Ahsan Habib

Ahsan Habib • Digital Marketing Expert – Facebook, Twitter, LinkedIn, Instagram.

15/09/2023

Ayman Sadiq & Munjareen Shahid❤️
Wedding day.

17/06/2023
13/06/2023

মায়ের পায়ের নিচে জান্নাত

10/06/2023

হে আল্লাহ আপনি সবাইকে বোঝার তৌফিক দান করুন



05/06/2023

ওয়াজ করতে গিয়ে নিজেই কেঁদে ফেললেন।
মিজানুর রহমান আজহারী হূজুর

04/06/2023

মিজানুর রহমান আজহারী হুজুর, নিজেই অবাক হয়েছিলেন ঘটনাটি বলার সময়।

21/03/2023

🖤🤍

15/03/2023

4 Sentence
Will Change Your Life.

বেসরকারি একটি ব্যাংকের লেনদেন সেবা বিভাগে কাজ করতেন সুমাইয়া ইরা। ব্যাংকের এই চাকরি ছেড়ে শুরু করেন ঘরে বসে ফ্রিল্যান্সি...
11/03/2023

বেসরকারি একটি ব্যাংকের লেনদেন সেবা বিভাগে কাজ করতেন সুমাইয়া ইরা। ব্যাংকের এই চাকরি ছেড়ে শুরু করেন ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ। চাকরি ছেড়ে দিলেও সুমাইয়া এখন প্রতি মাসে প্রায় লাখ টাকা আয় করেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তরও করছেন তিনি। ৬ মার্চ ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবন মিলনায়তনে প্রথম আলো আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে দেখা হয় সুমাইয়ার সঙ্গে।

【"শুরুর কথা"】
নিজে থেকে কিছু করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল সুমাইয়ার। গতানুগতিক চাকরির বদলে ভিন্ন কিছু করার চিন্তা থেকেই ২০১৮ সালে ফ্রিল্যান্সিংয়ের কাজের প্রতি আগ্রহ জন্মে সুমাইয়ার। কিন্তু শুরুতে ফ্রিল্যান্সিং শেখার মতো ভালোমানের কোনো প্রতিষ্ঠানের খোঁজও পাননি তিনি। হঠাৎই এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠান নকরেক আইটির কথা। অনলাইনে প্রতিষ্ঠানটির কাজের ধরন ও প্রশিক্ষণার্থীদের সাফল্য জানার পর সেখানে ওয়েবসাইট ডিজাইন কোর্সে ভর্তি হন সুমাইয়া। এরপর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেকের পরামর্শে ফ্রিল্যান্সারদের উপযোগী গ্রাফিকস ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির প্রশিক্ষণ নেন। সফলভাবে প্রশিক্ষণ নেওয়ার পর ২০১৯ সালে অনলাইন মার্কেটপ্লেস ফাইবার ও আপওয়ার্কে কাজ শুরু করেন। বইয়ের প্রচ্ছদ আঁকার কাজ করে ফাইবারে প্রথম ৬০ ডলার আয় করেন সুমাইয়া।

【"আমি কি পারব"】
সুমাইয়া প্রথম আলোকে বলেন, ‘সত্যি কথা বলতে আমি ভাবতাম, আমি ডিজাইনের কাজ কখনোই করতে পারব না। কারণ, আমার মনে হতো, অনলাইনে এত প্রতিযোগিতার মধ্যে কীভাবে সফল হওয়া সম্ভব? আর এসব কারণে প্রথম দিকে কিছুটা অবহেলা করেছিলাম, যেটার আক্ষেপ আমার আজীবনের। আর এই অবহেলার জন্য আমি যুক্তরাষ্ট্র, কানাডার অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাব হাতছাড়া করেছি। পুরোদমে কাজ শুরুর পরপরই আমি অনলাইনে দুটি কাজ করে ক্লায়েন্টদের কাছ থেকে টিপস পাওয়ার পাশাপাশি ভালো মতামতও পাই। সব মিলিয়ে ফ্রিল্যান্সিংয়ে উৎসাহ বেড়ে যায়।’

