Ekta Chakri

Ekta Chakri সব ধরনের চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট,

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রস্তুতি১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে...
09/03/2023

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রস্তুতি

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার লিখিত পরীক্ষার পালা।

আবেদনের সময় প্রার্থী যে বিষয়টি নির্বাচিত করেছেন, লিখিত পরীক্ষা মূলত সেই বিষয়ের ওপর দিতে হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরে, সময় ৩ ঘণ্টা। ইংরেজি ও বাংলা বিষয়ের প্রার্থীর সংখ্যা অনেক। স্কুল ও কলেজ পর্যায়ের জন্য এই দুই বিষয়ের প্রস্তুতি নিয়ে এখানে আলোচনা করা হলো—

ইংরেজি
♦ স্কুল পর্যায়: ইংরেজি Grammar-এর ওপর ৪০ আর Writing-এ ৬০। লিখিত পরীক্ষার সিলেবাসের আইটেমগুলোর ওপর ভালো দখল আনতে হবে।
১. Use of Article (৫ নম্বর): Article-এর ব্যতিক্রমধর্মী নিয়মগুলো আয়ত্তে আনতে হবে| A, An, The-এর বেসিক ব্যবহার জানতে হবে। নবম ও দশম শ্রেণির বইগুলো থেকে চর্চা করতে হবে।
২. Use of Preposition (৫ নম্বর): Appropriate Preposition ভালোভাবে জানতে হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা Preposition-সংক্রান্ত প্রশ্ন Solve করতে হবে। নবম ও দশম শ্রেণির Grammar বইয়ের Preposition অংশের বেসিক নিয়মগুলো দেখলেই চলবে।
৩. Right Form of verb (৫ নম্বর): বেসিক নিয়মগুলো জানার পাশাপাশি অনার্স পর্যায়ের ‘বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল’ অংশের নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ।
৪. Correction (৫ নম্বর): এ অংশে ভালো করতে হলে Subject I Agreement Chapterw টি ভালোভাবে দেখতে হবে। তা ছাড়া Sentence making সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থাৎ Parts of speech-এর সঠিক ব্যবহার জানা থাকলে এ অংশে ভালো করা যাবে।
৫. Transformation of Sentence (৫ নম্বর): এ অংশের জন্য সাধারণত Simple, Complex, Compound এবং Active I Passive-এ Voice-গুলো চর্চা করতে হবে। প্রশ্নের Direction অনুযায়ী Change করতে হবে।
৬. Making Sentence With Phrase (৫ নম্বর): এ অংশে ভালো করার জন্য Phrase জানার বিকল্প নেই, বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় আসা Phrase-গুলো গুরুত্বপূর্ণ। তা ছাড়া একাদশ শ্রেণির Grammar বইয়ের কোনো Phrase and idioms যেন বাদ না যায়।
৭. Completing Sentence (৫ নম্বর): ৫টি অসম্পূর্ণ বাক্য থাকবে। Grammar-এর নিয়ম ও অর্থ ঠিক রেখে বাকি অংশ পূরণ করে বাক্যগুলোকে ‘সম্পূর্ণ’ করতে হবে। Sequence of tense-এর নিয়মগুলো জানা থাকলে এ অংশে ভালো করা যাবে।
৮. Passage Narration (৫ নম্বর): সাধারণ Narration-এর নিয়মসহ Passage Narration-এর কিছু বিশেষ নিয়ম আয়ত্ত করতে হবে। নবম-দশম শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির বইয়ের Passage Narration-গুলো চর্চা করতে হবে।
৯. Bengali to English Translation: Vocabulary বা ইংরেজি শব্দভাণ্ডার যত বেশি হবে, এ অংশের উত্তর করা তত সহজ হবে। তা ছাড়া ইংরেজি বাক্যের structure সম্পর্কেও ধারণা রাখতে হবে।

১০. Paragraph Writing (১০ নম্বর):
একটি আদর্শ Paragraph-এর সব রকমের বৈশিষ্ট্য ঠিক রেখে এক প্যারায় Paragraph লিখতে হবে। বাক্যগুলোর বক্তব্যে ধারাবাহিকতা থাকতে হবে। এ ধরনের Paragraph সমসাময়িক ঘটনার বিষয়গুলোর ওপর থাকার সম্ভাবনা বেশি।
১১. প্রশ্নে Formal Letter ও Informal Letter দুটিই থাকবে, যেকোনো একটি লিখতে হবে। যথাযথ নিয়ম মেনে লিখলে ভালো নম্বর তোলা যাবে।
১২. Report Writing: তারিখ ও জায়গার নাম উল্লেখ করে Report Writing লিখতে হবে। এর Starting, Middle ও Ending ভালো হতে হবে।
১৩. Essay বা Composition Writing (২০ নম্বর): সাধারণত জাতীয় কোনো বিষয়ের ওপর প্রশ্ন আসে, তাই জাতীয় ইস্যুগুলোর তথ্য-উপাত্ত জানা থাকলে উত্তর করা সহজ হবে। তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত লিখতে পারলে ভালো নম্বর তোলা যাবে।

