D H I RAJE

D H I RAJE �Facebook Marketer �

🔹 ফ্রিল্যান্সিং করার জন্য মূল বিষয় হল দক্ষতা। আপনি যত বেশি সময় দিয়ে চর্চা করবেন তত তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন। কিন...
12/01/2024

🔹 ফ্রিল্যান্সিং করার জন্য মূল বিষয় হল দক্ষতা। আপনি যত বেশি সময় দিয়ে চর্চা করবেন তত তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন। কিন্তু অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান, তাদের পক্ষে হয়ত বেশি সময় দেয়া হয়ে উঠে না। দিনের এমন একটি সময় কে বেছে নিতে হবে যখন আপনি অন্য সকল কাজ থেকে দূরে থাকতে পারবেন। অনেকে কাজ করার সময় মোবাইল, সোস্যাল মিডিয়া, ইউটিউবিং, ইত্যাদি দিকে মনযোগ দেয়। এগুলো একদম করা যাবে না। যতক্ষণই প্র্যাকটিস করবেন, শুধুমাত্র সেখানেই মনোনিবেশ করতে হবে। কত সময় প্রয়োজন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে নূন্যতম ২-৩ ঘন্টা আপনাকে কাজ শেখার জন্য সময় দিতেই হবে।

ফ্রিল্যান্সিং কেন করব? ফ্রিল্যান্সিং অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায়। এটির জন্য কোনও আগাম মূলধন বিনিয়োগের প্রয়োজন ...
06/01/2024

ফ্রিল্যান্সিং কেন করব? ফ্রিল্যান্সিং অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায়। এটির জন্য কোনও আগাম মূলধন বিনিয়োগের প্রয়োজন নেই। এটি যথেষ্ট নমনীয় যে আপনি যতটা চান বা যতক্ষণ চান ততক্ষণ কাজ করতে পারেন।

এর সেরা অংশ? আপনি বাড়িতে থেকে, আপনার নিজের সময়সূচীতে এটি করতে পারেন। আপনি কাজের জন্য কতটা সময় দিতে চান এবং এর জন্য কন্টেন্ট তৈরি করতে আপনি কত সময় ব্যয় করতে চান তাও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন।

আপনি খুব কম সময় দিয়ে শুরু করতে পারেন এবং আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন, অথবা আপনি একটি বড় প্রকল্প দিয়ে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন তার সংখ্যা বাড়াতে পারেন। যেভাবেই হোক, ফ্রিল্যান্সিং বাড়ি থেকে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায়।

যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তোবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে।✅🥰
29/12/2023

যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তোবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে।✅🥰

ডিজিটাল মার্কেটিং হল একটি আধুনিক বিপণন পদ্ধতি যা ফার্মগুলি তাদের পণ্য এবং পরিষেবাগুলিকে বিক্রয়ের উন্নতির জন্য প্রচার কর...
28/12/2023

ডিজিটাল মার্কেটিং হল একটি আধুনিক বিপণন পদ্ধতি যা ফার্মগুলি তাদের পণ্য এবং পরিষেবাগুলিকে বিক্রয়ের উন্নতির জন্য প্রচার করতে ব্যবহার করে। ডিজিটাল বিপণনের জন্য সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মতো ডিজিটাল বিজ্ঞাপন চ্যানেল ব্যবহার করা হয়।


***যেদেশে ১৭ বছর পড়ালেখা করে পড়ালেখারপাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকারযুবক শোনে "অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয...
26/12/2023

***যেদেশে ১৭ বছর পড়ালেখা করে পড়ালেখার
পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার
যুবক শোনে "অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না",
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭বছর ওয়ার্কশপে কাজ
শিখলেই হতো!
যেদেশে পাশ করার ৪ বছরের মধ্যে বিয়ে
করতে গেলে পাত্রীর মা "প্রতিষ্ঠিত পাত্রের"
দোহাই দিয়ে বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন
আসে ১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি টাকা থাকতো !
এদেশে কি সার্টিফিকেট আর ২ টাকার পুরোনো
নোটের মধ্যে আদৌ কি কোন পার্থক্য থাকছে?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২হাজার টাকা বেতনে
সকাল ৯টা টু রাত ৯টা ডিউটির অফার আসে তাহলে
নামের আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের দরকার কি? সিএনজি চালিয়েও ১৫হাজারেরও
বেশী ইনকাম করা যায়!
তারুণ্যের হতাশা হাজার মোটিভেশনাল বাণী শুনিয়ে
দূর করা যায়না। রাতারাতি বদলে দেয়াও যায়না। প্ল্যান
কী আপনাদের? আগামী দশ বছর পর যে
আরো কয়েক লাখ যুবক বেকার হবে তাদের
জন্যে পরিকল্পনা কি এখন থেকেই করে রাখা উচিত
না? নাকি পাশ করে বের হলেই কোন এক
সমাবেশে মোটিভেশনাল স্পীচ দিয়ে দায়
সারবেন।
পেটে ভাত না থাকলে মোটিভেশন পিছন দিয়ে
পালাবে।