【"ব্যাংকের চাকরি"】
২০২১ সালের ৩ অক্টোবর বেসরকারি একটি ব্যাংকের লেনদেন সেবা বিভাগে কর্মকর্তা হিসেবে যোগ দেন সুমাইয়া। বাসা থেকে সুমাইয়ার অফিস ছিল ১৯ থেকে ২০ কিলোমিটার দূরে। বিভিন্ন দেশের সঙ্গে সময়ের পার্থক্য থাকায় প্রায় সময়ই বাসে বসে বসে ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করতে হতো সুমাইয়াকে, কখনো আবার অফিস চলাকালেও ফোন কল আসত। অফিসের কাজ এবং মার্কেটপ্লেসের ক্লায়েন্টদের চাপে বেশ ব্যস্ত সময় পার করতে হতো সুমাইয়ার। সে সময়ের কথা স্মরণ করে সুমাইয়া বলেন, ‘আমার পরিবার সব সময়ই আমার পাশে ছিল। আমার মা সব সময় আমাকে উৎসাহ দিতেন, এমনকি ব্যাংকে চাকরি নেওয়ার আগে মা বলেছিলেন, ফ্রিল্যান্সিং কাজ করে তোমার তো বেশ ভালো উপার্জন হয়, তাহলে ব্যাংকে চাকরি করা কি খুব দরকার? তারপরও সমাজের সেই তথাকথিত নিয়মে নিজেকেও জড়িয়ে নিয়েছিলাম। আমি বলব না যে ব্যাংকের কাজ খুব আরামের, যথেষ্ট কঠিন একটা কাজ। এর তুলনায় ফ্রিল্যান্সিং করা বেশ সহজ। আর তাই ২০২২ সালের আগস্টে ব্যাংকের চাকরি ছেড়ে পুরোদমে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা শুরু করলাম।’

【"শুনতে হয়েছে মানুষের কটুকথা"】
পুরোদমে ফ্রিল্যান্সিং শুরুর পর পরিবারের সবার সমর্থন পেলেও পরিচিত অনেকের কাছ থেকেই কটুকথা শুনতে হয়েছে সুমাইয়াকে। অনেকে এটাও বলেছেন, কেন এই পেশা বেছে নিলে। তবে মানুষের কথায় দমে যাননি সুমাইয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন বেশ ভালো আছি, অন্তত ব্যাংকে কাজ করার সময়কার সেই মানসিক চাপটা নেই আমার। এখন নিজেকে স্বাধীন লাগে, কখনো কোথায় যেতে ইচ্ছা করলেই যেতে পারি, নিজেকে সময় দিতে চাইলেও দিতে পারি। এই পেশায় নির্দিষ্ট সময় কাজ সম্পন্ন করার চাপ থাকলেও ব্যক্তিস্বাধীনতা রয়েছে, যা আমি সব সময়ই চেয়েছিলাম।’

【"মাসে আয় কমবেশি লাখ টাকা"】
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করছেন সুমাইয়া। এ ছাড়া মার্কেটপ্লেসে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, বেলজিয়াম, সার্বিয়াসহ আরও বিভিন্ন দেশের ক্লায়েন্টদের কাজ নিয়মিত করছেন তিনি। এসব কাজ করে মাসে কমবেশি এক লাখ টাকা আয় হয় তাঁর। একবার এক মাসে মার্কেটপ্লেস ও বাইরের অন্যান্য ক্লায়েন্টদের কাজ করে প্রায় দুই লাখ টাকা আয় করেছিলেন তিনি।

【"ধৈর্য ধরলে সফলতা আসবেই"】
ফ্রিল্যান্সিং করা সহজ নয়, আবার কঠিনও নয় উল্লেখ করে সুমাইয়া বলেন, ‘অনেকে ভাবেন ফ্রিল্যাংসিংয়ের কাজ শুরু করলেই দ্রুত আয় করা যায়। আসলে একদমই তা নয়। ফ্রিল্যান্সিংয়ের কাজে দক্ষতার পাশাপাশি অনেক ধৈর্য দরকার। শুধু তাই নয়, নিজের দক্ষতাও নিয়মিত হালনাগাদ করতে হয়।’

সংগৃহীত,
প্রথম আলো

05/03/2023

সমস্যাহীন পৃথিবী হয় নাহ্ ...

