা ও ফ্রিজে রাখা মাংস একত্রিত করে ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গরু জবাই করার ক্ষেত্রে নিয়ম নীতি সংক্রান্ত বিষয়ে কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা যেন সাধারণ জনগণকে ঠকিয়ে মাংস বিক্রি করতে না পারে সেক্ষেত্রে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে অবগত করেন।

উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন - মাংস ব্যবসায়ীকে পচা ও বাসি মাংস রাখার দায়ে জরিমানা করা হয়েছে। পচা ও ফ্রিজে রাখা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।মাংস ব্যবসায়ীকে ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয় সতর্ক করা হয়েছে।

15/10/2022

মিঠাপুকুরে র‍্যাবের গোপন অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | BRSNEWS24 | মিঠাপুকুর

মিঠাপুকুরে র‍্যাবের গোপন অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমিঠাপুকুর প্রতিনিধিরংপুরের মিঠাপুকুর উপজেলায় গোপন তথ...
15/10/2022

মিঠাপুকুরে র‍্যাবের গোপন অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‍(র্যাব)। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর এলাকার ব্রাক অফিসের সামনে মিঠাপুকুর টু শঠিবাড়ীগামী ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন ভোর ৪
ঘটিকায় চেকপোষ্টের নিকটে পিকআপ ঢাকা-মেট্রো-ন-১৫-০৬২০ আসলে উক্ত পরিবহনটি সংকেত দিলে আসামীর পিকআপটি থামাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টকালে তাদেরকে আটক করি। দৌড়ানোর কারণ জিজ্ঞাসাবাদ করিলে সম উত্তর না নিলেও পরে পিকআপে মাদক আছে মর্মে স্বীকার করে।

মামলার এজাহার থেকে জানা যায়- আটককৃতরা হলেন ঢাকার সাভার ভাকুরতা এলাকার চুনারচর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে সুমন আহমেদ (২৯) (পিকআপ চালক), কেরানীগঞ্জ আটিবাজার এলাকার মন্টু মিয়ার ছেলে রাসেল (২৩) মিয়াকে আটক করা হয় ।এসময় তাদের কাছ থেকে ২৯৬ (দুইশত ছিয়ানবাই) বোতল PHENSEDYL, ০১ (এক) টি পিকআপ চাবিসহ সচল, ০২ (দুই) টি মোবাইল, ০৩ (তিন) টি সিমকার্ড এবং নগদ ৭০০০/-
(সাত হাজার) টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩, রংপুর টহল অপারেশন সিসি নং-৬০৪/২০২২ মূলে জানা যায়-পিকআপের
কেবিনের ভিতর লুকানো অবস্থায় ও তাদের নিজ হাতে বের করে দেওয়ামতে একটি চটের বস্তার ভেতর ১৬৬ (একশত ছেষটি) বোতল এবং অপর একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর ১৩০ (একশত ত্রিশ) বোতল সহ সর্বমোট ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল PHENSEDYL উদ্ধার করা হয়।

প্রসঙ্গ প্রতিটি বোতলের ওজন ১০০ মিঃ লিঃ করে সর্বমোট ওজন (১০০×২৯৬) = ২৯,৬০০ মিলিলিটার বা ২৯.৬ (ঊনত্রিশ দশমিক ছয়) লিটার। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ১২০০/- (এক
হাজার দুইশত) টাকা হিসেবে সর্বমোট মূল্য অনুমান (১২০০×২৯৬)= ৩,৫৫,২০০/- (তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত) টাকা।প্রতিটি বোতল প্লাস্টিকের তৈরী, কর্কযুক্ত এবং মুখবন্ধ। প্রতিটি বোতলের লেবেলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine
Maleate & Codeine Phosphate Cough Linctus PHENSEDYL সহ আরো অন্যান্য লেখা আছে।

মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি চার চাকা বিশিষ্ট নীল/লুন রংয়ের ৭০০ সিসির ২০১৬ মডেলের টাটা পিকআপ (সিংগেল কেবিন)। যার রেজিঃ নাম্বার-ঢাকা-মেট্রো-ন-১৫-০৬২০, চেসিস নং-MAT445235GZR33808 ইঞ্জিন নং-
275IDI05JTYS99247 ০১ (এক) টি চাবির রিং যাতে গাড়ির চাবিসহ ০৮ (আট) টি বিভিন্ন চাবি উক্ত পিকআপের মধ্যে থাকা মেয়াদ উত্তীর্ণ ইন্সুরেন্স ০১ (এক) পাতা ট্যাক্স টোকেন ০১ (এক) পাড়া, ফিটনেস সনদপত্র ০১ (এক) পাতা, রোড পারমিট ০১
(এক) পাতা, পিকআপ স্মার্ট রেজিস্টেশন সনদ এবং ড্রাইভিং লাইসেন্স ০১ (এক) টি এবং সুমন আহমেদের পরিহিত লুঙ্গির কোচ হতে ০১ (এক) টি পুরাতন নল কলচে রংয়ের Redmi 7 মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার IMEI- (i)
862626048087224, (ii) 862626049587222 যাতে সিম নং ০১৮৩৮-২১৫৬৯৬ এবং ০১৮৭৩-৮৩৯৯৯১ (সংযুক্ত) ও ধৃত ২নং আসামী রাসেল (২৩) এর পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেটে থাকা ০১ (এক) টি সাদা রংয়ের SYMPHONY L136 মডেলের বাটন মোবাইল ফোন যার IMEI-(i) 351814191613966, (ii) 351814191613974 যাতে সিম নং ০১৯৬৭-
৭০৭০৫৯ সংযুক্ত এবং বাম পকেটে থাকা মাদক জন্ম-বিক্রয়ের নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে
নিজ দখলে রেখে দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে বহন করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে
আসছে বলে স্বীকার করেন।

ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে পিকআপ গাড়ীতে করে মাদকদ্রব্য ফেন্সিডিল
বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় অপরাধ করায় তাদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র এজাহার দায়ের করা হয়।

মিঠাপুকুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফাতেমাতুজ জোহরা বৃতির  মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  দেড়টায় ঢাকার  বিএ...
04/10/2022

মিঠাপুকুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেড়টায় ঢাকার বিএমএইচইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন )

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সাহসের মূর্ত প্রতীক,অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশডেস্ক রিপোর্ট: ৭৫ পেরিয়ে ৭৬-এ পা ফ...
28/09/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সাহসের মূর্ত প্রতীক,অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
৭৫ পেরিয়ে ৭৬-এ পা ফেললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেওয়ার কারণে এবারের জন্মদিনে তিনি দেশের বাইরে রয়েছেন।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা তার জন্মদিন উদযাপনের বিষয়ে বিগত দিনেও দলের নেতাদের নিরুৎসাহিত করেছেন। কিন্তু দলের নেতারা তা মানতে নারাজ। তাই তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচিতে উদযাপন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ আজ বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা সভা করবে। এ ছাড়া আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে হবে দোয়া ও মিলাদ মাহফিল।

সকাল ১০টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে (বাসাবো, সবুজবাগ) বৌদ্ধ সম্প্রদায়, সকাল ৯টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭/এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

“যোগ্য পিতার, যোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনা”

দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে শেখ হাসিনা আজ স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বটে । ১৯৮১ সাল থেকে গত ৪১ বছর দলটির সভাপতি পদে আছেন তিনি। অন্যদিকে টানা তিনবারসহ মোট চার মেয়াদে প্রায় ১৯ বছর ধরে তিনি দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারাবিশ্বে হয়েছেন প্রশংসিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে- ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিল। এ কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে।

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন করা, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয় করার মতো অনেক অনেক সাফল্য রয়েছে শেখ হাসিনার।

সাবমেরিন যুগে বাংলাদেশের প্রবেশ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত, দারিদ্র্যের হার হ্রাস, মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর ৪ মাসে উন্নীতকরণ, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, সাক্ষরতার হার ৭৫ শতাংশে নেওয়া, বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দেওয়া, মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা ও স্বীকৃতি দান, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রতিটি জেলায় একটি করে সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ, নারীনীতি প্রণয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ফাইভ-জি মোবাইল প্রযুক্তির ব্যবহার চালুসহ নানা ক্ষেত্রে তার দক্ষ নেতৃত্বের ছাপ রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্পের চ্যালেঞ্জও জয় করেছেন তিনি।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের সামনে দুর্যোগের সংকটপূর্ণ সময়ে সমাধানের সূত্র তুলে ধরেছেন। যুদ্ধ, অস্ত্রের প্রতিযোগিতা, ক্ষমতার প্রভাব এবং স্বার্থগত সংঘাতকে বিশ^শান্তি প্রতিষ্ঠা ও মানবমুক্তির প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন তিনি। সেই সঙ্গে জবরদস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টানিষেধাজ্ঞার মতো বৈরীপন্থা পরিহার করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সংকট ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শেখ হাসিনা দলকে সুসংগঠিত করেন। এর ফলে ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করেন তিনি।

দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাইবোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরান ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা।

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩ নম্বর মিন্টো রোডের বাসায় বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ভর্তি করা হয় টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে। এখন সেটি শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত।

শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ওই বছরেই তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে। ১৯৭৩ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।

বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়।

১৯৮১ সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। আর ওই বছরের ১৭ মে ছয় বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে তিনি মাতৃভূমিতে ফেরেন। তিনি ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে এবং সে বছরের ২৩ জুন প্রথমবারের মতো তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

শেখ হাসিনা নিজে লেখালেখি করেন, দলের নেতাদেরও লেখালেখিতে উৎসাহ দেন। তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টির বেশি। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- শেখ মুজিব আমার পিতা, সাদা কালো, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিপন্ন গণতন্ত্র, সহেনা মানবতার অবমাননা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি।

মিঠাপুকুরে  র্র‌্যা ব কর্তৃক হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতাররংপুরের মিঠাপুকুর উপজেলায় রংপুর র‌্যাব কর্তৃক অভিযান চা...
10/09/2022

মিঠাপুকুরে র্র‌্যা ব কর্তৃক হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় রংপুর র‌্যাব কর্তৃক অভিযান চালিয়ে ‍দুই নারী হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গত শুক্রবার বিকালে ( ০৯সেপ্টেম্বর)সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন । বিভিন্ন পরিবহন তল্লাশী করার পর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস এলাকার ইমদাদুল হকের স্ত্রী গোলচেহেরা বেগম (৩২) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের মানিক মিয়ার স্ত্রী রেজিয়া(৩৬)কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

রংপুর মেডিকেলের প্রবেশপথের পাশেই চলছে ফাঁকাস্থানে গণ প্রসাব তার পাশেই ফেলা হচ্ছে মেডিকেলের ব্যবহৃত যাকে আমরা মেডিকেল বর্...
18/08/2022

রংপুর মেডিকেলের প্রবেশপথের পাশেই চলছে ফাঁকাস্থানে গণ প্রসাব তার পাশেই ফেলা হচ্ছে মেডিকেলের ব্যবহৃত যাকে আমরা মেডিকেল বর্জ বলি। বিভিন্ন ধরনের বর্জ এখানে ফেলা হচ্ছে। কয়েকটি গরু সেখানকার বিভিন্ন উপকরণগুলো তৃপ্তি সহকারে খাচ্ছে। টোকাই সহ আরও কিছু মানুষ অনেক জিনিস নিয়ে যায় ওখান থেকে। পুরো মেডিকেলের আশেপাশেই এভাবেই ছড়িয়ে ফেলা হচ্ছে মারাত্মক ঝুকিপূর্ণ এই সমস্ত মেডিকেল বর্জ।

রোগ থেকে মুক্তি পেতে এসে রোগ যুক্ত হয়ে এক জায়গার রোগ জীবাণু চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়।
মেডিকেল বর্জ যত্রতত্র ফেলার কোন নিয়ম নেই, নিদিষ্ট স্থানে ফেলতে হয় এবং তা ধ্বংস করতে হয়। আশাকরি মেডিকেল কর্তপক্ষ জনস্বাস্থ্যর জন্য হুমকি জনিত বিষয়টি জরুরি সুদৃষ্টি দিবেন।

27/07/2022

মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অর্থবাণিজ্য হতাশায় ভুক্তভোগী | BRSNEWS24 | জাতীয়

13/07/2022

গাইবান্ধায় ডিপজল বাসে ডাকাতী মামলার আসামী শাকিল গ্রেফতার | BRSNEWS24 | গাইবান্ধা

29/06/2022

আমার অহংকার আমাদের উপহার
ধন্যবাদ
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যতদিন তোমার হাতে থাকবে দেশ ততদিন পথ হারাবে না আমার সোনার বাংলাদেশ।

25/06/2022

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মিঠাপুকুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা | BRSNEWS24 | মিঠাপুকুর

24/06/2022

মিঠাপুকুরে আইরিশ পাবলিক স্কুলের ভিত্তিপ্রস্তর | BRSNEWS24 | মিঠাপুকুর

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when মিঠাপুকুরের স্বপ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিঠাপুকুরের স্বপ্ন:

Share


Other Media/News Companies in Rangpur

Show All