“একসাথে আসা একটি শুরু, একসাথে থাকা হল অগ্রগতি, এবং একসাথে কাজ করা সাফল্য।“-সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষম...
25/12/2023

“একসাথে আসা একটি শুরু, একসাথে থাকা হল অগ্রগতি, এবং একসাথে কাজ করা সাফল্য।“-
সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়। ✅_rangpur office _💐

★👩‍💻👨‍💻🧕আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে, কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে। ★আজকে পরিশ্রম করে ঘামে জামা  না ভেজালে, ...
24/12/2023

★👩‍💻👨‍💻🧕আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে,
কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে।
★আজকে পরিশ্রম করে ঘামে জামা না ভেজালে,
একদিন ব্যর্থতার জ্বালা নিয়ে চোখের জলে অন্ধকারে বালিশ ভেজাতে হবে।
★আজকে মাস্তি এবং অবহেলা করে যে সময়টা পার করছেন,
কাল এই মাস্তির সময়টাই আপনার জীবনে দুঃসময় হয়ে ফিরে আসবে।
★দাঁতে দাঁত চেপে জেদ নিয়ে একবার দুনিয়ার সব ভুলে শুরুটা করেই দিন।
থামবেন না..... ক্লান্ত হলে, থামবেন না.... হতাশ হলেও থামবেন সেদিনই যেদিন সফল হবেন।
কথা একটাই-
✔হয়_ঘাম_ঝরাবেন,
✔নয়তো_চোখের_পানি_ঝরাবেন।

»»»কোনটা ঝরাবেন ???👨‍💻👩‍💻🌎👈👈👈 is the best career #ফ্রিল্যান্সিং_শিখুন_ক্যারিয়ার_গঠন_করুন #তরুণ_উদ্যোক্তা

23/12/2023

Professional logo design ✅☺️
Freelancing life

ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বড় যে দুইটি বৈশিষ্ট্য অর্জন করা দরকার, তার অন্যতম একটি হল, ধৈর্য্য ধরে লেগে থাকা এবং ...
23/12/2023

ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বড় যে দুইটি বৈশিষ্ট্য অর্জন করা দরকার, তার অন্যতম একটি হল, ধৈর্য্য ধরে লেগে থাকা এবং আর একটি জিনিস আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে সেটা হলো যেকোনো একটি জিনিস দেখেই শিখে নেওয়া অথবা নিজে থেকে বুঝে নেওয়া!☺️🥰✅

10/10/2023

বর্তমান এ *Digital Marketing* কোর্স টির চাহিদা মাল্টিন্যাশনাল কোম্পানি গুলিতে অনেক বেশি ।

এই কোর্স টি কম সময়ে শিখা এবং সফলতা অর্জন করা যায়।

⭐ ফিন্যান্সিং এমন একটি পেশা যেটা আপনার কাজের স্বাধীনতা কে প্রকাশ করে । আর এই কাজটা আপনি পৃথিবীর যে কোন জায়গা থেকে স্বাধীনভাবে করতে পারবেন ।⭐

🔔 শুধু আপনার ইচ্ছা শক্তি এবং ধৈর্য থাকতে হবে।

🔷 ফ্রিল্যান্সিং করার জন্য আপনার হাজার টা কাজ শেখা লাগবে না , যেকোনো একটা সেক্টরে কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন । শুধু যে কাজটা শিখবেন সে কাজের উপর আপনার পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। তাহলে, আপনি নিজেকে সফল ফ্রিল্যান্সারের সারিতে নিয়ে যেতে পারবে।🔷

⭐🔔আসুন কাজ শিখে ফ্রীলান্সিং করি , নিজের সফলতা নিজে গড়ি । ⭐🔔

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when D H I RAJE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D H I RAJE:

Videos

Share

Nearby media companies