♦ কলেজ পর্যায়: ‘প্রভাষক (ইংরেজি)’ পদের জন্য প্রার্থীকে অনার্স কোর্স অর্থাৎ English Literature-এর অংশ Syllabus অনুযায়ী Period, Writer ও Writing অংশের ওপর ভালো প্রস্তুতি থাকতে হবে।

এ অংশে ৭০ নম্বর বরাদ্দ। History of English Literature, Period of English Literature Writer-এর মধ্যে Shakespeare, Marlowe, William Congreve, Pope, William Wordsworth, Bernard Shaw, Robert Browning, Matthew Arnold, PB Shelley, Charles Dickens, John Milton-এর Writing-গুলো সিলেবাস অনুযায়ী ভালোভাবে দখলে এনে Texual ভাষায় উত্তর দিলে ভালো নম্বর তুলতে পারবেন। এ ছাড়া Literacy Term যেমন—Epic, Mock epic novel, Romance, Comedy, Tragedy, Soliloquy, Poetic justice, Lyric metaphor, Simple elegy ভালো করে পড়তে হবে।

Grammar অংশের মান ৩০। এর জন্য Changing words, Completing Sentence, Letter writing ও Summary খুব ভালো করে চর্চা করতে হবে। বাজারের ভালো কোনো বই থেকে নমুনা প্রশ্নগুলো চর্চা করলে ভালো করা যাবে।

বাংলা
♦ স্কুল পর্যায় : ‘সহকারী শিক্ষক (বাংলা)’ পদের প্রার্থীদের প্রথমেই প্রশ্নের মানবণ্টন অনুযায়ী সময় ভাগ করে নিতে হবে, যাতে শতভাগ উত্তর নিশ্চিত করা যায়। বাংলা সাহিত্যের ওপর প্রার্থীর ভালো ধারণা থাকতে হবে; সিলেবাস অনুযায়ী নির্বাচিত প্রবন্ধ যেমন—বঙ্কিমচন্দ্রের ‘বাঙালা ভাষা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’, প্রমথ চৌধুরীর ‘যৌবনে দাও রাজটিকা’। এ ছাড়া কাজী আব্দুল ওদুদ ও মোতাহার হোসেনের প্রবন্ধগুলো বেশ গুরুত্বপূর্ণ।

নির্বাচিত গল্পের মধ্যে ‘একরাত্রি’, ‘পুঁইমাচা’, ‘প্রাগৈতিহাসিক’, ‘নয়নতারা’ গল্পগুলোও গুরুত্বপূর্ণ। কবিতার মধ্যে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, জসীমউদ্দীনের ‘কবর’, আল মাহমুদের ‘সোনালী কাবিন’ পড়ে নেবেন। সময় পেলে উল্লিখিত লেখকদের অন্যান্য গল্পও পড়ে রাখতে পারেন। গদ্যরীতি, পত্র লিখন ও অনুবাদের (ইংরেজি-বাংলা) ওপরও প্রশ্ন থাকে। যেকোনো বিষয়বস্তুর ওপর প্রবন্ধ রচনা লেখার দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা অংশের প্রশ্নগুলোও দেখবেন।

♦ কলেজ পর্যায়: ‘প্রভাষক (বাংলা)’ পদের জন্য লিখিত পরীক্ষায় কবি-সাহিত্যিকের জীবনী ও তাঁদের উল্লেখযোগ্য লেখাগুলোর ওপর প্রশ্ন থাকে। বাংলা ভাষার পরিচয় ও ইতিহাস সম্পর্কেও প্রশ্ন থাকতে পারে। চণ্ডীদাস, আলাওল, ভারতচন্দ্র, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরীর গুরুত্বপূর্ণ রচনাবলি আয়ত্ত করতে পারলে ভালো হয়। বাংলা সাহিত্যের বিভিন্ন ধারা সম্পর্কেও জানাশোনা থাকতে হবে।

যেমন—পদাবলি, মঙ্গলকাব্য, গীতিকাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি। বাংলা ব্যাকরণ অংশ থেকে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ছন্দ-অলংকারের ওপর জোর দিতে হবে।

স্কুল ও কলেজ পর্যায়ের জন্য এই দুই বিষয়ের প্রস্তুতি নিয়ে এখানে আলোচনা করা হলো—ইংরেজি স্কুল পর্যায়: ইংরেজি Grammar-এর ওপ...

