Mim Baeid Vlogs

Mim Baeid Vlogs বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহু আকবার
সবাই একটু লাইক, কমেন্ট করে
পাশে থাকবেন প্লিজ❤️❤️

এইতো কয়েকদিন আগের কথা দক্ষিণাঞ্চলে বন্যা হলো।কই তখন তো উত্তরবঙ্গের কোন মানুষ চুপ ছিল না। 🥺আমরা উত্তরবঙ্গের মানুষ যে যা ...
29/09/2024

এইতো কয়েকদিন আগের কথা দক্ষিণাঞ্চলে বন্যা হলো।
কই তখন তো উত্তরবঙ্গের কোন মানুষ চুপ ছিল না। 🥺
আমরা উত্তরবঙ্গের মানুষ যে যা পারছি তাই দিয়ে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলাম।💝💝
আজ আমার উত্তরবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ 🥹🥹
কিন্তু আজ দক্ষিণবঙ্গের সবাই চুপ কেন। 🥹
এখানে আমরা বৈষম্যের শিকার কেন ও।
এইতো কয়েকদিন আগে ফেসবুক বলেন যে কোন নিউজ চ্যানেলে বলেন আপনাদের রিপোর্ট।
এখন কই উত্তরবঙ্গের অবস্থা তো খুবই খারাপ বন্যার পানিতে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত।
কই কোথাও ফেসবুকে পোস্ট কোথাও কোন টিভি চ্যানেলে নিউজ দেখতেছি না কেন ও
কেন এই বৈষম্য। আমরা কি এই বৈষম্য চেয়েছিলাম।



10/09/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

শুরুতেই ধন্যবাদ জানাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীদের,যারা আমাদের ন্যায্য অধিকার আদায় এবং আমাদের বিরুদ্ধে করা বিষাক্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই সাথে ধন্যবাদ জানাই মাননীয় সচিব মহোদয় কে।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে চলমান আন্দোলন সক্রিয় রাখতে এবং অত্র ইনস্টিটিউট এর অভ্যন্তরিন সকল প্রকার অনিয়ম,দুর্নীতি ও সহিংসতা রুখে দিতে অধ্যায়নরত সকল টেকনোলজির প্রথম এবং দ্বিতীয় শিফট এর সকল পর্বের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ষষ্ঠ পর্বের শিক্ষার্থীগন একাগ্রতা প্রকাশ করছি। সেইসাথে আন্দোলন চলাকালীন সময়ে আমাদের যে সকল ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। অত্র ইনস্টিটিউট অনিয়ম, অসংগতি, দুর্নীতি এবং সহিংসতা মুক্ত রাখতে আমরা একই সুরে প্রতিজ্ঞাবদ্ধ।

তারই ধারাবাহিকতায় আমরা খুব দ্রুত একটি মতবিনিময় এবং আলোচনা সভার আয়োজন করব। সেখানে অত্র ইনস্টিটিউট এর ষষ্ঠ পর্ব সহ সকল পর্বের শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আমরা জোরালো ভাবে আহবান জানাচ্ছি।

সেই সাথে আমরা স্পষ্ট করতে চাই এখানে আমরা কেউই আলাদা কোনো সমন্নয়ক বা প্রতিনিধি নই। আমরা বিশ্বাস করি ষষ্ঠ পর্বের প্রত্যেক শিক্ষার্থী এক একজন সমন্নয়ক, প্রতিনিধি এবং সক্রিয় কর্মী
অধায়নরত সকল সাধারণ শিক্ষার্থী
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট

আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীরা মিলে ৯১, ৭৪০ টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনু...
29/08/2024

আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীরা মিলে ৯১, ৭৪০ টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনুদান হিসাবে, আপনাদের সবার বিশ্বস্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই কাজটা সম্পূর্ণ করতে যারা আমাদের পাশে ছিলেন
আমার সহপাঠীগণ ও আমার ছোট ভাই বোনেরা তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
তোমাদের জন্য আজীবন ভালোবাসা থেকেই যাবে। 💝💝
আশা করি আমরা ইনস্টিটিউট থেকে চলে গেলেও তোমরা এরকম ভালো ভালো উদ্যোগ সবাই মিলে নিবা।
যারা আমাদেরকে সব সমায় সাপোর্ট ও সাহস দিয়ে এসেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা 💝💝
আমাদের সাবেক বড় ভাইয়েরা আপনাদের প্রতি আজীবন ভালবাসা থেকেই যাবে।
বিশেষ করে ধন্যবাদ জানাবো Rk Rakib কে।

