BD Defence help 02

BD Defence help 02 আপনার ক্যারিয়ারের সাফল্যের জন্য সঠিক নির্দেশনা ও সহায়তা!

BD Defence help 02 এ পাবেন প্রয়োজনীয় তথ্য, এবং ক্যারিয়ার উন্নয়নের পরামর্শ। আমাদের লক্ষ্য হল আপনাকে সঠিক পথ নির্দেশ করা এবং আপনার স্বপ্ন পূরণে সহায়তা করা,পেজে লাইক ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।

30/01/2025

কষ্ট সহ্য করো, আশা হারিয়ো না, চেষ্টা চালিয়ে যাও ইনশাআল্লাহ একদিন সব কিছু সুন্দর হবে।

30/01/2025

চিনিনা জানিনা,তারপরেও জিজ্ঞেস করে 😑
Barir sobai kemon ache?

তোমার তো দেখছি খুব বউ বউ ভাব! 🙂

30/01/2025

এলোমেলো এই শহরের পথে, তোমার সঙ্গে দেখা হয়েছিল।
হাজার স্বপ্নের আলিঙ্গনে বাঁধা পড়েছিলাম, আজও সেই বাঁধন ভাঙতে পারিনি।

29/01/2025

প্রতিদিন সকালে উঠে দৌড়, পুশআপ, সিট আপ দেই কিন্তু সেটা ভিডিও করে টিকটক,ফেসবুকে আপলোড করি না। 🙂

এখন কি আমি মাঠে টিকতে পারবো.?😉

29/01/2025

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সেনাবাহিনীর ট্রেড-২ এর বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ হবে।
এসএসসি পাশ জিপিএ ২.৫০ নূন্যতম
বয়স ১৭-২০

নিয়মিত নিয়োগ আপডেট ও তথ্য পেতে পেজটা ফলো করেন BD Defence help 02

29/01/2025

তোমার টাকা নাই মানে তুমি একজন গুরুত্বহীন মানুষ 😟

28/01/2025

মার্ক চাচা ফেসবুক এত নিরব কেনো..? সিংগেল'রা কোথায়... 😓🌚

28/01/2025

সেনাবাহিনীর ট্রেড-১ এবং টেকনিক্যাল ট্রেডের পুরুষ ও মহিলা সৈনিক পদে আবেদনের সময় ৩১ জানুয়ারি ২০২৫ থেকে বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

নিয়মিত আপডেট পেতে ফলো করেন BD Defence help 02

কি করলাম জীবনে এখনো একটা পেম করতে পারলাম না।বসে বসে মানুষের বালোবাসার ১ মাস পূর্ণতার গল্প শুনি 🤧
28/01/2025

কি করলাম জীবনে এখনো একটা পেম করতে পারলাম না।
বসে বসে মানুষের বালোবাসার ১ মাস পূর্ণতার গল্প শুনি 🤧

28/01/2025

অপেক্ষার শেষ'টা সুন্দর হোক, স্বপ্নবিলাসী প্রতি'টা ছেলে মেয়ে সফল হোক.!🌸❤️‍🩹

ডিজিটাল বাংলাদেশে সবকিছু হবে ডিজিটাল 🙃ডিজিটাল সুন্নতে খতনা🤯
27/01/2025

ডিজিটাল বাংলাদেশে সবকিছু হবে ডিজিটাল 🙃

ডিজিটাল সুন্নতে খতনা🤯

27/01/2025

এমওডিসি পদের মেসেজ আসতে পারে সম্ভবত ১৫ ফেব্রুয়ারির পরে থেকে

বিশেষ শব্দ যুক্ত কিছু জেলা ও উপজেলার নাম দেখে নেন।ফলো করেন BD Defence help 02
27/01/2025

বিশেষ শব্দ যুক্ত কিছু জেলা ও উপজেলার নাম দেখে নেন।

ফলো করেন BD Defence help 02

হু*জু*র চা*চা এবার কট খাইছে
25/01/2025

হু*জু*র চা*চা এবার কট খাইছে

25/01/2025

এবার যাঁরা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছেন। এখনো আবেদন শেষ হয় নাই আর আপনারা মাঠ কবে থেকে শুরু হবে এটা নিয়ে যা-তা অবস্থা শুরু করেছেন।

মার্চ অথবা এপ্রিল মাস থেকে জেলাভিত্তিক ভাবে ২০০/৩০০ জনের করে একদিনে মাঠ হবে।

টেকনিক্যাল ট্রেডের মেসেজ আসতে পারে জুন মাসের পরে থেকে।

মেয়েদের মাঠ হবে জুলাই মাসের শেষের দিকে থেকে।

নিয়মিত আপডেট পেতে পেজটা ফলো করেন BD Defence help 02

25/01/2025

পছন্দের মানুষকে পটানোর স্পেশাল কোনো দোয়া থাকলে বইলেন দোয়া দরুদ পড়ে তাকে ফু দিতে হবে.!😌

25/01/2025

Bangladesh Army Lover's Fan Club গ্রুপে মডারেটর নেওয়া হবে। আগ্রহী হলে Jahid Hasan আইডিতে মেসেজ দেন।

25/01/2025

শোনো আমার তো সেনাবাহিনীর চাকরি হয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে আমার ট্রেনিং শুরু হবে। আর হয়তো কখনো আমাদের কথা নাও হতে পারে, আর একটা কথা আমার পরিবার তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। তাই আমায় নিয়ে আর না ভেবে বিয়ে করে সুখে সংসার করো।

এই ভাবে তিন বছরের একটা সম্পর্ক শেষ হয়ে গেলো।💔

- ইনবক্স থেকে নেওয়া এক ভাইয়ের গল্প, 🙂

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when BD Defence help 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Defence help 02:

Videos

Share