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার, আবেদন করুন এখনইসরকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। যাতে অর্থের অভাবে দরিদ্...
26/02/2023

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার, আবেদন করুন এখনই

সরকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। যাতে অর্থের অভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সরকারের ঘোষণা অনুসারে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে এই বৃত্তি দেওয়া হবে।

এই অনুদান পেতে শিক্ষার্থীদের আবেদন করতে হবে ‘মাইগভ আমার সরকার’ ওয়েব পোর্টাল থেকে। তাছাড়া সরাসরি আবেদন করা যাবে এই ঠিকানা থেকে।

বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক আর্থিক অনুদানের আবেদনের সময়সীমা চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদানের জন্য আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৩ পর্যন্ত।

প্রার্থীকে প্রথমেই মাইগভ আমার সরকার ওয়েব সাইটে প্রবেশ করে একটি মোবাইল নম্বর অথবা ইমেইল এড্রেস দিয়ে লগইন করতে হবে। এরপর নির্ধারিত ফরমে তথ্য পূরণ সাপেক্ষে কাঙ্ক্ষিত অনুদানের জন্য আবেদন করতে হবে।

আবেদন গ্রহণের পর তথ্য যাচাই বাছাইকরণ শেষে কর্তৃপক্ষ এ শিক্ষাবৃত্তি প্রদান করবে।

#শিক্ষাবৃত্তি #বৃত্তির আবেদনশিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকারসরকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দি...

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে সার্ভেয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার...
23/02/2023

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে সার্ভেয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

সার্ভেয়ারের শূন্য পদ ২৮১টি। আবেদনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা। আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের (http://minland.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ৯ মার্চ। পরীক্ষা ফি বাবদ মোট ২২৩ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

সার্ভেয়ারের কাজঃ
একজন সার্ভেয়ার নির্মাণ ও জমি সংক্রান্ত কাজে ভূমি জরিপ করে থাকেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রজেক্টে এ পেশায় কাজ করার সুযোগ রয়েছে।

একজন সার্ভেয়ার কোথায় কাজ করেন?
* সরকারি প্রতিষ্ঠান, যেমনঃ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ভূমি অফিস
* রিয়েল এস্টেট কোম্পানি
* ঠিকাদারী প্রতিষ্ঠান
* কনস্ট্রাকশন কোম্পানি
* শিল্প-কারখানা
https://youtu.be/mk-XJj3InMM

@সার্ভেয়ার @নিয়োগ-বিজ্ঞপ্তি -Jobভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে সার্ভেয়ার পদে জনবল নিয়ো....

বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ ২০২৩ || Bangladesh Railway Job Circular 2023বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত টিকিট...
10/02/2023

বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ ২০২৩ || Bangladesh Railway Job Circular 2023

বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত টিকিট কালেক্টর গ্রেড-২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে ১৩৩ জন নেওয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

টিকিট কালেক্টর পদে চূড়ান্তভাবে নির্বাচিতরা চাকরিতে যোগদানের পর মাসিক বেতন পাবেন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

এ পদের জন্য আবেদন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ মার্চ।

আবেদনের নিয়ম: আগ্রহীরা br.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।

পদোন্নতি : টিকিট কালেক্টর (গ্রেড-২) পদে ৬ বছরের চাকরির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে টিকিট কালেক্টর (গ্রেড-১) পদে পদোন্নতি পান টিকিট কালেক্টর (গ্রেড-২) পদে নিয়োগপ্রাপ্ত কর্মীরা।

নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রে মুলকপি জমা দিতে হবে। বাংলাদেশ রেলওয়েতে যাঁরা কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন, তাঁদের সন্তানেরা পোষ্য কোটার সুবিধা পাবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষরসহ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে।

রেলওয়ে টিকিট কালেক্টর এর কাজ কি
বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর রেলের টিকেট চেক করে থাকে। টিকেট কালেক্টর ট্রেনের ভিতরে টিকেট চেক করে আবার স্টেশনের গেইটেও টিকেট চেক করার দায়িত্বে নিয়োজিত থাকে। তারা শুধু যাত্রীদের টিকেট চেক করে। অনেক সময় দেখা যায় টিকেট কালেক্টর গেইটে টিকেট সংগ্রহ করেন আবার অনেক সময় করেন না । যাত্রীরা চাইলে টিকেট চেক করিয়ে আবার সাথে করে নিয়ে যেতে পারে ।