28/08/2024

রাতের আঁধারের অবৈধ নিয়োগ, মানি না মানবো না ✊✊
অবৈধ ক্রাফট হঠাও, কারিগরি শিক্ষা বাঁচাও,,
দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 🇧🇩
প্রতিবাদ কর্মসূচি
আয়োজনে
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

১ দফা ১ দাবি ক্রাফট হটাও কারিগরী শিক্ষা বাঁচাওঅবৈধ মামলা, প্রত্যাহার করতে হবে ক্রাফটদের দালালেরা, হুশিয়ার সাবধান ষড়যন্ত্...
27/08/2024

১ দফা ১ দাবি
ক্রাফট হটাও কারিগরী শিক্ষা বাঁচাও

অবৈধ মামলা,
প্রত্যাহার করতে হবে

ক্রাফটদের দালালেরা, হুশিয়ার সাবধান

ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও

ক্রাফটদের দোসররা হুশিয়ার সাবধান
আশা করি কালকে সবার উপস্থিত পাবো।
আর সবাই কিছু প্লেকার্ড লেখেন।

আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম  পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীদের  টাকা হিসাব করা সম্পন্ন হয়েছে। আজকের দিনে টাকা উঠেছে ৩৭, ৫৩৮ টা...
24/08/2024

আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীদের টাকা হিসাব করা সম্পন্ন হয়েছে। আজকের দিনে টাকা উঠেছে ৩৭, ৫৩৮ টাকা। আগামিকাল আমাদের কার্যক্রম শেষ করে। সব টাকা একসঙ্গে করে, আপনাদের সকলের বিশ্বস্ত আস সুন্নাহ ফাউন্ডেশন এ পাঠিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট এর নবীনরা ও আমাদের সাবেক বড় ভাইয়েরা আপনারা যদি কেউ টাকা পাঠায় দিতে চান তাহলে নিঃসন্দেহে দিতে পারেন।
01865110588 Bksh / Nogod
মিম বাঈদ
সিভিল ষষ্ঠ সেমিস্টার ১ম শিফট।
01710309844 Bksh /Nogod /rocket
রাকিব
সিভিল ষষ্ঠ সেমিস্টার ২য় শিফট।

আলহামদুলিল্লাহ আমাদের কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট টিম মাঠে নামছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।আমরা সবাই এভাবেই...
24/08/2024

আলহামদুলিল্লাহ
আমাদের কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট টিম মাঠে নামছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
আমরা সবাই এভাবেই এগিয়ে যাই।
এক নতুন বাংলাদেশ গড়াড় লক্ষ্যে।
মানুষ মানুষের জন্য।

এই জাতিকে কেমনে দমাবেন!!পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। স্পিড বোট লাগবে? কর্নফুল...
24/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

• গতকাল রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না।
তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না।
আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। l
আল্লাহ্ আমাদের সহায় হোন। আমিন...

ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ঃ-1. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো (885)2. 🇦🇷 লিওনেল মেসি (833)3. 🇦🇹 জোসেফ বিকান (৮০৫)ই...
02/06/2024

ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ঃ-

1. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো (885)
2. 🇦🇷 লিওনেল মেসি (833)
3. 🇦🇹 জোসেফ বিকান (৮০৫)

ইতিহাসে সবচেয়ে বেশি সহায়তাকারী খেলোয়াড়: [শুধুমাত্র ওপ্টা অ্যাসিস্ট]

1. 🇦🇷 লিওনেল মেসি (363)
2. 🇭🇺 ফেরেঙ্ক পুস্কাস (৩৫৯)
3. 🇳🇱 জোহান ক্রুইফ (৩৫৮)

ইতিহাসে সবচেয়ে বেশি ড্রিবল সম্পন্ন করা খেলোয়াড়: [অপ্টা কর্তৃক 2006-07 মৌসুম থেকে]

1. 🇦🇷 লিওনেল মেসি (2,358)
2. 🇧🇪 ইডেন হ্যাজার্ড (1,285)
3. 🇨🇵 ফ্রাঙ্ক রিবেরি (1,061)