25/02/2023

দুই মিনিট শুনুন....🙂

Motivational story
Ayman Sadik sir

22/02/2023

Motivational life quotes
Ayman Sadik sir

21/02/2023

💙

20/02/2023

Motivational Story 🥰
Ayman Sadik Sir
2023

প্রতিটি মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হয়।- Unknown
27/01/2023

প্রতিটি মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হয়।

- Unknown

সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে।- Stephen Lacock
27/01/2023

সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে।
- Stephen Lacock

24/01/2023

সমাজের যে মানুষটিকে সবাই
ধুরছাই ধুরছাই করে, একদিন সেই মানুষটি অনেক বড় হয়ে ওঠে।
🙂

19/01/2023

পদে পদে হেরে যাওয়া সেই দিন গুলো, সেই সময় গুলো..
হয়তো ঠিক পুরণ হবে, কোন এক নির্দিষ্ট দিনে
সেইদিন উচ্চস্বরে চিৎকার করে
কষ্ট গুলোকে দুরে সরিয়ে দিব
আর বলবো
হ্যাঁ আমি পেরেছি 🖤

𝐃𝐈𝐘 𝐋𝐢𝐟𝐞𝐡𝐚𝐜𝐤𝐬 𝐮𝐬𝐢𝐧𝐠 𝐂𝐡𝐚𝐥𝐤:ছোটবেলায় স্কুলে ব্যবহার করা চক, এত কাজে লাগে জানতেন..?ছোটবেলায় প্রতি দিন স্কুলে চকের ব্যবহার দ...
17/01/2023

𝐃𝐈𝐘 𝐋𝐢𝐟𝐞𝐡𝐚𝐜𝐤𝐬 𝐮𝐬𝐢𝐧𝐠 𝐂𝐡𝐚𝐥𝐤:
ছোটবেলায় স্কুলে ব্যবহার করা চক, এত কাজে লাগে জানতেন..?

ছোটবেলায় প্রতি দিন স্কুলে চকের ব্যবহার দেখতেন। সেই চকের টুকরো লুকিয়ে বাড়িতে আনতেন। চক দিয়ে দেওয়ালে কত দাগও কেটেছেন। তার জন্য কম বকুনিও খেতে হয়নি। কিন্তু চকের যে এত গুণ, সে কথা জানতেন?
ছোটবেলার স্কুলে পুরোদস্তুর চকের ব্যবহার দেখেছেন। কিন্তু তখন কে জানত যে এই চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা ছাড়াও আরও অনেক কিছু করা যায়! এই চক যে বাড়ির হাজারও সমস্যার সমাধান করতে পারে, সেটাই বা ক’জন জানেন!

চক দিয়ে কোন কোন কাজ করতে পারেন? এক ঝলকে দেখে নেওয়া যাক।

➡️আলমারিতে রাখুন (Keep Closets Fresh):
আলমারিতে জামাকাপড় দীর্ঘ দিন রেখে দিলে ভ্যাপসা গন্ধ হয়ে যেতে পারে। এর কারণ বাতাসের জলীয়বাষ্প। কিন্তু কয়েকটা চক যদি আলমারির ভিতরে রেখে দেন, তাহলে এই সমস্যা আর হবে না। জামাকাপড় একদম দুর্গন্ধ মুক্ত থাকবে।

➡️তেলচিটে দাগ মুছুন (Remove Grease Stains):
বাসন বা জামাকাপড়ের কোথাও তেলচিটে দাগ পড়েছে? সহজেই চক এই সমস্যার সমাধান করতে পারে। দাগের উপর চকের গুঁড়ো দিন। তার পরে ধুয়ে ফেলুন। দাগ অনেকটাই উঠে যাবে।