টিকেট কালেক্টর চাইলে আপনার অবৈধ ভাবে ট্রেন ভ্রমণের কারণে জরিমানাও করতে পারে।
বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর গ্রেড-২ পদের কাজ ট্রেনের ভেতরে ও গেটে যাত্রীদের টিকিট যাচাই করা। এ ছাড়া যাত্রীদের টিকিট সরবরাহের কাজটিও এ পদের কর্মীরা করেন।

|| বাংলাদেশ #রেলওয়ে টিকিট কালেক্টর : #নিয়োগ বিজ্ঞপ্তি : এর #কাজ : দায়িত্ব : বেতন-ভাতা : পরীক্ষার ধরন বা #নম্বর বণ্টন ||ব....

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: Senior Staff Nurse Job Preparationপরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ ...
08/02/2023

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: Senior Staff Nurse Job Preparation
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন সিনিয়র স্টাফ নার্স মারজানা মুসতাঈন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০টায়। পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা ও পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

#নার্স নিয়োগ #পরীক্ষার #প্রস্তুতিপরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা ক.....

বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পরীক্ষার অপেক্ষা। যাঁর প্রস্তুতি যত ভালো থাকবে, পরীক্ষায় পাসের সম্ভাবনা তাঁর তত ব...
07/02/2023

বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পরীক্ষার অপেক্ষা। যাঁর প্রস্তুতি যত ভালো থাকবে, পরীক্ষায় পাসের সম্ভাবনা তাঁর তত বেশি। প্রতিযোগিতামূলক এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পরিকল্পনামাফিক প্রস্তুতির বিকল্প নেই। প্রিলিমিনারিতে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চতুর্থ স্থান অধিকারী তারেক রহমান।

বিসিএসের ধাপগুলোর মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক ধাপ প্রিলিমিনারি। কারণ, এখানে প্রতিযোগী বেশি। কিন্তু পাস করানো হয় কম। যেহেতু প্রিলিমিনারির নম্বর চূড়ান্ত ফলাফলে কাজে লাগে না, তাই প্রিলিতে পাস করাটাই মুখ্য। প্রিলিতে উত্তীর্ণ হতে হলে পড়ার চেয়ে মনে রাখা বেশি জরুরি। এ জন্য বারবার রিভিশন দিতে হবে। পরীক্ষার ১৫ থেকে ২০ দিন আগে নতুন করে কোনো কিছু না পড়ে আগের পড়াগুলো বারবার রিভিশন দেওয়া জরুরি। পিএসসি সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করে না। আমরা পড়তে পড়তে ভুলে যাই বলে মনে হয় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। ভালোভাবে পরিকল্পনা করে, পড়ার কৌশল ঠিক করে ও নিয়মিত পড়াশোনা করলে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব।

বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পরীক্ষার অপেক্ষা। যাঁর প্রস্তুতি যত ভালো থাকবে, পরীক্ষায় পাসের সম্ভাবনা ....

বিসিএস ভাইভায় যেসব প্রশ্ন আর করবে না পিএসসিবিসিএস পরীক্ষায় ভাইভা বা মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ২০০ নম্বরের এই ...
25/01/2023

বিসিএস ভাইভায় যেসব প্রশ্ন আর করবে না পিএসসি

বিসিএস পরীক্ষায় ভাইভা বা মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ২০০ নম্বরের এই অংশ অনেকাংশেই ক্যাডার নির্ধারণ করতে পারে। এখানে যে ভালো মার্কস তুলতে পারে, সে ভালো ক্যাডার পেয়ে যেতে পারে লিখিত পরীক্ষায় অনেক কম মার্কস নিয়েও। তবে অনেক সময় কিছু বিতর্কিত জিজ্ঞাসা প্রার্থীর মানসিক অবস্থাকে জরাজীর্ণ করে দেয়।
তাই সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএসের মৌখিক পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছে। প্রার্থীকে হেয় বা খাটো করা হয় এমন প্রশ্ন আর করা হবে না। এ ছাড়া প্রার্থীর ব্যক্তিগত বেশ কিছু প্রশ্ন আর না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

@বিসিএস @ভাইভাবিসিএস পরীক্ষায় ভাইভা বা মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ২০০ নম্বরের এই অংশ অনেকাংশেই ক্যাডা....

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Bangladesh Railway Job Circular 2023বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ...
21/01/2023

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Bangladesh Railway Job Circular 2023

বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান পদে স্থায়ী ভিত্তিতে ১ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ওয়েম্যান
পদসংখ্যা: ১,৩৮৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান পদে স্থায়ী ভিত্তি....