ইতিহাসে সবচেয়ে বেশি ফ্রান্স ফুটবল ব্যালন ডি'অর জয়ী খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (৮)
2. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো (5)
3. 🇳🇱 জোহান ক্রুইফ (3)

ইতিহাসে সবচেয়ে বেশি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (৮)
2. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো (5)
3. 🇨🇵 জিনেদিন জিদান (3)

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ডেন বল পুরস্কার পাওয়া খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (2)
2. 🇦🇷 দিয়েগো ম্যারাডোনা (1)
3. 🇩🇪 অলিভার কান (1)

ইতিহাসে সবচেয়ে ইউরোপীয় গোল্ডেন বুটধারী খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (6)
2. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো (4)
3. 🇺🇾 লুইস সুয়ারেজ (2)

ইতিহাসে সবচেয়ে বেশি MOTM সহ খেলোয়াড়: [ডোমেস্টিক লিগ + চ্যাম্পিয়ন্স লিগ 2009-10 সিজন থেকে]

1. 🇦🇷 লিওনেল মেসি (318)
2. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো (168)
3. 🇸🇪 জ্লাতান ইব্রাহিমোভিচ (116)

ইতিহাসে সবচেয়ে বেশি IFFHS ওয়ার্ল্ডের সেরা প্লেমেকার অ্যাওয়ার্ড সহ খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (5)
2. 🇪🇦 জাভি হার্নান্দেজ (4)
3. 🇧🇪 কেভিন ডি ব্রুইন (3)

ইতিহাসে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরষ্কার পাওয়া খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (৭)
2. 🇺🇾 জোসে নাসাজি (3)
3. 🇧🇷 পেলে আরন্তেস (2)

ইতিহাসে সবচেয়ে বড় ট্রফি সহ খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি (44)
2. 🇧🇷 দানি আলভেস (43)
3. 🇪🇦 আন্দ্রেস ইনিয়েস্তা (37)

ইতিহাসে সর্বাধিক স্বতন্ত্র পুরষ্কার সহ খেলোয়াড়:

1. 🇦🇷 লিওনেল মেসি
2. 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো
3. 🇧🇷 রোনালদো নাজারিও

মেসির মতো কোনো খেলোয়াড় কি ফুটবল খেলায় আধিপত্য বিস্তার করেছে? 🗿🥵আশা করি রোনালদোর করা গোলের রেকর্ড টা তাড়াতাড়ি ছুয়ে ফেলবে?

04/03/2024

আজকে ম্যাচ হেরেও তোমাদের কাছে আমাদের কোন অভিযোগ নেই।
শেষ মুহূর্তে এসে এইভাবে হেরে যাবে
কখনো ভাবতেও পারিনি 🥹🥹🥹
বাংলাদেশ টিমের এইরকম পারফর্মেন্স আমরা সবসময় আশাবাদী 🥰🥰
লাভ ইউ বাংলাদেশ ক্রিকেট টিম। 🇧🇩🇧🇩🇧🇩🥰🥰


কারো মায়ায় হারিয়ে যেতে চাই না 😅😅😅তাই পাগল এর বেশে বের হই 😁😁😁😁  📷 Rk Rakib বন্ধু আমার ❤️
12/02/2024

কারো মায়ায় হারিয়ে যেতে চাই না 😅😅😅
তাই পাগল এর বেশে বের হই 😁😁😁😁

📷 Rk Rakib বন্ধু আমার ❤️

12/12/2023

হালারপুত মামুন কামটা করলো কি 😳😳😳😳
নিজের মায়ের মত বউটারে এমনে পিটালো 😱😱😱
হালায় আবার প্রমাণ করলো যে টাকার জন্য ওই লাইলারে বিয়া করছে 🙃🙃🙃

04/12/2023

ঠিক এমনই করে তোমায় নিয়ে আসবো প্রিয় 💝💝💝

28/11/2023

ইন্ডিয়া কে আবারো দিলো 🖕🖕
কি খেলা রে ভাই 😱😱😱
দানবীয় একটা খেলা দেখাইলো ম্যাক্সওয়েল ❤️❤️
Love you Glenn Maxwell
t-20

18/11/2023

আপনাকে স্যালুট ভাই 💝💝
আপনি ঠিক আমার মনের কথাগুলোই বলছেন 💝💝💝


Mim Baeid Vlogs

Address

Gangachara/Rangpur
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mim Baeid Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mim Baeid Vlogs:

Videos

Share

Category