➡️রুপোর বাসন কালো হবে না (Prevent Silver From Tarnishing):
রুপোর বাসন ব্যবহার না করলে কালো হয়ে যায়। যেখানে রুপোর বাসন রাখছেন, সেই বাক্সে কয়েকটা চক রেখে দিন। বাসন কালো হবে না।

➡️জং ধরা আটকান (Keep Your Tools Rust-Free):
বাড়ির বিভিন্ন যন্ত্রপাতিতে জং ধরে যাচ্ছে? সেই যন্ত্রের বাক্সেও দু’-তিনটে চক রেখে দিন। ওগুলোতে আর জং ধরবে না।

➡️পিপড়ের হাত থেকে বাঁচুন (Stop Ants In Their Tracks):
বাড়ির কোথাও খুব পিপড়ে হচ্ছে? ওরা লাইন দিয়ে চলে। লাইনের মাঝখানে চকের দাগ কেটে দিন। ওদের উৎপাত বন্ধ হয়ে যাবে।

➡️চাবির ময়লা পরিষ্কার করুন (Fix Sticky Keys And Locks):
তালার ভিতরে তেলচিটে ময়লা কারণে অনেক সময়ে চাবি ঠিক করে কাজ করে না। চাবির খাঁজগুলোয় চকের গুঁড়ো মাখিয়ে নিন। সেই গুঁড়ো তালার ভিতরের ময়লা পরিষ্কার করে দেবে।

ধন্যবাদ।
Prince Ahsan

17/01/2023

"𝐔𝐍𝐄𝐌𝐏𝐋𝐎𝐘𝐌𝐄𝐍𝐓 𝐏𝐑𝐎𝐁𝐋𝐄𝐌"

At present, the problem of unemployment in Bangladesh and its solution has become one of the main issues. The unemployment problem is increasing day by day. "Lack of work of working people is called unemployment in the language of sociology." As unemployment is a bane of life, it is a great burden on national life. Environment and law and order are deteriorating due to unemployment and social values are deteriorating.
Bangladesh is an economically developing country. Being a developing country, unemployment is increasing in this country.
Due to some reasons unemployment in Bangladesh is increasing. lack of industrialization, Reluctance in father's profession, Development of science and technology, unskilled youth, etc.
As science and technology progress, so does unemployment. The number of unemployed is increasing day by day due to the new inventions of science and technology, the application of technology to do the manual work of many by one. There is no dearth of qualified and skilled people in this competitive market. Everyone is looking for a good job. But due to the lack of sufficient employment, the number of educated unemployed is increasing day by day.
Youth unemployment has increased significantly during the Covid-19 pandemic.
According to 2022 data, the number of unemployed youth in this age group may reach 73 million in 2022. However, it is slightly less than 2021 (7 crore 5 million).
The Global Employment Trends for Youth' or 'Worldwide Youth Employment Trends 2022' (ILO). According to the (ILO) report, the youth unemployment rate in the Asia Pacific region in 2022 could stand at 14.9 percent.
Unemployment problem is our national problem. We have to take national initiative to solve unemployment problem. For this, first of all, it is necessary to coordinate the education system with the social structure. Employment should be created by setting up industries and factories in the country and increasing foreign investment. To eliminate unemployment, technology education should be used to create new workplaces and recruit youth.That is, production-oriented education system can start to reduce unemployment in our country. The young society should be encouraged towards self-employment by removing the job mentality.
Educated youth should think of self-employment instead of chasing golden deer of job. Then once the unemployment can be eliminated.

Thanks for reading the content.
Prince Ahsan

• Digital Marketing Expert – Facebook, Twitter, LinkedIn, Instagram.

15/01/2023

Welcome 😊

14/01/2023

Digital Marketer🙂

Address

Lalmonirhat
Rangpur
5510

Telephone

+8801608293566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Habib:

Videos

Share