নারীদের জন্য দারুন ব্যবসার আইডিয়া || Top 5 Home Based Business for Womenবর্তমানে নারী পুরুষ উভয়ই উপার্জনশীল। এখন আর পুর...
19/01/2023

নারীদের জন্য দারুন ব্যবসার আইডিয়া || Top 5 Home Based Business for Women
বর্তমানে নারী পুরুষ উভয়ই উপার্জনশীল। এখন আর পুরনো দিনের মতো নারীরা ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। তারাও বিভিন্ন ধরনের চাকরি, ব্যবসার মাধ্যমে টাকা আয় করছেন। তবে বহু মহিলা রয়েছেন যাদের সংসারের কাজ সামলে দূরে গিয়ে চাকরি বা ব্যবসা করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এই সমস্ত মহিলারা যদি ঘরে সংসারের কাজ সামলে নিয়ে বাড়ির মধ্যেই এমন কোনো ব্যবসা করার সুযোগ পান, যেখান থেকে তিনি পরিবারের পুরুষ সদস্যের উপার্জনের পাশে দাঁড়াতে পারেন।

বর্তমানে নারী পুরুষ উভয়ই উপার্জনশীল। এখন আর পুরনো দিনের মতো নারীরা ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। তারাও বিভিন্ন ধরনে....

আপনি যদি বেকার হয়ে থাকেন এবং চাকরী খুঁজেও মনের মতো চাকরি পাচ্ছেন না, এবং যদি নতুন কোনও সম্মানজনক ব্যবসা পান, তবে করার ইচ...
18/01/2023

আপনি যদি বেকার হয়ে থাকেন এবং চাকরী খুঁজেও মনের মতো চাকরি পাচ্ছেন না, এবং যদি নতুন কোনও সম্মানজনক ব্যবসা পান, তবে করার ইচ্ছে রয়েছে। তবে এই নতুন ব্যবসার আইডিয়া টি আপনার জন্য ইউনিক ও ভালো লাগতে পারে।

চাকরির বাধাধরা গতানুগতিক জীবন অনেকেই পছন্দ করেন না। তবুও সংসার প্রতিপালনের জন্য চাকরি করতেই হয়। ব্যবসা করার ইচ্ছা থাকলেও বহু সময় মোটা পুঁজির অভাবে তা করা হয়ে ওঠে না। কিন্তু এমন নতুন ব্যবসা যদি করতে পারেন যেখানে অল্প পুঁজি দিয়েই ব্যবসা শুরু করা যায়, আবার উপার্জন হতে পারে যথেষ্ট লাভজনক। তাহলে সকলেই সেই ব্যবসার সম্বন্ধে একবার খোঁজ নিতে আগ্রহী হবেন। নতুন বছরের শুরুতে এরকম একটি নতুন ব্যবসা শুরু করতেই পারেন। এবার জেনে নেওয়া যাক কিসের ব্যবসা।

আপনি যদি বেকার হয়ে থাকেন এবং চাকরী খুঁজেও মনের মতো চাকরি পাচ্ছেন না, এবং যদি নতুন কোনও সম্মানজনক ব্যবসা পান, তবে কর....

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কি কি যোগ্যতা লাগে:বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবছর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ...
17/01/2023

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কি কি যোগ্যতা লাগে:
বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবছর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ পদে নিয়মিত লোকবল নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। সাধারণত এসএসসি বা সমমান পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েই এ পদের জন্য আবেদন করা যায়। সামাজিক মর্যাদা ও সুযোগ সুবিধার বিচারে সেনাবাহিনীর চাকরি বেশ চাহিদাসম্পন্ন।

তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতে চাইলে দরকার কিছু যোগ্যতা। এসব যোগ্যতা থাকলেই মিলবে চাকরি। তাহলে চলুন দেখে নেই, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কী কী যোগ্যতা লাগে-

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কি কি যোগ্যতা লাগেবাংলাদেশ সেনাবাহিনী প্রতিবছর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রক....

