Going to dream City Rangpur.
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে!
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত,
সেই রক্তাক্ত সময় ?
বিজ্ঞানময় পৃথিবীতে,
কাব্যিক জীবনধারায়।
ক্লান্ত হইয়ো না মন।
তোমার অনেক দূর আগাতে হবে।
সারাদিনের কর্পোরেট ব্যস্ততার পর একটা অগোছালো আড্ডা মনের অনেকখানি ক্লান্তি দূর করে।
বনানী মডেল টাউন, ঢাকা- ১২১৩ ।
আমি রোবট হতে চাই।
যার হৃদয় নেই, মস্তিষ্ক নেই, অনুভূতি নেই, ব্যথা নেই,
যার কিছুই নেই।
দেশটা হোক মানুষের।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। ❤️
৫ই আগস্ট ২০২৪
আমরা দেশটাকে এত ভালোবাসি, আমি জানতাম না!
কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা ইউনিভার্সিটি।
৩ আগস্ট ২০২৪
পরিবার তাকে নিয়ে যে কতশত স্বপ্ন বুনে ছিল। 😥
#Abu_Sayed
#2024Quota_movement
#Rangpur
জীবন অন্যরকম!
জীবনের তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে, সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন এক একটি গল্প। প্রতিটি বাঁক এক একটি উপাখ্যান, অথবা জীবনকে আমরা একটি শ্রাবণমুখর সন্ধ্যাও বলতে পারি - যেখানে ঝুম বৃষ্টির শব্দ সোনার গল্পের মত, ঝিরঝির স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনীর মত লাগে জীবন্ত। জীবন কি তাহলে বয়ে চলা নদী কিংবা আকাশ ভেঙ্গে ঝর ঝর করে নেমে আসা কোন শ্রাবণ-দিনের বৃষ্টি? জীবন কি নিছক উথাল-পাতাল কোনো তরঙ্গের ভেলকি কিংবা গা-শীতল করা কোনো স্নিগ্ধ বাতাসের সুর? না! জীবন এর চেয়েও বেশি কিছু। জীবন এর চেয়েও বেশি দুরন্ত, বেশি চঞ্চল বেশি আকস্মিক। জীবনের কাছে মাঝে মাঝে গল্প তুচ্ছ হয়ে যায়, মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয়, হৃদয়ের আকুতি-মিনতি, প্রে
জীবনতৃষ্ণা
একটির পর একটি
জাগতিক ব্যর্থতার আকাশচুম্বী পাহাড়
আমাকে পিষে নিস্পিষ্ট করে দিয়েছে।
একটা গেঁয়ো সুর ভেসে বেড়াচ্ছে! কিন্ত এটাই আমার শোনা শ্রেষ্ঠ জাতীয় সংগীত!
এই লুঙ্গি পরা লোকগুলোই বাংলার স্বাধীনতা এনেছিল! এই মানুষগুলো চাল চলনে, কথাবার্তায়, আমাদের মতো এত স্মার্ট ছিল না, চালাক চতুর ছিল না। কিন্তু তাদের আকাশের মত হৃদয় আর অসীম সাহস ছিল। এমন মানুষদের আমরা গাইয়া, খ্যাত এইসব বলি, মুখে না বললেও চোখের ইশারায়, কথার ফাঁকে, আচরনে ঠিকই বুঝিয়ে দেই।
মনের গভীরে থেকে উপলব্ধি করি, দেশটা এদের হাতেই সুরক্ষিত ছিল, ভালো ছিল। এদের সময় বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু এত বিষাক্ত ছিল না, আজকের মত।