সিভিতে এই ৮ স্কিল থাকলে চাকরি হবেইচাকরি খুঁজছেন? তাহলে সিভি তো লাগবেই। যদিও গতানুগতিক সিভি জমা দিয়ে এখন আর চাকরি হয় না। ...
11/01/2023

সিভিতে এই ৮ স্কিল থাকলে চাকরি হবেই
চাকরি খুঁজছেন? তাহলে সিভি তো লাগবেই। যদিও গতানুগতিক সিভি জমা দিয়ে এখন আর চাকরি হয় না। তথ্যবহুল, মার্জিত ও একটি স্মার্ট সিভি আপনাকে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই সিভিতে থাকা চাই ন্যূনতম আট স্কিল। বর্তমান প্রেক্ষাপটে এই আট স্কিল থাকলে আপনার সিভি প্রতিষ্ঠানগুলো ইতিবাচকভাবে মূল্যায়ন করবে, নিশ্চিত থাকুন।

তাহলে চলুন জেনে নিই, যে আট স্কিল আপনার সিভিতে থাকতেই হবে-

১। অ্যাক্টিভ লিসেনিং: অনেকেই আছেন, যারা শোনার চেয়ে বকবক বেশি করেন। এমন ধরনের কর্মীদের সাধারণত অফিসের কেউই পছন্দ করেন না। তবে আপনার মধ্যে যদি ভালো শ্রোতা সুলভ গুণ থাকে সেটি সিভিতে উল্লেখ করতে হবে। বিষয়টি যেকোনো প্রতিষ্ঠানই ইতিবাচক হিসেবে গ্রহণ করে।

২। কমিউনিকেশন: যোগাযোগ দক্ষতা একজন ব্যক্তিকে অনেক দূর এগিয়ে রাখে। এরমধ্যে দিয়ে একজন কর্মী বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান প্রদান করতে পারেন। বিশেষ করে যাদের একাধিক ভাষায় লিখিত যোগাযোগের দক্ষতা আছ, সেসব কর্মীদের প্রতিষ্ঠান ইতিবাচক ভাবে গ্রহণ করে। ফলে সিভিতে বিষয়টি উল্লেখ করতে পারেন।

৩। কম্পিউটার স্কিল: বর্তমান সময়ে কম্পিউটার চালনার দক্ষতা থাকা আবশ্যক। ২০২২ সালে দাঁড়িয়ে একজন কর্মী কম্পিউটার চালাতে জানবেন না, সেটা কোনো প্রতিষ্ঠানই চাইবে না। ফলে সিভিতে কম্পিউটার সংক্রান্ত খুঁটিনাটি যেসব বিষয়ে ধারণা আছে, তা উল্লেখ করতে হবে।

৪। কাস্টমার সার্ভিস: প্রতিটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাস্টমার সার্ভিস। এ বিভাগের অধীনে সাধারণত কাস্টমারদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, চিন্তা ও সেবা বিনিময় করা হয়। সুতরাং কোনো চাকরি প্রত্যাশীর সিভিতে এই দক্ষতার কথা উল্লেখ থাকলে স্বাভাবিক ভাবেই সেটা ইতিবাচক ভাবে গ্রহণ করা হবে।

৫। লিডারশিপ স্কিল: নেতৃত্বের গুণাবলী আপনাকে অন্যদের থেকে আলাদা করবেই। বিশেষ করে প্রতিটি প্রতিষ্ঠানই চাইবে, তাদের কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকুক। যাতে তারা চলমান মার্কেটে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে।

৬। ম্যানেজমেন্ট স্কিল: ধরুন, কোনো একটি প্রতিষ্ঠান নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। আপনি সেখানে চাকরির জন্য আবেদন করলেন। স্বাভাকিভাবেই প্রতিষ্ঠানটি চাইবে, আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল থাকুক। ফলে আপনি যদি আগে থেকেই সিভিতে এই বিষয়টি উল্লেখ করে দেন, তাহলে প্রতিষ্ঠানটি অবশ্যই ইতিবাচক ভাবে দেখবে।

৭। প্রবলেম-সলভিং স্কিল: সাম্প্রতিক সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলো সমস্যা সমাধানের বিষয়ে সরাসরি উল্লেখ করে দেয়। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে পারদর্শী হলে প্রতিষ্ঠানগুলো আপনাকে ইতিবাচক ভাবে মূল্যায়ন করবে।

৮। টাইম ম্যানেজমেন্ট: প্রতিটি প্রতিষ্ঠানই চায়, কর্মীদের মধ্যে সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকুক। সময় সচেতনদের সব প্রতিষ্ঠানই চাইবে নিজেদের প্রতিষ্ঠানে যুক্ত করতে।

#সিভি #স্কিল #চাকরি চাকরি খুঁজছেন? তাহলে সিভি তো লাগবেই। যদিও গতানুগতিক সিভি জমা দিয়ে এখন আর চাকরি হয় না। তথ্যবহ.....

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে আবে...
08/01/2023

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইটের মাধ্যমে। গত সপ্তাহে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি ১০টি ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে ২ হাজার ৭৭৫ জন নেওয়া হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠ.....

১৭ জেলায় নিয়োগ দেবে বেসরকারি প্রতিষ্ঠান, আবেদন করুন দ্রুত:বেসরকারি প্রতিষ্ঠান রং বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্...
05/01/2023

১৭ জেলায় নিয়োগ দেবে বেসরকারি প্রতিষ্ঠান, আবেদন করুন দ্রুত:

বেসরকারি প্রতিষ্ঠান রং বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন শোরুমের জন্য ''শোরুম ম্যানেজার/ অ্যাস্টিস্যান্ট ম্যানেজার'' নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে (৩১ জানুয়ারি, ২০২৩) আবেদন করতে পারবেন।

Send your CV to [email protected] or to Email your CV from MY BDJOBS account.

ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাকবেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘এরিয়া ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগা...
05/01/2023

ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘এরিয়া ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Ensure regular supportive supervision and monitoring of the programme's field level staff, in this case POs Be ready to move to field regularly and frequentl...

ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি ২০২...
04/01/2023

ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্য চাকরির প্রার্থীরা যে কেউ এই সুযোগটি নিতে পারেন। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জা...

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন...
02/01/2023

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাণ-আরএফএল গ্রুপটি ১৭ মার্চ ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) নামে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপটির বর্তমান কর্মীসংখ্যা প্রায় ১,১০,০০০। গ্রুপটি ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও আজকে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫ টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

@প্রাণ @আরএফএল -Circularশীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ.....

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অন...
26/12/2022

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৫ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৬৭৫ জন পুরুষ ও ৮২৫ জন নারী নিয়োগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগের জন্য সাতটি ধাপ অনুসরণ করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
যে সাত ধাপে প্রার্থী নির্বাচন
১. প্রিলিমিনারি স্ক্রিনিং:
২. শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা:
৩. লিখিত পরীক্ষা:
৪. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা:
৫. প্রাথমিক নির্বাচন:
৬. স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন:
৭. চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ:

প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা
নিয়োগ ও চাকরির সুযোগ-সুবিধা

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ....

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে সহকারী শি...
22/12/2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এবার সর্বোচ্চসংখ্যক প্রার্থী নিয়োগ পেতে যাচ্ছেন। যাঁরা সহকারী শিক্ষক হিসেবে যোগ দিতে যাচ্ছেন, তাঁদের আগে জানা দরকার এই চাকরির বেতন ও সুযোগ-সুবিধা কেমন।

ারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭...

৪৫তম বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার বাছাইয়ের পাশাপাশি নন-ক্যাডার নির্ধারণেরও সুযোগ থাকছে। পছন্দক্রমে ক্যাডার ও নন-ক্যাডা...
14/12/2022

৪৫তম বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার বাছাইয়ের পাশাপাশি নন-ক্যাডার নির্ধারণেরও সুযোগ থাকছে। পছন্দক্রমে ক্যাডার ও নন-ক্যাডার তালিকার ক্রম ঠিকঠাক সাজাতে না পারলে বা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করলে পরে আফসোস করতে হতে পারে।

একজন প্রার্থী সব জেনারেল ক্যাডার এবং তাঁর পঠিত বিষয় সম্পর্কিত টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারে আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী আবেদন ফরমের দ্বিতীয় পৃষ্ঠায় শিক্ষাগত যোগ্যতার ছক পূরণ করলেই তৃতীয় পৃষ্ঠায় তাঁর জন্য প্রযোজ্য ক্যাডার তালিকা দেখতে পাবেন। উদাহরণ হিসেবে বলা যায়—আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করা একজন প্রার্থী ৪৫তম বিসিএস আবেদন ফরমের তৃতীয় পৃষ্ঠায় মোট ১২টি ক্যাডারে (৪৫তম বিসিএসে দুটি জেনারেল ক্যাডারে নিয়োগ দেওয়া হচ্ছে না) আবেদন করতে পারবেন। আইন বিষয়ের কোনো টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার না থাকায় তিনি কোনো টেকনিক্যাল ক্যাডারে আবেদন করতে পারবেন না।

#ক্যাডার #ননক্যাডার #বিসিএসবিসিএসে জেনারেল ও টেকনিক্যাল/প্রফেশনাল—এই দুই ক্যাটাগরিতে মোট ২৬টি ক্যাডার রয়েছে। প.....

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে উল্লিখিত পদে জনবল ...
10/12/2022

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে উল্লিখিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে উল্লিখ.....

বাংলাদেশ পুলিশ বাহিনী সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুস...
06/12/2022

বাংলাদেশ পুলিশ বাহিনী সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৫ হাজার ৫০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৬৭৫ জন পুরুষ এবং ৮২৫ জন নারী নিয়োগ পাবেন। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। আগ্রহীরা নির্ধারিত তথ্য পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

#পুলিশ #কনস্টেবল #নিয়োগবাংলাদেশ পুলিশ বাহিনী সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নিয়োগ .....

বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন কানাডা জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই দ...
04/12/2022

বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন কানাডা জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই দেশে পড়তে যাচ্ছেন। ২০২১ সাল পর্যন্ত দেশটিতে ৬ লাখ ২১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করেছেন। সহজ অভিবাসন নীতি ও প্রাকৃতির সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন।

তবে অনেক দেশের তুলনায় বর্তমানে কানাডায় পড়াশোনার খরচ একটু বেশি। স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের এখন বার্ষিক টিউশন ফি প্রায় ২২ লাখ ৩৭ হাজার ৯৪ টাকা (২৯,৭১৪ কানাডিয়ান ডলার)।

তবে বিদেশি শিক্ষার্থীরা কানাডার শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের আর অর্থের চিন্তা করতে হয় না। তাঁরা নিজেদের ক্যারিয়ার নিয়েই ভাবতে পারেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের আট শতাধিক স্কলারশিপ ঘোষণা করেছে। এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের তথ্য তুলে ধরা হলো।

#কানাডা #শিক্ষাবৃত্তি িদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন কানাডা জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দ....

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে অসামরিক ৩৬ ক্যাটাগরির ...
30/11/2022

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে অসামরিক ৩৬ ক্যাটাগরির পদে ৩০৩ কর্মী নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া পদ্ধতি অনুযায়ী টেলিটক প্রি–পেইড মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে অসামরিক ৩৬ ক্য...

ডিজিকন টেকনোলজিস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৮০ জনকে নি...
27/11/2022

ডিজিকন টেকনোলজিস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্য চাকরির প্রার্থীরা যে কেউ এই সুযোগটি নিতে পারেন। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ডিজিকন টেকনোলজিস লিমিটেডে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ ডি...

৩০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্টগোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড হল একটি সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান। গোল্ডেন হারভ...
21/11/2022

৩০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড হল একটি সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান। গোল্ডেন হারভেস্ট ইনফোটেক ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড হল একটি সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান। গোল্ডেন হারভেস্ট ইনফোটেক ‘ডাটা এন্ট্.....

https://youtu.be/XpvW8j_Or8Qমেট্রোরেলে চাকরির পরীক্ষাপদ্ধতি ও বিষয়াবলিমেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন...
19/11/2022

https://youtu.be/XpvW8j_Or8Q
মেট্রোরেলে চাকরির পরীক্ষাপদ্ধতি ও বিষয়াবলি

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত ৬ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে ৩৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তির সাতটি পদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক শ....

https://youtu.be/rPuDpYYIwJQদেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ইলেকট্রনি...
15/11/2022

https://youtu.be/rPuDpYYIwJQ
দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস্ লিমিটেড” এর উৎপাদিত পণ্য সামগ্রী (রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটর সাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন ও অন্যান্য স্মল হোম অ্যাপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য নিম্নবর্ণিত পদে দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেয়া হবে। এই গ্রুপটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয়। কোম্পানিটি অনেকগুলো শিল্পে পিণ্ডীভূত যেমন রাসায়নিক, চামড়া, বস্ত্র, মিডিয়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, প্রিন্ট, বিজ্ঞাপন, টয়লেট্রিজ সহ ইত্যাদি শিল্প কোম্পানি রয়েছে। আপনি যদি এই কোম্পানিতে যোগদান করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার মাধ্যমে যোগদান করতে পারেন।
পদ সংখ্যা ৫০০ জন

সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ...

https://youtu.be/tN4Z1FXXQlwবাংলাদেশ ব্যাংকে ২০০ অফিসার নিয়োগের পরীক্ষা ২ ডিসেম্বর___কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দশম গ্রে...
09/11/2022

https://youtu.be/tN4Z1FXXQlw
বাংলাদেশ ব্যাংকে ২০০ অফিসার নিয়োগের পরীক্ষা ২ ডিসেম্বর___
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দশম গ্রেড পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

* বাংলাদেশ ব্যাংকে ২০০ অফিসার নিয়োগের পরীক্ষা ২ ডিসেম্বর* কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দশম গ্রেড পদের মৌখিক পরীক্ষ...

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Ekta Chakri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekta Chakri:

Share